osartil 50 কিসের ওষুধ - ওসারটিল ৫০ খাওয়ার নিয়ম বিস্তারিত জানুন
সম্মানিত পাঠক আসসালামু আলাইকুম। আশা করছি, আপনারা সকলেই ভালো আছেন। আজকের
আর্টিকেলে আমরা একটি প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ ঔষধ অর্থাৎ শক্তিশালী নির্বাচনী
হাইপার টেনশন বা উচ্চ রক্তচাপ রোধ করার osartil 50 ট্যাবলেট সম্পর্কে আলোচনা করব।
আমাদের মাঝে অনেকেই আছেন যারা হয়তো প্রতিনিয়ত হাইপার টেনশন বা উচ্চ
রক্তচাপে ভোগেন। মূলত আজকের পোষ্টে তাদের কথা চিন্তা ভাবনা করেই osartil 50
কিসের ওষুধো ওসারটিল ৫০ খাওয়ার নিয়ম সহ osartil 50 ওষুধ সম্পর্কে
বিস্তারিত সাজানোর চেষ্টা করেছি।
আপনি কি osartil 50 কিসের ওষুধ কিংবা ওসারটিল ৫০ খাওয়ার নিয়ম সহ এই
ওষুধের বিভিন্ন নিয়মাবলী সম্পর্কে জানতে চেয়ে আমাদের ওয়েবসাইট ভিজিট
করেছেন? তাহলে একেবারে সঠিক জায়গাতেই এসেছেন। কেননা এই পোস্টে এই ওষুধ
সম্পর্কে বিস্তারিত তুলে ধরেছি। আপনি যদি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ
সহকারে পড়েন তাহলে আশা করছি osartil 50 ট্যাবলেট সম্পর্কে কোন প্রশ্ন
থাকবে না। তাহলে আসুন আলোচ্য বিষয়গুলো সূচীপত্রতে একনজর দেখে বিস্তারিত জেনে
নেওয়া যাক।
পোষ্ট সূচিপত্রঃ
ভূমিকা - osartil 50
বর্তমানে অধিকাংশ মানুষের রক্তচাপ জনিত সমস্যা দেখা দেয়। এই
সমস্যাটি খুবই সাধারণ। এখন অধিকাংশ মানুষের দেহে রক্তচাপের সমস্যা লক্ষ্য করা
যাচ্ছে। এমনকি এলাকাভিত্তিক বেশ কিছু চিকিৎসালয়ে রক্তচাপ রোগীর
সংখ্যাও দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আপনি যদি আপনার শরীরে রক্তচাপ নিয়ে
সচেতন না হোন তাহলে আপনাকে বিভিন্ন জটিলতার মোকাবেলা করতে হতে পারে।
তাই আমাদের সকলেরই উচিত এ বিষয়ে এখন থেকেই সচেতন হওয়া। যাদের এ ধরনের
সমস্যা নেই তারা অবশ্যই যেসব কার্যক্রমের ফলে রক্তচাপ বেড়ে বা কমে যায় সেসব
কাজ থেকে বিরত থাকবো।আর যারা ইতিমধ্যে রক্তচাপ জনিত সমস্যায় ভুগছেন তাদের
জন্য আমরা আজকের এই পোষ্টে যেই ট্যাবলেট সম্পর্কে আলোচনা করেছি এই ট্যাবলেট
এই সমস্যার সমাধানে বেশ ভালো কার্যকরী।
তাই যাদের হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপজনিত সমস্যা রয়েছে তাদের osartil 50
ট্যাবলেট সম্পর্কে জেনে নেওয়াটা অত্যন্ত জরুরী। এই ট্যাবলেট সম্পর্কে জানতে
হলে শেষ অবদি থগাকতে হবে। তাহলে চলুন, আর অতিরিক্ত কথা না বাড়িয়ে মূল টপিকে
আলোচনা শুরু করা যাক। আমরা প্রথমে osartil 50 ট্যাবলেট সম্পর্কে সংক্ষিপ্ত
ধারণা নিব।
osartil 50 - osartil 50 plus
Osartil 50 ট্যাবলেট এর বাণিজ্যিক নাম হচ্ছে ওসারটিল প্লাস এবং এর জেনেটিক নাম
নাম লোসারটান হাইড্রোক্লোরথায়াজাইড (Losartan Potassium +
Hydrochlorothiazide)। এই ঔষধটি ফার্মেসিতে ট্যাবলেট আকারে পাওয়া যায়। এই
ওষুধের উৎপাদনকারী ও বাজারজাতকরণ প্রতিষ্ঠানের নাম হচ্ছে ইনসেপ্টা
ফার্মাসিউটিক্যালস লিঃ (Incepta Pharmaceuticals Ltd.)।
এবং এই ওষুধের চিকিৎসাগত শ্রেণীর নাম হল হাইপারটেনসিভ প্রিপারেশন। osartil 50
ট্যাবলেটটির পরিমাণ 50mg+12.5 mg যা মূলত হাইপোটেনশিপ রোগীদের ক্ষেত্রে ও
উচ্চ রক্তচাপ রোগীদের ক্ষেত্রে খুবই কার্যকরী। osartil 50 ঔষধ সব ধরনের প্রেসার
ও কনজেস্টিভ হার্ট ফেইলর এর কাজে ব্যবহৃত হয়।
এবং এটা এককভাবে কিংবা অন্যান্য পদ্ধতিতে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণকারী
মেডিসিনের সাথে ব্যবহার করা যেতে পারে। কেননা এই ওষুধের গুনাগুন অনেক উন্নত।
ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস যেগুলো ক্যাটাগরিতে এই ওষুধ উপস্থাপন করেন
সেগুলো হচ্ছে-
Osartil 50 Plus: প্রতিটি ট্যাবলেটে রয়েছে Losartan
Potassium USP 50 mg এবং Hydrochlorothiazide BP 12.5 mg।
Osartil 100 Plus: প্রতিটি ট্যাবলেটে রয়েছে Losartan Potassium USP
100 mg এবং Hydrochlorothiazide BP 25 mg।
Osartil 100/12.5: প্রতিটি ট্যাবলেটে রয়েছে Losartan
Potassium USP 100 mg এবং Hydrochlorothiazide BP 12.5 mg
osartil 50 কিসের ওষুধ - osartil 50 Bangla
এ পর্যায়ে আমরা জেনে নিব যে osartil 50 কিসের ওষুধ বা এই ওষুধ কোন কোন
রোগের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। osartil 50 ওষুধ মূলত উচ্চ রক্তচাপ
বা হাইপারটেনশন চিকিৎসার ক্ষেত্রেই বেশি ব্যবহৃত হয়। এছাড়াও এই ওষুধ
বিভিন্ন রোগীদের ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে।
যেমন উচ্চ রক্তচাপজনিত রোগীদের মধ্যে স্ট্রোক, রক্তচাপ রোগীদের মধ্যে কিডনি
রোগ, হৃদয় ব্যাধি রোগীদের মধ্যে স্ট্রোক, কিডনি ব্যথা, কিডনি ব্যর্থতা,
টাইপ টু ডায়াবেটিস কিডনি রোগীদের মেলিটাস এবং অন্যান্য চিকিৎসার জন্যেও
ব্যবহার করা হয়।
ওসারটিল ৫০ ট্যাবলেট কিসের ওষুধ বা কোন রোগে ব্যবহার করা হয় এটা আরো স্পষ্ট
ভাবে নিচে তালিকা বদ্ধ ভাবে তুলে ধরেছি। নিম্নোক্ত রোগের উপসর্গ দেখা দিলে এই
ওষুধ সেবন করতে হবে। কি কি রোগের উপসর্গ দেখা দিলে এই ওষুধ সেবন করতে হয় আসুন
সেগুলো জেনে নেই।
- রক্তচাপ
- উচ্চ রক্তচাপ
- কিডনি ব্যর্থতা
- কিডনি ব্যাধিজনিত
- তরল ধারণ অবস্থায়
- ক্রনিক হার্ট ফেইলর
- উচ্চ রক্তচাপ রোগীদের স্ট্রোক
- উচ্চ রক্তচাপ রোগীদের কিডনি রোগ
- হৃদয় ব্যাধিজনিত রোগীদের মধ্যে স্ট্রোক
- ডায়াবেটিস কিডনি রোগীদের জন্য মেলিটা ইত্যাদি।
এতক্ষণে নিশ্চয়ই osartil 50 কিসের ওষুধ সেই সম্পর্কে জেনে
গেছেন। আশা করি এই বিষয়ে কোন প্রশ্ন থাকার কথা না। যদি কোন প্রশ্ন বা
মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। এবার চলুন ওসারটিল ২৫
কিসের ঔষধ সেই সম্পর্কে জেনে নেই।
ওসারটিল ২৫ কিসের ঔষধ
ওসারটিল ২৫ ট্যাবলেটও ওসারটিল ৫০ এর মত উচ্চ রক্তচাপ এর জন্য ব্যবহার
করা হয়। চিকিৎসকরা শুধু রোগীদের কন্ডিশন বা অবস্থা অনুযায়ী এই ওষুধটি
সেবনের পরামর্শ দিয়ে থাকেন। এই ওষুধ এর উপকারী উপাদান গুলোর মাধ্যমে অনেক
ধরনের সমস্যা থেকে সমাধান পাওয়া যায়।
ওসারটিল ২৫ ঔষধটি উচ্চ রক্তচাপ জনিত সমস্যার ক্ষেত্রে ব্যবহার করার
পাশাপাশি যারা সব সময় বিভিন্ন দুশ্চিন্তায় ভোগেন তাদের ক্ষেত্রেও এই
ওষুধটি খুব উপকারী। আমরা হয়তো ইতিমধ্যে জেনে ফেলেছি যে এই ঔষধটি হাইপারটেনশন
বা উচ্চ রক্তচাপ চিকিৎসার ক্ষেত্রে ব্যবহৃত হয়।
তাছাড়াও এটি কিডনি ফেইলর, কিডনি ব্যর্থতা, উচ্চ রক্তচাপ রোগীদের
স্ট্রোক, রক্তচাপ এর মধ্যে কিডনি রোগ, ডায়াবেটিস মালিটাস, হৃদয়
ব্যাধি রোগীদের মধ্যেই স্ট্রোক ইত্যাদি রোগের ক্ষেত্রেও চিকিৎসকরা সেবন
করার জন্য পরামর্শ দিয়ে থাকেন।
ওসারটিল ২৫ এর কাজ কি - ওসারটিল ৫০ এর কাজ কি
ওসারটিল ২৫ ঔষধটি খুবই গুণাগুন সম্পন্ন একটি ওষুধ। এটি দেহের রক্তচাপ সংকীর্ণ
হতে সঞ্চয়ের উন্নতি বৃদ্ধি করে। আপনি যদি হৃদরোগের সমস্যায় ভুগেন তাহলে
আপনাকে একজন নিবন্ধিত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওসারটিল ২৫ কিংবা ওসারটিল
৫০ ওষুধটি সেবন করতে হবে তাহলে দেখবেন আপনি সুস্থ হয়ে যাবেন ইনশাল্লাহ।
এছাড়াও এই ওষুধের মূল কাজ হচ্ছে যাদের হাইপারটেনশন রয়েছে তাদের টেনশনের
মাত্রা স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসা। কারণ এই ওষুধটি হাইপারটেনশন জনিত
সমস্যার থেকে রেহাই পেতে বিশেষভাবে ভূমিকা পালন করে থাকে। ওসারটিল ২৫ ঔষধ
ডায়াবেটিস রোগীদের স্ট্রোকের ঝুঁকি কমাতে সাহায্য করে। এছাড়াও হৃদয়ব্যাধি
রোগীদের স্ট্রোকের মাত্রা কমাতেও সহায়তা করে।
এই ওষুধটি ডায়াবেটিস যুক্ত মানুষের মধ্যে কিডনির ক্ষতিও কমিয়ে দিতে পারে।
মূলত এই ওষুধটি এ ধরণের রোগের ঝুঁকি থেকে রেহাই দেওয়ার ক্ষমতা রাখে তাই পরিশেষে
বলা যায় ওসারটিল ২৫ বা ওসারটিল ৫০ ঔষধটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।
তবে আপনি যদি এই ওষুধ সেবনে ভালো ফলাফল পেতে চান তাহলে অবশ্যই একজন নিবন্ধিত
চিকিৎসকের পরামর্শ নিয়ে তার দেওয়া সঠিক নিয়ম অনুযায়ী সেবন করতে
হবে। আশা করি ওসারটিল ২৫ এর কাজ কি সেটা জানতে পেরেছেন। এবার যেহেতু
ওসারটিল ৫০ খাওয়ার নিয়মটা জেনে নেওয়া জরুরী সেহেতু চলো নিচের অংশ থেকে
এই ঔষধ খাওয়ার নিয়ম সম্পর্কে বিস্তারিত জেনে নেই।
ওসারটিল ৫০ খাওয়ার নিয়ম
osartil 50 দিনে একবার ১ টি ট্যাবলেট ও সর্বোচ্চ মাত্রা হচ্ছে লোসারটেন ১০০
মিগ্রা এবং দিনে একবার হাইড্রোক্লোরথায়াজাইড ২৫ মিলিগ্রাম।
হাইপারটেনশন: হাইপারটেনশন রোগীদের ক্ষেত্রে দিনে একবার ৫০ /১২.৫ মিগ্রা।
সার্বাধিক ডোজ হচ্ছে ১০০/২৫ মিলিগ্রাম সেবন করতে পারে।
হাইপারটেনসিব: মনোথেরাপিতে নিয়ন্ত্রিত নয় ৫০/১২.৫ মিগ্রা দিনে ১ বার খেতে
হয়। আর লসারটনের স্বাভাবিক ডোজ হিসেবে ৫০ মিগ্রা দিতে হয়।
মূলত 50 মিগ্রা প্রয়োজন অনুযায়ী দিনে একটা করে ট্যাবলেট সেবন করতে হবে।
প্রয়োজন মোতাবেক সপ্তাহ পরে ১০০ মিগ্রা ডোজের মাত্রা বাড়ানো যেতে
পারে। এর চেয়ে বেশি বাড়ানো উচিত হবে না। তবে অবশ্যই একজন নিবন্ধিত ডাক্তারের
পরামর্শ অনুযায়ী এই ওষুধটি সেবন করতে হবে। কেননা বিভিন্ন কারণবশত ওষুধের
মাত্রার পরিবর্তন হতে পারে এজন্য ডাক্তারের পরামর্শ ওনুযায়ী ওষুধ সেবন করুন।
ওসারটিল ৫০ এর পার্শ্বপ্রতিক্রিয়া
ওসারটিল ৫০ ট্যাবলেট অতিমাত্রায় খেলে আমাদের শারীরিক বিভিন্ন সমস্যা দেখা দিতে
পারে। আবার সবার ক্ষেত্রে খুব বেশি সমস্যা না-ও দেখা দিতে পারে। কারও ক্ষেত্রে
কম, আবার কারও বেশি পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে। ওসারটিল
৫০ ট্যাবলেট নিয়ম অনুযায়ী না খেলে বা অতিমাত্রায় খেলে শরীরে
যেসব সমস্যা দেখা দিতে পারে সেগুলো হচ্ছে-
- পেটে ব্যথা অনুভব করা
- পেট ফোলাভাব
- সামান্য পিঠে ব্যথা
- মাথা ঘোরা অনুভব করা
- ডায়রিয়া, পেট ব্যথা এবং বদহজম
- পেশী ব্যথা, কোমর ব্যথা এবং পায়ে ব্যথা
- কিডনি এবং লিভারের কর্মহীনতা
- শরীরের ফুসকুড়ি হওয়া
- নাক বন্ধ এবং সাইনোসাইটিস
- কাশি সহ আরো বিভিন্ন পার্শ্বপ্রতিক্রিয়া বিরল ক্ষেত্রে ঘটতে পারে।
osartil 50 ট্যাবলেট অতিমাত্রায় সেবন করলে কিংবা নিয়ম অনুযায়ী না খেলে
উপরোক্ত সমস্যাগুলো দেখা দিতে পারে। এজন্য অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তারের
দেওয়া নিয়ম মেনে এই ওষুধ খাবেন। তাহলেই ইনশাল্লাহ ভালো ফলফল পেয়ে যাবেন। আশা
করছি ওসারটিল ৫০ এর পার্শ্বপ্রতিক্রিয়া গুলো জানতে পেরেছেন। এবার চলুন
ওসারটিল 50 প্লাস দাম কত সেটা জেনে নেই।
ওসারটিল 50 প্লাস দাম কত - Osartil 50 price in Bangladesh
osartil 50 মূলত ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড (Incepta
Pharmaceuticals Ltd. বাজারজাত করে থাকে। ওসারটিল 50 প্লাস দাম
কত এই সম্পর্কে অনেকেই জানতে চায়। তাই পোষ্টের এই অংশে এর বর্তমান দাম
তুলে ধরার চেষ্টা করেছি। প্রতি পিচ ওসারটিল 50 প্লাস ওষুধের দাম হল ১০
টাকা। আর ১০ পিচ ট্যাবলেটের দাম ১০০ টাকা।
ওসারটিল প্লাস ৫০ মি.গ্রা.+১২.৫ মি.গ্রা.
ইউনিট প্রাইজ: ৳ 10.00 (5 x 10: ৳ 500.00)
স্ট্রাইপ প্রাইজ: ৳ 100.00
ওসারটিল প্লাস ১০০ মি.গ্রা.+১২.৫ মি.গ্রা.
ইউনিট প্রাইজ: ৳ 12.00 (3 x 10: ৳ 360.00)
স্ট্রাইপ প্রাইজ: ৳ 120.00
ওসারটিল প্লাস ১০০ মি.গ্রা.+২৫ মি.গ্রা.
ইউনিট প্রাইজ: ৳ 12.00 (3 x 10: ৳ 360.00)
স্ট্রাইপ প্রাইজ: ৳ 120.00
এগুলো ওষুধ আপনি যেকোন ফার্মেসি থেকে সংগ্রহ করতে পারবেন। কিন্তু এই ওষুধ
সেবনের পূর্বে অবশ্যই একজন নিবন্ধিত চিকিৎসকে সাথে পরামর্শ অনুযায়ী সেবন
করবেন। আশা করি ওসারটিল 50 প্লাস দাম কত সেটি জানতে পেরেছেন।
ওসারটিল ৫০ ট্যাবলেট এর সতর্কতা ও সংরক্ষন
অ্যালকোহল গ্রহণ করা এই ওষুধের প্রভাবকে তীব্র করবে এবং রক্তচাপ হ্রাস পেতে
পারে যা ক্ষতিকারক হতে পারে। আপনি যখন এই ওষুধটি গ্রহণ করছেন তখন আপনাকে
অ্যালকোহল এড়ানোর জন্য সর্বোত্তম পরামর্শ দেওয়া হয়। আপনি মাথা ঘোরা,
তন্দ্রা অনুভব করতে পারেন, বিশেষ করে চিকিত্সা শুরু করার সময় বা যখন ডোজ
বাড়ানো হয়।
অতএব, এই ওষুধের সাথে চিকিত্সার সময় গাড়ি চালানো বা কোনও যন্ত্রপাতি চালানোর
সময় সতর্ক থাকতে হবে। এই ওষুধটি ক্রয় করার আগে অবশ্যই প্যাকেটে উৎপাদন তারিখ
এবং মেয়াদ দেখে ক্রয় করবেন। এবং মনে রাখবেন এই ওষুধটি অবশ্যই শিশুদের নাগালের
বাইরে এবং ঠান্ডা বা শুষ্ক স্থানে সংরক্ষন করবেন।
গর্ভাবস্থায় Osartil 50mg Plus সেবন করা যাবে
- গর্ভধারণ নিশ্চিত হওয়া মাত্রই লােসারটান জাতীয় ওষুধ সেবন বন্ধ করতে হবে। এছাড়াও স্তন্যদানকালে এটি ব্যবহার করা যাবে না।
- এই ওষুধের উপাদানগুলি ভ্রূণের অস্বাভাবিকতা এবং মৃত্যুর কারণ হিসেবে পরিচিত। তাই গর্ভাবস্থায় কখনই এটি সেবন করা উচিত নয়।
- আপনি যদি এই ওষুধটি গর্ভকালীন সময়ে খাওয়ার পরিকল্পনা করে থাকেন, তাহলে আগে আপনার ডাক্তারকে অবগত করতে হবে।
- আপনার বাচ্চাকে বুকের দুধ খাওয়াকালীন এবং বিশেষ করে একটি অকাল শিশুর জন্য এই ওষুধটি চিকিৎসকরা ব্যবহার না করার পরামর্শ দেন। এটি অত্যধিক প্রস্রাব উৎপাদনের কারণ হতে পারে যা দুধ উৎপাদনকে প্রভাবিত করতে পারে।
লেখকের শেষকথাঃ osartil 50 কিসের ওষুধ - osartil 50 Bangla
এই osartil 50 ট্যাবলেট সেবন করার আগে অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ
নিয়ে এবং তার দেওয়া নিয়ম অনুযায়ী সেবন করবেন। আজকের এই পোষ্টে আপনাদের সাথে
osartil 50 কিসের ওষুধ ও osartil 50 খাওয়ার নিয়ম বিস্তারিত আলোচনা করেছি।
আশা করি ইতিমধ্যে আপনি এই পোস্টটি মনোযোগ সহকারে পড়ে এই সম্পর্কে জেনে
নিয়েছেন।
এই পোস্টটি আপনার ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করবেন। এমন বিভিন্ন ওষুধ
সম্পর্কিত অন্যেন্য প্রয়োজনীয় তথ্য পেতে আমাদের আড্ডাভিউ ওয়েবসাইট নিয়মিত
চোখ রাখতে পারেন। আর আপনার যদি আর osartil 50 ট্যাবলেট সম্পর্কে
কোন ধরণের প্রশ্ন থাকে তাহলে নিচে কমেন্ট বক্সে জানাতে পারেন। এতক্ষণ সাথে
থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই।
আড্ডাভিউ আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url