কারমিনা সিরাপ খেলে কি ক্ষতি হয় - কারমিনা সিরাপ এর উপকারিতা

সম্মানিত পাঠক আসসালামু আলাইকুম। আপনি কি প্রতিনিয়ত কোষ্ঠকাঠিন্য, বুকের জ্বালাপোড়া, লিভারের ও পাকস্থলীর দুর্বলতা ইত্যাদি সমস্যায় ভুগছেন? তাহলে এর সময়াধান পেতে সঠিক স্থানেই এসেছেন। কেননা আমরা আজকের আর্টিকেলে এসব সমস্যা সমাধানের কারমিনা সিরাপ সম্পর্কে যত অজানা তথ্য আছে সকল ধরণের প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ তথ্য আলোচনা করেছি। 
কারমিনা সিরাপ খেলে কি ক্ষতি হয় - কারমিনা সিরাপ এর উপকারিতা

প্রিয় পাঠক আপনি কি কারমিনা সিরাপ খেলে কি ক্ষতি হয় কিংবা কারমিনা সিরাপ এর উপকারিতা বিষয়ে জানতে চাচ্ছেন? তাহলে আমাদের এই পোষ্টটি আপনার জন্য অনেক উপকার হতে চলেছে। কেননা আপনি যদি আমাদের সাথে শেষ অবদি থাকেন, তাহলে কারমিনা সিরাপ এর পুষ্টিগুন, কারমিনা সিরাপ এর কাজ কি, কারমিনা সিরাপ এর দাম কত, এর পার্শ্বপ্রতিক্রিয়াসহ এই সিরাপ সম্পর্কে আরও গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন। তাই অবহেলা না করে মনযোগ সহকারে শেষ অবদি পড়তে থাকুন।
পোষ্ট সূচিপত্রঃ

ভূমিকা - কারমিনা সিরাপ

বর্তমানে কারমিনা সিরাপটি বহুল ব্যবহৃত গ্যাসের সমস্যার ওষুধ। আমরা অনেকেই হয়তো দৈনন্দিন জীবনে গ্যাসের সমস্যা দূর করার জন্য এই সিরাপ ব্যবহার বা খেয়ে থাকি। এই সিরাপটি হামদর্দ ল্যাবরেটরীজ লিমিটেড (Hamdard Laboratories (WAQF) BD) কোম্পানি উৎপাদন করেছে। সাধারনত এই সিরাপকে ন্যাচারাল ওষুধ বলা হয়। কেননা এই সিরাপে প্রাকৃতিক উপাদানে ভরপুর।

আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা কারমিনা সিরাপ খেলে কি ক্ষতি হয় বা এর উপকারিতা জানেন না। মূলত তাদের সুবিধার কথা চিন্তা ভাবনা করেই আমরা আজকের আর্টিকেলটিতে কারমিনা সিরাপ সম্পর্কে বিস্তারিত আলোচনা তুলে ধরব। কারণ এই সিরাপ খাওয়ার আগে আপনাকে পরিপূর্ণভাবে এই সিরাপ সম্পর্কে জেনে নিতে হবে।

এই সিরাপ সম্পর্কে এমন কিছু তথ্য প্রদান করার চেষ্টা করব যাতে আপনি উপকৃত হতে পারেন। তাই এই সিরাপ সম্পর্কিত সকল প্রয়োজনীয় কিছু জানতে আমাদের সাথে থাকুন। আমরা প্রথমে কারমিনা সিরাপ এর উপাদান বা এতে কি কি উপাদান রয়েছে গুলো সংক্ষেপে জেনে নিব।

কারমিনা সিরাপ এর উপাদান

আপনারা অনেকেই প্রশ্ন করে থাকেন যে কারমিনা সিরাপে কি কি উপয়াদান থাকে। সাধারনত কারমিনা সিরাপ এর বেশ কিছু প্রাকৃতিক উপাদান রয়েছে তা নিম্নে তুলে ধরা হলো-
  • জৈন (১০০ মিলিগ্রাম)
  • বহেড়া (৩৮ মিলিগ্রাম)
  • হরীতকী (৪০ মিলিগ্রাম)
  • দারচিনি (৫০ মিলিগ্রাম)
  • আমলকী (৫০ মিলিগ্রাম)
  • লেবু (১০০ মিলিগ্রাম)
  • সামুদ্রিক লবণ ( ৮ মিলিগ্রাম)
  • শুকনো আদা (১০ মিলিগ্রাম)
  • গোলমরিচ (১৫০ মিলিগ্রাম) ইত্যাদি।
মূলত প্রতি 100ml বোতল সিরাপে উপরোক্ত উপাদান গুলো বিদ্যমান থাকে। আশা করছি আপনার প্রশ্নের উত্তরটা জানতে পেরেছেন এবার চলুন কারমিনা ট্যাবলেটে কি কি উপাদান আছে তা জেনে নেই।

কারমিনা ট্যাবলেট এর উপাদান

কারমিনা প্রতি ট্যাবলেটে যেসব উপাদান রয়েছে সেগুলো নিম্নে তুলে ধরা হলো-
  • গোলমরিচ ৬০ মিগ্রা
  • লেবু (৪০ মিগ্রা)
  • জৈন (৪০ মিগ্রা)
  • দারচিনি (২০ মিগ্রা)
  • আমলকী (২০ মিগ্রা)
  • বহেড়া (১৫ মিগ্রা)
  • হরীতকী (১৫ মিগ্রা)
  • শুকনো আদা ৪ মিগ্রা)
  • সামুদ্রিক লবণ (১৬ মিগ্রা) ইত্যাদি।

কারমিনা সিরাপ এর কাজ কি

হামদর্দ কারমিনা সিরাপ এর কাজ হচ্ছে আমাদের দেহের পাকস্থলীর গোলযোগ নিরাময় করতে উত্তম ইউনানী ওষুধ। এছাড়াও আমরা অনেকেই মুখরোচক খাবারে আনন্দ উপভোগ্য করে থাকি, কিন্তু অধিক মসলাযুক্ত সুস্বাদু খাবার উপভোগ্য হলেও এটি আমাদের পেটের জন্য কখনও কখনও অস্বস্তিকর হয়ে থাকে। বিশেষ করে যখন বদহজম, বায়ুজনিত পেটব্যথা, বুক জ্বালাপোড়া, ব্যথা ইত্যাদি দেখা দেয়।
সেক্ষেত্রে আপনি যদি এই কারমিনা সিরাপ সেবন করেন তাহলে এই সিরাপের প্রাকৃতিক উপাদান এই সমস্যাগুলি নিরাময় করে এবং পাকস্থলীকে সুরক্ষা করে প্রশান্তি এনে দেয়। আশা করছি কারমিনা সিরাপ এর কাজ কি তা জানতে পেরেছেন।

কারমিনা সিরাপ এর উপকারিতা

আপনারা হয়তো অনেকেই কারমিনা সিরাপের উপকারিতা গুলো জানেন না। তাই আমরা পোষ্টের এই অংশে এই সিরাপের উপকারিতাগুলো বিস্তারিত তুলে ধরেছি। চলুন তাহলে এই সিরাপের উপকারিতা জেনে নেই।
  • যারা শরীর দুর্বল অনুভব করেন তারা এই সিরাপটি খেতে পারেন। কারণ এই সিরাপ শারীরিক দুর্বলতা দূর করতে সাহায্য করে থাকে।
  • যাদের হজমে সমস্যা বা হজম শক্তি বাড়াতে চান তারা এই সিরাপ খেতে পারেন। এই সিরাপ সেবনের ফলে আমাদের হজম শক্তি বহু গুনে বেড়ে যায়।
  • এছাড়া এই সিরাপ কোষ্ঠকাঠিন্যতা দূর করতেও সহায়ক। তাই যাদের কোষ্ঠকাঠিন্য সমস্যা রয়েছে তারা এই সিরাপ সেবন করতে পারেন।
  • আবার এই সিরাপ সেবনে লিভার ও পাকস্থলীর দুর্বলতা অনেকটাই দূর হয়ে যায়। তাই যারা এ ধরণের সমস্যায় ভোগেন তারা এই সিরাপ সেবন করতে পারেন।
  • অনেকেই বিভিন্ন ধরনের তৈলাক্ত খাবার খাওয়ার পরে বদ হজম হয়ে থাকে। এই বদহজম নিরাময় করতে এই সিরাপ গ্রহণ করতে পারেন।
  • যাদের খাবারে স্বাদ লাগেনা কিংবা খাবারের প্রতি অরুচি তার চাইলে এই সিরাপটি খেতে পারেন। তাহলে দেখবেন অরুচি দূর হয়ে ক্ষুধা বেড়ে গেছে।
  • আবার যাদের বিভিন্ন কারণে বমি বমি ভাব বা বমি  হয়ে থাকে তারা যদি এই সিরাপ সেবন করে তাহলে বমি বমি ভাব দূর করা সম্ভব। 
  • তাছাড়াও যাদের পেটে গ্যাস বা বায়ুজনিত সমস্যা রয়েছে তার এই সিরাপ খেতে পারেন। কেননা এই সিরাপ এ ধরণের সমস্যা দূর করতেও সহায়ক। 
  • অনেকের ক্ষেত্রে দেখা যায় উল্টাপাল্টা খাবার খাওয়ার ফলে তাদেরপেট ফুলে যায় বা পেট ফাঁপা হয়ে যায়। এক্ষেত্রে তারা যদি কারমিনা সিরাপ কিছুদিন সেবন করেন তাহলে পেট ফাঁপা দূর হয়ে যাবে।
  • এছাড়াও এই সিরাপ আমাদের দেহের পরিপাকতন্ত্রকে শক্তিশালী রাখতে সহায়তা করতে পারে। যার ফলে দেহের বিভিন্ন বিপাক প্রক্রিয়া স্বাভাবিকভাবে সংঘটিত হয়।
মূলত এই কারমিনা সিরাপের উপরোক্ত সমস্যার ক্ষেত্রে ব্যবহার করা যায়। এতে ভাল উপকারিতা পাওয়া যায়। আশা করি কারমিনা সিরাপ এর স্বাস্থ্য উপকারিতাগুলো জানতে পেরেছেন। এবার চলুন কারমিনা সিরাপ এর পার্শ্বপ্রতিক্রিয়া গুলো জেনে নেই।

কারমিনা সিরাপ এর পার্শ্বপ্রতিক্রিয়া

আপনার হয়তো জানেন যে প্রতিটা জিনিসেরই উপকারিতা থাকার পাশাপাশি সামান্য পরিমান হলেও অপকারিতাও থাকে। কারমিনা সিরাপ তার ব্যতিক্রম নয়। আপনি যদি অতিমাত্রায় এই সিরাপ সেবন করেন তাহলে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া লক্ষন দেখা দিতে পারে। আমরা পোষ্টের এই অংশে সেগুলো সম্পর্কেই আলোচনা করব।
কারমিনা সিরাপ অতিরিক্ত সেবন করার ফলে বা নিয়ম অনুযায়ী সেবন না করলে বমি বমি ভাব বা বমি হতে পারে। তাছাড়া অনেক সময় পেট ব্যথা পর্যন্ত হতে পারে। তবে আপনি যদি কারমিনা সিরাপ নির্দিষ্ট মাত্রায় গ্রহণ করেন তাহলে কোন সমস্যা নেই। কারণ নির্ধারিত মাত্রায় এই সিরাপ সেবনে কোন উল্লেখযোগ্য বা জটিল পার্শ্ব প্রতিক্রিয়া পরিলক্ষিত হয়নি।

তাই অবশ্যই আপনারা এই সিরাপ ডাক্তারের দেওয়া পরামর্শ সেবন করুন। তাহলে দেখবেন ভালো উপকার পেয়ে যাবেন। তাই বলা যায় কারমিনা সিরাপের তেমন জটিল কোন পার্শ্ব প্রতিক্রিয়া নেই। আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন। এই সিরাপ সেবনে সঠিক উপকারিতা পেতে হলে আপনাকে সেবনের নিয়ম জানতে হবে। চলুন তাহলে এবার আমরা কারমিনা সিরাপ খাওয়ার নিয়ম জেনে নেই।

কারমিনা সিরাপ খাওয়ার নিয়ম

কারমিনা সিরাপের উপকারিতা আপনি তখনই পাবেন যখন আপনি এই সিরাপটি সঠিক নিয়মে সেবন করেন। তাই এই  সিরাপের উপকারিতা জেনে নেওয়ার পাশাপাশি আপনাদের অবশ্যই খাওয়ার নিয়ম সম্পর্কে জেনে নিতে হবে। চলুন তাহলে আমরা কারমিনা সিরাপ খাওয়ার সঠিক নিয়ম জেনে নেই।
  • প্রাপ্তবয়স্ক ব্যক্তিদের ক্ষেত্রে দিনে ২-৩ বার, ২ চা চামচ (১০ মিলি) করে খাবারের পর খেতে হবে। অথবা নিবন্ধিত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী।
  • অপ্রাপ্তবয়স্ক ব্যক্তিদের জন্য প্রতিদিন হাফ চামচ থেকে ১ চামচ ২-৩ বার খাবারের পর গ্রহণ করতে হবে। অথবা নিবন্ধিত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী।
  • ১৮ বছরের কম বয়সী বাচ্চাদের ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ অনুযায়ী হাফ থেকে ১ চামচ করে দিনে ২-৩ বার খেতে হবে।
আশা করছি এতক্ষণে আপনারা এই সিরাপ খাওয়ার নিয়ম জেনে গেছেন। এই সিরাপটি খাওয়ার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিবেন। ডাক্তারের পরামর্শ ব্যতিত অপ্রাপ্তবয়স্ক ব্যক্তিরা খাবেন না।

কারমিনা সিরাপ খেলে কি ক্ষতি হয়

আমাদের মাঝে এমন অনেকেই আছেন যারা প্রতিনিয়ত প্রশ্ন করে থাকেন যে কারমিনা সিরাপ খেলে আসলে কি ক্ষতি হয়। এই সিরাপ নির্ধারিত মাত্রায় সেবন করলে কোন উল্লেখযোগ্য পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় না। এতে প্রাকৃতিক উপাদান বিদ্যমান থাকায় ও এই সিরাপ হারবাল যুক্ত হওয়ার কারণে এই সিরাপ খেলে কোন ক্ষতি হয় না। তবে বেশি সেবন করলে বমি আর পেট ব্যথা হতে পারে।

তাই অবশ্যই আপনাকে সঠিক নিয়ম অনুযায়ী এবং সঠিক মাত্রায় সেবন করতে হবে। কারন যেকোন কিছু বেশি গ্রহণ করলে উপকার পাওয়া যায় না। এজন্য কারমিনা সিরাপ এর সঠিক উপকারিতা পেতে হলে আপনাকে সঠিক মাত্রায় সেবন করতে হবে। আমরা ইতিমধ্যে উপরের অংশে কারমিনা সিরাপ খাওয়ার নিয়ম নিয়ে বিস্তারিত তুলে ধরেছি। সেই অংশ দেখে নিয়ম অনুযায়ী সেবন করবেন তাহলে ইনশাল্লাহ ভালো ধরনের উপকার পাবেন।

কারমিনা সিরাপ খেলে কি মোটা হওয়া যায়

আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে কারমিনা সিরাপ খেলে কি মোটা হওয়া যায় কিনা। তাই পোষ্টের এই অংশে এই বিষয়ে তুলে ধরেছি। সাধারনত এই সিরাপ খেলে মোটা হয় না, তবে যাদের খাবার এর প্রতি খুব একটা রুচি নাই তাদের খাবারের প্রতি রুচি আগের চেয়ে অনেকটা বেড়ে যায়। এই অবস্থা যদি অব্যাহত থাকে কিংবা দীর্ঘদিন ধরে খাবারের পরিমান বৃদ্ধি পায় তাহলে তখন সামান্য হলেও শরীরের গঠন কিছুটা পরিবর্তন হবে।
তবে কারমিনা সিরাপের সাথে মাল্টিভিটামিন (Multivitamins) ও মিনারেলস (Minerals) জাতীয় ঔষধ সেবন করলে অবশ্যই সামান্য মোটা হওয়া যায়। আশা করছি এই সিরাপ খেলে কি মোটা হওয়া যায় কিনা তা জানতে পেরেছেন। এবার চলুন কারমিনা ট্যাবলেট দাম কর তা জেনে নেই।

কারমিনা ট্যাবলেট দাম

হামদর্দ ল্যাবরেটরীজ লিমিটেড কোম্পানি কারমিনা সিরাপ এর পাশাপাশি কারমিনা ট্যাবলেট উৎপাদন করে থাকে। অনেকেই আছেন যারা সিরাপ খেতে খুব একটা পছন্দ করেন না তাই তারা চাইলে কারমিনা ট্যাবলেট এর দাম জেনে ট্যাবলেট খেতে পারেন।

কারমিনা ট্যাবলেট মূলত বক্স আকারে পাওয়া যায় যার দাম হচ্ছে ৮৫ টাকা। বক্সে মূলত ৬০ পিচ ট্যাবলেট থাকে। তবে জায়গা ভেদে এই ট্যাবলেট এর দাম পরিবর্তিত হতে পারে। তবে এক বক্স ট্যাবলেট এর দাম ৮৫ থেকে ১৩০ টাকা পর্যন্ত হতে পারে।

কারমিনা সিরাপ এর দাম কত

সাধারনত এই সিরাপটি হামদর্দ ল্যাবরেটরীজ লিমিটেড (Hamdard Laboratories (WAQF) BD) কোম্পানি বাজারজাত করেন। যা ভেষজ গ্যাস্ট্রিক প্রস্তুতি (Herbal gastric preparation) হিসেবে ব্যবহার হয়ে থাকে।
কারমিনা সিরাপ বোতলের ধারণক্ষমতার উপর ভিত্তি করে বিভিন্ন দামের হয়ে থাকে যেমনঃ
  • ১০০ মিলিগ্রাম বোতলের দাম ৭০ টাকা।
  • ২৫০ মিলিগ্রাম বোতলের দাম ১২০ টাকা।
  • ৪৫০ মিলিগ্রাম বোতলের দাম ২০০ টাকা।
আশা করছি উপরে এই সিরাপ এর দাম সম্পর্কে জানতে পেরেছেন। আপনারা এই সিরাপ বিভিন্ন ওষুধ এর দোকানে কিংবা এলোপ্যাথিক ফার্মাসিটিক্যাল দোকানগুলোতে পেয়ে যাবেন। এছাড়াও এই সিরাপটি বিভিন্ন অনলাইন প্লাটফর্মে বিক্রি ক্রয়া হয়। 

কারমিনা সিরাপ সম্পর্কিত সাধারণ জিজ্ঞাসা (FAQs)

প্রশ্ন: কারমিনা সিরাপ বাচ্চাদের সেবন করান যাবে?
উত্তর: হ্যাঁ অবশ্যই কারমিনা সিরাপ বাচ্চাদের সেবন করানো যাবে, কিন্তু অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করাতে হবে।

প্রশ্ন: কারমিনা সিরাপ বা ট্যাবলেট খেলে কি ঘুম হয়?
উত্তর: হ্যাঁ অনেকের ক্ষেত্রে অনেক সময় এই সিরাপ সেবনের ফলে ঘুম ঘুম অনুভব হয়।

প্রশ্ন: কারমিনা সিরাপ খাওয়ার পরে না আগে?
উত্তর: সাধারণত কারমিনা সিরাপ খাওয়ার পরে বা ভরা পেটে খেতে হয়। খালি পেটে এই সিরাপ খাওয়া উচিত নয়।

প্রশ্ন: স্তনদানকারী ও গর্ভাবস্থায় কারমিনা সিরাপ খাওয়া যাবে কিনা?
উত্তর: স্তনদানকারী ও গর্ভাবস্থায় কারমিনা সিরাপ ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাওয়া যাবে।

লেখকের শেষকথাঃ কারমিনা সিরাপ খেলে কি ক্ষতি হয়

আমরা ইতিমধ্যে এই আর্টিকেলে কারমিনা সিরাপ খেলে কি ক্ষতি হয় ও কারমিনা সিরাপের উপকারিতা সহ কারমিনা সিরাপ নিয়ে বিস্তারিত তথ্য আলোচনা করেছি। আপনারা হয়ত এতক্ষণে এই সিরাপ সম্পর্কে অবগত হতে পেরেছেন। যদি এই সিরাপ সম্পর্কে কোন ধরণের প্রশ্ন থাকে তাহলে এই পোষ্টের নিচে কমেন্ট বক্সে জানাতে পারেন।

কারমিনা সিরাপ সম্পর্কিত পোস্টটি আপনার ভালো লাগলে বন্ধুদের বা প্রয়জনদের শেয়ার করে দিবেন করবেন। বিভিন্ন সিরাপ সম্পর্কিত অন্যেন্য প্রয়োজনীয় তথ্য পেতে আমাদের আড্ডাভিউ আইটি ওয়েবসাইট নিয়মিত ভিজিট করার অনুরোধ রইলো।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
1 জন কমেন্ট করেছেন ইতোমধ্যে
  • SD
    SD ১৪ অক্টোবর, ২০২৪ এ ৪:৪২ AM

    পাকস্থলীর আলসারের পেশেন্ট কি কারমিনা সিরাপ গ্রহণ করতে পারবে?

মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আড্ডাভিউ আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url