prolong 30 এর কাজ কি - prolong 30 খাওয়ার নিয়ম জানুন
সম্মানিত পাঠক আসসালামু আলাইকুম। আশা করছি, আপনারা সকলেই ভালো আছেন। আজকের
আর্টিকেলে আমি আপনাদের সাথে পুরুষদের জন্য অতি গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় ওষুধ
সম্পর্কে আলোচনা করব যার নাম হচ্ছে prolong 30 ট্যাবলেট। এই ওষুধ
সম্পর্কে আমরা হয়তো অনেকেই পরিচিত আবার হয়তো অনেকেই হয়তো এই ওষুধ সম্পর্কে
জানেন না। আপনি কি prolong 30 এর কাজ কি ও prolong 30 খাওয়ার নিয়ম সহ এই
ট্যাবলেট সম্পর্কে আরো প্রয়োজনীয় যাবতীয় তথ্য জানতে চাচ্ছেন? তাহলে
এখন সঠিক স্থানেই এসেছেন।
কেননা এই পোস্টে এই ওষুধ সম্পর্কে বিস্তারিত সাজানোর চেষ্টা করেছি। আপনি
যদি আপনার মূল্যবান কিছুক্ষণ সময় অপচয় করে আমাদের আর্টিকেলটি শুরু থেকে
শেষ পর্যন্ত পড়েন তাহলে আশা করছি prolong 30 ট্যাবলেট সম্পর্কে কোন প্রশ্ন থাকবে
না। কারণ এই ট্যাবলেট সম্পর্কে আমরা আপনাকে এমন কিছু পরামর্শ দিব যার সাহায্য
উপকৃত হতে পারবেন। তাহলে আসুন পোষ্টের আলোচ্য বিষয়গুলো সূচীপত্রতে একনজর দেখে
বিস্তারিত জেনে নেওয়া যাক।
পোষ্ট সূচিপত্রঃ
ভূমিকা - prolong 30
আপনি প্রতিনিয়ত যে ওষুধ খাচ্ছেন সেই ওষুধ সম্পর্কে আপনার কতটুকু জ্ঞান রয়েছে
সেটা কি কখনো ভেবেছেন? এখন নিশ্চয়ই অবাক হয়ে আছেন। একটা বিষয়
খেয়াল করবেন যে আপনি যখন কোন রোগের চিকিৎসার জন্য বিশেষজ্ঞ চিকিৎসকের নিকটে
যাবেন তিনি আপনার রোগ অনুযায়ী বিভিন্ন ওষুধ প্রেসক্রিপশনে উল্লেখ করে
দিবেন। কিন্তু সেই ওষুধ সম্পর্কে বিস্তারিত তথ্য জানিয়ে দেই না।
এজন্য আপনাকে বিভিন্ন প্লাটফর্মে উক্ত ওষুধ সম্পর্কে খোঁজাখুঁজি করে জেনে নিতে
হয়। আমরা আজকে যেই ওষুধ সম্পর্কে আলোচনা করেছি সেটি মূলত পুরুষদের
শারীরিক অক্ষমতা বাড়িয়ে তোলার ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে। বর্তমানে অধিকাংশ
পুরুষেরা শারীরিক অক্ষমতায় ভুগছেন। যার ফলে তারা এই সমস্যা নিবারণের জন্য
বিভিন্ন জায়গায় ছোটাছুটি করে থাকেন।
prolong 30 ট্যাবলেট হতে পারে আপনার এই সমস্যার উত্তম সমাধান। যদিও আপনাকে
বিশেষজ্ঞ চিকিৎসকের অনুযায়ী এই ওষুধ সেবন করতে হবে। তাই যারা প্রতিনিয়ত
শারীরিক অক্ষমতায় ভুগছেন, তাদের prolong 30 এর কাজ কি, কিভাবে খাবেন, এর
পার্শ্ব প্রতিক্রিয়া ও দাম সম্পর্কে জেনে নেওয়াটা খুবই
জরুরী। তাহলে আসুন আপনার মূল্যবান সময়টুকু নষ্ট না করে মূল আলোচনা
শুরু করা যাক। আমরা প্রথমে Prolong 30 এর কাজ কি বা কি কাজ করে তা জেনে নিব।
prolong 30 এর কাজ কি - prolong 30 mg bangla
আমাদের মধ্যে অনেকেই রয়েছেন যারা Prolong 30 ট্যাবলেট এর কাজ কি সেটা জানার
জন্য বিভিন্ন প্ল্যাটফর্মে খোজাখুজি করেন। মূলত তাদের কথা ভেবেই পোষ্টের
এই অংশে আমরা এর কাজ সম্পর্কে বিস্তারিত তুলে ধরেছি। যারা প্রাপ্তবয়স্ক
পুরুষ রয়েছেন তাদের দেহে নানান রকম শারীরিক সমস্যা বা অক্ষমতা দেখা
দেয়।
বিয়ে করার পূর্বে পুরুষদের শারীরিক অক্ষমতা দেখা না দিলেও বা শারীরিক
অক্ষমতা বুঝতে না পারলেও বিয়ের পর কিন্তু এ ধরনের সমস্যা লক্ষ্য করা যায়।
যার ফলে এ সময়ে অনেকই মনঃক্ষুণ্ণ হয়ে যায়। এর সঠিক সমাধান কি কোন ভাবেই
বুঝে উঠতে পারে না। তবে জেনে রাখা ভালো, জীবন যতদিন টিকে আছে সমস্যা ও
ততদিন বেঁচে আছে।
এ ধরনের সমস্যায় মনঃক্ষুণ্ণ না হয়ে সমাধানের জন্য আপনাকে সঠিক চিকিৎসার
ব্যবস্থা করতে হবে। এজন্য যেকোন রোগের ক্ষেত্রে প্রয়োজন সঠিক চিকিৎসা নেওয়া।
যাদের অকালীন বী*র্যপাতের সমস্যা রয়েছে তাদের জন্য যে বিশেষ চিকিৎসা হচ্ছে
Prolong 30 ট্যাবলেট। আর এই ধরনের চিকিৎসার জন্য এই ওষুধ অত্যন্ত কার্যকরী
ভূমিকা পালন করে।
এই ট্যাবলেটটি বিশেষজ্ঞ ডাক্তারেরা এ ধরনের রোগের ক্ষেত্রেই সেবন করার
নির্দেশনা দিয়ে থাকে। যাদের সহজেই শারীরিক উত্তেজনা বৃদ্ধি পায় না তাদের
ক্ষেত্রেও সাধারণত ডাক্তারেরা Prolong 30 ওষুধ সেবন করার পরামর্শ দিয়ে থাকেন।
ইতিমধ্যে যারা নিজের শারীরিক অক্ষমতার প্রতি আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছেন
তারা Prolong 30 ট্যাবলেট সেবনের মাধ্যমে হারিয়ে যাওয়া আত্মবিশ্বাস অবশ্যই
ফিরে পাবেন এবং এর পাশাপাশি ধীরে ধীরে দম্পত্তি জীবনের সম্পর্কেও মনোবল ফিরে
পাবেন। তাই সঠিকভাবে এই ওষুধ সেবনের প্রয়োজনীয়তা অনেক বেশি। এজন্য সবচেয়ে
ভালো হয় এ ধরনের সমস্যার ক্ষেত্রে একজন নিবন্ধিত চিকিৎসকের পরামর্শ নেওয়া।
তবে এই ওষুধের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও উল্লেখযোগ্য বিষয় হচ্ছে সঠিক নিয়ম বা
মাত্রা অনুযায়ী সেবন করা। আমাদের মাঝে এমন অনেকেই আছেন যারা হয়তো এ
ধরনের সমস্যা নিজের শরীরে পুষে ঘরে বসে আছেন, যেটা একদমই উচিত নয় এক্ষেত্রে
আপনাকে বাড়িতে বসে না থেকে যত দ্রুত সুস্থ হওয়ার চেষ্টা করবেন ততই আপনার
জন্য মঙ্গলজনক হবে। আপনি যদি এই সময় বসে থাকেন, তাহলে সমস্যা সমাধান কখনোই
স্বাভাবিক হবে না।
এখন সুস্থ হওয়ার বিভিন্ন উপায় বা পদ্ধতি রয়েছে। আপনি যত তাড়াতাড়ি সুস্থ
হতে পারবেন সেটা অবশ্যই আপনার জন্য মঙ্গলজনক হওয়ার পাশাপাশি পরিবারের জন্যেও
ততটাই ভালো হবে। আশা করছি এ ধরনের সমস্যা নিয়ে অবহেলা না করে দ্রুত সঠিক
চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করবেন কিংবা একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ
অনুযায়ী এই ওষুধটি সেবন করবেন। এবার চলুন Prolong 30 ট্যাবলেট সেবনের
সঠিকনিয়ম বা এর মাত্রা জেনে নেই।
prolong 30 খাওয়ার নিয়ম
আপনি যদি উপরের অংশটুকু মনোযোগ দিয়ে পড়ে থাকেন তাহলে হয়তো আপনি
ইতিমধ্যে বুঝতে পেরেছেন যে যাদের শারীরিক অক্ষমতা বা দুর্বলতা রয়েছে
কিংবা শারীরিক চাহিদার ক্ষেত্রে এই ট্যাবলেট ব্যবহার হয়ে থাকে। বিশেষজ্ঞ
চিকিৎসকরাও এ ধরনের সমস্যা থেকে রেহাই পাওয়ার জন্য এই ওষুধ খাওয়ার
পরামর্শ দিয়ে থাকেন।
কোনো পুরুষের যদি দ্রুত বী*র্যপাত হয়ে যায়, তাহলে অবশ্যই একজন ডাক্তারের
চিকিৎসকের পরামর্শ ও তার দেওয়া নিয়ম অনুযায়ী এই prolong 30 ট্যাবলেট খেতে
পারেন। এই ট্যাবলেট খাওয়ার প্রধান নিয়ম হচ্ছে যখন শারী*রিক সম্পর্কের ১ থেকে
৩ ঘন্টা পূর্বে ১টি ৩০ মিলিগ্রামের ট্যাবলেট সেবন করতে হবে।
তবে আঠারো বছরের কম এবং ৬৫ বছরের উপরে রোগীদের ক্ষেত্রে ব্যবহারযোগ্য নয়।
কেননা এই ওষুধ সম্পর্কে চিকিৎসকরা বলেন মূলত যাদের বয়সসীমা ১৮ বছরের বেশি এবং
৬৫ বছরের কম বয়স তারাই এই ট্যাবলেট সেবন করতে পারবেন। যদি অতিরিক্ত মাত্রার
প্রয়োজন হয় তাহলে আপনি চাইলে prolong 60 mg সেবন করতে পারেন।
তবে অবশ্যই একজন নিবন্ধিত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী। কেননা আপনি যদি
ডাক্তারের পরামর্শ অনুযায়ী এই ট্যাবলেট সেবন করেন, তাহলে দ্রুত এ ধরনের
সমস্যা থেকে সমাধান পাবেন বলে আশাবাদী। এই ওষুধ সেবনের নিয়ম সম্পর্কে তো
জেনে নিলাম।
এখন হয়তো আপনার মনে প্রশ্ন আসতেই পারে যে এই ঔষধ সেবন করলে পার্শ্ব
প্রতিক্রিয়া আমাদের দেহে কি কি ক্ষতি পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে?
প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ ও জরুরী। তাহলে চলুন, আপনার প্রশ্নের উত্তরটি
নিচের অংশ থেকে জেনে নেই। এবার আসুন Prolong 30 এর পার্শ্ব প্রতিক্রিয়া
সম্পর্কে জেনে নিই।
Prolong 30 এর পার্শ্ব প্রতিক্রিয়া
প্রতিটি মেডিসিনেরই ভালো দিক থাকার পাশাপাশি সামান্য পরিমান হলেও খারাপ দিক
রয়েছে তেমনি এই prolong 30 ওষুধের ক্ষেত্রেও অতিমাত্রায় বা নিয়ম না খেলে
আমাদের শরীরে বিভিন্ন পার্শ্ব প্রতিক্রিয়া লক্ষ্য করা হয়। এছাড়াও অনেকেই
নিজের শরীরের পার্শ্বপ্রতিক্রিয়া গুলো অবহেলা করে তাহকে যার কারনে পরবর্তীতে
শরীরের অবস্থা আরো জটিলতার ঘটে।
প্রতিটা মেডসিন খাওয়ার আগে এর ক্ষতিকর দিক গুলো বিস্তারিত ধারণা রাখতে হবে।
তা নাহলে শরীরের বিভিন্ন পরিবর্তন আপনাকে ঘাবড়ে দিতে পারে। তাই পোষ্টের এই
অংশে Prolong 30 এর পার্শ্বপ্রতিক্রিয়া বা অপকারিতাগুলোর সম্পর্কে বিস্তারিত
তুলে ধরেছি। Prolong 30 সেবনের ফলে শরীরে সেসব সমস্যা দেখা দিতে পারে তা হলোঃ
- বমি বমি ভাব
- পেটের নানান ধরনের সমস্যা
- তন্দ্রা ভাব
- ঝাপসা দৃষ্টি
- কাঁপুনি হওয়া
- টিনিটাস
- ডায়রিয়া হওয়া
- ক্লান্তি ভাব
- অনিদ্রা ভাব
- উচ্চ রক্তচাপ
- সাইনাস কনজেশন
- পেটে ব্যথা হওয়া
- মুখ শুকনো হয়ে যাওয়া
- অনেকের ক্ষেত্রে মাথার ব্যথা হতে পারে
- মাথা ঘোড়ানো ভাব ইত্যাদি।
তবে সবার ক্ষেত্রে উপরোক্ত সমস্যা না-ও দেখা দিতে পারে। যাদের রোগ প্রতিরোধ
ক্ষমতা অনেক কম তাদের ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়াগুলো বেশি দেখা দেয়। আবার
যারা ইতিমধ্যে অন্যান্য রোগের ক্ষেত্রে ওষুধ চলমান রয়েছে তাদের ক্ষেত্রেও
পার্শ্ব প্রতিক্রিয়া প্রভাব বেশি দেখা দিতে পারে। তাই একজন নিবন্ধিত অভিজ্ঞ
চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করুন।
Prolong 30 এর দাম কত - Prolong 30 Price in Bangladesh
Prolong 30 মিলিগ্রাম ও Prolong 60 মিলিগ্রাম ওষুধ জিস্কা ফার্মাসিউটিক্যালস
লি. (Ziska Pharmaceuticals Ltd.) কোম্পানি বাজারজাত করে থাকে। যার জেনেরিক
নাম হল ড্যাপোক্সেটিন হাইড্রোক্লোরাইড (Dapoxetine Hydrochloride)। প্রলং ৩০
এর দাম কত? এটা অনেকেই জানতে চায়। প্রতি পিচ Prolong 30 মিলিগ্রাম এর দাম ৩০
টাকা। এবং প্রতি পিচ ৬০ মিলিগ্রাম এর দাম ৫০ টাকা।
prolong 30 mg
ইউনিট প্রাইজ: 30.00Tk (2 x 4: 240.00 Tk)
স্ট্রাইপ প্রাইজ: 120.00 Tk
prolong 60 mg
ইউনিট প্রাইজ: 50.00 Tk (1 x 4: 200.00 Tk)
স্ট্রাইপ প্রাইজ: 200.00 Tk
এই ওষুধটি আপনার নিকটস্থ সুপারশপ বা ফার্মেসি থেকে কিনতে পারবেন। কিন্তু মনে
রাখবেন Prolong 30 ওষুধ চিকিৎসকের পরামর্শ ব্যতীত সেবন করা উচিত নয়। তা না
হলে আপনার শরীরে নানান রকম পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যেতে পারে। আর এই
ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়াগুলো আশা করছি ইতিমধ্যে আপনারা ওপরের অংশ হতে
জেনে নিয়েছেন। তাই এ ওষুধ সেবনের আগে অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের সাথে
পরামর্শ করে নিবেন।
prolong 30 এর সতর্কতা ও সংরক্ষন
prolong 30 এর সতর্কতা হচ্ছে আঠারো বছরের কম এবং ৬৫ বছরের উপরে রোগীদের
ক্ষেত্রে ব্যবহারযোগ্য নয়। কেননা এই ওষুধ সম্পর্কে চিকিৎসকরা বলেন মূলত যাদের
বয়সসীমা ১৮ বছরের বেশি এবং ৬৫ বছরের কম বয়স তারাই এই ট্যাবলেট সেবন করতে
পারবেন। যদি অতিরিক্ত মাত্রার প্রয়োজন হয় তাহলে আপনি চাইলে prolong 60 mg
সেবন করতে পারেন।
তবে অবশ্যই একজন নিবন্ধিত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী। এই ওষুধ মহিলাদের
ব্যবহারের জন্য নির্দেশিত নয়। এই ওষুধ ক্রয় করার আগে অবশ্যই প্যাকেটের গায়ে
মেয়াদ ভালোভাবে দেখে ক্রয় করবেন। ৩০ ডিগ্রি সে. এর নিচে সংরক্ষন করুন। আলো ও
আর্দ্রতা থেকে নিরাপদে রাখুন। শিশুদের নাগালের বাইরে ও আলো ও আর্দ্রতা থেকে
নিরাপদে রাখতে হবে।
Prolong 30 সাধারন জিজ্ঞাসা (FAQs)
Question: Prolong 30 ও Prolong 60 প্রতি পিচের দাম কত?
Answer: Prolong 30 এর দাম ৩০ টাকা এবং Prolong 60 এর দাম ৫০ টাকা
Question: Prolong ট্যাবলেট কোন কোম্পানির ওষুধ?
Answer: জিস্কা ফার্মাসিউটিক্যালস লিমিটেড
Question: Prolong 30 কি মহিলারা ব্যবহার করতে পারবে?
Answer: না, এই ওষুধ মহিলাদের ব্যবহারের জন্য নির্দেশিত নয়।
লেখকের শেষকথাঃ prolong 30 এর কাজ কি- prolong 30
পরিশেষে যেটা না বললেই নয়, আপনি যদি এই ওষুধ খাওয়ার আগে এর অপকারিতা জেনে ও
নিয়ম অনুযায়ী ওখেতে পারেন, তাহলে অবশ্যই উন্নতি লক্ষ্য করতে পারবেন। আর যারা
ডাক্তারের পরামর্শ ছাড়াই এই ওষুধ সেবন করেন, তাদের শরীরের সমস্যা দূর না হয়ে
বরং সমস্যা আরো বেশি জটিল হওয়ার সম্ভাবনা রয়েছে।
তাই আমার অনুরোধ নিজের যেকোনো প্রকারের রোগের চিকিৎসা কখনই নিজের ইচ্ছামাফিক
থেকে করতে যাবেন না। মনে রাখবেন একটি রোগের ভালো চিকিৎসা শুধুমাত্র একজন
ডাক্তারই দিতে পারবেন। প্রিয় বন্ধুরা, আমরা ইতিমধ্যে prolong 30 এর কাজ কি -
prolong 30 খাওয়ার নিয়মসহ আরও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছি। আশা
করি আপনারা জেনে উপকৃত হয়েছেন।
Prolong 30 ক্যাপসুল সম্পর্কিত আজকের পোস্টটি আপনার ভালো লাগলে বন্ধুদের মাঝে
শেয়ার করবেন। এতে তারাও এ ধরনের সমস্যা সমাধানে সঠিক পথ অবলম্বন করতে পারবে।
এমন বিভিন্ন ওষুধ ও স্বাস্থ্য সম্পর্কিত অন্যেন্য প্রয়োজনীয় তথ্য পেতে
আমাদের আড্ডাভিউ ওয়েবসাইট নিয়মিত চোখ রাখতে পারেন। এতক্ষণ সাথে থাকার জন্য
অসংখ্য ধন্যবাদ।
আড্ডাভিউ আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url