montair 10 এর কাজ কি - montair 10 খাওয়ার নিয়ম ও দাম জানুন
সম্মানিত পাঠক আসসালামু আলাইকুম। আমাদের মাঝে এমন অনেকেই রয়েছেন যারা
প্রতিনিয়ত অ্যাজমা, রাইনেটিস এলার্জি ও শ্বাসকষ্টের সমস্যায়
ভোগেন। আপনি যদি তাদের মধ্যে একজন হয়ে থাকেন, তাহলে আমাদের আজকের আর্টিকেলটি
আপনার জন্য। কারণ এ ধরণের সমস্যা থেকে মুক্তি দিতে পারে montair 10 ওষুধ। আপনারা
অনেকেই এই মনটেয়ার সম্পর্কে গুগলের কাছে জানতে চেয়ে থাকেন। এজন্য মূলত
আপনাদের সুবিধার কথা ভেবেই আজকের এই পোষ্টে montair 10 এর কাজ কি, montair
10 খাওয়ার নিয়ম ও এর দাম সম্পর্কে আলোচনা করেছি।
প্রিয় বন্ধুরা, আপনারা যদি হাঁপানি, অ্যাজমা, রাইনেটিস
এলার্জি ও শ্বাসকষ্টের মতো সমস্যা থেকে রেহাই পাওয়ার জন্য montair 10 সেবন
করতে চান, তাহলে এই ওষুধ সেবন করার আগে montair 10 এর কাজ কি, মনটেয়ার ১০
কিসের ঔষধ, montair 10 খাওয়ার নিয়ম, এর পার্শ্ব প্রতিক্রিয়া ও দামসহ আরও
বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকগুলো জেনে নেওয়া জরুরি। আর এই montair 10 এর সকল তথ্য
বিস্তারিত জানতে হলে আমাদের সাথে শেষ পর্যন্ত থাকতে হবে। তাহলেই এই মেডিসিন
সম্পর্কে অবগত হতে পারেবেন।
পোষ্ট সূচিপত্রঃ
ভূমিকা - montair 10
বর্তমানে এই ওষুধটি এলার্জির
সমস্যা জন্য বহুল ব্যবহৃত ওষুধ হিসেবে পরিচিত। আমরা হয়তো অনেকেই
বিভিন্ন এলার্জির সমস্যায় বা
হাপানিজনিত কারণে এই montair 10 সেবন করিয়ে থাকি। তাই হয়তো montair 10 ট্যাবলেট সম্পর্কে কমবেশি সকলেই পরিচিত। montair 10 মূলত ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড (Incepta Pharmaceuticals
Ltd.) কোম্পানি বাজারজাত করে থাকে।
যার জেনেটিক নাম মন্টেলুকাস্ট সোডিয়াম (Montelukast Sodium)। আপনারা
অনেকেই এই মনটেয়ার ১০ মিগ্রা ওষুধ সম্পর্কে গুগলে সার্চ করে থাকেন। তাই আজকের পোষ্টের মাধ্যমে আমরা
আপনাকে এই ওষুধ সম্পর্কে এমন কিছু গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় তথ্য প্রদান
করব যেগুলো জেনে উপকৃত হতে পারবেন। তাহলে আসুন আর বেশি কথা না বাড়িয়ে মূল
আলোচনা শুরু করা যাক। আমরা প্রথমে জেনে নিব যে মনটেয়ার ১০ কিসের ঔষধ সেই সম্পর্কে।
মনটেয়ার ১০ কিসের ঔষধ
মনটেয়ার ১০ কিসের ওষুধ বা এই ওষুধ কোন কোন সমস্যার ক্ষেত্রে ব্যবহার করা হয় সেই
বিষয়ে হয়তো আমরা অনেকেই অবগত নই। তাই পোষ্টের শুরুতেই আমরা জেনে নিব যে আসলে
মনটেয়ার কিসের বা কোন রোগের ওষুধ। এই ওষুধটি মূলত আমাদের শরীরের বিভিন্ন
সমস্যার সমাধানের ক্ষেত্রে ব্যবহৃত হয় যেমন-
- এজমা বা হাঁপানির
- অ্যালার্জিক রাইনাইটিস
- মোটকথা এটি এলার্জির একটি কার্যকরী ঔষধ।
যারা প্রতিনিয়ত এজমা কিংবা অ্যালার্জিক রাইনাইটিস সমস্যায় ভোগেন তারা যদি একজন
নিবন্ধিত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এই ওষুধ সেবন করেন তাহলে এ ধরনের সমস্যা
থেকে মুক্তি পাওয়া সম্ভব। আশা করছি মনটেয়ার ১০ কিসের ঔষধ তা জানতে পেরেছেন।
এবার আসুন montair 10 এর কাজ কি সেটা জেনে নেই।
montair 10 এর কাজ কি - montair 10 bangla
montair 10 এর মূল কাজ হচ্ছে আমাদের শরীরের বিভিন্ন অ্যালার্জিক রাইনাইটিস দূর
করতে সহায়তা করা। আবার এই ওষুধটি এজমা বা হাঁপানির সমস্যার ক্ষেত্রেও কাজে
আসে। এছাড়াও মনটেয়ার ১০ আমাদের দেহে বিভিন্ন রোগ নিরাময়ে ক্ষেত্রে
কার্যকরী ভূমিকা পালন করে যেমনঃ
- ১২ মাস বা তার বেশি বয়সী রোগীদের জন্য অ্যাজমার প্রোফিল্যাক্সিস (Prophylaxis) এবং ক্রনিক চিকিৎসায় কার্যকরী ভূমিকা পালন করে।
- ৬ বছর বা তার বেশি বয়সী রোগীদের ব্যায়ামজনিত ব্রঙ্কোকনস্ট্রিকশন (Bronchoconstriction) (ইআইবি) প্রতিরোধে।
- যারা দীর্ঘদিন যাবত শ্বাসকষ্টের সমস্যায় ভুগছেন তাদের শ্বাসকষ্ট দূর করতে এই ওষুধ কার্যকরী ভূমিকা পালন করে।
- আবার অনেকে দীর্ঘদিন ধরে ঠান্ডাজনিত সমস্যা অর্থাৎ কাশি হয়ে থাকে তাদের কাশি থেকে মুক্তি পাওয়ার জন্য এই ওষুধ কাজে আসে।
- যাদের বুকের ভেতরে হাঁসফাঁস বা শব্দ হয় তাদের ক্ষেত্রে এই ওষুধ বেশ কার্যকরী।
- এই ঔষধ সেবনে কাশির সমস্যা দূর করার পাশাপাশি সর্দি থাকলে সর্দিও দূর হয়ে যায়।
সাধারণত উপরের উল্লেখিত সমস্যা নিরাময় করার জন্য এই ওষুধ খুবই কার্যকরী ভূমিকা
পালন করে থাকে। তাহলে এতক্ষণে নিশ্চয়ই বুঝতেই পারছেন এই ওষুধের মূল কাজ হচ্ছে
এজমা বা হাঁপানি এবং বিভিন্ন অ্যালার্জিক রাইনাইটিস নিরাময় করা। আশা করছি
montair 10 এর কাজ কি তা জানতে পেরেছেন। এবার চলুন montair 10 খাওয়ার
নিয়ম জেনে নেই।
montair 10 খাওয়ার নিয়ম
আপনারা হয়তো এতক্ষণে মনটেয়ার ১০ কিসের ওষুধ ও এর কাজ কি সেই সম্পর্কে অবগত
হয়ে গেছেন। আপনি যদি ধরণের সমস্যা দূর করার ক্ষেত্রে এই ওষুধটি ব্যবহার
করতে চান, তাহলে অবশ্যই এই ওষুধ খাওয়ার নিয়ম সম্পর্কে একজন ডাক্তারের সাথে
পরামর্শ করে ভালোমতো জেনে নিতে হবে।
আমরা নিম্নে বয়স ও রোগ অনুযায়ী এই ওষুধের স্বাভাবিক মাত্রা নিয়ে আলোচনা করেছি।
চলুন তাহলে কথা না বাড়িয়ে এই ওষুধ সেবনের সঠিক নিয়ম জেনে নেই। যদিও চিকিৎসকের
পরামর্শ ব্যতীত এই ওষুধ সেবন করা মোটেও উচিত না।
রোগ অনুযায়ীঃ
- হাঁপানি রোগের ক্ষেত্রে ১ বছর বা তার অধিক বয়সী রোগীদের জন্য মনটেয়ার ১০ মিগ্রা ট্যাবলেট প্রতদিন সন্ধ্যায় ১ বার সেবন করতে হয়।
- ইআইবি প্রতিরোধের ক্ষেত্রে ৬ বছর বা তার অধিক বয়সী রোগীদের জন্য ব্যায়াম করার কমপক্ষে ২ ঘন্টা আগে ১ টি ট্যাবলেট সেবন করতে হয়।
- মৌসুমি এলার্জি রাইনাইটিস এর ক্ষেত্রে ২ বছর বা তার অধিক বয়সী রোগীদের জন্য প্রতিদিন ১০ মিগ্রা ১ টি করে ১ বার সেবন করতে হয়।
- চিরস্থায়ী এলার্জি রাইনাইটিস এর ক্ষেত্রে ৬ মাস বা তার অধিক বয়সী রোগীদের জন্য প্রতিদিন ১০ মিগ্রা ১ টি করে ১ বার সেবন করতে হয়
বয়স অনুযায়ীঃ
- ১৫ বছর বা তার অধিক বয়সী রোগীদের জন্য একটি ১০ মিলিগ্রাম ট্যাবলেট।
- ৬ থেকে ১৪ বছর বয়সী রোগীদের জন্য একটি ৫ মিলিগ্রাম ট্যাবলেট।
- ২ থেকে ৫ বছর বয়সী রোগীদের জন্য একটি ৪ মিলিগ্রাম ট্যাবলেট।
মনটেয়ার ১০ মিলিগ্রাম ট্যাবলেটটি শুধু মুখে সেবনযোগ্য। এই ওষুধটি সাধারনত
চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খাবার এর আগে বা পরে যেকোনো সময় সেবন করা যায়। আশা
করছি মনটেয়ার খাওয়ার নিয়ম সম্পর্কে অবগত হতে পেরেছেন। এবার চলুন
মনটেয়ার ১০ এর পার্শ্বপ্রতিক্রিয়া জেনে নেই।
মনটেয়ার ১০ এর পার্শ্বপ্রতিক্রিয়া
মনটেয়ার ১০ নিয়ম অনুযায়ী না খেলে কিংবা এই ওষুধ অতিমাত্রায় সেবন করলে আমাদের
দেহে এর বেশ কয়েকটি পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে। কারন প্রতিটা জিনিসেরই
উপকারিতার পাশাপাশি সামান্য পরিমাণ হলেও পার্শ্বপ্রতিক্রিয়া থাকে। মনটেয়ার
১০ সেবনে বেশ কয়েকটি এর সাধারণ, অস্বাভাবিক ও বিরল পার্শ্বপ্রতিক্রিয়া
রয়েছে যেমন-
সাধারণ পার্শ্বপ্রতিক্রিয়া:
- জ্বর
- ডায়রিয়া
- মাথাব্যাথা
- বমিবমি ভাব
- ত্বকের বিরুপ প্রতিক্রিয়া
- পরিপাকতন্ত্রের অস্বস্তি
- বমি ও ঊর্ধ্ব শ্বাসতন্ত্রের সংক্রামক।
অস্বাভাবিক পার্শ্বপ্রতিক্রিয়া:
- খিঁচুনি
- হতাশা
- দুর্বলতা
- দুশ্চিন্তা
- মাথা ঘোরা
- রক্তক্ষরণ
- বিরক্তিভাব
- তন্দ্রাচ্ছন্নতা
- স্নায়ুবিক যন্ত্রণা
- পেশীর বেদনা
- অসুস্থতাবোধ
- মাংস পেশির বেদনা
- অস্বাভাবিক অনুভূতি
- অস্বাভাবিক আচরণ
- ঘুমের সমস্যা ও মুখ শুষ্কতা।
বিরল পার্শ্বপ্রতিক্রিয়া:
- হ্যালুসিনেশন
- এনজিওডিমা
- আত্মহত্যার প্রবণতা
- শারীরিক কম্পন
- রিথেমা নোডাসাম
- লিভারের সমস্যা
- বুক ধড়ফড় করা
- পালমোনারি ইউওসিনোফেলিয়া
- মনোযোগহীনতা ও ফ্যাকাশে ভাব ইত্যাদি।
এছাড়াও নিম্নলিখিত পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিলে আপনার নিকটস্থ ডাক্তারের সাথে
পরামর্শ করতে হবে যেমন: মাথা ব্যাথা, অতিসার, গ্লানি, গলা ব্যাথা, পেট
ব্যথা, বদহজম ও সর্দি বা গুমোট নাক। সাধারণত এই ওষুধ অতিমাত্রায় খেলে বা
ডাক্তারে পরামর্শ ব্যতীত বেশি খেয়ে ফেললে উপরোক্ত সমস্যাগুলো দেখা দিতে পারে।
তাই আমাদের সকলেরই উচিত এই ধরনের ওষুধ খাওয়ার পূর্বে অবশ্যই চিকিৎসকের পরামর্শ
নিয়ে অনুযায়ী সেবন করা। তাছাড়া আপনি যদি এর বাইরে কোন জটিল পার্শ্ব
প্রতিক্রিয়া লক্ষ করেন, তাহলে যত দ্রুত সম্ভব ডাক্তারের সাথে যোগাযোগ করুন। আশা
করছি মনটেয়ার ১০ এর পার্শ্বপ্রতিক্রিয়া গুলো জানতে পেরেছেন। এবার চলুন মনটেয়ার
১০ ওভারডোজ হলে করনীয় কি তা জেনে নেই।
মনটেয়ার ১০ ওভারডোজ হলে করনীয়
তীব্র ওভারডোজের পর সাধারনত পেট ব্যথা, মাথা ব্যথা, বমি বমি ভাব,
তন্দ্রাচ্ছন্নতা, তৃষ্ণা, এবং সাইকোমোটর হাইপার পরিলক্ষিত হয়।
ওভারডোজের ক্ষেত্রে, প্রয়োজন হলে সাধারণ সহায়ক ব্যবস্থা গ্রহণ করতে হবে,
যেমন- ক্লিনিক্যাল পর্যবেক্ষণ, পরিপাকতন্ত্র থেকে অশোধিত পদার্থ অপসারণ এবং
সহায়ক চিকিৎসা প্রয়োগ।
montair 10 এর দাম - montair 10 price in bangladesh
montair 10 বিভিন্ন এজমা বা হাঁপানি ও অ্যালার্জিক রাইনাইটিস নিরাময় এর জন্য জন্য
কার্যকরী ঔষধ হিসেবে পরিচিত। এটি montair 10 মূলত ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লি.
(Incepta Pharmaceuticals Ltd.) কোম্পানি বাজারজাত করে থাকে। যার জেনেটিক
নাম মন্টেলুকাস্ট সোডিয়াম (Montelukast Sodium)। প্রতি পিচ montair 10 এর দাম
হচ্ছে ১৭.৫০ টাকা।
আরো পড়ুনঃ গ্যাসটোনা ঔষধ এর দাম কত
মনটেয়ার ১০ মিলিগ্রাম
ইউনিট মূল্য: ৳ 17.50 (3 x 10: ৳ 525.00)
স্ট্রিপ মূল্য: ৳ 175.00
মনটেয়ার ৪ মিগ্রা
ইউনিট মূল্য: ৳ 7.00 (3 x 10: ৳ 210.00)
স্ট্রিপ মূল্য: ৳ 70.00
মনটেয়ার ৫ মিগ্রা
ইউনিট মূল্য: ৳ 8.00 (3 x 10: ৳ 240.00)
স্ট্রিপ মূল্য: ৳ 80.00
আসলে এসব ওষুধের দাম সঠিকভাবে নির্ধারণ করে বলা বেশ কঠিন কেননা মেডিসিনের দাম যে
কোন সময় কম বেশি হয়ে থাকে। মনটেয়ার ১০ মিলিগ্রাম প্রতি পিচের দাম প্রায়
১৮ টাকা। আপনি যেকোনো ফার্মেসি বা সুপারশপ থেকে এই ওষুধ কালেক্ট করতে পারবেন। তবে
অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এই ওষুধটি সেবন করবেন।
montair 10 এর সতর্কতা
স্তনদানকারী মায়েরা একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে খেতে হবে।
গর্ভাবস্থাতেও একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে এই ওষুধ সেবন করতে হবে। ৬
মাসের কম বয়সী বাচ্চাদের এই ওষুধ খাওয়ানো যাবে না। ডাক্তারের পরামর্শ
ব্যতিত যেকোন ধরনের ওষুধ সেবন করাটা আপনার স্বাস্থ্যের জন্য মারাত্মক
হুমকিস্বরূপ হতে পারে।
montair 10 সম্পর্কিত সাধারণ জিজ্ঞাসা (FAQs)
প্রশ্ন: Montair 10 ট্যাবলেট খেলে কি ওজন কমে?উত্তর: Montair 10 ট্যাবলেট খেলে ওজন কমে না।
প্রশ্ন: মনটেয়ার ১০ ট্যাবলেট প্রতিদিন কয়টি খেতে হবে?
উত্তর: মনটেয়ার ১০ ট্যাবলেট প্রতিদিন ১ টি খেতে হবে
প্রশ্ন: মনটেয়ার ১০ ট্যাবলেট খেলে কি ঘুম হয়?
উত্তর: অনেকের ক্ষেত্রে ঘুম ঘুম ভাব হতে পারে।
প্রশ্ন: স্তনদানকালীন মায়েদের montair 10 খাওয়া যাবে কিনা?
উত্তর: একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে খেতে হবে।
প্রশ্ন: Montair 10 গর্ভাবস্থায় খাওয়া যাবে?
উত্তর: একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে খেতে হবে।
প্রশ্ন: montair 10 কতদিন খাওয়া উচিত?
উত্তর: ডাক্তারের পরামর্শ নিয়ে montair 10 খাওয়া উচিত।
প্রশ্ন: মনটেয়ার ১০ ট্যাবলেট বাচ্চাদের খাওয়ানো যাবে?
উত্তর: ৬ মাসের কম বয়সী বাচ্চাদের montair 10 খাওয়ানো যাবে না।
প্রশ্ন: মনটেয়ার ১০ ট্যাবলেট খাওয়ার পরে না আগে?
উত্তর: মনটেয়ার ১০ ট্যাবলেট চিকিৎসকের পরামর্শ নিয়ে খাওয়ার পরে এবং আগে
যেকোন সময় খাওয়া যায়।
লেখকের শেষকথাঃ montair 10 এর কাজ কি
পরিশেষে আমরা ওষুধ খাওয়া নিয়ে সবসময় বলে থাকি যে নিজের রোগের ক্ষেত্রে
চিকিৎসকের পরামর্শ ছাড়া নিজে থেকে কোন মেডিসিন গ্রহন করবেন না। যেকোন ধরণের
মেডিসিন গ্রহন করার আগে প্রথমে আপনাকে একজন ডাক্তারের পরামর্শ নিতে হবে তারপরে
তার পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করতে হবে। তাহলেই ইনশাল্লাহ আপনার সমস্যা নিরাময়
হয় যাবে।
আমরা ইতিমধ্যে এই আর্টিকেলে montair 10 এর কাজ কি, montair 10 ট্যাবলেট খাওয়ার
নিয়ম এবং এই ওষুধ নিয়ে বিস্তারিত তথ্য আলোচনা করেছি। আপনারা হয়তো এতক্ষণে
montair 10সম্পর্কে ক্লিয়ার ধারণা পেয়ে গেছেন। আর যদি এই ওষুধ সম্পর্কে আপনাদের
কোন ধরণের প্রশ্ন বা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন।
montair 10 সম্পর্কিত আমাদের আজকের এই পোস্টটি ভালো লাগলে বন্ধুদের অথবা
প্রিয়জন দের মাঝে শেয়ার করে দিবেন। এতে তারাও এই montair 10 সম্পর্কে
বিস্তারিত তথ্য জানতে পারবেন। প্রিয় বন্ধুরা বিভিন্ন মেডিসিন বা ওষুধ সম্পর্কিত
অন্যেন্য প্রয়োজনীয় যাবতীয় তথ্য পেতে আমাদের আড্ডাভিউ আইটি ওয়েবসাইট নিয়মিত
ভিজিট করতে পারেন।
আড্ডাভিউ আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url