beklo 10 এর কাজ কি - beklo 10 কিসের ওষুধ ও খাওয়ার নিয়ম
সম্মানিত পাঠক আসসালামু আলাইকুম। আপনি কি beklo 10 এর কাজ কি ও beklo 10 কিসের
ওষুধ সেই সম্পর্কে জানার জন্য বিভিন্ন প্লাটফর্মে খোঁজাখুঁজি করে সঠিক তথ্য
পাচ্ছেন না? তাহলে আপনি এখন সঠিক জায়গাতেই এসেছেন। বর্তমানে যারা প্রতিনিয়ত
মাংসপেশির ব্যথা, হাঁটুর ব্যথা, ও শরীরের অন্যেন্য ব্যথাজনিত সমস্যায় ভোগেন তাদের
জন্য beklo 10 ওষুধটি খুবই কার্যকরী। তাই এ ধরনের সমস্যায় যারা ভুগছেন,
মূলত তাদের সুবিধার কথা ভেবেই আমরা আজকের এই পোষ্টে beklo 10 ওষুধ সম্পর্কে
বিস্তারিত তথ্য সাজানোর চেষ্টা করেছি।
আপনি যদি মাংসপেশির ব্যথা ও হাঁটুর ব্যথার সমস্যা থেকে
রেহাই পাওয়ার জন্য beklo 10 খেতে চান, তাহলে এই মেডিসিন খাওয়ার আগে beklo 10
এর কাজ কি, beklo 10 কিসের ওষুধ ও খাওয়ার নিয়মসহ, beklo 10 mg এর পার্শ্ব
প্রতিক্রিয়া ও দামসহ এই beklo 10 সম্পর্কে আরও বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকগুলো
ভালোনতো জেনে নেওয়া জরুরি। আর এই beklo 10 এর সকল তথ্য বিস্তারিত জানতে হলে আমাদের
সাথে শেষ অবদি থাকতে হবে। তাহলেই এই মেডিসিন সম্পর্কে অবগত হতে পারেবেন।
পোষ্ট
সূচিপত্রঃভূমিকা - beklo 10
বর্তমানে শরীরের বিভিন্ন ব্যথা নিরাময়ের জন্য beklo 10 বহুল ব্যবহৃত একটি ওষুধ
হিসেবে পরিচিত। আমরা অনেকেই বিভিন্ন বিভিন্ন ব্যথা নিরাময় এর জন্য এই
beklo 10 সেবন করিয়ে থাকি। তাই হয়তো beklo 10 ট্যাবলেট সম্পর্কে
কমবেশি সকলেই পরিচিত। beklo 10 মূলত অপসোনিন ফার্মা লিমিটেড (Opsonin
Pharma Ltd.) কোম্পানি বাজারজাত করে থাকে।
যার জেনেটিক নাম ব্যাক্লোফেন (Baclofen)। আপনারা অনেকেই এই বেক্লো ১০ সম্পর্কে
গুগলের কাছে সার্চ করে থাকেন। তাই আজকের পোষ্টের মাধ্যমে আমরা আপনাকে বেক্লো
১০ ওষুধ সম্পর্কে এমন কিছু তথ্য প্রদান করব যেগুলো জেনে উপকৃত হতে পারবেন।
তাহলে চলুন, আপনার মূল্যবান সময়টুকু নষ্ট না করে আমরা মূল আলোচনায় ফিরে যায়।
আমরা প্রথমে beklo 10 কিসের ওষুধ সেটা জেনে নব।
beklo 10 কিসের ওষুধ - beklo 10 কোন রোগের ওষুধ
beklo 10 কিসের ওষুধ বা কোন কোন সমস্যার ক্ষেত্রে এই ওষুধ ব্যবহার করা হয় সেই
বিষয়ে হয়তো অবগত নন। তাই পোষ্টের শুরুতেই আমরা জেনে নিব যে আসলে এটি কিসের বা
কোন রোগের ওষুধ। এই ওষুধটি মূলত বিভিন্ন সমস্যার সমাধানের ক্ষেত্রে ব্যবহৃত হয়
যেমন-
- পেশি সংকোচন
- ঘুমের সমস্যা
- মেরুদন্ডের আঘাত
- মুত্রনালীর কার্যক্ষমতা ও
- বিভিন্ন ধরণের ব্যথার সমস্যা নিরাময়ের জন্য নির্দেশ করা হয়।
আপনার শরীরের কোথাও কোন স্থানের মাংসপেশি যদি সংকোচন বা ফুলে যাওয়ার পরে এতে
প্রচণ্ড ব্যথা হয় তাহলে তখন এই ব্যথা নিরাময়ের জন্য এই মেডিসিনটি দেয়া হয়। এছাড়াও
ব্রেনের বিভিন্ন সমস্যা, অতিরিক্ত টেনশন এবং মাথা ব্যথা চিকিৎসার ক্ষেত্রেও এই
ওষধটি ব্যবহার করা হয়। আশা করি,
beklo 10 কিসের ওষুধ বা কোন কোন সমস্যায় ব্যবহার করা হয় তা জানতে পেরেছেন।
এবার চলুন beklo 10 এর কাজ কি তা জেনে নেই।
beklo 10 এর কাজ কি
beklo 10 এর মূল কাজ হচ্ছে আমাদের শরীরের বিভিন্ন ব্যথা নিরাময় সহায়তা
করা। আবার এই ওষুধটি সেবনে অনেকের ঘুমের সমস্যার ক্ষেত্রেও কাজে আসে।
আপনার দেহে আঘাতের কারণে মাংসপেশি সংকোচন কিংবা ফুলে গেলে তখন প্রচুর ব্যথা
অনুভব হয় সেই ব্যথা নিরাময় করতে এই ওষুধটি বেশ কার্যকরী ভূমিকা পালন করে থাকে।
এছাড়াও beklo 10 আমাদের শরীরের বিভিন্ন রোগ নিরাময়ে ক্ষেত্রে কার্যকরী ভূমিকা
পালন করে যেমনঃ
আরো পড়ুনঃ সিনামিন সিরাপ এর কাজ কি
- পেশির সংকোচন দূর করে
- হাঁটুর ব্যথা নিরাময় করে
- ঘুমের সমস্যা থাকলে দূর করে
- মাংসপেশির ব্যথা নিরাময় করে
- কোমরের ব্যথা নিরাময় করে
- হাড়ের জয়েন্টে ব্যাথা নিরাময় করে
- পেশীর দীর্ঘদিনের ব্যথা নিরাময় করে
- মেরুদন্ডের ব্যথা বা আঘাত থাকলে এবং
- টেনশনের কারণে মাথাব্যথা করলে নিরাময় করে।
সাধারণত উপরের উল্লেখিত সমস্যা বা ব্যথা নিরাময় করার জন্য এই ওষুধ খুবই
কার্যকরী ভূমিকা পালন করে থাকে। তাহলে এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পারছেন এই ওষুধের
মূল কাজ হচ্ছে আমাদের শরীরে বিভিন্ন স্থানের ব্যথা নিরাময় করা। আশা করছি beklo
10 এর কাজ কি তা জানতে পেরেছেন। এবার চলুন beklo 10 আমাদের শরীরে কিভাবে কাজ করে
সেটা জেনে নেই।
beklo 10 কিভাবে কাজ করে
বেকলো 10 আমাদের দেহের ফুসফুসের শ্বাসনালীর দেয়ালে অবস্থিত β2-রিসেপ্টরগুলিকে
উদ্দীপিত করে থাকে। আর এই রিসেপ্টরগুলি উদ্দীপিত হলে, একপর্যায়ে ফুসফুসের
শ্বাসনালীতে সংকোচনকারী পেশীগুলি শিথিল হয়ে যায়। যার ফলে আমাদের শ্বাসনালী
প্রসারিত হয় এবং শ্বাস নেওয়া সহজ হয়ে যায়। এতে আমাদের শরীরের বিভিন্ন
ব্যথাগুলো নিরাময় হয়ে যায়।
beklo 10 খাওয়ার নিয়ম
আপনারা হয়তো এতক্ষণে beklo 10 কিসের ওষুধ কিভাবে কাজ করে এবং এর কাজ কি সেই
সম্পর্কে অবগত হতে পেরেছেন। তো আপনি যদি আপনার শরীরের বিভিন্ন ব্যাথা
নিরাময়ের ক্ষেত্রে এই ওষুধটি ব্যবহার করতে চান তাহলে আপনাকে অবশ্যই এই ওষুধ
খাওয়ার নিয়ম সম্পর্কে একজন চিকিৎসকের সাথে পরামর্শ করে ভালোমতো জেনে নিতে হবে।
প্রাপ্তবয়স্ক বা ১০ বছরের বেশি বয়সের ক্ষেত্রে প্রতি ৫ মিলিগ্রাম
ওষুধ দিনে তিনবার খেতে হয়। যদি সহজ ভাষায় বলি তাহলে পাঁচ মিলিগ্রাম একটি
ট্যাবলেট অথবা 10 মিলিগ্রাম ট্যাবলেটের অর্ধেক অংশ আপনাকে দিনে তিনবার সেবন করতে
হবে। এই ওষুধ ভরা পেটে খেতে হয়।
আরো পড়ুনঃ কারমিনা সিরাপ খেলে কি ক্ষতি হয় জানুন
খালি পেটে কখনোই সেবন করা যাবে না। তবে অবশ্যই একজন নিবন্ধিত চিকিৎসকের
পরামর্শ অনুযায়ী বা চিকিৎসকের দেওয়া নিয়ম অনুযায়ী সেবন করতে হবে। পরবর্তীতে
এই ওষুধের মাত্রা মাত্রা বাড়ানোর প্রয়োজন হতে পারে কিন্তু দৈনিক মোট সর্বোচ্চ
মাত্রা ৮০ মিলিগ্রাম হতে পারে।
কিন্তু বিশেষ করে হাসপাতালে ভর্তি রোগীদের ক্ষেত্রে দিনে এই ওষুধ ১০০-১২০
মিলিগ্রাম পর্যন্ত প্রয়োজন হতে পারে। আশা করছি প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে এই
ওষুধ সেবনের নিয়ম জানতে পেরেছেন। এবার আমরা নিচের অংশ থেকে শিশু বাচ্ছাদের
ক্ষেত্রে Beklo 10 সেবনের নিয়ম জেনে নেব।
বাচ্চাদের ক্ষেত্রে Beklo 10 খাওয়ার নিয়ম
শিশুদের ক্ষেত্রে Beklo 10 অত্যন্ত সাবধানতার সাথে ব্যবহার করতে হবে। প্রতি কেজির
জন্য ০.৩ মিলিগ্রাম। সাবধানতার সাথে ১-২ সপ্তাহ বিরতিতে বাচ্চার প্রয়োজনে বিশেষ
মাত্রা বাড়ানো উচিত। ১০ বছরের অধিক বাচ্চাদের ক্ষেত্রে দিনে সর্বোচ্চ কেজি প্রতি
২.৫ মিগ্র দেওয়া যেতে পারে। তবে মনবে রাখবেন ডাক্তারের পরামর্শ ব্যতিত এই ওষুধ
শিশুদের সেবন করানো যাবে না।
এতে শিশুর নানান ধরণের সমস্যা হতে পারে। আর নিজে নিজে কখনোই ঔষধ এর মাত্রা বাড়িয়ে
খাওয়ানো উচিত নয়। এতে শিশুদের ক্ষতি হওয়ার সম্ভাবনা অনবেক বেশি। আশা করছি
বাচ্চাদের ক্ষেত্রে Beklo 10 খাওয়ার নিয়ম জানতে পেরেছেন। এবার চলুন beklo 10
ব্যবহারের নিয়ম জেনে নেই।
beklo 10 ব্যবহারের নিয়ম
এই ধরনের ঔষধ মূলত ট্যাবলেট জাতীয় হয়ে থাকে। এই ঔষধটি ব্য্যবহারের নিয়ম অন্যান্য
সাধারণ ট্যাবলেট খাওয়ার মত মুখে নিয়ে এক গ্লাস পানি দিয়ে গিলে ফেলুন। এই ওষুধ
ভেঙে বা গুরা করে খাওয়া যাবেনা। কেননা প্রতিটা ওষুধ খাওয়ার সঠিক ও নির্দিষ্ট
নিয়ম রয়েছে।
আপনি যদি সঠিক নিয়ম না মেনে মেডিসিন গ্রহণ করেন তাহলে মেডিসিন টি কাজ নাও হতে
পারে আবার তার বিপরীত হতে পারে। তাই আমাদের সকলেরই উচিত সঠিক নিয়মে মেডিসিন
গ্রহণ করা। আশা করছি beklo 10 ব্যবহারের নিয়ম জানতে পেরেছেন। এবার চলুন beklo 10
এর পার্শ্বপ্রতিক্রিয়া গুলো জেনে নেই।
beklo 10 এর পার্শ্বপ্রতিক্রিয়া - Beklo 10 Side Effects
beklo 10 নিয়ম অনুযায়ী সেবন না করলে কিংবা অতিমাত্রায় সেবন করলে আমাদের শরীরে
এর বেশ কয়েকটি পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে। কারন আমরা হয়তো জানি
প্রতিটা জিনিসেরই উপকারিতা থাকার পাশাপাশি সামান্য পরিমাণ হলে অপকারিতা বা
পার্শ্বপ্রতিক্রিয়া থাকে। এই ওষুধ সেবনে বেশ কয়েকটি পার্শ্ব প্রতিক্রিয়া দেখা
দিতে পারে যেমন
আরো পড়ুনঃ সেডিল ট্যাবলেট পার্শ্ব প্রতিক্রিয়া
- বমি হতে পারে
- ডায়রিয়া হতে পারে
- বুকে ব্যথা করা
- মাথা ব্যথা করা
- ঝিমুনি দুর্বলতা
- কোষ্ঠকাঠিন্য
- মুখের শুষ্কতা
- বমি বমি ভাব
- বুক দরফর করা
- সামান্য উত্তেজনা
- বিভ্রান্তি হওয়া
- পেশির সমস্যা
- উচ্চ রক্ত চাপ
- বারবার প্রস্রাব হওয়া
- খুব কম ক্ষেত্রে ঘনঘন শ্বাস নেওয়া ইত্যাদি।
সাধারণত এই মেডিসিন অতিমাত্রায় সেবন করলে বা ডাক্তারে পরামর্শ ব্যতীত সেবন করলে
উপরোক্ত সমস্যাগুলো দেখা দিতে পারে। তবে সবার ক্ষেত্রে উল্লেখিত সমস্যা নাও দেখা
দিতে পারে। তাই আমাদের সকলেরই উচিত এই ধরনের ওষুধ সেবন করার পূর্বে অবশ্যই
একজন নির্বন্তিত চিকিৎসকের পরামর্শ নিয়ে তার দেওয়া নিয়ম অনুযায়ী সেবন করা। আশা
করছি beklo 10 এর পার্শ্বপ্রতিক্রিয়া গুলো জানতে পেরেছেন। এবার চলুন, beklo 10
এর ওভারডোজ হলে করণীয় কি তা জেনে নেই।
beklo 10 ওভারডোজ হলে করনীয়
আপনি যদি কখনও ভুলবশত এই ওষুধ এই অত্যাধিক পরিমাণ ব্যবহার করে ফেলেন তাহলে
যত দ্রুত সম্ভব চিকিৎসকের পরামর্শ নিন। অতিরিক্ত মাত্রার ব্যবহার করে ফেললে রোগীর
লক্ষণ অনুযায়ী প্রয়োজনে ব্যবস্থা নেওয়া উচিত।
beklo 10 এর দাম কত
beklo 10 বিভিন্ন ব্যথা নিরাময় এর জন্য জন্য কার্যকরী ঔষধ হিসেবে পরিচিত। যেটা
আমরা অনেকেই ব্যথার সেবন করিয়ে থাকি। এটি অপসোনিন ফার্মা লিমিটেড (Opsonin Pharma
Ltd.) কোম্পানি বাজারজাত করে থাকে। যার জেনেটিক নাম ব্যাক্লোফেন
(Baclofen)। আপনি যদি এই অংশটি মনযোগ সহকারে পড়েন তাহলে আশা করছি এই ওষুধের দাম
জেনে নিতে পারবেন।
বেক্লো ১০ মি.গ্রা.
ইউনিট প্রাইজ: ৳ 10.00 (4 x 14: ৳ 560.00)
স্ট্রাইপ প্রাইজ: ৳ 140.00
ইউনিট প্রাইজ: ৳ 5.50 (4 x 14: ৳ 308.00)
স্ট্রাইপ প্রাইজ: ৳ 77.00
বেক্লো ২৫ মি.গ্রা.
ইউনিট প্রাইজ: ৳ 20.14 (2 x 14: ৳ 563.92)
স্ট্রাইপ প্রাইজ: ৳ 281.96
আসলে এসব ওষুধের দাম সঠিকভাবে নির্ধারণ করে বলা বেশ কঠিন কেননা মেডিসিনের দাম
যে কোন সময় কম বেশি হয়ে থাকে। বেক্লো ১০ মি.গ্রা প্রতি পিচের দাম
১০ টাকা। আপনি যেকোনো ফার্মেসি বা সুপারশপ থেকে এই ওষুধ কালেক্ট করতে পারবেন।
তবে অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এই ওষুধটি সেবন
করবেন।
beklo 10 এর সতর্কতা
হিমোডায়ালাইসিস (Hemodialysis) রোগীদের ক্ষেত্রে ওষুধটি সতর্কতার সাথে ব্যবহার
করতে হবে। এসব রোগীদের দিনে সর্বোচ্চ ৫ মিগ্রা এর বেশি গ্রহন কয়া উচিত নয়। এছাড়া
অস্থিরতা ও ডিপ্রেশনে যারা ভুগছেন, তাদের ক্ষেত্রে এই ওষধটি ব্যবহার করার আগে
অবশ্যই ডাক্তারের যথোপযুক্ত পরামর্শ নেয়া উচিত। এছাড়াও আলসারে আক্রান্ত রোগীদেরও
এটি সতর্কতার সাথে ব্যবহার করতে হবে।
beklo 10 সম্পর্কিত সাধারণ জিজ্ঞাসা (FAQs)
প্রশ্ন: beklo 10 কোন কোম্পানি বাজারজাত করে?
উত্তর: অপসোনিন ফার্মা লিমিটেড (Opsonin Pharma Ltd.)
প্রশ্ন: beklo 10 থেরাপিউটিক ক্লাস কি
উত্তর: Centrally acting Skeletal Muscle Relaxants
প্রশ্ন: প্রতি পিচ beklo 10 mg এর দাম কত?
উত্তর: প্রতি পিচ beklo 10 mg ১০ টাকা।
প্রশ্ন: beklo 10 mg কেন ব্যবহার করে?
উত্তর: এটি পেশি সংকোচন, ঘুমের সমস্যা, মেরুদন্ডের আঘাত এবং মুত্রনালীর কার্যক্ষমতা উপশম
প্রদান করতে ব্যবহৃত হয়।
প্রশ্ন: beklo 10 mg কি অ্যান্টিবায়টিক?
উত্তর: না, এই মেডিসিন অ্যান্টিবায়টিক হিসেবে ব্যবহার করা হয় না।
প্রশ্ন: beklo 10 গর্ভাবস্থায় বা স্তন্যদানকালে
ব্যবহার করে যাবে?
উত্তর: এই ওষুধ প্রেগন্যান্সি ক্যাটাগরি বি৩। গর্ভাবস্থায়
beklo 10 এর নিরাপদ ব্যবহার এখনও প্রতিষ্ঠিত নয়। তবে গর্ভাবস্থায় বা
স্তন্যদানকালে এর ব্যবহার করা যায় যা অবশ্যই ডাক্তারের পরামর্শে হতে হবে।
লেখকের শেষকথাঃ beklo 10 এর কাজ কি - beklo 10 কিসের ওষুধ
পরিশেষে আমরা ওষুধ খাওয়া নিয়ে সবসময় বলে থাকি যে নিজের রোগের ক্ষেত্রে
চিকিৎসকের পরামর্শ ছাড়া নিজে থেকে কোন মেডিসিন গ্রহন করবেন না। যেকোন ধরণের
মেডিসিন গ্রহন করার আগে প্রথমে আপনাকে একজন ডাক্তারের পরামর্শ নিতে হবে তারপরে
তার পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করতে হবে। তাহলেই ইনশাল্লাহ আপনার সমস্যা নিরাময়
হয় যাবে।
আমরা ইতিমধ্যে এই আর্টিকেলে beklo 10 এর কাজ কি, beklo 10 ট্যাবলেট খাওয়ার
নিয়ম এবং এই ওষুধ নিয়ে বিস্তারিত তথ্য আলোচনা করেছি। আপনারা হয়তো এতক্ষণে
beklo 10 সম্পর্কে ক্লিয়ার ধারণা পেয়ে গেছেন। আর যদি এই ওষুধ সম্পর্কে আপনাদের
কোন ধরণের প্রশ্ন বা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন।
beklo 10 সম্পর্কিত আমাদের আজকের এই পোস্টটি ভালো লাগলে বন্ধুদের অথবা প্রিয়জন
দের মাঝে শেয়ার করে দিবেন। এতে তারাও এই beklo 10 সম্পর্কে বিস্তারিত তথ্য
জানতে পারবেন। প্রিয় বন্ধুরা বিভিন্ন মেডিসিন বা ওষুধ সম্পর্কিত অন্যেন্য
প্রয়োজনীয় যাবতীয় তথ্য পেতে আমাদের আড্ডাভিউ আইটি ওয়েবসাইট নিয়মিত ভিজিট করতে
পারেন।
আড্ডাভিউ আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url