এমিলিন কি ঘুমের ঔষধ - amilin 10 কিসের ওষুধ ও খাওয়ার নিয়ম

আপনি কি প্রতিনিয়ত শুষ্ক মুখ, দৃষ্টি ব্যাঘাত জনিত, এবং মাথাব্যথা জনিত সমস্যায় কিংবা ভুগছেন? অথবা এমিলিন কি ঘুমের ঔষধ এবং amilin 10 কিসের ওষুধ, সেই সম্পর্কে যাবতীয় তথ্য জানতে চেয়ে আমাদের ওয়েবসাইটে ভিজিট করেছেন? তাহলে আপনি এখন সঠিন জাইয়গাতেই এসেছেন। বর্তমানে amilin 10 ট্যব্লেট বহুল ব্যবহৃত একটি ওষুধ। তাই অধিকাংশ মানুষ এই ট্যাবলেট সম্পর্কে জানতে চায়। আজকে মূলত তাদের কথা চিন্তা করেই এই পোষ্টে amilin 10 ট্যাবলেট সম্পর্কে অজানা তথ্য বা সকল ধরণের গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় তথ্য আলোচনা সাজানোর চেষ্টা করেছি। 
এমিলিন কি ঘুমের ঔষধ - amilin 10 কিসের ওষুধ ও খাওয়ার নিয়ম

সম্মানিত পাঠক আপনি যদি আমাদের সাথে শেষ পর্যন্ত থাকেন, তাহলে আপনি এমিলিন কি ঘুমের ঔষধ ও amilin 10 কিসের ওষুধ এই বিষয়ে জেনে নেওয়ার পাশাপাশি এমিলিন ১০ খাওয়ার নিয়ম, এমিলিন ১০ এর পার্শ্বপ্রতিক্রিয়া, দামসহ ইত্যাদি এই ওষুধ সম্পর্কে আরও গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন। তাই অবহেলা না করে সম্পূর্ণ শুরু থেকে শেষ পর্যন্ত  মনযোগ সহকারে পড়তে থাকুন। এই এমিলিন ওষুধ সম্পর্কে আমরা এমন কিছু তথ্য প্রদান করব যার মাধ্যমে আপনি উপকৃত হতে পারবেন।
পোষ্ট সূচিপত্রঃ

ভূমিকা - amilin 10

বর্তমান সময়ে এমিলিন ট্যাবলেট একটি বহুল ব্যবহৃত ওষুধ। দৈনন্দিন জীবনে আমরা অনেকেই এই ওষুধ সেবন করে থাকি। এছাড়াও এমিলিন ট্যাবলেট সম্পর্কে আমরা কমবেশি সকলেই পরিচিত। এই  ট্যাবলেটটি সাধারনত অপসোনিন ফার্মা লিমিটেড (Opsonin Pharma Ltd) কোম্পানি বাজারজাত করে থাকে। এর জেনেরিক নাম হচ্ছে এ্যামিট্রিপটাইলিন হাইড্রোক্লোরাইড (Amitriptyline Hydrochloride)।

আপনারা অনেকেই এই এমিলিন ওষুধ সম্পর্কে জানতে চেয়েছেন। এজন্য আজকের এই পোষ্টে amilin ওষুধ নিয়ে সকল ধরনের তথ্য তুলে ধরেছি। আশা করছি এই ওষুধ সম্পর্কে ক্লিয়ার ধারণা পেয়ে যাবেন। তবে আজকে আলোচনা শুরু করার আগে আপনাকে একটি বিষয়ে সচেতন করব।

সেটা হচ্ছে এমিলিন ট্যাবলেট চিকিৎসক কর্তৃক নির্দেশিত তাই এই ওষুধ সেবন করার পূর্বে  অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করবেন। তাহলে চলুন, আর কথা না বাড়িয়ে আজকের আলোচ্য বিষয়গুলো নিয়ে আলোচনা শুরু করা যাক। আমরা প্রথমে এমিলিন কি ঘুমের ঔষধ সেই সম্পর্কে বিস্তারিত জেনে নিব।

এমিলিন কি ঘুমের ঔষধ - amilin 10 bangla

এমিলিন ঘুমের ওষুধ কিনা এ বিষয়ে অনেকেই জানতে চেয়েছেন। এজন্যই পোস্টের শুরুতেই এই বিষয়ে ক্লিয়ার ধারণা দেব। এই প্রশ্নের উত্তর হচ্ছে না আবার হ্যাঁ। এমিলিন ট্যাবলেট হচ্ছে একটি অ্যান্টিডিপ্রেসেন্ট (Antidepressant) যা আমাদের মস্তিষ্কের সেরোটোনিন এবং নোরপাইনফ্রিন এর মাত্রা বাড়াতে সাহায্য করে থাকে।

আর এ দুটি উপাদান আমাদের মানসিক অবস্থা উপর, ঘুম, এবং অন্যান্য শারীরিক কার্যকলাপ নিয়ন্ত্রণ করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তাই কারও কারও ক্ষেত্রে এই ওষুধ ঘুমের ওষুধ হিসেবে কার্যকরী হতে পারে। আবার কারো কারো ক্ষেত্রে না-ও হতে পারে। তবে আমি যতটুকু তথ্য সংগ্রহ করতে পেরেছি তা হচ্ছে এই ওষুধ সেবন করার ফলে অনেকেরই ঘুম ঘুম ভাব করে থাকে।
এখন হয়তো অনেকে প্রশ্ন করতে পারেন যে এমিলিন কেন ঘুম ঘুম ভাব তৈরি করে? আসল এই বিষয়টি এখন পর্যন্ত পুরোপুরি ভাবে বোঝা যায় না । তবে, এই ওষুধে বিদ্যমান সেরোটোনিন এবং নোরপাইনফ্রিন নামক উপাদান আমাদের মস্তিষ্কের নিউরন গুলোকে শান্ত করে থাকে।

যার ফলে এই ওষুধ সেবনে ভাব সৃষ্টি হয়। এজন্য হয়তো অনেকে মনে করেন যে এই ওষুধ ঘুমের ওষুধ। তবে পুরোপুরি ভাবে এই ওষুধকে ঘুমের ওষুধ বলা যাবে না। আশা করছি এমিলিন কি ঘুমের ঔষধ কিনা তা জানতে পেরেছেন। এবার চলুন amilin 10 কিসের ওষুধ বা amilin 10 কোন রোগের ওষুধ সেই বিষয়ে জেনে নেই।

amilin 10 কিসের ওষুধ - amilin 10 কোন রোগের ওষুধ

আপনারা অনেকেই amilin 10 কিসে ওষুধ সেটা জানতে চেয়েছেন। তাই পোষ্টের এই অংশে এই বিষয়ে তুলে ধরেছি। এটি সাধারণত একটি ট্রাইসাইক্লিক ঔষধ যার এন্টিকোলিনারজিক এবং বিষন্নতা রোগীদের ক্ষেত্রে উপযোগী।

আবার এটি মূলত স্নায়ু প্রান্তে নরএড্রিনালিন এবং সেরােটনিন গ্রহণে বাধা প্রদান করে থাকে৷ এমিলিন ১০ ওষুধ সেবনে পরিপাকনালীতে অনেক দ্রুত শােষিত হয়ে থাকে ৷ প্রায় ২-১২ ঘণ্টার মধ্যে প্লাজমাতে গিয়ে সর্বোচ্চ মাত্রায় পৌছায়। এমিলিন ১০ যেসব সমস্যা বা রোগের ক্ষেত্রে ব্যবহার হয় তা হলো-
  • বিষন্নতা জনিত অসুস্থতা
  • মানসিক দুশ্চিন্তা জনিত সমস্যা 
  • মাইগ্রেনজনিত সমস্যার ক্ষেত্রে
  • প্যানিক ডিসঅর্ডার
  • উদ্বেগজনিত ব্যাধি
  • আশাহীনতা ও অসহায়ত্ব বোধের ক্ষেত্রে
  • শারীরিক যন্ত্রণা ও ব্যথার ক্ষেত্রে
  • মূত্রের বেগ ধারণে অক্ষমতা
  • অবসেসিভ কমপালসিভ ডিসঅর্ডার
  • ক্ষুধামন্দা, মাথাব্যথা ও হজমের সমস্যার ক্ষেত্রে
  • অনেক ক্ষেত্রে ঘুমের সমস্যা থাকলে এবং
  • শিশুদের রাত্রিকালীন শয্যায় মূত্র ত্যাগের চিকিৎসার ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে ৷
মূলত উপরোক্ত উল্লেখিত সমস্যাগুলোর ক্ষেত্রে এমিলিন ১০ ট্যাবলেট ব্যবহার হয়ে থাকে। তবে মনে রাখবেন এই ওষুধ শুধু চিকিৎসকের নির্দেশনা অনুযায়ী ব্যবহারযোগ্য। আশা করছি amilin 10 কিসের ওষুধ সে সম্পর্কে অবগত হতে পেরেছেন। এবার চলুন amilin 25 কিসের ওষুধ তা জেনে নেই।

amilin 25 কিসের ওষুধ

এমিলিন ২৫ এম জি ট্যাবলেট সাধারণত একটি ট্রাইসাইক্লিক এন্টিডিপ্রেসেন্ট (Tricyclic antidepressants)। এটি একটি যৌগিক দ্বিবেনজাপেপাইন গ্রুপ এর অন্তর্গত। এলামিন ২৫ মূলত প্রাথমিক পর্যায়ে বিষন্নতা চিকিৎসার ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে। এছাড়াও এটি ইয়ারেসিস নিরাময় করার ক্ষেত্রেওব্যবহার করা যেতে পারে, তবে চিকিৎসকের নির্দেশনা অনুযায়ী।

আবার এই ওষুধ আমাদের মস্তিষ্কের রাসায়নিক কার্যকলাপ বৃদ্ধি দ্বারা কাজ করে থাকে। যার ফলে মস্তিষ্কের নিউরন গুলো শান্ত থাকে। এছাড়াও এমিলিন ২৫ মিগ্রা বিভিন্ন রোগ বা সমস্যার ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে যেমন
  • মাইগ্রেন প্রতিরোধ
  • দুঃশ্চিন্তা জনিত মাথাব্যথা
  • দীর্ঘমেয়াদী ব্যাথা
  • বিষণ্ণতা (বিশেষ করে ঘুমের প্রয়োজনের ক্ষেত্রে)
  • শিশুদের রাত্রিতে বিছানায় মূত্রত্যাগ ইত্যাদি।

এমিলিন ১০ বেশি খেলে কি হয়

আমরা প্রথম থেকেই বলে আসছি যে এই ওষুধ ডাক্তারের পরামর্শ ব্যতীত অতিমাত্রায় বা বেশি সেবন করলে অবশ্যই শরীরে ক্ষতিকর প্রভাব পড়বে। শুধু এমিলিন ওষুধের ক্ষেত্র নয় যে কোন ধরণের ওষুধ অতিমাত্রায় বেশি সেবন করলে শরীরে ক্ষতিকর প্রভাব পড়বে।

তবে আমরা এ পর্যায়ে এমিলিন ১০ বেশি খেলে কি হয় সেই সম্পর্কে বিস্তারিত জানবো। এমিলিন ১০ মিগ্রা ট্যাবলেট বেশি খেলে আমাদের শরীরে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে যেমন- 
  • রক্ত চাপ কমে যেতে পারে
  • সিনকোপ দেখা দিতে পারে
  • মুখ শুকিয়ে যেতে পারে
  • মাথা ঘোরানো
  • বমি বমি ভাব বা বমি হওয়া
  • কোষ্ঠকাঠিন্য হতে পারে
  • বুক ধড়ফড় করে থাকে
  • হেলুসিনেশন দেখা দেয়
  • আলোক সংবেদনশীলতা
  • চোখে ঝাপসা দেখা
  • মাথা ঝিম ঝিম করতে পারে
  • দুর্বলতা ভাব হতে পারে
  • অবসাদ অনুভূত হওয়া
  • প্রস্রাব করতে সমস্যা হতে পারে
  • ওজন কমে যাওয়া ইত্যাদি।
এমিলিন ১০ বেশি খেলে মূলত প্রাথমিক অবস্থায় উপরোক্ত সমস্যাগুলো দেখা দিতে পারে। এছাড়াও আরও নানান ধরনের গুরুতর সমস্যা সৃষ্টি হতে পারে। তাই এই ওওষধ বেশি খাওয়ার আগে সকলেই ক্ষতির দিকগুলো নিয়ে সচেতন থাকতে হবে। আশা করছি এমিলিন ১০ বেশি খেলে কি হয় তা জানতে পেরেছেন। এবার চলুন এমিলিন ১০ এর কাজ বা এমিলিন ১০ কি কাজ করে তা জেনে নেই।

এমিলিন ১০ এর কাজ - এমিলিন ১০ কি কাজ করে

এমিলিন হলো মূলত একটি অ্যান্টিডিপ্রেসেন্ট (Antidepressant) ঔষধ। এটি সাধারণত আপনার মস্তিষ্কের সেরোটোনিন এবং নোরপাইনফ্রিন এর মাত্রা বাড়িয়ে কাজ করে থাকে । সেরোটোনিন, নোরপাইনফ্রিন মানসিক অবস্থা উপর, ঘুম এবং অন্যান্য শারীরিক কার্যকলাপ নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এমিলিন গ্রহণ করার ফলে ঘুম ঘুম ভাব হয়ে থাকে, শুষ্ক মুখ, দৃষ্টি ব্যাঘাত জনিত, এবং মাথাব্যথা ইত্যাদি পার্শ্ব প্রতিক্রিয়া গুলো দেখা দিতে পারে ।

এমিলিন ১০ খাওয়ার নিয়ম - এমিলিন ১০ এর ব্যবহার

এমিলিন ওষুধ সেবনে যদি আপনি কার্যকরী ফলাফল পেতে চান তাহলে আপনাকে অবশ্যই এই ওষুধ খাওয়ার সঠিক নিয়ম জানতে হবে। কারণ আপনি যদি এই ওষুধ সঠিক নিয়ম অনুযায়ী  সেবন না করেন তাহলে কোন ফলাফল পাবেন না বরং এর অবিলম্বে দেহে বিভিন্ন ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে। তাই এমিলি ন ওষুধ খাওয়ার নিয়ম জেনে নেওয়া জরুরী।
  • বিষন্ন জনিত সমস্যার ক্ষেত্রে ২৫ থেকে ৫০ মিলিগ্রাম একক মাত্রায় ও বিভক্ত মাত্রায় প্রতিদিন একটি করে ভরা পেটে ঘুমানোর আগে খেতে হবে।
  • রাত্রিকালীন শয্যায় মূত্র ত্যাগের ক্ষেত্রে ৬ থেকে ১০ বছর বয়সী শিশুদের ক্ষেত্রে প্রতিদিন ১ টা ১০-২০ মিলিগ্রাম ভরা পেটে ঘুমানোর আগে সেবন করাতে হয়। 
  • এছাড়া ১১ থেকে ১৬ বছর বয়সের ক্ষেত্রে ২৫-৫০ মিলিগ্রাম প্রতিদিন ১ টা ঘুমানোর আগে ভরা পেটে সেবন করতে হবে।
মনে রাখবেন এই ওষুধ সেবন করার আগে আপনাকে প্রথমে একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে হবে এরপরে তার দেওয়া নিয়ম অনুযায়ী এই ওষুধ খেতে হবে। কেননা যেকোন ওষুধের ডোজ শরীরের অবস্থা, বয়স এবং ওজনের নির্ভর করে নিয়ম পরিবর্তিত হতে পারে।

তাই অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেওয়াটা জরুরি। তবে আপনি যদি কোন কারণে আমাদের দেওয়া নিয়ম অনুযায়ী ওষুধ খেয়ে কোন ক্ষতিকর প্রভাব পড়ে তাহলে addaviewit ওয়েবসাইটের এডমিন দায়ী থাকবে না। কারণ আমরা আপনাকে তথ্য প্রদান করি, কোন নির্দেশনা দেয় না। আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন।

এমিলিন ১০ এর পার্শ্বপ্রতিক্রিয়া

প্রতিটা মেডিসিনের কার্যকরী উপকারিতা থাকার পাশাপাশি অতিমাত্রায় বা নিয়ম অনুযায়ী না খেলে বেশ কিছু পার্শ্ব প্রতিক্রিয়া লক্ষণ করা যেতে পারে। তেমনি এমিলিন ১০ অবশ্যই তার ব্যতিক্রম নয়। এই ওষুধের বেশ কয়েকটি পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে যেগুলো হচ্ছে-
  • রক্ত চাপ কমে যাওয়া
  • সিনকোপ
  • মুখ শুকিয়ে যাওয়া
  • মাথা ঘোরা
  • বমি বমি ভাব
  • কোষ্ঠকাঠিন্য
  • বুক ধড়ফড় করা
  • হেলুসিনেশন
  • আলোক সংবেদনশীলতা
  • চোখে ঝাপসা দেখা
  • মাথা ঝিম ঝিম করা
  • দুর্বলতা
  • অবসাদ
  • কনফিউশন
  • প্রস্রাব করতে সমস্যা হওয়া
  • ওজন কমে যাওয়া ইত্যাদি।
উপরের উল্লেখিত পার্শ্ব প্রতিক্রিয়াগুলো সকলের ক্ষেত্রে লক্ষন করা না-ও যেতে পারে। তবে, আপনার দেহে যদি গুরুতর কোন পার্শ্ব প্রতিক্রিয়ার প্রভাব দেখা দেয় তাহলে এর অবিলম্বে যত দ্রুত সম্ভব ডাক্তার এর সাথে পরামর্শ করুন। আশা করছি এমিলিন ১০ এর পার্শ্বপ্রতিক্রিয়া জানতে পেরেছেন। এবার চলুন এমিলিন ১০ মিলিগ্রাম ও ২৫ মিলিগ্রাম ওষুধের দাম জেনে নেই।

এমিলিন ২৫ এর পার্শ্বপ্রতিক্রিয়া

এমিলিন ২৫ মিলিগ্রাম ওষুধের বেশ কয়েকটি পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে। এমিলিন ২৫ সেবনের আগে এর পার্শ্বপ্রতিক্রিয়া গুলো জেনে রাখা উচিত। এমিলিন ২৫ এর পার্শ্বপ্রতিক্রিয়াগুলো হচ্ছে-
  • এন্টিকোলিনারজিক: শুষ্ক গলা, ঝাপসা দৃষ্টি, ইউরিনারি রিটেনশন, অতিরিক্ত স্বেদ, অত্যধিক জ্বর, মুত্রনালীর প্রসারণ ইত্যাদি।
  • কার্ডিওভাসকুলার রিঅ্যাকশন: নিম্ন রক্তচাপ, উচ্চ রক্তচাপ, বুক ধড়ফড় ইত্যাদি।
  • অ্যালার্জিক: চুলকানি, অস্থিমজ্জা কমে যাওয়া, ফটোসেনসিটাইজেশন আরটিক্যারিয়া ইত্যাদি।

amilin 10 price in bangladesh

amilin ওষুধটি মূলত শুষ্ক মুখ, দৃষ্টি ব্যাঘাত জনিত, মাথাব্যথা জনিত সমস্যা এবং ঘুমের ওষুধ, মাইগ্রেন জনিত সমস্যার জন্য কার্যকরী ঔষধ হিসেবে পরিচিত। অপসোনিন ফার্মা লিমিটেড (Opsonin Pharma Ltd) কোম্পানি বাজারজাত করে থাকে। এর জেনেরিক নাম হচ্ছে এ্যামিট্রিপটাইলিন হাইড্রোক্লোরাইড (Amitriptyline Hydrochloride)। অনেকেরই এই ওষুধের দাম জানা নেই চলুন তাহলে amilin এর দাম কত তা জেনে নেই।
এমিলিন ১০ মিলিগ্রাম
Per Pitch Quantity: 0.85Tk 
Per Stripe Quantity: 11.90 Tk

এমিলিন ২৫ মিলিগ্রাম
Per Pitch Quantity: 1.75 Tk 
Per Stripe Quantity: 24.50Tk

আসলে ওষুধের দাম সঠিকভাবে নির্ধারণ করে বলা কঠিন কেননা এইগুলো মেডিসিনের দাম যে কোন সময় কম বেশি হয়ে থাকে। আপনি যেকোনো ফার্মেসি বা সুপারশপ থেকে এই ওষুধ ক্রয় করতে পারেবেন। তবে মনে রাখবেন এই ওষুধ শুধুমাত্র চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নির্দেশিত তাই ডাক্তার এর পরামর্শ অনুযায়ী এই ওষুধটি সেবন করবেন। আশা করি এমিলিন ১০ দাম জানতে পেরেছেন।

লেখকের শেষকথাঃ এমিলিন কি ঘুমের ঔষধ 

আমরা ইতিমধ্যে এই আর্টিকেলে এমিলিন কি ঘুমের ঔষধ - amilin 10 কিসের ওষুধ ও খাওয়ার নিয়মসহ এমিলিন ওষুধ নিয়ে বিস্তারিত তথ্য আলোচনা করেছি। আপনারা হয়তো এমিলিন ওষুধ সম্পর্কে ক্লিয়ার ধারণা পেয়ে গেছেন। যদি এই ওষুধ সম্পর্কে আপনার কোন ধরণের প্রশ্ন বা মতামত থাকে, তাহলে এই পোষ্টের নিচে কমেন্ট বক্সে জানাতে পারেন।

এমিলিন ট্যাবলেট সম্পর্কিত আজকের এই পোস্টটি আপনার ভালো লাগলে বন্ধুদের শেয়ার করে দিবেন করবেন। বিভিন্ন ওষুধ বা মেডিসিন সম্পর্কিত অন্যেন্য প্রয়োজনীয় তথ্য পেতে আমাদের আড্ডাভিউ আইটি ওয়েবসাইট নিয়মিত ভিজিট করার অনুরোধ রইলো।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আড্ডাভিউ আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url