frenxit কি ঘুমের ঔষধ - frenxit এর কাজ কি
সম্মানিত পাঠক আসসালামু আলাইকুম। আপনি কি এন্টি ডিপ্রেশনে বা দুশ্চিন্তা
কিংবা প্রতিনিয়ত মাথা ব্যথায় ভুগছেন? কিংবা frenxit কি ঘুমের ঔষধ কিনা সেই
সম্পর্কে জানতে চাচ্ছেন? তাহলে এই সমস্যার সমাধান পেতে আপনি এখন একদম সঠিক জায়গায়
এসেছেন। frenxit ট্যাবলেট এর বিষয়ে অধিকাংশ মানুষই জানতে চাই। তাই মূলত তাদের কথা
চিন্তা ভাবনা করেই আজকের এই আর্টিকেলে আপনাদের সাথে frenxit 0.5 mg ট্যাবলেট
সম্পর্কে প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ তথ্য সাজানোর চেষ্টা করেছি।
প্রিয় পাঠক, যদি আপনি আমাদের পোষ্টের শুরু থেকে শেষ পর্যন্ত থাকেন, তাহলে frenxit
এর কাজ কি বা এই ওষুধ কি কাজ করে, frenxit কি ঘুমের ঔষধ কিনা জেনে নেওয়ায়ার
পাশাপাশি frenxit ট্যাবলেট সম্পর্কে আরও গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন। তাই
অবহেলা না করে সম্পূর্ণ পোস্টটি গুরুত্ব সহকারে পড়ার অনুরোধ রইলো। আশা করছি,
ফেনজিট ট্যাবলেট সম্পর্কে যাবতীয় তথ্য জানতে পেরে আপনাদের উপকারে আসবে।
পোষ্ট সূচিপত্রঃ
ভূমিকা - frenxit
আপনারা অনেকেই রয়েছেন যারা frenxit কি ঘুমের ঔষধ? সেই সম্পর্কে গুগলের কাছে
জানার জন্য সার্চ করে থাকেন। আপনারা হয়তো এই ট্যাবলেট সম্পর্কে
মনের মত তথ্য খুঁজে পাচ্ছেন না। তাই আজকের এই পোষ্টের মাধ্যমে এই বিষয়ে
ক্লিয়ার ধারণা দেব যে frenxit আসলে কি কাজ করে বা এই ওষুধ ঘুমের জন্য
কার্যকরী হবে কিনা।
যাদের এন্টি ডিপ্রেশনে বা দুশ্চিন্তা কিংবা প্রতিনিয়ত মাথা ব্যথার সমস্যা আছে
তাদের frenxit কি ঘুমের ঔষধ, এটি frenxit এর কাজ কি জেনে নেওয়ার পাশাপাশি
Frenxit খাওয়ার নিয়ম, Frenxit 0.5 এর দাম কত, frenxit এর
পার্শ্বপ্রতিক্রিয়া ইত্যাদি গুলো জেনে নেওয়াটা খুবই জরুরী। তাই যারা এই
মেডিসিন সম্পর্কে জানতে আগ্রহী, তাদেরকে আমাদের সাথে শেষ অবদি থাকতে হবে।
আবার যারা যারা মনে করছেন যে আমাদের এমন কোন সমস্যা নেই তারাও চাইলে এই পুরো
পোস্টটি মনোযোগ সহকারে পড়ে এই ফ্রেনজিট ট্যাবলেট সম্পর্কে জেনে নিন। তাহলে
চলুন, আর অতিরিক্ত কথা না বাড়িয়ে বা আপনার মূল্যবান সময় নষ্ট না করে মূল
আলোচনায় আসা যাক। আমরা প্রথমে frenxit কিসের ওষুধ বা কোন কোন রোগের ক্ষেত্রে
ব্যবহার হয় সেই সম্পর্কে সংক্ষেপে জেনে নিব।
frenxit কিসের ওষুধ
Frenxit ঔষধটি সিজোফ্রেনিয়া (Schizophrenia) হিসেবে মানুষের মানসিক সমস্যা
সমাধানের চিকিৎসায় ব্যবহার করা হয়। এটি আমাদের দেহের সিজোফ্রেনিয়ার জন্য
রাসায়নিক ভারসাম্যকে সংশোধন করে ও মস্তিষ্কের স্নায়ুতন্ত্রের সাথে
হস্তক্ষেপ করে থাকে। এই ওষুধ খুবই সাধারণ চিকিৎসার ক্ষেত্রে ব্যবহৃত হয়। মনে
রাখাটা জরুরি যে প্রতিটি রোগীর শরীরের অবস্থা আলাদারকম হয়ে থাকে।
তাদের সমস্যা ভিন্ন কাজের চিকিৎসার ধরন, রোগীর ধরন এবং রোগীর বয়স এর উপর
নির্ভর করে চিকিৎসার ইতিহাসের পার্থক্য থাকতে পারে। এই ওষুধটি মূলত সেসব
রোগীদের জন্য অনেক কার্যকরী যারা প্রতিনিয়ত অতিরিক্ত ডিপ্রেশনে ভুগছেন কিংবা
সবসময়ই দুশ্চিন্তায় থাকেন। এসব সমস্যার থেকে দ্রুত রেহাই পেতে বিশেষজ্ঞ
চিকিৎসকরা এই ওষুধ সেবন করার নির্দেশ দিয়ে থাকেন।
Frenxit ট্যাবলেট এমন একটি কার্যকরী ঔষধ যা আপনার শরীরের ব্রেন ফাংশনের
ওপরে কাজ করে থাকে। এখানে ব্রেন ফাংশনের উপর কাজ করে বলতে মনে করুন আপনি একটা
ঔষধ সেবন করছেন আর সেই ওষুধকে নিয়ে আপনি টেনশন করছেন যে এই ওষুধটি কি আদৌ
আমার কোন কাজে আসবে কিনা বা এই ওষুধ আমার জন্য কার্যকরী হবে কিনা এসব চিন্তা
করলে কোন মেডিসিনই ঠিকভাবে কাজ করে না।
আপনি যদি এসব দুশ্চিন্তা না করে মেডিসিনটি সেবন করে থাকেন, তাহলে সেই মেডিসিন
শরীরে ভালোভাবে কার্যকর নাও হতে পারে। তাই এরকম দুশ্চিন্তা না করে একজন
চিকিৎসক আপনাকে যেভাবে মেডিসিন খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন ঠিক সেভাবেই
মেডিসিন টি সেবন করার অবশ্যই চেষ্টা করবেন তাহলে দেখবেন আপনার সমস্যাগুলো
দ্রুত নিরাময় হয়ে গেছে। এই ওষুধটি যেসব সমস্যা বা যেসব রোগের ক্ষেত্রে
ব্যবহৃত হয় সেগুলো হচ্ছে-
- তীব্র মাথাব্যথা
- টেনশন বা দুশ্চিন্তা
- মাথা ঠান্ডা রাখতে
- টেনশন দূর করতে
- বিষন্নতা কমাতে
- দুশ্চিন্তা এবং ডিপ্রেশন থেকে চির মুক্তি দিতে খুবই কার্যকারী ইত্যাদি।
এছাড়াও তীব্র মাথাব্যথা থেকেও অনেকটাই রেহাই পাবেন। এইজন্য বলা যায় এই
ঔষধটি আমাদের জন্য খুবই কার্যকরী। frenxit ওষুধটি মূলত রোগীরা ডিপ্রেশনে
কিংবা মানসিকভাবে টোটালি বিপর্যস্ত হন কিংবা প্রচন্ড পরিমাণে মাথা ব্যথা
করে সেসব রোগীদের কে চিকিৎসকরা এই ফ্রেনজিট ট্যাবলেটটি সেবন করার
পরামর্শ দিয়ে থাকেন। আশা করছি frenxit কিসের ওষুধ সেটা জানতে পেররেছেন। আবার
আসুন frenxit এর কাজ কি সেই সম্পর্কে জেনে নেই।
frenxit এর কাজ কি - Frenxit 0.5 এর কাজ কি
Frenxit ট্যাবলেট এর কাজ কি বা এটি কি কাজে ব্যবহার করা হয় সেটা কি জানেন?
যদি জেনে না থাকেন তাহলে পোষ্টটি মনোযোগ দিয়ে পড়ে এই ট্যাবলেটের এর কাজ কি তা
জেনে নিন। এই ওষুধের কাজ হচ্ছে মূলত দুশ্চিন্তা হাইপার টেনশন জনিত সমস্যা
থেকে মুক্তি দেওয়া। এছাড়াও সিজোফ্রেনিয়া হিসেবে আমাদের মানসিক রোগ গুলোর
চিকিৎসার ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে।
আবার যাদের মানসিক অবাধ রয়েছে তাদের ক্ষেত্রেও এই ট্যাবলেটটি খুবই কার্যকরী।
এই ওষুধটি সেবনে দেহের স্নায়ুতন্ত্রের সাথে এক ধরনের ক্রিয়া হস্তক্ষেপ করে।
যার সাহায্য যেসব রোগীদের মাথাব্যথা বা মাইগ্রেনের সমস্যা, দুশ্চিন্তা, ভুগে
উদ্বিগ্ন, মানসিক সমস্যা, বিষন্নতা এবং এমনকি যাদের রাতে ঘুম হয় না তাদের
জন্য চিকিৎসকরা এই ওষুধটি সেবন করার নির্দেশ দিয়ে থাকেন।
পরিশেষে বলা যায় যে যাদের এ ধরণের সমস্যা রয়েছে শুধুমাত্র তারাই এই ওষুধ
সেবন করতে পারবেন। তবে মনে রাখবেন এই ওষুধ চিকিৎসকের পরামর্শ ব্যতীত সেবন
করবেন না। তা না হলে উপকার হওয়ার পরিবর্তে ক্ষতি হতে পারে। সর্বোপরি বলা
যায় যে, এই ওষুধ সেবন এর ক্ষেত্রে একজন নিবন্ধিত চিকিৎসক আপনাকে
যেভাবে পরামর্শ বা নিয়ম জানিয়ে দেবে সেই পরামর্শ অনুযায়ী সঠিকভাবে সেবন
করলে এসব সমস্যা থেকে দ্রুত মুক্তি পাবেন।
frenxit কি ঘুমের ঔষধ
আপনারা অনেকেই জানতে চান যে Frenxit কি ঘুমের ঔষধ কিনা কিংবা এই ওষুধ
ঘুমের ওষুধ হিসেবে ব্যবহার করা যাবে কিনা। পোষ্টের এই অংশে আপনারা এ বিষয়ে
একটি ক্লিয়ার ধারণা পেয়ে যাবেন। আপনাদের প্রশ্নের উত্তর হচ্ছে হ্যাঁ
frenxit ট্যাবলেট টি ঘুমের ঔষধ ব্যবহার করা যাবে কিন্তু অবশ্যই একজন
নিবন্ধিত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করতে হবে।
তবে এই ওষুধটি সাধারণত যারা প্রতিনিয়ত ডিপ্রেশনে ভোগেন তাদেরকে চিকিৎসকরা
সেবন করার পরামর্শ দিয়ে থাকেন। তবে এই ওষুধটি ঘুমের ওষুধ হিসেবে ব্যবহার করা
যায়। কিন্তু একটা বিষয় মাথায় রাখতে হবে যে এই ওষুধটি আপনার শরীরের জন্য
কার্যকর হবে কিনা সেটি কিছু ভালোভাবে পরীক্ষা নিরীক্ষা করে বা আপনার শরীরের
বর্তমান অবস্থা বুঝে এই ওষুধটি সেবন করার পরামর্শ দিবেন।
এই ওষুধটি আপনার শরীরের জন্য কার্যকর না হলে বা আপনার জন্য উপযোগী না হলে
আপনি যতই এই ওষুধ সেবন করেন না কেন কোন উন্নতি লক্ষ্য করতে পারবেন না। কারণ
আপনার শরীরের বর্তমান অবস্থা একমাত্র চিকিৎসকই ভাল বুঝবেন। তাই ওষুধ ঘুমের
ওষুধ হিসেবে ব্যবহার করার পূর্বে অবশ্যই আপনি একজন নিবন্ধিত চিকিৎসকের সাথে
পরামর্শ করে নিবেন।
তারপর যখন চিকিৎসক আপনাকে এই ওষুধ সেবনের পরামর্শ বা নিয়ম বলে দিবেন সেই
নিয়ম অনুযায়ী করবেন তাহলে আপনার শরীরে উন্নতি লক্ষ্য করতে পারবেন। ফ্রেনজিট
ট্যাবলেটটি মূলত বিষন্নতা দুশ্চিন্তা, তীব্র মানসিক চাপ, এলকোহল সেবনকারী
ইত্যাদি রোগীদের নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে এই ট্যাবলেটটি সেবন করার পরামর্শ
দিয়ে থাকেন।
এছাড়াও চিকিৎসকরা বলেন যে এই ওষুধটি আমাদের ব্রেন ফাংশনগুলোকে ঠান্ডা রাখতে
সহায়তা করে। ব্রেন ফাংশন ঠান্ডা রাখার পাশাপাশি দুশ্চিন্তা, বিষন্নতা,
ডিপ্রেশন, উদ্বেগ ইত্যাদি থেকে মুক্তি দেয় যার ফলে ওষুধটি সেবনে ঘুমটাও
পর্যাপ্ত পরিমাণে হয়ে থাকে।
আপনার যদি ঠিকভাবে ঘুম হয় তাহলে আপনার বিভিন্ন ধরনের টেনশন থেকেও মুক্তি
পাবেন। এই মেডিসিন টি নিয়ম অনুযায়ী সেবন করলে আপনার ঘুম ঠিকভাবে হতে সক্ষম।
আশা করছি আপনার প্রশ্নের উত্তর জানতে পেরেছেন।
Frenxit খাওয়ার নিয়ম
যে কোনো ধরণের ওষুধ সেবনের ক্ষেত্রে আপনাকে প্রথমে সঠিক মাত্রাটা ভালোমতো
জানতে হবে এরপরে সেবন করতে হবে। Frenxit ওষুধ অবশ্যই আপনাকে ডাক্তারের
পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে। তানাহলে দীর্ঘমেয়াদি সেবনের ফলে বা
অতিমাত্রায় সেবনের ফলে শরীরের নানান ধরনের সমস্যা দেখা দিতে পারে। এটি মূলত
উদ্বিগ্ন, হতাশা, দুশ্চিন্তা, হাইপারটেনশন উদাসীনতা, বিষন্নতা ইত্যাদি এসব
সমস্যা থেকে রেহাই পাবার জন্য ডাক্তার খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন।
চলুন তাহলে ওষুধ খাওয়ার স্বাভাবিক নিয়ম জেনে নেই। প্রাপ্তবয়স্ক ব্যক্তিদের
ক্ষেত্রে এই ওষুধটি দিনে ২বার ( সকালে ও রাতে খাবারের পরে) একটি করে
সেবন করতে হয়। প্রাথমিক পর্যায়ে এই ট্যাবলেট একটি করে খাওয়া উচিত
ডাক্তারের পরামর্শ অনুযায়ী। স্বাভাবিক পর্যায়ের রোগীদের চিকিৎসকরা এই
ওষুধটি ১ মাস বা ৩০ দিন পর্যন্ত সেবন করার পরামর্শ দিয়ে থাকেন।
আরো পড়ুনঃ সিপ্রোফ্লক্সাসিন ৫০০ কেন খাওয়া হয়
এই অংশটি সাধারণত রোগীর শারীরিক কন্ডিশন অনুযায়ী বা বয়স ভেদে সর্বোচ্চ ২-৩
মাস সেবন করা যায়। মনে রাখবেন এই ওষুধটি সেবন করার পূর্বে যেন আপনার পেট
খালি না থাকে অর্থাৎ এই ওষুধটি আপনাকে অবশ্যই ভরা পেটে খেতে হবে। এ বিষয়টা
অবশ্যই লক্ষ্য রাখবেন।
কেননা এই ওষুধের উপকারিতার থাকার পাশাপাশি এর বিপরীত পার্শ্ব প্রতিক্রিয়া
রয়েছে যেগুলো জেনে আপনাকে এই ওষুধ সেবন করতে হবে। এই ওষুধটি খাওয়ার আগে
যথাসম্ভব একজন নিবন্ধিত ডাক্তার এর পরামর্শ নিবেন। চিকিৎসকের পরামর্শ ব্যতীত
এই ওষুধ কোনভাবেই সেবন করা যাবে না।
কেননা ডাক্তারের পরামর্শ ছাড়া আপনি যদি এই ট্যাবলেটটি সেবন করেন তাহলে তার
শরীরের উন্নতি না হয় বরং ক্ষতি হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। আশা করছি
Frenxit খাওয়ার নিয়ম জানতে পেরেছেন। এই ওষুধটি নিয়ম মেনে না খেলে বা
অতিমাত্রায় সেবন করলে কি কি পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে চলুন আমরা
এবার নিজের অংশ থেকে সেটা জেনে নেই।
frenxit এর পার্শ্বপ্রতিক্রিয়া
এই ট্যাবলেটটি সেবনে উপকারিতা হওয়ার পাশাপাশি অতিমাত্রায় সেবনের ফলে বা
নিয়ম না মেনে খেলে সামান্য পরিমাণ পার্শ্ব প্রতিক্রিয়াও দেখা দেয়। যদিও এই
ওষুধটি অতিরিক্ত মাত্রায় সেবন করা উচিত নয় কারণ কোন কোন সময় নিদ্রাহীনতা ও
স্বল্পকালীন অস্থিরতা দেখা দিতে পারে। শুধুমাত্র একজন ডাক্তার আপনাকে যেভাবে
খাওয়ার পরামর্শ দিবেন আপনাকে সেই পরামর্শ বা নিরাম অনুযায়ী সেবন করতে হবে।
তাহলে খেয়াল করবেন আপনার বিষন্নতা, দুশ্চিন্তা উদ্বিগ্নতা ও মাইগ্রেনের
সমস্যা থাকলে খুব সহজেই মুক্তি পেয়ে যাবেন। এই ওষুধটি চিকিৎসকের পরামর্শ
ব্যতীত বা অতিমাত্রায় সেবন করা মোটেও উচিত নয়। তাই কখনোই কেউ এই
ট্যাবলেটটি পরামর্শ ব্যতীত এবং করবেন না।
এছাড়াও frenxit ওষুধটি অতিরিক্ত মাত্রায় বা নিয়ম না মেনে সেবনের ফলে আমাদের
দেহের মধ্যে যেগুলো কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে তা হলোঃ
- মাথা ঘুড়ানো
- মাথা ব্যথা
- মাথাব্যথা হওয়া
- মুখ শুকিয়ে যাওয়া
- মেজাজ বৃদ্ধি বা খিটখিটে
- ডায়রিয়া হতে পারে
- দৃষ্টির সমস্যা দেখা দেয়
- হতাশা বেড়ে যাওয়া
- কোষ্ঠকাঠিন্য হওয়া ইত্যাদি।
উপরোক্ত সমস্যা ছাড়া আমাদের শরীরে আরো নানান রকম জটিলতা সৃষ্টি হতে পারে।
তাই সর্বোপরি এই ট্যাবলেট গুলো অবশ্যই একজন নিবন্ধিত চিকিৎসকের সাথে পরামর্শ
করে তার দেওয়া নিয়ম অনুযায়ী নির্দিষ্ট সময় পর্যন্ত গ্রহণ করুন। আশা
করছি এই ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া গুলো মাথায় রেখে সেবন
করবেন। এবার চলুন Frenxit 0.5 এর দাম কত সেটি জেনে নেওয়া যাক।
Frenxit 0.5 এর দাম কত
Frenxit 0.5 ট্যাবলেটটি একটি কার্যকরী স্বাস্থ্যকর ঔষধ হিসেবে পরিচিত। এটি
মূলত ফ্লুপেনটিক্সল + মেলিট্রাসিন সংমিশ্রণ সমৃদ্ধির জন্য প্রযোজ্য। এবং এই
ওষুধটি বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড (Beximco Pharmaceuticals
Limited.) কোম্পানি বাজারজাত করে থাকে।
Frenxit 0.5 এর দাম কত এটা অনেকেই গুগলের কাছে জানতে চায়। কারন যদি এই ওষুধের
সঠিক দাম আপনি জেনে রাখেন তাহলে সহজেই যে কোন ফার্মেসি থেকে সংগ্রহ করতে
পারবেন। তাই আজকের পোষ্টের এই অংশে এর বর্তমান দাম তুলে ধরার চেষ্টা করেছি।
আরো পড়ুনঃ সিপ্রোসিন ৫০০ এর দাম কত
প্রতি পিচ frenxit ট্যাবলেটের এর দাম হচ্ছে ৫ টাকা।
ইউনিট প্রাইজ: ৳ 5.00 (10 x 15: ৳ 750.00)
স্ট্রাইপ প্রাইজ: ৳ 75.00
বর্তমান বাজার অনুসারে দাম নির্ধারণ করাটা কঠিন কারন এই ওষুধের দাম কম বেশি
হয়ে থাকে। তবে আমরা যেই দাম উল্লেখ করেছি এর খুব কম বা বেশি হওয়ার কথা না। তবে
সবচেয়ে ভালো হয় দোকানে বা ফার্মেসিতে যেয়ে বক্সের গায়ে বিদ্যমান দাম ও
মেয়াদ উত্তীর্ণের তারিখ দেখে কেনা। মনে রাখবেন এই ওষুধ সেবন করার পূর্বে
অবশ্যই একজন নিবন্ধিত ডাক্তারের সাথে পরামর্শ নিতে হবে।
গর্ভবতী মহিলাদের জন্য Frenxit Tablet কি নিরাপদ?
যারা গর্ভকালীন অবস্থায় রয়েছেন তাদের এই ওষুধ সেবনে কিছুটা
পার্শ্বপ্রতিক্রিয়ার লক্ষণ হতে পারে। এজন্য আপনার উচিত হবে গর্ভকালীন
সময়ে শরীরের অবস্থা বুঝে অবশ্যই একজন নিবন্ধিত ডাক্তারের সাথে পরামর্শ করা
তারপর তার দেওয়া পরামর্শ নিয়ে Frenxit ট্যাবলেট গ্রহণ করা।
যদি আপনার কাছে এই ওষুধ সেবনে ফলে ক্ষতিকর অবস্থা মনে হয়। তাহলে অতিসত্বর ওষুধ
নেওয়া বন্ধ করে দিন। তানাহলে আপনার ও আপনার গর্ভস্থ শিশুর উভয়ের জন্যই
ক্ষতির কারণ হতে পারে। তাই বলা যায় গর্ভবতী মহিলাদের জন্য Frenxit Tablet কি
নিরাপদ নয়। তবে তখনই নিরাপদ হবে যখন আপনি একজন নিবন্ধিত চিকিৎসকের সাথে
পরামর্শ অনুযায়ী সেবন করবেন।
স্তন্যদানকালে কি Frenxit Tablet নিরাপদ?
আপনারা অনেকেই জানতে চান যে স্তন্যদানকালে কি Frenxit Tablet নিরাপদ হবে কিনা।
এক্ষেত্রে এ ওষুধ সেবনে কিছুটা পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে। তবে
সর্বোপরি সবসময় এ ওষুধগুলো একজন নিবন্ধিত চিকিৎসকের সাথে
পরামর্শ অনুযায়ী গ্রহণ করা উচিত। তবে এই ট্যাবলেট স্তন্যদানকালের
সময় গ্রহণ করতে পারবেন। তবে খুব বেশি সমস্যা দেখা দিলে অবশ্যই ডাক্তারের
শরণাপন্ন হতে হবে।
লেখকের শেষকথাঃ frenxit কি ঘুমের ঔষধ - frenxit এর কাজ কি
পোষ্টের মাধ্যমে আপনারা frenxit কি ঘুমের ঔষধ ও frenxit এর কাজ কি
তা জানতে সক্ষম হয়েছেন। আপনি যদি মনোযোগ সহকারে পড়ে থাকেন তাহলে আশা করছি
এই ওষুধ নিয়ে কোনো প্রশ্ন থাকার না। আমাদের আজকের এই পোষ্টটি আপনাদের পোস্টটি
ভাল লেগে থাকলে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। এতে তারাও এই
ওষুধ সম্পর্কে অবগত হতে পারবেন। এতক্ষণ সাথে থেকে সম্পূর্ণ পোস্টটি মনোযোগ
সহকারে পড়ার জন্য ধন্যবাদ।
আড্ডাভিউ আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url