biofol 5 এর কাজ কি - বায়োফল ৫ খাওয়ার নিয়ম জেনে নিন
সম্মানিত পাঠক আসসালামু আলাইকুম। আশা করছি, আপনারা সকলেই ভালো আছেন। আজকের
আর্টিকেলে আমরা একটি গুরুত্বপূর্ণ ঔষধ যা আমাদের দেহের রক্তস্বল্পতা দূর
করার পাশাপাশি শরীরের উপকারী biofol 5 ট্যাবলেট সম্পর্কে আলোচনা করব।
আমাদের মাঝে অনেকেই আছেন যারা হয়তো প্রতিনিয়ত রক্তস্বল্পতায় ভোগেন।
এজন্য আজকের পোষ্টে তাদের কথা চিন্তা ভাবনা করেই biofol 5 এর কাজ কি - বায়োফল ৫
খাওয়ার নিয়ম সহ biofol 5 ওষুধ সম্পর্কে বিস্তারিত সাজানোর চেষ্টা করেছি।
আপনি কি biofol 5 কিসের ওষুধ বা বায়োফল ৫ খাওয়ার নিয়ম সহ এই ওষুধের বিভিন্ন
নিয়মাবলী সম্পর্কে জানতে চাচ্ছেন? তাহলে আপনি সঠিক জায়গাতেই এসেছেন। কেননা আমরা
এই পোস্টে biofol ওষুধ সম্পর্কে বিস্তারিত তুলে ধরেছি। আপনি যদি এই
আর্টিকেলটি মনোযোগ সহকারে শেষ অবদি পড়েন, তাহলে আশা করছি biofol 5 ট্যাবলেট
সম্পর্কে কোন প্রশ্ন থাকবে না। তাহলে আসুন আজকের আলোচ্য বিষয়গুলো পোষ্ট
সূচীপত্রতে একনজর দেখে বিস্তারিত জেনে নেওয়া যাক।
পোষ্ট সূচিপত্রঃ
ভূমিকা
বর্তমানে বেশিরভাগ মানুষের রক্তস্বল্পতা জনিত বিভিন্ন সমস্যা দেখা যায়।
এই খুবই সাধারণ মনে হলেও এই সমস্যাটি বেশ জটিলতা সৃষ্টি করতে
পারে। এছাড়াও এই সমস্যাটি দিনের পর দিন বেড়েই চলেছে। এমনকি
এলাকাভিত্তিক বেশ কিছু হাসপাতাল বা ক্লিনিকে রক্তস্বল্পতা জনিত বিভিন্ন
সমস্যা রোগীর সংখ্যাও দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে। আপনি যদি আপনার দেহে
রক্তস্বল্পতা নিয়ে এখনই যদি সচেতন না হন তাহলে পরবর্তীতে আপনাকে
নানান রকম জটিলতার মোকাবেলার সম্মুখীন হতে হবে।
এজন্য আমাদের উচিত হবে নিজের শরীরের প্রতি এখন থেকেই সচেতন হওয়া। মূলত
যাদের এ ধরনের সমস্যা এখন পর্যন্ত দেখা দেয়নি তারা অবশ্যই যেসব কার্যক্রমের
ফলে রক্তস্বল্পতা দেখা দেয় সেসব কাজ থেকে ইড়িয়ে চলবো। আর ইতিমধ্যে যারা
রক্তস্বল্পতায় ভুগছেতাতাদের জন্য আজকের এই পোষ্টে যেই ট্যাবলেট সম্পর্কে
আলোচনা করেছি এই ট্যাবলেট এই সমস্যার সমাধানে বেশ কার্যকরী।
এজন্য যাদের রক্তস্বল্পতা (anemia) সমস্যা রয়েছে তাদের biofol 5
ট্যাবলেট সম্পর্কে জেনে নেওয়াটা খুবই জরুরী। আর এই ট্যাবলেট সম্পর্কে
বিভিন্ন অজানা তথ্য জানতে হলে শেষ অবদি থগাকতে হবে। তাহলে আসুন, আর আপনার
মূল্যবান সময়টুকু নষ্ট না করে মূল টপিকে আলোচনা শুরু করা যাক। আমরা প্রথমে
বায়োফল ৫ ট্যাবলেট এর উপাদান সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা নিব।
বায়োফল ৫ এর উপাদান ও ফার্মাকোলজি
বায়োফল ৫ এর ফার্মাকোলজি হচ্ছে ক্যালসিয়াম ফলিনেট ও ফলিনিক এসিডের (folinic
acid) ক্যালসিয়াম লবন যা ফলিক এসিডের একটি উপাদান এবং নিউক্লিক এসিড (Nucleic
acid) প্রস্তুতির একটি প্রয়োজনীয় কো-এনজাইম যা সাধারনত সাইটোটক্সিক
(Cytotoxic) থেরাপিতে ব্যবহার হিয়ে থাকে। এ পর্যায়ে আমরা জানবো biofol 5
ট্যাবলেটে কি কি উপাদান রয়েছে সেই সম্পর্কে।
যদিও এই উপাদানগুলো জেনে অনেকের উপকারে না-ও আস্তে পারে। তবুও জ্ঞান অর্জনের
ক্ষেত্রে আপনি জেনে রাখতে পারেন। এছাড়াও অনেকেই আছেন যারা এই ট্যাবলেটের
উপাদান সম্পর্কে জানতে ইচ্ছুক। প্রতিটি biofol 5 ট্যাবলেটের উপাদান গুলো নিম্নে
উল্লেখ করা-
- লিউকোভোরিন ক্যালসিয়াম ইউএসপি (ফলিনিক এসিড ৫ মিগ্রা সমতুল্য)
- ক্যালসিয়াম ফলিনেট হাইড্রেট বিপি ৬.২৪৯ মিলিগ্রাম
- ক্যালসিয়াম ফলিনেট হাইড্রেট বিপি ১৮.৭৪৬ মিলিগ্রাম
মূলত এগুলো উপাদান ফলিনিক এসিড ১৫ মিগ্রা সমতুল্য। biodol 5
ট্যাবলেটে উপরোক্ত উপাদানই বিদ্যমান থাকে। আশা করছি আপনারা এই
ট্যাবলেটের উপাদানগুলো জেনে নিতে পেরেছেন। এবার চলুন biofol 5 এর কাজ কি সেটা
জেনে নেই।
biofol 5 এর কাজ কি
মূলত Biofol 5 আমাদের দেহে রক্তস্বল্পতা দেখা দিলে চিকিৎসকেরা তা পূরণের জন্য
নির্দেশ দিয়ে থাকে। রক্ত মানুষের দেহের জন্য বলতে গেলে অপরিহার্য একটি
উপাদান, কিন্তু এই রক্তস্বল্পতা দেখা দিলে বিভিন্ন ধরনের জটিলতার সৃষ্টি হয়।
একজন সুস্থ ও স্বাভাবিক মানুষের দেহে রক্তের পরিমাণ থাকে ৫-৬ লিটার। আমাদের
দেহে রক্তের পরিমাণ কমে গেলে বিভিন্ন অসুবিধা দেখা দেয়।
Biofol 5 ট্যাবলেট এর জেনেরিক নাম হচ্ছে ফলিনিক এসিড (folinic acid)। এটি
সাধারণত আমাদের দেহের আয়রনের ঘাটতি পূরণ এবং রক্তস্বল্পতা নিরাময়ের জন্য
ব্যবহৃত হয়। বেশিরভাগ ক্ষেত্রে গর্ভকালীন সময় মহিলাদের রক্তস্বল্পতার সমস্যা
সমাধানে বেশি দেখা দেয়। একজন গর্ভবতী মহিলার দেহে পর্যাপ্ত পরিমাণে পুষ্টি না
থাকলে সে সময়ে এই রক্তস্বল্পতার সমস্যা দেখা দেয়।
যখনই একজন গর্ভবতী মহিলার পুষ্টিহীনতার কারণে রক্ত স্বল্পতার দেখা দেয় তখনই
বিশেষজ্ঞ ডাক্তাররা পুষ্টির ঘাটতি পূরণ করতে এই Biofol-5 সেবনের নির্দেশ দিয়ে
থাকেন। তবে অনেক ক্ষেত্রে দেখা যায় এই ওষুধ অপর্যাপ্ত মিথোট্রিক্সেট নির্গমনে
বাঁধা জনিত কারণে ব্যবহার হয়ে থাকে।
এছাড়াও এই ট্যাবলেটদের কাজ হচ্ছে রক্ত কণিকার অভাবজনিত সমস্যা নিরাময়,
গলবস্থার শিশুর বৃদ্ধি, জন্মগত ত্রুটি রোধ, চুল পড়া ত্বকে এলার্জি যতো সমস্যা
সহ নানান ধরনের রোগে সহায়ক হিসেবে কাজ করে। আশা করছি biofol 5 এর কাজ
কি তা জানতে পেরেছেন। এবার চলুন Biofol-5 কিসের ঔষধ বা কি কি রোগের
ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে সেগুলো জেনে নেই।
Biofol 5 কিসের ঔষধ
আপনারা অনেকেই Biofol 5 কিসের ওষুধ সেই সম্পর্কে জানতে চেয়েছেন কিংবা
গুগলের কাছে সার্চ করে হয়তো আমাদের এই পোষ্টে এসেছেন। এজন্যই পোষ্টের এই
অংশে Biofol 5 কিসের ওষুধ সেই সম্পর্কে বিস্তারিত তুলে ধরেছি। Biofol-5
মূলত রক্তস্বল্পতা সমস্যা সমাধানের জন্য ব্যবহার হয়ে থাকে।
Biofol 5 পুষ্টির সম্পূরক হিসেবে অন্তর্গত, যা প্রাথমিক পর্যায়ে পুষ্টির
ঘাটতিসহ রক্তস্বল্পতা যেমন-
- লাল রক্ত কণিকার অভাবজনিত চিকিৎসার ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে
- এটি গর্ভাবস্থায় শিশুর বৃদ্ধির জন্য প্রয়োজনীয় পুষ্টি যোগান দিতে সহায়তা করে
- জন্মগত ত্রুটি রোধ করতে সহায়তা করে থাকে
- বায়োটিনের অভাব,ত্বকে এলার্জি, চুল পড়ার সমস্যার রোগীকে এই ট্যাবলেট ব্যবহার হয়
- এছাড়াও শৈশবকালীন এবং গর্ভকালীন সময়ে বিভিন্ন ভিটামিনের ঘাটতি জনিত Meghalorustic Anaemia চিকিৎসার জন্য ব্যবহার করা হয় ইত্যাদি।
উপরোক্ত সমস্যাগুলো ছাড়াও এই ঔষধ আমাদের নানান শারীরিক সমস্যা সমাধানে
সহায়তা করে। মূলত বিশেষজ্ঞ চিকিৎসকরা একজন মানুষের শারীরিক অবস্থা ও
রোগের উপর ভিত্তি করে বায়োফল ৫ ওষুধটি সেবনের নির্দেশ দিয়ে থাকেন।
তাই এই ওষুধ সেবন করার পূর্বে অবশ্যই আপনাকে প্রথমে একজন নিবন্ধিত
চিকিৎসকের সাথে পরামর্শ করে নিতে হবে এরপরে সেবন করতে হবে।
যদি একজন চিকিৎসক রক্তস্বল্পতার কারণে এই ওষুধটি সেবন করার নির্দেশ দেন
সে ক্ষেত্রে এই ওষুধের মাত্রা অবশ্যই ভিন্ন হবে আবার যদি আমাদের শরীর
দুর্বলের জন্য নির্দেশ দিয়ে থাকে তবুও সেক্ষেত্রে ভিন্ন হবে। সহজ
ভাষায় বলতে গেলে biofol 5 আমাদের শরীরের পুষ্টি যোগান কারী এবং
রক্তস্বল্পতা সমস্যা নিরাময়ের ঔষধ। আশা করছি Biofol 5 কিসের
ঔষধ তা জানতে পেরেছেন। এবার বায়োফল ৫ খাওয়ার নিয়ম সম্পর্কে
বিস্তারিত জেনে নিব।
বায়োফল ৫ খাওয়ার নিয়ম
বায়োফল ৫ সেবনে ভালো ফলাফল পেতে হলে অবশ্যই আমাদেরকে সেবনের সঠিক নিয়ম জানতে
হবে। আপনি যদি একজন নিবন্ধিত চিকিৎসকের পরামর্শ নিয়ে তার দেওয়া নিয়ম
অনুযায়ী এই ওষুধটি সেবন করে তাহলে অবশ্যই ভালো ফলাফল পাবেন। আর এটিই সবচেয়ে
উত্তম উপায়।
এটি মূলত ফলিক অ্যাসিডের এন্টাগনিস্টের ক্ষতিকারক প্রভাব হ্রাসের
ক্ষেত্রে দিনে ১ টা করে ওষুধ খাওয়া যায় কিংবা ডাক্তারের পরামর্শ মেনে।
তবে ৫-১৫ মিলিগ্রাম ২-৩ দিনব্যাপী ডাক্তারের পরামর্শ অনুযায়ী ৬ ঘন্টা পর পর
১টি করে ওষুধ সেবন পারেন। এছাড়াও মেগারোজটেটিক অ্যানিমিয়া নামক এক ধরনের রোগ
রয়েছে সেই রোগের চিকিৎসার ক্ষেত্রে চিকিৎসকরা দৈনিক একটি ৫-১৫ মিলিগ্রামের
ট্যাবলেট সেবন করতে নির্দেশনা দিয়ে থাকেন।
বর্তমানে অধিকাংশ মানুষ দিনের পর দিন অসুস্থ হয়ে যাচ্ছে এবং সে অসুস্থতা থেকে
রেহায় পাওয়ার জন্য চিকিৎসকের শরণাপন্ন হচ্ছে। কারণ একজন চিকিৎসকই সঠিক রোগ
নির্ণয়ের মাধ্যমে সঠিক ঔষধ সেবনের পরামর্শ দিতে পারেন। Biofol 5 এর মূল
উপাদান হিসেবে ক্যালসিয়াম ফলিনেট রয়েছে যাকে ফলিনিক এসিড বলা যায়। বায়োফল
ট্যাবলেট ৬ ঘন্টা পর-পর খাওয়া যেতে পারে।
তবে এক্ষেত্রে আপনাকে অবশ্যই একজন নিবন্ধিত চিকিৎসকের পরামর্শ নিতে হবে, এবং
তিনি যেভাবে সেবনের নিয়ম সাজেস্ট করবেন সেভাবেই আপনাকে সেবন করতে হবে। অনেকে
আছেন যারা ডাকারের পরামর্শের বাইরে যে কোন ঔষধ সেবন করেন, যেটা মোটেও ঠিক
নয়।
গর্ভকালীন সময়ে কোনোভাবেই এই ওষুধ চিকিৎসকের পরামর্শ ব্যতীত সেবন করা যাবে
না। মূলত গর্ভাবস্থার প্রাথমিক পর্যায়ে গর্ভে ভ্রুণ তৈরি হয়।
এমতাবস্থায় আপনি যদি আপনার ডাক্তারের পরামর্শ ব্যতীত এ ধরনের ওষুধ সেবন
করেন তাহলে ভ্রুণ নষ্ট হওয়ার সম্ভাবনা অনেক বেশি।
তবে আমরা হয়তো সবাই জানি যে গর্ভাবস্থায় যেকোন ধরণের ঔষধ সেবন ক্ষতিকর হতে
পারে, এর কারণ এ সময় ভ্রুণ সাধারণ পর্যায়ে থাকে। আশা করছি বিষয়টি বুঝতে
পেরেছেন। এবার আসুন, বায়োফল ৫ এর পার্শ্বপ্রতিক্রিয়া জেনে নেই।
বায়োফল ৫ এর পার্শ্বপ্রতিক্রিয়া
প্রতিটি জিনিসেরই যেমন ভালো দিক থাকার পাশাপাশি একটি খারাপ দিকও থাকে তেমনি
ওষুধের ক্ষেত্রেও উপকার থাকার পাশাপাশি ওষুধ অতিমাত্রায় বা নিয়ম না মেনে সেবন
করলে আমাদের শরীরে বিভিন্ন পার্শ্ব প্রতিক্রিয়া লক্ষ্য করা হয়। এছাড়াও অনেকে
পার্শ্বপ্রতিক্রিয়া গুলো অবহেলা করে যার ফলে পরবর্তীতে শরীরের অবস্থা আরো
জটিলতার দিকে সম্মুখীন হয়।
প্রতিটা ওষুধ সেবনের আগে এর ক্ষতিকর প্রভাব গুলো অবশ্যই বিস্তারিত ধারণা থাকতে
হবে। তা নাহলে ওষুধ খাওয়ার পরে শরীরের বিভিন্ন পরিবর্তন আপনাকে ঘাবড়ে দিতে
পারে। তাই আজকের পোষ্টের এই অংশে Biofol 5 এর পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কে
বিস্তারিত তুলে ধরেছি। বায়োফল ৫ সেবনের ফলে যেগুলো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা
দিতে পারে তা হলোঃ
- এলার্জির প্রতিক্রিয়া বৃদ্ধি পেতে পারে।
- এসিডিটির সমস্যা হওয়া
- শ্বাস প্রশ্বাসের সমস্যা হওয়া
- হাত পা মুখমন্ডল লালচে ভাব লক্ষ্য করা
- যাদের অ্যালার্জি রয়েছে তাদের ক্ষেত্রে এলার্জির কারণে চুলকানি হতে পারে
- আকস্মিক জ্ঞান হারিয়ে ফেলা বা অজ্ঞান হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে ইত্যাদি
তবে এক্ষেত্রে একটাই সর্বোত্তম উপায় হচ্ছে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ
নিয়ে Biofol 5 সেবন করা তাহলেই আশানুরূপ ফলাফল পাওয়া যাবে বলে আশাবাদী।
ক্যান্সার কেমোথেরাপিতে বিশেষজ্ঞ চিকিৎসকের প্রত্যক্ষ তত্ত্বাবধানে Biofol 5
মিথোট্রিক্সেট এর সাথে ফলিনিক এসিড ব্যবহার করাটা জরুরি। তা ছাড়া এই ওষুধ
কোনভাবেই ব্যবহার করা উচিত নয়। একটা নির্দিষ্ট সময় পর্যন্ত বিশেষজ্ঞ চিকিৎসকের
পরামর্শ অনুযায়ী ও তার দেওয়া নিয়ম অনুযায়ী এই ওষুধ সেবন করতে হবে।
বায়োফল ৫ মিগ্রা এর দাম
biofol 5 মূলত ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড (Incepta Pharmaceuticals
Ltd. কোম্পানি উৎপাদন ও বাজারজাত করে থাকে। বায়োফল ৫ মিগ্রা এর দাম কত এই
সম্পর্কে অনেকেই জানতে চায়। এজন্য পোষ্টের এই অংশে দাম তুলে ধরার চেষ্টা করেছি।
প্রতি পিচ বায়োফল ৫ মিগ্রা ওষুধের দাম হল ৯ টাকা। আর ১০ পিচ ট্যাবলেটের
দাম ৯০ টাকা।
বায়োফল ৫ মিলিগ্রাম
ইউনিট প্রাইজ: ৳ 9.00 (3 x 10: ৳ 270.00)
স্ট্রাইপ প্রাইজ: ৳ 90.00
বায়োফল ১৫ মিলিগ্রাম
ইউনিট প্রাইজ: ৳ 25.00 (3 x 10: ৳ 750.00)
স্ট্রাইপ প্রাইজ: ৳ 250.00
biofol ট্যাবলেট গর্ভাবস্থার জন্য ব্যবহার করে
গর্ভবর্তী এবং মাতৃদুগ্ধদানকারী মহিলাদের ক্ষেত্রে পরিচালিত কোন পর্যাপ্ত
ক্লিনিক্যাল পর্যবেক্ষণ এ পর্যন্ত পরিলক্ষিত হয়নি। এটি মানব দুগ্ধে নিঃসৃত
হবার কোন তথ্য পাওয়া যায়নি। যেহেতু অনেক ঔষধ মাতৃদুগ্ধে নিঃসৃত হয় সেহেতু
মাতৃদুগ্ধদানকারী নারীদের ক্ষেত্রে ফলিনিক এসিড ব্যবহারের ক্ষেত্রে সাবধানতা
অবলম্বন করা উচিত বলে মনে করি।
লেখকের শেষ মন্তব্যঃ biofol 5 এর কাজ কি
পরিশেষে আমি বারবার যে কথাটি থাকি, প্রতিটা ওষুধ সেবন করার আগে অবশ্যই একজন
বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে এবং তার দেওয়া উক্ত নিয়ম অনুযায়ী সেবন করতে
হবে। আজকের এই আর্টিকেলে আমরা biofol 5 এর কাজ কি ও biofol 5 খাওয়ার
নিয়ম বিস্তারিত আলোচনা করেছি। আশা করি আপনারা ইতিমধ্যে এই পোস্টটি মনোযোগ
সহকারে পড়ে বিস্তারিত জেনে নিয়েছেন।
biofol 5 সম্পর্কিত আজকের এই পোস্টটি আপনার ভালো লাগলে বন্ধুদের শেয়ার করে
দিবেন করবেন। যাতে তারাও এই ওষুধ সম্পর্কে জেনে উপকৃত হতে পারে। এমন বিভিন্ন
ওষুধ সম্পর্কিত অন্যেন্য প্রয়োজনীয় তথ্য পেতে আমাদের আড্ডাভিউ ওয়েবসাইট
নিয়মিত ভিজিট করতে পারেন। আর আপনার যদি আর biofol 5 ট্যাবলেট সম্পর্কে
কোন প্রশ্ন থাকলে নিচে কমেন্ট বক্সে জানাতে পারেন। এতক্ষণ সাথে থাকার জন্য
অসংখ্য ধন্যবাদ।
আড্ডাভিউ আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url