intimate 10 mg এর উপকারিতা - ইনটিমেট ২০ ট্যাবলেট এর কাজ
সম্মানিত পাঠক আসসালামু আলাইকুম। আজকে আমরা এমন একটি ওষুধ নিয়ে আলোচনা করব যার
মাধ্যমে আপনার শারীরিক সমস্যাগুলো দূর করতে পারবেন। আপনি কি প্রতিনিয়ত বিভিন্ন
শারীরিক সমস্যায় ভুগছেন? অথবা intimate 10 mg এর উপকারিতা, ইনটিমেট ২০ ট্যাবলেট
এর কাজ কি, সেই সম্পর্কে যাবতীয় তথ্য জানতে চাচ্ছেন? তাহলে আমাদের আজকের পোষ্টটি
আপনার জন্য। intimate 10 mg ওষুধটি পুরুষদের জন্য বহুল ব্যবহৃত একটি ওষুধ।
বর্তমানে অধিকাংশ মানুষ এই ইনটিমেট ওষুধ সম্পর্কে জানতে গুগলে সার্চ করে থাকেন। আজকের পোষ্টে মূলত তাদের কথা ভেবেই ইনটিমেট ২০/১০ ট্যাবলেট সম্পর্কে যত অজানা যাবতীয় তথ্য আছে সকল ধরণের গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় তথ্য আলোচনা করার চেষ্টা করেছি। তাই অবহেলা না সম্পূর্ণ আর্টিকেলটি গুরুত্ব দিয়ে ও মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত পড়তে থাকুন। আশা করছি এই ওষুধ সম্পর্কে আপনি ক্লিয়ার ধারণা পেয়ে যাবেন।
পোষ্ট
সূচিপত্রঃ
ভূমিকা - intimate 10 mg
বর্তমানে intimate 10 mg ট্যাবলেট একটি বহুল ব্যবহৃত ওষুধ। আমরা হয়তো
অধিকাংশ পুরুষেরা দৈনন্দিন জীবনে এই ওষুধ ব্যবহার করে থাকি। তবে আজকের আলোচনা
আলোচনা শুরু করার আগে আপনাকে প্রথমেই একটি বিষয়ে সচেতন থাকতে হবে। করব সেটা
হচ্ছে ইনটিমেট ওষুধ কিংবা যেকোন ধরনের ওষুধ খাওয়ার পূর্বে অবশ্যই একজন নিবন্ধিত
ডাক্তারের পরামর্শ অনুযায়ী খেতে হবে।
আমরা অনেকেই আছি যারা বিভিন্ন ওয়েবসাইট থেকে ওষুধের তথ্যগুলো সংগ্রহ করে সেই
ওষুধ খাওয়া শুরু করে দেন। যেটা মোটেও ঠিক নয়। কারণ আপনাকে বুঝতে হবে প্রতিটা
ওষুধেরই নির্দিষ্ট মাত্রায় সেবন না করলে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয়।
আপনি যদি ডাক্তারের পরামর্শ ব্যতীত নিজে থেকেই ওষুধ সেবন করেন তাহলে শরীরে যে
কি পরিমান পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে সেটা আপনার হয়তো চিন্তার
বাইরে। তাই অনুরোধ থাকবে শুধু এই ট্যাবলেটের ক্ষেত্রে নয় আপনি যেকোনো ধরনের
ট্যাবলেট বা মেডিসিন খাওয়ার পূর্বে একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিবেন।
তানাহলে আপনার শরীরে বিভিন্ন ধরনের ক্ষতিকর প্রভাব দেখা দিতে পারে। তাই আশা
করছি এগুলো বিষয়ে সচেতন থাকবেন। তাহলে আমরা এখন পোষ্টের মধ্যে ফিরে যাই।
ইনটিমেট ট্যাবলেট সম্পর্কে কমবেশি সকলেই পরিচিত। মূলত ইনটিমেট ওষুধটি সাধারনত
স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি (Square Pharmaceuticals plc) কোম্পানি
বাজারজাত করে থাকে। যার জেনেরিক নাম হচ্ছে টাডালাফিল (Tadalafil)। আপনারা
অনেকেই এই ইনটিমেট ট্যাবলেট সম্পর্কে জানতে চেয়েছেন।
তাই আজকের এই আর্টিকেলের সাহায্যে আমরা এই ট্যাবলেট সম্পর্কে এমন কিছু
তথ্য প্রদান করব যাতে আপনি উপকৃত হতে পারেন। তাহলে চলুন, আর বেশি কথা কথা
না বাড়িয়ে মূল আলোচনা শুরু করা যাক। আমরা প্রথমে ইনটিমেট ২০ ট্যাবলেট এর কাজ
কি সেই সম্পর্কে বিস্তারিত জেনে নিব।
ইনটিমেট ২০ ট্যাবলেট এর কাজ কি
আপনারা অনেকেই ইনটিমেট ২০ ট্যাবলেট এর কাজ সম্পর্কে জানতে চেয়েছেন তাই পোষ্টের
শুরুতেই এই ওষুধের কাজ সম্পর্কে বিস্তারিত তুলে ধরেছি।
এটি একটি ফসফোডিস্টেরেজ (Phosphodiesterase) টাইপ ৫ (PDE5) ইনহিবিটার, যা
পুরুষের শারিরিক উত্তেজনাজনিত ইরেক্টাইল ডিসফাংশন (Erectile dysfunction) এবং
পুরুষের প্রস্টেট গ্রন্থির বৃদ্ধি জনিত সমস্যার (প্রোস্টেট হাইপারপ্লাজিয়া বা
BPH) চিকিৎসায় ব্যবহার হয়ে থাকে।
যদি একেবারে সহজ ভাষায় বলি তাহলে Intimate 20 ওষুধ হচ্ছে পুরুষদের ইরেক্টাইল
ডিসফাংশনের চিকিৎসার জন্য ব্যবহৃত হয়। যা পুরুষদের প্রস্টেট গ্রন্থি উত্থান
পেতে সাহায্য করার জন্য লিঙ্গে রক্ত প্রবাহ বৃদ্ধি করে থাকে। এই ওষুধ সেবনে
আপনার প্রস্টেট গ্রন্থির রক্তনালীগুলিকে শিথিল করতে সাহায্য করে কাজ করে।
যখন আপনি শারীরিক উত্তেজিত হন তখন আপনার প্রস্টেট গ্রন্থির রক্ত প্রবাহিত হতে
দেয়। আশা করছি ইনটিমেট ২০ ট্যাবলেট এর কাজ কি তা জানতে পেরেছেন। এবার চলুন
ইনটিমেট ১০ ট্যাবলেট এর কাজ কি তা জেনে নেই।
ইনটিমেট ১০ ট্যাবলেট এর কাজ কি
উপরের অংশ থেকে ইনটিমেট ২০ মিগ্রা এর কাজ কি জেনে নেওয়ার পরে নিশ্চয় ইন্টিমেট ১০
মিগ্রা ট্যাবলেট এর কাজ কি তা জানতে আগ্রহী। সাধারনত এই ট্যাবলেট এর মুল কাজ
হচ্ছে পুরুষদের হরমোন জনিত স্যামসার সমাধান করা এবং শারীরিক স্যামসার মধ্যে
প্রোস্টেট গ্রন্থি উত্থান জনিত স্যামসার সমাধান করা।
এ ধরনের সমস্যার ক্ষেত্রে বিশেষজ্ঞ চিকিৎসকরা এই ওষুধ সেবনের পরামর্শ দিয়ে
থাকেন। মোটকথা যদি আপনার শারীরিক সম্পর্কের সময় অনেক কম হয়ে থাকে তাহলে এই ওষুধ
সেবন করতে পারেন। তবে অবশ্যই একজন নিবন্ধিত ডাক্তারের পরামর্শ অনুযায়ী। আশা
করছি ইনটিমেট ১০ মিগ্রা ট্যাবলেট এর কাজ কি জানতে পেরেছেন। এবার আসুন intimate
10 mg এর উপকারিতা জেনে নেই নেই।
intimate 10 mg এর উপকারিতা
আপনি যদি intimate 10 mg এর উপকারিতা সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে চান তাহলে
পোষ্টের এই অংশটি মনোযোগ সহকারে পড়ুন। কেননা আমরা আর্টিকেলের এই পর্যায়ে
আপনাদের সাথে আলোচনা করব intimate 10 mg এর উপকারিতা কি সেই সম্পর্কে।
intimate 10 mg এর উপকারিতা হলো যেসব পুরুষের শারীরিক সমস্যা রয়েছে সেসব
পুরুষেরা যদি এই ওষুধ ডাক্তারের দেওয়া পরামর্শ অনুযায়ী এই ওষুধ সেবন করেন
তাহলে এই সমস্যা থেকে রেহাই পাবেন। এছাড়াও এই ওষুধ সেবনে যেগুলো উপকারিতা
পাওয়া যায় তা হচ্ছে-
- ইরেক্টাইল ডিসফাংশন (Erectile dysfunction)
- বিনাইন প্রোস্টেটিক হাইপারপ্লাসিয়া (Benign prostatic hyperplasia)
- ইরেক্টাইল ডিসফাংশন এবং বিনাইন প্রোস্টেটিক হাইপারপ্লাসিয়া এর কাজে ইত্যাদি।
আবার যাদের প্রোস্টেট গ্রন্থি উত্থান জনিত সমস্যা রয়েছে এছাড়াও প্রোস্টেট
গ্রন্থের নানা রকম সমস্যা তারা চাইলে এই ট্যাবলেট টি খেতে পারেন। আমাদের মধ্যে
এমন অনেকেই হয়েছে যারা এই শারীরিক সমস্যা কে অন্য চোখে দেখে যেটা মোটেও ঠিক
না। এ ধরনের সমস্যা এড়িয়ে চললে ব্রেনে সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে।
এই ট্যাবলেট টি খেলে আপনার শারীরিক সম্পর্কের এর সময় বাড়বে এবং প্রোস্টেট
গ্রন্থির উত্থান জনিত যে কোনো স্যামসার সমাধান পাবেন। এই মেডিসিন টা শারীরিক
সম্পর্কের সময় ৫ থেকে ১০ গুন বাড়িয়ে দিবে। আশা করছি intimate 10 mg এর
উপকারিতাগুল জানতে পেরেছেন। এবার চলুন,
ইনটিমেট ১০ ট্যাবলেট খাওয়ার নিয়ম জেনে নেই।
ইনটিমেট ১০ ট্যাবলেট খাওয়ার নিয়ম
আপনি যদি ইনটিমেট ১০ ট্যাবলেট খাওয়ার নিয়ম সম্পর্কে জেনে না থাকেন, তাহলে
পোষ্টের এই অংশটি আপনি মনোযোগ সহকারে পড়ুন তাহলে আশা করি বিস্তারিত জেনে নিতে
পারবেন। ইনটিমেট ১০ ট্যাবলেট খাওয়ার নিয়ম হচ্ছে মুলত খাবার খাওয়ার পড়ে ২০ থেকে
৩০ মিনিট পড়ে খেতে হয় তাহলে ভালো ফলাফল পাওয়া যায়।
কিংবা শারীরিক সম্পর্কের ৩০- ৬০ মিনিট আগে সেবন করতে হয় ডাক্তারের পরামর্শ
অনুযায়ী।আর এই ওষুধ সেবনে আপনাকে অবশ্যই পুষ্টি সমৃদ্ধ খাবার খাওয়া লাগবে।
এভাবে সবচেয়ে ভাল হয় আপনি যদি একজন নিবন্ধিত চিকিৎসকের কাছে গিয়ে আপনার
সমস্যাগুলো বিস্তারিত আলোচনা করে তাহলে চিকিৎসক আপনাকে সঠিক নিয়ম বা
নির্দেশনা দিতে পারবেন।
আপনি যদি চিকিৎসা করে দেওয়া নিয়ম অনুযায়ী এই ঔষধ সেবন করে তারা অবশ্যই ভালো
ফলাফল পাবেন। আর আরেকটি বিষয় হচ্ছে এই ওষুধ প্রতিমাসে চারটা থেকে পাঁচটার বেশি
সেবন করার উচিত নয়। অথবা আপনি যদি নিয়ম অনুযায়ী এ ওষুধ সেবন না করেন তাহলে
আপনার শরীরে বিভিন্ন ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে।
এখন নিশ্চয়ই পার্শ্ব প্রতিক্রিয়ার কথা শুনে সেই ক্ষতি করার বা পার্শ্ব
প্রতিক্রিয়া গুলো জানতে আগ্রহী হয়েছেন। তাহলে চলুন আমরা নিজের অংশ থেকে
intimate 10 mg এর পার্শ্বপ্রতিক্রিয়া বা এই ওষুধ অতিমাত্রায় সেবন করলে আমাদের
শরীরে কি কি পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে তা জেনে নি।
intimate 10 mg এর পার্শ্বপ্রতিক্রিয়া
আমরা হয়তো সকলেই জানি যে প্রতিটা ওষুধেরই উপকারিতা থাকার পাশাপাশি সামান্য
পরিমাণ হলেও পার্শ্ব প্রতিক্রিয়াও থাকে। intimate 10 mg অবশ্যই তার বিপরীত নয়।
এই ওষুধটি অতিমাত্রায় কিংবা চিকিৎসকের নিয়ম অনুযায়ী সেবন না করলে নানান ধরনের
পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় যেমন-
আরো পড়ুনঃ androcap ক্যাপসুল এর পার্শ্বপ্রতিক্রিয়া
- র্যাশ
- স্ট্রোক
- বুকে ব্যথা
- ধড়ফড়
- পেট ব্যথা
- ঝাপসা দৃষ্টি
- বমি বমি ভাব
- নিউরোপ্যাথি
- রেটিনাল শিরা অবরোধ
- নাক দিয়ে রক্ত পড়া
- কার্ডিওভাসকুলার
- ক্ষণস্থায়ী ইস্কেমিক আক্রমণ
- টাকাইকার্ডিয়া হতে পারে
- অস্থির এনজাইনা পেক্টোরিস ইত্যাদি।
উপরের উল্লেখিত পার্শ্ব প্রতিক্রিয়া গুলো সকলের ক্ষেত্রে না-ও দেখা দিতে পারে।
তবে, আপনি যদি জটিল কিংবা গরু তোরও কোন পার্শ্ব প্রতিক্রিয়া লক্ষ্য করেন তাহলে
অবিলম্বে আপনার চিকিৎসকের সাথে যোগাযোগ করুন।
মনে রাখবেন এই ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া গুলো নিয়ে সচেতন থেকে একজন
চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করবেন। আশা করছি intimate 10 mg এর
পার্শ্বপ্রতিক্রিয়া জানতে পেরেছেন। এবার চলুন ইনটিমেট ১০ ট্যাবলেট এর দাম কত
তা জেনে নেই।
ইনটিমেট ১০ ট্যাবলেট এর দাম কত
ইনটিমেট ১০ ট্যাবলেট মূলত স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি (Square
Pharmaceuticals plc) কোম্পানি বাজারজাত করেন। যার জেনেরিক নাম হচ্ছে টাডালাফিল
(Tadalafil)। আমরা অনেকেই এই ইনটিমেট ১০ ওষুধের দাম জানি না চলুন তাহলে Sedil এর
দাম কত তা জেনে নেই।
সাধারনত ইনটিমেট ট্যাবলেট টি ৪ টি ভেরিয়েন্টে ফার্মেসিতে পাওয়া যায়।
ইনটিমেট ৫ মিগ্রা প্রতি পিচ ট্যাবলেটের এর দাম হচ্ছে ১৮.০৫ টাকা, ইনটিমেট ১০
মিগ্রা প্রতি পিচ এর দাম ৩৫.১১ টাকা করে এবং ইনটিমেট ২০ মিগ্রা প্রতি পিচ এর
দাম ৬০.১৮ টাকা এবং ইনটিমেট ২.৫ মিগ্রা প্রতি পিচ এর দাম ১০ টাকা করে।
আপনাদের সুবিধার নিচে এই ওষুধের বিস্তারিত দাম তল্লে ধরা হলো।
আরো পড়ুনঃ androcap এর দাম কত জেনে নিন
ইনটিমেট ৫ মিলিগ্রাম
ইউনিট প্রাইজ: ৳ 18.05 (2 x 5: ৳ 180.50)
স্ট্রাইপ প্রাইজ: ৳ 90.25
ইনটিমেট ১০ মিলিগ্রাম
ইউনিট প্রাইজ: ৳ 35.11 (2 x 5: ৳ 351.10)
স্ট্রাইপ প্রাইজ: ৳ 175.55
ইনটিমেট ২০ মিলিগ্রাম
ইউনিট প্রাইজ: ৳ 60.18 (1 x 5: ৳ 300.90)
স্ট্রাইপ প্রাইজ: ৳ 300.90
ইনটিমেট ২.৫ মিলিগ্রাম
ইউনিট প্রাইজ: ৳ 10.00 (2 x 10: ৳ 200.00)
স্ট্রাইপ প্রাইজ: ৳ 100.00
আসলে এই ওষুধের দাম সঠিকভাবে নির্ধারণ করে বলাটা বেশ কঠিন। কারণ হচ্ছে এই
ওষুধগুলোর দাম যে কোন সময় কম বেশি হয়ে থাকে। তবে আমরা উপরে উল্লেখিত যে
দামগুলো সম্পর্কে আলোচনা করেছি এটি বর্তমানে মূল্য। তবে সবচেয়ে ভালো হয় আপনি
এগুলো ওষুধ ক্রয় করার পূর্বে প্যাকেটে নির্ধারিত দাম এবং মেয়াদ বা তারিখ দেখে
ক্রয় করবেন।
আপনি যেকোনো ফার্মেসি কিংবা সুপারশপ থেকে এই ওষুধ সংগ্রহ করতে পারবেন। তবে মনে
রাখবেন এই ওষুধটি অবশ্যই একজন নিবন্ধিত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন
করবেন। আশা করছি ইনটিমেট ট্যাবলেট এর দাম কত দাম জানতে পেরেছেন।
ইনটিমেট ট্যাবলেট সম্পর্কে সাধারন জিজ্ঞাসা (FAQs)
প্রশ্ন: ইনটিমেট ট্যাবলেট কোন কোম্পানি বাজারজাত করে?
উত্তর: ইনটিমেট ট্যাবলেট স্কয়ার ফার্মাসিউটিক্যালস কোম্পানি
বাজারজাত করে।
প্রশ্ন: প্রতি পিচ ইনটিমেট ১০ মিলিগ্রাম এর দাম কত?
উত্তর: প্রতি পিচ মালটিভিট প্লাস এর দাম ৩৫ টাকা।
প্রশ্ন: ইনটিমেট ট্যাবলেট এর জেনেরিক নাম কি?
উত্তর: ইনটিমেট ট্যাবলেট এর টাডালাফিল (Tadalafil)।
প্রশ্ন: ইনটিমেট ট্যাবলেট থেরাপিউটিক ক্লাস কি
উত্তর: Drugs for Erectile Dysfunction
লেখকের শেষকথাঃ intimate 10 mg এর উপকারিতা
পরিশেষে যেটা বলব নিজের রোগ বা সমস্যার ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ ছাড়া নিজে
থেকে ওষুধ সেবন করবেন না। যেকোনো ধরণের ওষুধ সেবন করার আগে প্রথমে আপনাকে একজন
নিবিন্ধিত ডাক্তারের পরামর্শ নিতে হবে তারপরে তার দেওয়া পরামর্শ অনুযায়ী ওষুধ
সেবন করতে হবে। তাহলেই ইনশাল্লাহ ভালো ফলাফল পেয়ে যাবেন।
আমরা ইতিমধ্যে এই আর্টিকেলে intimate 10 mg এর উপকারিতা, ইনটিমেট ২০ ট্যাবলেট
এর কাজ এবং ইনটিমেট ওষুধ নিয়ে বিস্তারিত তথ্য আলোচনা করেছি। আপনারা হয়তো
এতক্ষণে এই ওষুধ সম্পর্কে ক্লিয়ার ধারণা পেয়ে গেছেন। আর যদি ওষুধ সম্পর্কে
আপনাদের কোন ধরণের প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারেন।
ইনটিমেট ট্যাবলেট সম্পর্কিত আজকের এই পোস্টটি আপনার ভালো লাগলে বন্ধুদের শেয়ার
করে দিবেন। এতে তারাও এই ওষুধ সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারবেন।
বিভিন্ন মেডিসিন সম্পর্কিত অন্যেন্য প্রয়োজনীয় তথ্য পেতে আমাদের আড্ডাভিউ আইটি
ওয়েবসাইট নিয়মিত ভিজিট করার অনুরোধ রইলো।
আড্ডাভিউ আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url