Androcap ক্যাপসুল খাওয়ার নিয়ম - androcap 40 mg এর পার্শ্বপ্রতিক্রিয়া
আজকের আর্টিকেলে আমরা অনেক প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ
ওষুধ অর্থাৎ পুরুষত্ব বাড়ানোর androcap ওষুধ সম্পর্কে আলোচনা
করব। আমাদের মাঝে এমন অনেকেই আছেন যারা পুরুষত্ব বাড়ানোর জন্য এই androcap
ওষুধ খাওয়ার চিন্তা ভাবনা করছেন। মূলত তাদের কথা ভেবেই আজকের এই পোষ্টে Androcap
ক্যাপসুল খাওয়ার নিয়ম এবং androcap 40 mg এর কাজ ও পার্শ্বপ্রতিক্রিয়া
সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছি।
সম্মানিত পাঠক, আপনি যদি আমাদের সাথে শেষ অবদি থাকেন, তাহলে Androcap
ক্যাপসুল খাওয়ার নিয়ম ও এর পার্শ্বপ্রতিক্রিয়া জেনে নেওয়ার পাশাপাশি
Androcap 40 mg এর কাজ কি, Androcap ক্যাপসুল কেন খায়, androcap কতদিন খাওয়া
যায়, এর দামসহ গুরুত্বপূর্ণ টপিকে আলোচনা করব। তাই অবহেলা না করে সম্পূর্ণ
পোষ্ট মনোযোগ সহকারে পড়ুন।
পোষ্ট সূচিপত্রঃ
ভূমিকা
আপনি কি পুরুষত্ব দুর্বলতা কিংবা শারীরিক দুর্বলতায় ভুগছনে? তাহলে এ ধরণের
সমস্যা থেকে মুক্তি পেতে সঠিক স্থানে এসেছেন। এ ধরণের সমস্যায় অধিকাংশ
পুরুষেরাই ভোগেন। এই সমস্যা থেকে সমাধান দিতে পারে একমাত্র
Androcap ক্যাপসুল। বর্তমানে অধিকাংশ পুরুষদের শরীরে টেস্টোস্টেরন
হরমোনের মাত্রা কম হতে দেখা যায়।
যেসব পুরুষদের টেস্টোস্টেরন হরমোনের মাত্রা অনেক কম তাদের জন্য আজকের পোষ্টটি
অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাহলে আসুন, আপনার মূল্যবান সময় আর নষ্ট না করে
মূল আলোচনা শুরু করা যাক। সর্বপ্রথম আমরা Androcap 40 mg এর কাজ কি সে
বিষয়ে ধারণা নেব।
Androcap 40 mg এর কাজ কি
অনেকেই প্রশ্ন করেন বা জানতে চান যে Androcap ক্যাপসুল এর মূল কাজ কি বা
এই ওষুধ কি কি ক্ষেত্রে ব্যবহার হয়? আমরা জানি Androcap ক্যাপসুল হচ্ছে
টেস্টোস্টেরন হরমোন জাতীয় ওষুধ যার কাজ হল পুরুষের পুরুষত্ব ধরে রাখা বা বজায়
রাখা। androcap 40 mg ক্যাপসুল মূলত এক ধরনের হরমোনাল সমৃদ্ধ ঔষধ যা
বিশেষত এড্রোজেন বিভাগে বিভক্ত।
এছাড়াও এই Androcap ক্যাপসুল শুধু পুরুষের টেস্টোস্টেরন হরমোনের বাড়ানোর কাজে
ব্যবহৃত হয় না বরং এর আরও বেশ কিছু কার্যকারিতা রয়েছে। যেমন হাড়ের ক্ষয়
রোধ করা, দেহের ক্লান্তি দূর করা, পেশি বজায় রাখে ইত্যাদি। এছাড়াও
স্বাস্থ্য ভালো রাখতে অন্যতম ভূমিকা পালন করে থাকে। আশা করছি Androcap
ক্যাপসুল এর কাজ কি সেটি জানতে পেরেছেন। এবার আসুন,Androcap ক্যাপসুল কেন
খায় সেই বিষয়ে জেনে নেই।
Androcap ক্যাপসুল কেন খায়
এই androcap ক্যাপসুল পুরুষত্ব ধরে রাখে যার জেনারিক নাম হচ্ছে টেস্টোস্টেরন
আনডেকানোয়েট। কিন্ত এটি যে শুধু পুরুষদের দেহে টেস্টোস্টেরন হরমোনের
মাত্রা বাড়ায় সেটি বললে ভুল হবে। কারণ এই ক্যাপসুল বিভিন্ন ধরনের প্রয়োজনীয়তা
রয়েছে। সাধারনত পুরুষের পুরুষত্ব ধরে রাখার জন্যই এই ওষুধ সেবন করেন। আপনি
পুরুষত্ব ধরে রাখতে চান তাহলে এই androcap ক্যাপসুল সেবন করতে হবে।
আরো পড়ুনঃ oxat 20 এর কাজ কি ও oxat 20 এর উপকারিতা
শরীরে টেস্টোস্টেরন হরমোন এর পরিমাণ যত বেশি থাকবে তত বেশি পুরুষত্ব
ক্ষমতাও বৃদ্ধি পাবে। এই টেস্টোস্টেরন হরমোন এর অভাবে পুরুষের শরীরে
নানান ধরণের সমস্যা দেখা দিতে পারে যেমন-
- লিঙ্গের আঁকার ছোট হয়ে যেতে পারে
- চুল পড়ে যাওয়া
- দ্রুত বী'র্যপাত হওয়া
- পুরুষাঙ্গের চামড়া ঢিলা হয়ে যীতে পারে
- মানসিক অবসাদ ঘটতে পারে
- কোন কাজে সহজে মন না বসা
- বার বার ভুলে যাওয়ার প্রবণতা ইত্যাদি।
উপরোক্ত সমস্যাগুলো ছাড়াও আরও নানান ধরনের সমস্যা সৃষ্টি হতে পারে।
আপনার যদি এ ধরণের সমস্যা থাকে তাহলে আপনি চাইলে এই ক্যাপসুল খেতে
পারেন এবং এর পাশাপাশি টেস্টোস্টেরন হরমোন জাতীয় খাবার খেতে পারেন। তবে
এই ওষুধ সেবনের আগে অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে সেবন
করবেন। আশা করছি Androcap ক্যাপসুল কেন খায় সেটা জানতে পেরেছেন। এবার
আসুন, Androcap ক্যাপসুল খাওয়ার নিয়ম জেনে নেই।
Androcap ক্যাপসুল খাওয়ার নিয়ম
প্রতিটা ওষুধ যদি আপনি সঠিক নিয়ম জেনে সেবন করেন তাহলে অবশ্যই সেই ওষুধের
ভালো ফলাফল পাবেন। আর এক্ষেত্রে আপনাকে খাওয়ার নিয়ম-ও জেনে নেওয়াটা খুবই
জরুরি। তার কারণ আপনি যদি আপনার রোগের চিকিৎসায় সঠিক নিয়ম অনুযায়ী ওষুধ
সেবন না করেন তাহলে দ্রুত সেরে ওঠতে পারবেন না। Androcap ক্যাপসুল খাওয়ার
নিয়ম হচ্ছে-
এই ক্যাপসুল একজন চিকিৎসক প্রথমদিকে দিনে ৩টি করে ক্যাপসুল ২০ দিন সেবন করার
পরামর্শ দিয়ে থাকেন। এভাবে ডাক্তারের নিয়ম অনুযায়ী সেবন করার পরে
এক পর্যায়ে যেয়ে সমস্যার উন্নতি ঘটলে ওষুধের মাত্রা কমিয়ে দিতে হবে।
তবে এক্ষেত্রে চিকিৎসকরা বলেন, আপনাকে দিনে ১টি করে ক্যাপসুল ৪ সপ্তাহ
পর্যন্ত সম্পূর্ণভাবে সেরে ওঠা না পর্যন্ত সেবন করতে হবে।
Androcap ক্যাপসুল পানি দিয়ে সরাসরি গিলে খেতে হয়। এই ওষুধ চিবিয়ে খেতে হয়
না এবং ভরা পেটে অবশ্যই খাবেন। এই নিয়মে এন্ড্রোক্যাপ সেবন করলে ইনশাল্লাহ
ভালো ফলাফল পাবেন। আশা করছি Androcap ক্যাপসুল খাওয়ার নিয়ম জানতে
পেরেছেন। এবার চলুন androcap এর পার্শ্বপ্রতিক্রিয়া গুলো জেনে নেই।
androcap এর পার্শ্বপ্রতিক্রিয়া
আমরা হয়ত সকলেই জানি যে প্রতিটা ওষুধেই পার্শপ্রতিক্রিয়া বা অপকারিতা থাকে।
সেটি অতিমাত্রায় সেবনের ফলে হোক কিংবা নিয়ম না মেনে সেবনের ফলে হোক
পার্শপ্রতিক্রিয়া দেখা দিবেই। যারা মৃগী রোগে আক্রান্ত রয়েছেন তারা এই ওষুধ
সেবনে বিরত থাকতে হবে। আবার যে সকল ব্যক্তিদের পোস্টেড এ টিউমার রয়েছে তাদের
ক্ষেত্রেও এই ওষুধ সেবন ক্রয়া যাবে না।
আরো পড়ুনঃ Prolong 30 এর পার্শ্ব প্রতিক্রিয়া
এছাড়াও কোনো ব্যক্তি যদি টেস্টোস্টেরন উপর হাইপারসেনসিভিটি থাকেন তবুও এই
ওষুধ সেবন করা যাবে না। androcap ক্যাপসুল খাওয়ার ফলে এর বেশ কিছু বিপরীত
পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে। তাহলে চলুন অতিমাত্রায় বা চিকিৎসকের
পরামর্শ অনুযায়ী এই ওষুধ না খেলে যেসব পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে
সেগুলো জেনে নেই।
- মাথাব্যথা করা
- শরীর ব্যথা করা
- পেটে অস্থিতি ভাব হওয়া
- শরীর দেখতে অনেক বয়স্ক লাগে
- মানসিক অবসাদ হওয়া
- প্রস্রাবে সমস্যা হওয়া
- বদহজম হতে পারে
- ডায়রিয়া হওয়া
- বমি হওয়া বা বমি বমি ভাব
- বী'র্যপাত না হওয়া ইত্যাদি।
উপরোক্ত পার্শ্ব প্রতিক্রিয়া বা আপকারিতা গুলো যদি আপনার শরীরে অনেক জটিল
ভাবে লক্ষণ করেন তাহলে এই androcap ক্যাপসুল খাওয়া বন্ধ করে যত তাড়াতাড়ি
সম্ভব একজন নিবন্ধিত ডাক্তারের পরামর্শ নিতে হবে। আশা করছি এই ক্যাপসুলের
অপকারিতা বা পার্শ্ব প্রতিক্রিয়া গুলো জানতে ও বুঝতে সক্ষম হয়েছেন। এবার
আসুন, androcap কতদিন খাওয়া যায়? সেই সম্পর্কে জেনে নিই।
androcap কতদিন খাওয়া যায়
আমাদের মধ্যে এমন অনেকেই গুগলের কাছে জানতে চাই যে androcap ক্যাপসুল
কতদিন খাওয়া যায়? এই সম্পর্কে। মূলত পুরুষদের যদি পুরুষাঙ্গ শক্ত না হয়
কিংবা দ্রুত বীর্য'পাত হয়ে যায়। অথবা লিঙ্গের আঁকার ছোট থাকলে কিংবা
পুরুষাঙ্গের চামড়া ঢিলা হলে এই Androcap ক্যাপসুল দিনে ৩ টি করে প্রতি মাসে
২১ -২৮ দিন পর্যন্ত খাওয়া যায়।
এই ওষুধ খাওয়ার পরে এক সময়ে সমস্যার উন্নতি ঘটলে এর মাত্রাটা কমিয়ে দিতে
হবে। তবে এই ওষুধটি খাওয়ার আগে অবশ্যই একজন নিবন্ধিত ডাক্তারের পরামর্শ
নিয়ে খেতে হবে। আশা করছি আপনার গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরটি জানতে
সক্ষম হয়েছেন। এবার চলুন androcap এর দাম কত সেটি জেনে নেই।
androcap এর দাম কত
Androcap মূলত রেনেটা লিমিটেড (Renata Limited) কোম্পানি বাজারজাত করে
থাকে। Androcap ওষুধের এর দাম কত এই সম্পর্কে অধিকাংশ মানুষই জানতে চায়।
তাই আজকের এই অংশে এর বর্তমান দাম তুলে ধরা হল। প্রতি পিচ Androcap ওষুধের
এর দাম হল ২০ টাকা। আর প্রতি বক্সে মোট ৩০টি (৩X১০) ট্যাবলেট থাকে যার
মূল্য হিসাব করলে ৬০০ টাকা।
আরো পড়ুনঃ acteria এর কাজ কি এবং এর দাম কত
এই ওষুধটি ক্রয় আগে অবশ্যই প্যাকেটে উৎপাদন তারিখ এবং মেয়াদ দেখে ক্রয়
করবেন। মনে রাখবেন এই ওষুধ শিশুদের নাগালের বাইরে এবং ঠান্ডা বা শুষ্ক
স্থানে সংরক্ষন করবেন। এই ওষুধটি আপনার নিকটস্থ যে কোন ফার্মেসি থেকে
কালেক্ট করতে পারবেন। তবে এই ওষুধ খাওয়ার আগে অবশ্যই একজন বিশেষজ্ঞ
ডাক্তারের সাথে পরামর্শ অনুযায়ী খাবেন। আশা করি Androcap এর দাম কত সেটি
জানতে পেরেছেন।
Androcap ক্যাপসুল সম্পর্কিত সাধারণ জিজ্ঞাসা (FAQs)
প্রশ্ন: Androcap ক্যাপসুল কোন কোম্পানি বাজারজাত করে?
উত্তর: Androcap মূলত রেনেটা লিমিটেড (Renata Limited) কোম্পানি
বাজারজাত করে থাকে।
প্রশ্ন: প্রতি পিচ Androcap ক্যাপসুল এর দাম কত?
উত্তর: প্রতি পিচ Androcap ক্যাপসুল এর দাম ২০ টাকা।
প্রশ্ন: Androcap ক্যাপসুল কি মহিলারা খেতে পারবে?
উত্তর: না, এই ক্যাপসুল শুধুমাত্র পুরুষদের জন্য ব্যবহারযোগ্য।
লেখকের শেষকথাঃ Androcap ক্যাপসুল খাওয়ার নিয়ম
এই Androcap ক্যাপসুল সেবনের আগে অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তারের
পরামর্শ নিয়ে তার দেওয়া নিয়ম অনুযায়ী সেবন করবেন। এবং এই ওষুধ মেয়েদের জন্য
নয় এটি শুধুমাত্র পুরুষদের জন্যে ব্যবহার হয়ে থাকে। তবে আপনার যদি
কিডনি বা লিভারের কোন প্রকার সমস্যা থাকে তাহলে এই ওষুধটি সেবনের আগে অবশ্যই
ডাক্তারের পরামর্শ নিতে হবে।
তবে এ সময়ে এ ধরণের ওষুধ সেবন করা থেকে বিরত থাকাই উত্তম। আজকের এই পোষ্টে
আপনাদের সাথে Androcap ক্যাপসুল খাওয়ার নিয়ম এবং androcap 40 mg এর
পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। আশা করি ইতিমধ্যে আপনি এই
পোস্টটি সম্পূর্ণ পড়ে উপকৃত হতে পেরেছেন।
এই পোস্টটি আপনার ভালো লাগলে প্রিয়জনদের মাঝে শেয়ার করবেন। এমন বিভিন্ন ওষুধ
সম্পর্কিত অন্যেন্য প্রয়োজনীয় তথ্য পেতে আমাদের ওয়েবসাইট নিয়মিত চোখ রাখতে
পারেন। আর আপনার যদি আর Androcap ক্যাপসুল সম্পর্কে কোন ধরণের প্রশ্ন
থাকে তাহলে নিচে কমেন্ট বক্সে জানাতে পারেন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য
ধন্যবাদ জানাই।
আড্ডাভিউ আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url