সুপ্রাভিট জি এর উপকারিতা ও অপকারিতা বিস্তারিত জানুন

সম্মানিত পাঠক আসসালামু আলাইকুম। আশা করছি, আপনারা সকলেই ভালো আছেন। আপনি কি ভিটামিন ও মিনারেল এর অভাবে শারীরিক দুর্বলতায় ভুগছনে? তাহলে এই সমস্যা সমাধান পেতে একদম সঠিক জায়গায়। এই বিষয়ে প্রায় অধিকাংশ মানুষই জানতে চাই। এ ধরনের সমস্যা সমাধানের সবচেয়ে কার্যকরী ওষুধ হচ্ছে সুপ্রাভিট জি ক্যাপসুল। তাই আজকের এই আর্টিকেলে আপনাদের সুবিধার কথা চিন্তা করে সুপ্রাভিট জি ক্যাপসুল সম্পর্কে প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ তথ্য আলোচনা চেষ্টা করেছি।
সুপ্রাভিট জি এর উপকারিতা ও অপকারিতা

প্রিয় পাঠক আপনি যদি আমাদের সাথে শেষ পর্যন্ত থাকেন তাহলে সুপ্রাভিট জি ক্যাপসুল এর কাজ কি ও সুপ্রাভিট জি ক্যাপসুল এর উপকারিতা ও অপকারিতাসহ ইনস্পার্ম ট্যাবলেট সম্পর্কে আরও গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন। তাই অবহেলা না করে পুরো আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়তে থাকুন। আশা করছি, সুপ্রাভিট জি ক্যাপসুল সম্পর্কে বিস্তারিত জানতে পেরে আপনাদের উপকারে আসবে।
পোষ্ট সূচিপত্রঃ

ভূমিকা

বর্তমানে আমাদের দেহে বিভিন্ন ধরনের ভিটামিন ও মিনারেল এর ঘাটতির সমস্যা দেখা দেয়। মূলত মহিলাদের দেহে এমন ঘাটতি লক্ষ্য করা হয়। হতে পারে শরীরে বিভিন্ন ধরনের পুষ্টির ঘাটতি দেখা দিয়েছে যার ফলে ভিটামিন ও মিনারেল এর ঘাটতির সমস্যার দেখা দিয়েছে। আজকের এই পোষ্টে আমরা যেই ওষুধ সম্পর্কে আলোচনা করেছি এই ঔষধটি এই ধরনের সমস্যার সমাধানে ক্ষেত্রে বেশ ভালো কার্যকরী।

যাদের ভিটামিন ও মিনারেল এর ঘাটতির সমস্যা আছে তাদের সুপ্রাভিট জি ক্যাপসুল এর কাজ কি ও সুপ্রাভিট জি খাওয়ার নিয়ম এবং সুপ্রাভিট জি সম্পর্কে জেনে নেওয়াটা খুবই জরুরী। তাই যারা এই ক্যাপসুল সম্পর্কে জানতে চান তারা অবশ্যই আমাদের সাথে থাকতে হবে।

আবার যাদের এ বিষয়ে জানার আগ্রহ বেশি তারা চাইলে এই পুরো পোস্ট জুড়ে আমাদের সাথে থেকে এই সুপ্রাভিট জি ক্যাপসুল সম্পর্কে জেনে নিন। তাহলে চলুন, আর বেশি কথা না বাড়িয়ে মূল আলোচনায় শুরু করা যাক। আমরা প্রথমে  সুপ্রাভিট জি ক্যাপসুল এর উপাদান সংক্ষেপে জেনে নিব।

সুপ্রাভিট জি ক্যাপসুল এর উপাদান

সুপ্রাভিট জি এর উপাদান সম্পর্কে আমরা হয়তো অনেকেই জানি না। সুপ্রাভিট জি ক্যাপসুলে রয়েছে-
  • ভিটামিন এ ৫০০০ আই ইউ
  • ভিটামিন সি ৬০ মিগ্রা
  • ভিটামিন ডি ৪০০ আই ইউ
  • ভিটামিন ই ৩০ আই ইউ
  • ভিটামিন কে ২৫ মিগ্রা
  • বায়োটিন ৩০ মিগ্রা
  • পেনটোথেনেট ১০ মিগ্রা
  • ক্যালসিয়াম ১৬২ মিগ্রা
  • আয়রন ১৮ মিগ্রা
  • জিংক ১৫ মিগ্রা
  • পটাশিয়াম ৮০ মিগ্রা
  • মলিবডেনাম ৭৫ মাগ্রা
  • ক্লোরাইড ৭২ মিগ্রা
  • ভ্যানাডিয়াম ১০ মিগ্রা
  • সায়ানোকোবালামিন ৬ মিগ্রা
  • নিকেল ৫ মিগ্রা
  • ফসফরাস ১০৯ মিগ্রা
  • আয়োডিন ১৫০ মিগ্রা
  • ম্যাগনেসিয়াম ১০০ মিগ্রা
  • বি১ (থায়ামিন) ১.৫ মিগ্রা
  • ভিটামিন বি২ (রিভোফ্লাভিন) ১.৭ মিগ্রা
  • ভিটামিন বি৩ (নিয়াসিন) ২০ মিগ্রা
  • ভিটামিন বি৬ (পাইরিডক্সিন) ২ মিগ্রা
  • ফলিক এসিড ৪০০ মাগ্রা ইত্যাদি।
সুপ্রাভিট জি ক্যাপসুলে কি কি উপাদান থাকে সেই সম্পর্কে আশা করছি জানতে পেরেছেন। এবার চলুন, সুপ্রাভিট জি এর কাজ কি সেটি জেনে নেই।

সুপ্রাভিট জি এর কাজ কি

অনেকেই আছেন যারা সুপ্রাভিট জি ক্যাপসুল এর কাজ কি বা এর কার্যকারিতা সম্পর্কে অনলাইনে খোজাখুজি করে থাকেন। এর কাজ হলো যারা প্রতিনিয়ত মানসিক ও শারীরিক প্রেসারে থাকেন তাদের এ ধরনের প্রেসার প্রতিরোধে কাজ করে। আবার যাদের দেহের ভিটামিন ও মিনারেল এর পরিমাণ খুবই কম রয়েছে তাদের এ ধরনের ঘাটতি পূরন করতে সহায়তা করে।

এছাড়াও হজম শক্তি ও রুচি বৃদ্ধি করতে, আঘাত ও ক্ষয় রোধ করতে, এমনকি শরিরের দুর্বলতা রোধ করার জন্যেও এই ওষুধটি ব্যবহার হয়ে থাকে। মূল কথা শরীরের বিভিন্ন শারীরিক দুর্বলত দূর করতে এই ওষুধটি বিশেষভাবে ভূমিকা পালন করে থাকে। যদি কথায় বলি তাহলে এই সুপ্রাভিট জি ওষুধটি দেহের ভেতর থেকে শক্তি জোগাতে নেক সহায়তা করে।

এ ধরনের সমস্যা সমাধানের জন্য ডাক্তাররা সুপ্রাভিট জি ক্যাপসুল খাওয়ার পরামর্শ দেয়। আশা করছি এই বিষয়টি বুঝতে ও জানতে পেরেছেন। এখন চলুন আমরা সুপ্রাভিট জি ক্যাপসুল খাওয়ার সঠিক নিয়ম জেনে নেই।

সুপ্রাভিট জি ক্যাপসুল খাওয়ার নিয়ম

সুপ্রাভিট জি ক্যাপসুল ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড (Drug International) এর নির্দেশিত সুপ্রাভিট জি ক্যাপসুল খাওয়ার নিয়ম হলো যারা প্রাপ্ত বয়স্ক তাদের ক্ষেত্রে প্রতিদিন ১টি করে ক্যাপসুল সেবন করতে হবে। অর্থাৎ আপনাকে এই ওষুধটি দৈনিক ১ টি ট্যাবলেট বা ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে। আপনি চাইলে রাত সকালে অথবা রাতে যেকোন টাইমে সেবন করতে পারবেন। কিন্তু অবশ্যই এই ওষুধ ভরা পেটে সেবন করতে হবে।

এই ওষুধটি খাওয়ার একটি সতর্কতা রয়েছে সেটি হচ্ছে খালি পেটে কখনোই খাওয়া যাবে না। কারণ, খালি পেটে এই ওষুধ সেবনে আমাদের দেহের মধ্যে নানান ধরনের প্রতিক্রিয়া মূলক সমস্যা সৃষ্টি করবে। যা আমাদের শরীরের জন্য খুবই ক্ষতিকারক। আশা করছি, সুপ্রাভিট জি ক্যাপসুল খাওয়ার সঠিক নিয়ম সম্পর্কে জানতে পেরেছেন। এবার চলুন আমরা সুপ্রাভিট জি এর উপকারিতা কি তা জেনে নিব।

সুপ্রাভিট জি ক্যাপসুল এর উপকারিতা

সুপ্রাভিট জি ক্যাপসুল এর নানান উপকারিতা হয়েছে। সুপ্রাভিট জি ক্যাপসুল এর উপকারিতা সম্পর্কে অধিকাংশ মানুষই জানতে চাই। সুপ্রাভিট জি এর মূল উপকারিতা হলো আমাদের দেহের ভেতর থেকে শক্তি জোগান দিতে ভূমিকা পালন করে। তাছাড়াও এর উপকারিতা হচ্ছে-
  • ভিটামিন ও মিনারেল এর জোগান দিয়ে থাকে
  • শারীরিক ও মানসিন চাপে রোধ করে থাকে
  • হাতের বিভিন্ন ক্ষয় রোধ করে
  • আঘাত নিরাময় করে
  • খাবারে রুচি বৃদ্ধি করার পাশাপাশি হজম শক্তিও বৃদ্ধি করে 
  • এমনকি গর্ভাবস্থায় খুদামন্দা ভিটামিন এবং মিনারেল এর ঘাটতি পূরণ করে ইত্যাদি।
সুতরাং যারা ইতিমধ্যে এ ধরনের সমস্যায় আছেন তারা চিকিৎসা বা পরামর্শ নিয়ে সুপ্রাভিট জি সেবন করতে পারবেন। তাহলে আশা করছি এমন সমস্যা থেকে দ্রুত মুক্তি পাবেন। এবার চলুন সুপ্রাভিট জি ক্যাপসুল এর পার্শ্ব প্রতিক্রিয়া জেনে নেই।

সুপ্রাভিট জি ক্যাপসুল এর অপকারিতা

প্রতিটা মেডিসিনেই উপকারিতার পাশাপাশি সামান্য অপকারিতাও থাকে, এই ওষুধ তার বিপরীত নহে। সুপ্রাভিট জি খেলে বা অতিমাত্রায় সেবন করলে শরীরে নানান সমস্যা হতে পারে। সুপ্রাভিট জি ক্যাপসুল খাওয়ার ফলে যেসব শরীরে যেসব আপকারিতা বা পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে তা হলো-
  • মূলত বিটা ক্যারোটিন (Beta carotene) এর কারণে ডায়রিয়া হতে পারে
  • ত্বকের রং হলদে রঙ ধারণ করতে পারে
  • ভিটামিন ই ও ভিটামিন সি-এর কারণে ডায়রিয়া হতে পারে
  • পরিপাকতন্ত্রের অভ্যন্তরে অন্যান্য সমস্যা হতে পারে ইত্যাদি।
এই ওষুধের এর খুব বেশি পার্শ্ব প্রতিক্রিয়া নেই। সাধারনত উপরের এগুলোই লক্ষ্য করা হয়। তবে সকলের এগুলো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় না। কিছু মানুষদের ক্ষেত্রে যেমন যারা ইতিমধ্যে অন্য কোন ওশুধ নিয়মিত সেবন করেন বা যাদের ডায়াবেটিসসহ বিভিন্ন জটিল রোগ রয়েছে। আশা করি সুপ্রাভিট জি এর পার্শ্ব প্রতিক্রিয়া জানতে পেরেছেন। এবার চলুন, সুপ্রাভিট জি এর দাম সম্পর্কে জেনে নেই।

সুপ্রাভিট জি এর দাম কত

বাংলাদেশে প্রায় প্রতি বছরই নতুনভাবে বাজেট নির্ধারণ হওয়ার পরে বেশিরভাগ ওষুধের দামই কমবেশি হতে দেখা যায়। কিন্তু সব ওষুধ কম বেশি হয় না কিছু কিছু ওষুধ কম বেশি হতে দেখা যায়। এজন্য সব সময় ওষুধের সঠিক দাম জেনে রাখা জরুরি। অনেকেই দাম সুপ্রাভিট জি ক্যাপসুল সম্পর্কে জানতে চাই। তাই আজকের এই আর্টিকেলে সুপ্রাভিট জি এর দাম এর আলোচনা করেছি। বর্তমানে সুপ্রাভিট জি এর দাম হচ্ছে প্রতি পিচ ৭ টাকা দাম।
  • ইউনিট প্রাইজ:  7.00 (3 x 10: 210.00)
  • স্ট্রাইপ প্রাইজ: 70.00
সুপ্রাভিট জি ক্যাপসুল (ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড কোম্পানি) ওষুধ প্রতি বক্সে মোট ৩০ টি ক্যাপসুল বাজারজাত করে থাকে। যার মোট দাম ২১০ টাকা। আশা করছি, সুপ্রাভিট জি ক্যাপসুল এর দাম কত? তা জানতে পেরেছেন। এবার চলুন, সুপ্রাভিট জি ক্যাপসুল খেলে কি মোটা হয়? সেই বিষয়ে জেনে নেই।

সুপ্রাভিট জি খেলে কি মোটা হয়

আমাদের মাঝে অনেকেই আছেন যারা জানতে চাই যে সুপ্রাভিট জি ক্যাপসুল সেবন করলে কি মোটা হওয়া যায়? উত্তর হচ্ছে কিছু কিছু সময়ে মোটা হওয়া যায়। এই ক্যাপসুল খেলে মোটা হওয়ার কারণ হলো আমরা হয়তো ইতিমধ্যে জেনে নিয়েছি যে এই ক্যাপসুলটি আমাদের দেহের ভিটামিন ও মিনারেলের ঘাটতি পূরণ করতে বিশেষভাবে সাহায্য করে।

উল্লেখ্য বিষয় হল মানুষের চিকন হওয়ার পেছনে অন্যতম কারণ হচ্ছে সেই মানুষের দেহে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন ও মিনারেল না থাকা। অপরদিনে এই ওষুধ সেবনের ফলে আমাদের খাবারের প্রতি রুচি বাড়ার পাশাপাশি হজম শক্তিও যথাক্রমে বৃদ্ধি পায়।

তাই কারও কারও ক্ষেত্রে দেখা যায় এই ওষুধ খাওয়ার ফলে স্বাভাবিকভাবে তার শরীরে সামান্য ওজন বৃদ্ধি পায়। আশা করছি এই বিষয়টি বুঝতে পেরেছেন। এবার চলুন, গর্ভকালীন সময়ে সুপ্রাভিট জি ক্যাপসুল সেবন করা যাবে কিনা।

গর্ভাবস্থায় সুপ্রাভিট জি ক্যাপসুল সেবন করা যাবে

এখন আমরা জানবো গর্ভাবস্থায় বা গর্ভকালীন সময়ে সুপ্রাভিট জি ক্যাপসুল সেবন করা যাবে কিনা। গর্ভকালীন সময়ে বেশিরভাগ মায়েদের ভিটামিন এবং মিনারেল এর ঘাটতি দেখা যায়। এজন্য প্রতিটা গর্ভবতী মায়েদের জন্য এ সম্পর্কে সঠিক তথ্যটি জেনে রাখা উচিত।

গর্ভকালীন সময়ে সুপ্রাভিট জি ক্যাপসুল সেবন করার ক্ষেত্রে একজন মায়ের যদি ভিটামিন ও মিনারেল এর ব্যাপকভাবে ঘাটতি দেখা দেয় তাহলে প্রথমে নিবন্ধিত (Registered) চিকিৎসকের সাথে পরামর্শ করে নিয়ে সেই চিকিৎসকের পরামর্শ ও সেবনের নিয়ম অনুসারে এই ওষুধটি সেবন করতে হবে। আশা করি এই বিষয়টি গর্ভাবস্থায় সুপ্রাভিট জি ক্যাপসুল সেবন করা যাবে কিনা তা জানতে পেরেছেন।

সুপ্রাভিট জি ক্যাপসুল এর সর্তকতা

সুপ্রাভিট জি সম্পর্কে বিশেষ সর্তকতা হচ্ছে সুপ্রাভিট জি ক্যাপসুল খাওয়ার পূর্বে অবশ্যই নিবন্ধিত (Registered) চিকিৎসকের পরামর্শ নিয়ে এবং তার দেয়া নিময়নীতি গুলো মেনে এই ক্যাপসুলটি সেবন করা উচিত। আশা করছি, আমরা আপনারা প্রত্যকেই এই সতর্কতা অবল্ববনে সচেতন থাকবো। এতে আমাদেরই উপকারে আসবে।

সুপ্রাভিট জি সম্পর্কে সাধারণ জিজ্ঞাসা (FAQs)

প্রশ্ন: সুপ্রাভিট জি কোন কোম্পানি বাজারজাত করে?
উত্তর: সুপ্রাভিট জি ক্যাপসুল ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড (Drug International) বাজারজাত করে।

প্রশ্ন: প্রতি পিচ সুপ্রাভিট জি এর দাম কত?
উত্তর: প্রতি পিচ সুপ্রাভিট জি এর ৭ টাকা।

প্রশ্ন: সুপ্রাভিট জি ক্যাপসুল গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে সেবন করা যাবে?
উত্তর: হ্যাঁ, যাবে কিন্তু সেবনের আগে নিবন্ধিত (Registered) চিকিৎসকের পরামর্শ নিয়ে এবং তার দেয়া নিময়নীতি গুলো মেনে এই ক্যাপসুলটি সেবন করতে হবে। এই ওষুধ গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে ক্ষুধামন্দা দূর করে থাকে।

লেখকের শেষকথাঃ Supravit g এর উপকারিতা

পরিশেষে যে কথাটি না বললেই নয়, আপনি যদি বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ অনুযায়ী যেকোন ওষুধ সেবন করেন তাহলে দিনশেষে অবশ্যই ভালো ফলাফল পাবেন। আমরা ইতিমধ্যে সুপ্রাভিট জি ক্যাপসুল এর উপকারিতা ও অপকারিতাও সুপ্রাভিট জি ক্যাপসুল সম্পর্কে আরো অন্যান্য বিষয় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করেছি। আশা করছি, আপনারা জেনে উপকৃত হয়েছেন।

যেকোনো মেডিসিন সেবন করার আগে অবশ্যই বিষয়টি বিশেষজ্ঞ ডাক্তারকে জানিয়ে তাদের সাথে ভালোভাবে পরামর্শ করে সেবন করতে হবে। আপনি যদি সম্পূর্ণ আর্টিকেলে কোন বিষয়ে বুঝতে না পারেন, তাহলে অবশ্যই কমেন্টে বক্সে জানাবেন।

সুপ্রাভিট জি ক্যাপসুল এর উপকারিতা ও অপকারিতা ও সুপ্রাভিট জি ক্যাপসুল সম্পর্কিত আমাদের আজকের পোষ্টটি আপনার ভালো লেগে থাকলে কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। স্বাস্থ্য ও ওষুধ সম্পর্কিত অন্যান্য প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ আর্টিকেল পড়তে আমাদের আড্ডাভিউ ওয়েবসাইট নিয়মিত ভিজিট করুন ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আড্ডাভিউ আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url