oxat 20 এর উপকারিতা ও অপকারিতা বিস্তারিত জানুন

আজকের আর্টিকেলে আমরা একটি প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ ঔষধ অর্থাৎ শক্তিশালী নির্বাচনী সেরোটোনিন রিউপটেক ইনহিবিটার যা মানুষের দুশ্চিন্তা ও বিষন্নতা রোধ করার oxat 20 ট্যাবলেট সম্পর্কে আলোচনা করব। আমাদের মাঝে এমন অনেকেই আছেন যারা দুশ্চিন্তা ও বিষন্নতায় ভোগেন তাই এই oxat 20 ওষুধ খাওয়ার চিন্তা ভাবনা করছেন। মূলত তাদের কথা চিন্তা ভাবনা করেই আজকের পোষ্টে oxat 20 এর উপকারিতা ও অপকারিতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি।
oxat 20 এর উপকারিতা ও অপকারিতা বিস্তারিত জানুন

সম্মানিত পাঠক আপনি যদি আমাদের সাথে অর্থাৎ এই আর্টিকেলের শেষ পর্যন্ত থাকেন, তাহলে oxat 20 এর উপকারিতা ও অপকারিতা জেনে নেওয়ার পাশাপাশি oxat 20 এর কাজ কি, অক্সাট ২০ খাওয়ার নিয়ম, oxat 20 এর দাম সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ যাবতীয় তথ্য জানতে পারবেন। তাই অবহেলা না করে সম্পূর্ণ পোস্টটি সহকারে পড়ার অনুরোধ রইলো।
পোষ্ট সূচিপত্রঃ

ভূমিকা - oxat 20

আমাদের মাঝে এমন অনেকেই আছেন যারা অনেকেই oxat 20 ট্যাবলেট সেবন করে থাকি কিন্তু এই এর কাজ কি বা এই ট্যাবলেটের এর উপকারিতা ও অপকারিতা ভালোমতো জানেন না। মূলত আজকে তাদের কথা ভেবেই oxat 20 ওষুধটির সম্পর্কে আলোচনা করব। আর আমাদের সকলেরই উচিত oxat 20 ট্যাবলেট খাওয়ার আগে এর সম্পর্কে ভালোভাবে জেনে নেওয়া।

আপনি কি এই oxat 20 ওষুধ সম্পর্কে জানতে চাচ্ছেন? তাহলে আপনি সঠিক স্থানেই এসেছেন। কেননা আজকের এই পোষ্টের মাধমে এই ওষুধ নিয়ে বিস্তারিত আলোচনা সাজানর চেষ্টা করেছি। সম্পূর্ণ পোস্ট জুড়ে আমাদের সাথেই থাকুন এবং জেনে নিন এই ওষুধ সম্পর্কে যাবতীয় গুরুত্বপূর্ণ তথ্য। তাহলে চলুন আর দেরি না করে মূল টপিকে আলোচনা শুরু করা যাক। প্রথমে আমরা অক্সাট ২০ কি বা এর পরিচিত কি সেই বিষয়ে সংক্ষেপে জেনে নিব।

oxat 20 - অক্সাট ২০ কি

oxat 20 এর পরিচিতি বলতে এই ট্যাবলেটটি সাধারনত বাংলাদেশের ওষুধ কোম্পানি বাজারজাত বা উৎপাদন করে যা নাম হচ্ছে স্কয়ার ফার্মাসিটিক্যাল লিমিটেড (Square Pharmaceutical Limited) কোম্পানি। oxat 20 ওষুধের জেনেরিক নাম হলো প্যারোক্সোটিন হাইড্রো-ক্লোরাইড (Paroxetine hydrochloride)।

এই ট্যাবলেটটি মূলত ১০ মিগ্রা ও ২০ মিগ্রা দুই ধরণের হয়ে থাকে। আর এই ওষুধের প্রতিটি বক্সে মোট ৩০ টি করে ট্যাবলেট রয়েছে। আশা করছি, oxat 20 ট্যাবলেট সম্পর্কে সংক্ষিপ্ত ধারনা পেয়েছেন। এবার চলুন, oxat 20 এর কাজ কি সেই বিষয়ে নিচের আংশ থেকে জেনে নেই।

oxat 20 এর কাজ কি

oxat 20 ট্যাবলেট হচ্ছে এক ধরণের শক্তিশালী নির্বাচনী সেরোটোনিন রিউপটেক ইনহিবিটার (Serotonin reuptake inhibitors) যা বিষন্নতা ও দুশ্চিন্তা রোধ করতে সাহায্য করে থাকে। যদি সহজ ভাষায় বলি তাহলে oxat 20 এর কাজ হলো যেসব মানুষ অনেক বিষন্নময় থাকেন এবং জনজীবন নিয়ে দুশ্চিন্তায় করেন সেসব ব্যক্তিদের ক্ষেত্রে এই ওষুধটি খুবই কার্যকরী।

oxat 20 ট্যাবলেট সেবনের আগে অবশ্যই একজন নিবন্ধিত বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে তারপরে সেবন করবেন। oxat 20 ট্যাবলেট মূলত যেসব সমস্যার কারণে ডাক্তাররা সেবন করার জন্য প্রেসক্রিপশন করেন সেগুলো হলো-
  • প্যানিক ডিসঅর্ডার (Panic disorder)
  • মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার (Major depressive disorder)
  • সোশ্যাল অ্যাংজাইটি ডিসঅর্ডার (Social anxiety disorder)
  • পোস্ট-ট্রমাটিক ট্রেস ডিসঅর্ডার (Post-traumatic stress disorder)
  • জেনারেলাইজড অ্যাংজাইটি ডিসঅর্ডার (Generalized Anxiety disorder)
  • অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার (Obsessive compulsive disorder)
উপরোক্ত সমস্যাগুলোর ক্ষেত্রে চিকিৎসেকরা এই oxat 20 ট্যাবলেট খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন। আশা করি oxat 20 এর কাজ কি সেটি জানতে পেরেছেন এবার চলুন, oxat 20 এর উপকারিতা জেনে নেই।

oxat 20 এর উপকারিতা

oxat 20 ট্যাবলেটটি বর্তমানে বহুল ব্যবহৃত একটি ওষুধ।  কারণ এখন অনেকেই বিষন্নতাই ভোগেন। আজ মূলত যারা অতিরিক্ত বিষন্নতায় ভোগেন তাদেরকেই চিকিৎসকরা এই ওষুধটি সেবন করার নির্দেশ থাকে। আমাদের মাঝে এমন অনেকেই রয়েছেন যারা oxat 20 এর উপকারিতা সম্পর্কে জানতে চায়। 

oxat 20 ট্যাবলেট এর উপকারিতা হলো যারা অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার (Serotonin reuptake inhibitors) অর্থাৎ যারা মানসিক বা দুশ্চিন্তা কিংবা অতিরিক্ত বিষণ্ণতায় ভুগছেন তাদের ক্ষেত্রে এই ট্যাবলেটটি খুবই উপকারী।

এছাড়াও যারা প্যানিক ডিসঅর্ডার, পোস্ট-ট্রমাটিক ট্রেস ডিসঅর্ডার, মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার, জেনারেলাইজড অ্যাংজাইটি ডিসঅর্ডার,জেনারেলাইজড অ্যাংজাইটি ডিসঅর্ডার ইত্যাদি সমস্যায় ভুগছেন তাদের ক্ষেত্রেও এই ওষুধটি খুবই কার্যকরী। এ সকল রোগ প্রতিরোধে বিশেষজ্ঞ ডাক্তাররা এই ওষুধটি সেবন করার পরামর্শ দিয়ে থাকেন।

এগুলো ডিসঅর্ডারে এখন অধিকাংশ মানুষই ভোগেন। তাই যারা এ ধরনের সমস্যায় ভুগছেন, তারা চাইলে একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে oxat 20 ট্যাবলেট সেবন করতে পারেন। তাহলে আশা করি এ ধরনের সমস্যা থেকে দ্রুত মুক্তি পেয়ে যাবেন। আপনারা হয়তো ইতিমধ্যে এর ওষুধের উপকারিতা জেনে নিয়েছি এর পাশাপাশি oxat 20 এর অপকারিতা বা পার্শ্বপ্রতিক্রিয়া জেনে নিব।

oxat 20 এর অপকারিতা - অক্সাট ২০ এর পার্শ্বপ্রতিক্রিয়া

প্রতিটা জিনিসেরই উপকারিতা থাকার পাশাপাশি সামান্য কিছু হলেও অপকারিতা থাকে। তেমনি ওষুধের ওষুধেই উপকার থাকার পাশাপাশি অপকারিতাও রয়েছে, oxat 20 এর বিপরীত নয়। oxat 20 খাওয়ার ফলে অতিমাত্রায় খেলে শারীরিক বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে। আবার সকলের ক্ষেত্রে এসব সমস্যা না-ও দেখা দিতে পারে। কারও কম, আবার কারও বেশি পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে। oxat 20 ট্যাবলেট সেবনের ফলে শরীরে যেসব সমস্যা দেখা দিতে পারে তা হলো-
  • খাবারে রুচি কমে যাওয়া
  • ঝিমুনি ভাব হওয়া
  • বিভ্রান্তি বোধ করা
  • মাথা ঘোড়ানো
  • ক্লান্তি বোধ করা
  • বমি বমি ভাব হওয়া
  • পুরুষাঙ্গের শিথীলতা
  • ঘুম অতিরিক্ত হওয়া ইত্যাদি।
oxat 20 অতিমাত্রায় খেলে বা নিয়ম অনুযায়ী না খেলে উপরোক্ত সমস্যাগুলো দেখা দিতে পারে। তাই অবশ্যই আপনারা একজন বিশেষজ্ঞ ডাক্তারের দেওয়া নিয়ম অনুযায়ি এই ওষুধ সেবন করবেন। তাহলেই ইনশাল্লাহ ভালো ফল পেয়ে যাবেন। আশা করছি অক্সাট ২০ এর অপকারিতা বা পার্শ্বপ্রতিক্রিয়া গুলো জানতে পেরেছেন। 

এই ট্যাবলেট খেয়ে যদি ভালো ফল পেতে চান এবং এর পার্শ্ব প্রতিক্রিয়া বা অপকারিতা গুলো থেকে রক্ষা পেতে চান তাহলে অবশ্যই এই ওষুধ সেবনের নিয়ম জানতে হবে। তাহলে চলুন, এ পর্যায়ে আমরা জেনে নিব oxat 20 ট্যাবলেট খাওয়ার সঠিক নিয়ম।

oxat 20 খাওয়ার নিয়ম

প্রথমত এই ওষুধ সেবনের পূর্বে অবশ্যই একজন নিবন্ধিত ডাক্তারের পরামর্শ নিতে হবে। এরপরে  আপনার চিকিৎসকের দেওয়া পরামর্শ বা নিয়ম অনুযায়ী এই ওষুধটি সেবন করতে হবে। এর কারণ হচ্ছে প্রতিটা মানুষের ক্ষেত্রে শরীরের শারীরিক অবস্থা ভিন্ন ভিন্ন হয়ে থাকে।

তাই হয়তো আমি যেই নিয়ম সম্পর্কে বিশেষজ্ঞ চিকিৎসকদের কাছে থেকে জেনেছি সেগুলো কার্যকরী নাও হতে পারে। মানুষের শরীরের শারীরিক অবস্থার ওপর ভিত্তি করে চিকিৎসকরা এই ট্যাবলেটের ডোজ দিয়ে থাকেন। তবে শুধুমাত্র oxat 20 ওষুধের ক্ষেত্রে নয় যেকোনো ধরনের ওষুধ সেবন  করার ক্ষেত্রে ডাক্তারের দেওয়া নিয়ম বা পরামর্শ ব্যতিত নিজে থেকে সেবন করা উচিত নয়।

তা নাহলে আপনার শরীরে অবস্থার ফলাফল ভালো না হয়ে বরং ক্ষতি প্রবণতা দেখা দিতে পারে। এরপরেও আপনাদের সুবিধার কথা ভেবে স্কয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড নির্দেশিত oxat 20 খাওয়ার নিয়ম নিম্নে দেওয়া হলো-

  • oxat 20 অথবা oxat 10 (সকালে অথবা রাতে) একটি করে সেবন করতে পারেন।
  • oxat 20 ট্যাবলেটটি আপনি যেকোন সময়ে সেবন করতে পারবেন তবে ভরা পেটে খেতে হবে।
  • তবে স্তন্যদানকালে ও গর্ভাবস্থায় (Breastfeeding and Pregnancy) এই ওষুধ খাওয়া যাবে না।
  • গর্ভকালীন সময়ে oxat 20 সেবনের ক্ষেত্রে অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে হবে।
তবে অনেকের ক্ষেত্রে শরীরের অবস্থা অনুযায়ী নিয়ম ভিন্ন হতে পারে। এজন্য আপনি যখন একজন নিবন্ধিত চিকিৎসকের শরণাপন্ন হবেন বা তার সাথে পরামর্শ করবেন তখন তিনিই পরিপূর্ণ নিয়ম বলতে পারবেন। আশা করছি oxat 20 খাওয়ার নিয়ম জানতে পেরেছেন। এবার আমরা oxat 20 এর দাম কত সেটি জেনে নিব।

oxat 20 এর দাম কত

সাধারনত আমাদের বাংলাদেশে প্রতি বছরের জুন অথবা জুলাই মাসের দিকে নতুন করে বাজেট নির্ধারণ হয়ে থাকে। সে সময়ে প্রায় অনেকগুলো ওষুধের দামই কম বেশি হতে দেখা যায়। কিন্তু আমরা ওষুধের দাম ঠিক কোন সময়ে কমে বা বাড়ে সেটি হয়তো বেড়ে জানি না। এজন্য সঠিক দাম বলাটা বেশ কঠিন।

এর কারণ হচ্ছে যেকোন ওষুধের দাম যেকোন সময় বেড়ে যেতে পারে। আমাদের মাঝে আমন অনেকেই আছেন যারা oxat 20 ট্যাবলেটের সঠিক দাম জানেন না। গুগল বিভিন্ন ওয়েবসাইটে খোজাখুজি করে হয়তো এই ওষুধের দাম কত সেটি জানতে এসেছেন।

আজকের পোষ্টের এই অংশে oxat 20 ট্যাবলেট এর দাম কত সেটা আলোচনা করেছি। oxat 20 ট্যাবলেট এর বর্তমান বাজার মূল্য হচ্ছে এক পিচের দাম ১২ টাকা। স্কয়ার ফার্মাসিটিক্যাল লিমিটেড (SQUARE PHARMACEUTICAL LIMITED)  কোম্পানির এই ওষুধ প্রতি বক্সে মোট ৩০ টি ট্যাবলেট বাজারজাত করে থাকে। যার মূল্য হিসাব করলে আসে ৩৬০ টাকা।

oxat 20 এর সর্তকতা

oxat 20 এর বেশ কিছু সর্তকতা রয়েছে যেগুলো জেনে নেওয়াটা জরুরি। থায়োরিডাজিন (Thioridazine) কিংবা মনোএমাইন অক্সডেজ ইনহিবিটর (Monoamine oxidase inhibitors) ব্যবহারকারী সংবেদনশীল রোগীদের ক্ষেত্রে এই ওষুধ ব্যবহার করা উচিত নয়। এছাড়া হৃদপিণ্ড ও রক্ত সংবহনতন্ত্র জনিত সমস্যায় এবং মৃগী রোগে আক্রান্ত রয়েছেন এমন ব্যক্তিদের ক্ষেত্রে oxat 20 ব্যবহারে অবশ্যই সর্তকতা অবলম্বন করতে হবে।

এসব রোগীদের ক্ষেত্রে এই ওষুধ সেবনের আগে অবশ্যই একজন নিবন্ধিত ডাক্তারের সাথে কথা বলে নিতে হবে। উল্লেখ্য বিষয় হচ্ছে, যে ব্যক্তিদের মানসিক অবস্থার উপর বিরূপ প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে তাদের এই ওষুধ খাওয়া কালীন সময়ে গাড়ি চালানো ও ভাড়ি যন্ত্রপাতি পরিচালনা করার সময় অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে। আশা করছি এই পুরো বিষয়টি বুঝতে সক্ষ্ম হয়েছেন।

oxat 20 ওষুধ সম্পর্কে সাধারণ জিজ্ঞাসা (FAQs)

প্রশ্ন: oxat 20 ট্যাবলেটের মিথষ্ক্রিয়া কি?
উত্তর: oxat 20 ট্যাবলেটের মিথষ্ক্রিয়া হলো ট্রিপটোফনে, এলকোহল ওয়ারফেরিন।

প্রশ্ন: oxat 20 গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে খাওয়া যায়?
উত্তর: এই ট্যাবলেট র্গভাবস্থায় ও স্তন্যদানকালে (Pregnancy and Breastfeeding) ব্যবহার করা নিরাপদ নয়।

প্রশ্ন: oxat 20 ওষুধ বাংলাদেশে কোন কোম্পানি উৎপাদন ও বাজারজাত করে?
উত্তর: স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি কোম্পানি oxat 20 ট্যাবলেট বাংলাদেশে উৎপাদন ও বাজারজাত করে।

লেখকের শেষ কিছু কথাঃ oxat 20 ট্যাবলেট এর উপকারিতা ও অপকারিতা

পরিশেষে যেটা না বললেই নয়, এই ট্যাবলেট সেবনের ক্ষেত্রে আমাদের সকলেরই উচিত নিয়ম অনুযায়ী মেডিসিন সেবন করা, তাহলে মানুষের দুশ্চিন্তা ও বিষন্নতা রোধে দ্রুত ভালো ফলাফল পাওয়া যায়। অনেকেই আছেন যারা ডাক্তারের পরামর্শ ব্যতিত বিভিন্ন ওষুধ সেবন করে থাকেন। যা কিন্তু একেবারেই উচিত নয়। এতে আপনার দেহে বিভিন্ন পার্শ্ব প্রতিক্রিয়ার প্রবনতা বেড়ে যেতে পারে।

তাই ওষুধ খাওয়ার বিষয়ে আমাদের সকলকেই সচেতন হতে হবে। আমার অনুরোধ থাকবে নিজের রোগ নিয়ে কিংবা কোন ধরণের মেডিসিন সেবন করা নিয়ে কখনোই অবহেলা না করা। আর প্রতিটা ওষুধ  সেবনের ক্ষেত্রে অবশ্যোই একজন নিবন্ধিত ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করা।

তাই, আপনি যদি সঠিক নিয়ম মেনে মেডিসিন সেবন করেন, তাহলে ইনশাল্লাহ অবশ্যই ভালো ফলাফল পেয়ে যাবেন। প্রিয় বন্ধুরা, আমরা ইতিমধ্যে oxat 20 এর উপকারিতা ও অপকারিতা এবং oxat 20 ওষুধ সম্পর্কে আরও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করেছি। আশা করছি আপনাদের উপকারে আসবে।

oxat 20 ট্যাবলেট সম্পর্কিত আমাদের আজকের আর্টিকেলেটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনার প্রিয়জনদের শেয়ার করে দিবেন। এতে তারাও এই ওষুধ নিয়ে সঠিক তথ্য জানতে পারবেন। এছাড়াও স্বাস্থ্য ও বিভিন্ন মেডিসিন সম্পর্কিত অন্যান্য যাবতীয় প্রয়োজনীয় পোষ্ট পড়তে আমাদের ওয়েবসাইটটি নিয়মিত ভিজিট করার অনুরোধ। ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
1 জন কমেন্ট করেছেন ইতোমধ্যে
  • XoFin New Era
    XoFin New Era ২৩ জুন, ২০২৪ এ ৯:২৯ AM

    https://www.xofin.online/2024/06/demystifying-monthly-maze-understanding.html?m=1

মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আড্ডাভিউ আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url