purisal syrup এর কাজ কি - পিউরিসাল সিরাপ খাওয়ার নিয়ম

সম্মানিত পাঠক আসসালামু আলাইকুম। আপনার শিশু কি কিংবা আপনি কি প্রতিনিয়ত কাশি, সর্দি ও ঠান্ডাজনিত সমস্যায় ভুগছেন? তাহলে জেনে রাখুন এই সমস্যা থেকে মুক্তি দিতে পারে পিউরিসাল সিরাপ। বর্তমানে শিশুদের জন্য পিউরিসাল সিরাপ বহুল ব্যবহৃত একটি সিরাপ হিসেবে পরিচিত। তাই অধিকাংশ মানুষ এই পিউরিসাল সিরাপ সম্পর্কে গুগলের কাছে জানতে চায়। এজন্য মূলত তাদের তাদের সুবিধার কথা ভেবেই আজকের এই পোষ্টে পিউরিসাল সিরাপ সম্পর্কে আলোচনা করেছি।
purisal syrup এর কাজ কি - পিউরিসাল সিরাপ খাওয়ার নিয়ম

আপনি যদি কাশি, সর্দি ও ঠান্ডাজনিত সমস্যা থেকে রেহাই পাবার জন্য এই সিরাপ খাওয়ার চিন্তা করেন, তাহলে purisal syrup খাওয়ার আগে purisal syrup এর কাজ কি, পিউরিসাল সিরাপ খাওয়ার নিয়ম, পিউরিসাল সিরাপ এর পার্শ্বপ্রতিক্রিয়া ও দামসহ এই সিরাপের আরও বিভিন্ন প্রয়োজনীয় দিক সম্পর্কে জেনে নেওয়া জরুরি। আর এই সিরাপের এসব তথ্য বিস্তারিতভাবে জানতে হলে এই পোষ্টের অবদি থাকতে হবে। তাহলে এই সিরাপ সম্পর্কে অবগত হতে পারেবেন। 
আর্টিকেল সূচিপত্রঃ

ভূমিকা - purisal syrup

বর্তমানে purisal syrup বিশেষ করে শিশুদের জন্য একটি বহুল ব্যবহৃত ওষুধ। আমরা অনেকেই এই সিরাপ আমাদের শিশুদের সেবন করিয়ে থাকি। তাই হয়তো পিউরিসাল সিরাপ সম্পর্কে কমবেশি সকলেই পরিচিত। পিউরিসাল সিরাপটি সাধারনত ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড (Incepta Pharmaceuticals Ltd.) কোম্পানি বাজারজাত করে  থাকে। যার জেনেটিক নাম লিভোসালবিউটামল (Levosalbutamol)।

আপনারা অনেকেই এই সিনামিন সিরাপ সম্পর্কে গুগলের কাছে জানতে চেয়ে থাকেন। তাই আমরা আজকের পোষ্টের মাধ্যমে আপনাকে এই সিরাপ নিয়ে এমন কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব যেগুলো তথ্য জেনে উপকৃত হতে পারবেন এবং অন্য কেউ এ বিষয়ে জানিয়ে সাহায্য করতে পারবেন। তাহলে আসুন, আপনার মূল্যবান সময়টুকু নষ্ট না করে মূল আলোচনা শুরু করা যাক। আমরা প্রথমে জেনে নিব যে পিউরিসাল সিরাপ কিসের ঔষধ সেই সম্পর্কে।

পিউরিসাল কিসের ঔষধ - purisal syrup bangla

আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে পিউরিসাল কিসের ঔষধ বা এই সিরাপ কোন কোন রোগের ক্ষেত্রে ব্যবহার করা হয়। তাই পোষ্টের শুরুতেই এই সম্পর্কে তুলে ধরেছি। পিউরিসাল সিরাপ ৬ বছরের বেশি বয়সী শিশুদের শরীরের হাপানি, শ্বাসকষ্ট, কাশি, শ্বাসকষ্টের শব্দ এবং বুকে শক্ত হওয়া প্রভৃতি সমস্যার ক্ষেত্রে খুবই কার্যকরী একটি ওষুধ।
এছাড়াও পিউরিসাল সিরাপ শিশুদের ব্রঙ্কোস্পাজম ও বিপরীতমুখী বাধা (reverse barrier) এয়ারওয়েজ ডিজিজের চিকিৎসা ও প্রতিরোধের জন্য নির্দেশিত। মূলত শিশুদের এসব সমস্যা সমাধানের ক্ষেত্রে এই সিরাপটি ব্যবহার হয়ে থাকে। আশা করছি পিউরিসাল সিরাপ কিসের ঔষধ বা কোন কোন সমস্যার ক্ষেত্রে ব্যবহৃত হয়তা জানতে পেরেছেন। এবার চলুন purisal syrup এর কাজ কি বিস্তারিত জেনে নেই।

purisal syrup এর কাজ কি - purisal syrup uses

পিউরিসাল নামের এই সিরাপটি সাধারনত বেশিরভাগ ক্ষেত্রে কাশির জন্য বহুল ব্যবহৃত। তবে এটি সর্দি, কাশি ও ঠান্ডা নিরাময়ে কাজ করে থাকে। ছোট থেকে শুরু করে বড় বয়সের মানুষ এই সিরাপটি সেবন করতে পারে। এই সিরাপটি যেকোনো কাশি নিরাময় করতে কার্যকরী ভূমিকা পালন করে। এছাড়াও
  • হাঁপানির অ্যাটাক প্রতিরোধ করে থাকে
  • হাঁপানি এবং দীর্ঘস্থায়ী অবস্ট্রাকটিভ পালমোনারি দূর করে
  • শ্বাসযন্ত্রের ও শ্বাসনালীর রোগে শ্বাসকষ্ট নিরাময় করে
  • COPD এর লক্ষণগুলো কমানো ইত্যাদি।
মূলত উপরোক্ত সমস্যা সমাধানের ক্ষেত্রে এই সিরাপ কার্যকরী ভূমিকা পালন করে। তবে বেশিরভাগ ক্ষেত্রে ৬ বছরের অধিক্ল বয়সী শিশুদের কাশি, শ্বাসকষ্ট, শ্বাসকষ্টের শব্দ এবং বুকে শক্ত হয়ে যাওয়া ইত্যাদি ক্ষেত্রে এই সিরাপ ব্যবহার করা হয়। আর যদি এক কথায় বলি তাহলে   এই সিরাপ শিশুদের সর্দি কাশির সবচেয়ে কার্যকরী। পিউরিসাল সিরাপ ও ট্যাবলেট উভয় আকারেই বাজারে পাওয়া যায়।

আশা করছি পিউরিসাল সিরাপ এর কাজ কি তা জানতে পেরেছেন। সর্দি-কাশির জন্য ভালো ফলাফল পেতে হলে এই সিরাপটি খাওয়ার পূর্বে আপনাকে অবশ্যই পিউরিসাল সিরাপ খাওয়ার সঠিক নিয়ম জেনে নিতে হবে। চলুন তাহলে কথা না বাড়িয়ে পিউরিসাল সিরাপ খাওয়ার নিয়ম জেনে নেই।

পিউরিসাল সিরাপ খাওয়ার নিয়ম

পিউরিসাল সিরাপ সেবনের কিছু নির্দিষ্ট নিয়ম রয়েছে। আমাদের এই সিরাপ সেবন করার আগে অবশ্যই সেই নিয়মগুলো জেনে নিতে হবে। সাধারণত পিউরিসাল সিরাপ বিভিন্ন বয়স ভেদে ও রোগের কন্ডিশন অনুযায়ী ভিন্ন ভিন্ন মাত্রায় সেবন করতে হয়। এজন্য সবচেয়ে উত্তম হয় আপনি যদি একজন নিবন্ধিত ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করেন। তবে আপনাদের সুবিধার জন্য আমরা নিম্নে এই ওষুধের একটি স্বাভাবিক নির্দেশনা দিয়েছি। যদিও এটয়া চিকিৎসকের পরামর্শ ব্যতিত  সেবন করা উচিত নয়।
  • প্রাপ্তবয়স্ক এবং ১২ বছরের অধিক বয়সী শিশুদের ক্ষেত্রে পিউরিসাল সিরাপ ১ থেকে ২ মিলি (2-4 মিগ্রা) প্রতিদিন ৩ বার সেবন করা যায়। অবশ্যই  ডাক্তারের পরামর্শ অনুযায়ী।
  • এরপর ৬ থেকে ১১ বছর বয়সী শিশুদের ক্ষেত্রে পিউরিসাল সিরাপ ৩ থেকে ৫ মিলি (2-4 মিগ্রা) প্রতিদিন ৩ বার সেবন করা যায়। অবশ্যই  ডাক্তারের পরামর্শ অনুযায়ী।
  • আবার ২ থেকে ৫ বছর বয়সী শিশুদের ক্ষেত্রে এই সিরাপ 2.5 মিলি (5 মিগ্রা) প্রতিদিন ৩ বার সেবন করতে হয়। অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী।
পিউরিসাল ট্যাবলেট এর ক্ষেত্রে
  • ১২ বছর ও তার বেশি বয়সের ক্ষেত্রে পিউরিসাল ট্যাবলেট ১-২ মি.গ্রা. দৈনিক ৩ বার। 
  • শিশুদের (৬-১১ বছর) ক্ষেত্রে পিউরিসাল ট্যাবলেট ১ মি.গ্রা. দৈনিক ৩ বার।
  • শিশুদের (২-৫ বছর) ক্ষেত্রে পিউরিসাল ট্যাবলেট ০.৫ মি.লি. দৈনিক ৩ বার।
তবে বিভিন্ন কারন বা বয়সভেদে এই সিরাপের মাত্রা তারতম্য হয়ে থাকে। তাই একজন ডাক্তার আপনাকে যেভাবে এই সিরাপ খাওয়ার পরামর্শ দিবেন আপনাকে ঠিক সেভাবেই গ্রহন করতে হবে। আশা করছি পিউরিসাল সিরাপ খাওয়ার নিয়ম জানতে পেরেছেন। এবার চলুন, পিউরিসাল সিরাপ অতিমাত্রায় সেবন করলে বা চিকিৎসকের পরামর্শ ব্যতীত সেবন করলে আমাদের শরীরে যেসব ক্ষতিকর প্রভাব দেখা দেয় সেগুলো জেনে নিই।

পিউরিসাল সিরাপ এর পার্শ্বপ্রতিক্রিয়া

পিউরিসাল সিরাপ (Purisal syrup) অতিমাত্রায় খেলে যেসব পার্শ্ব প্রতিক্রিয়া্গুলো দেখা দিতে পারে তার তালিকা নিম্নে উল্লেখ করা হলো। এই পার্শ্ব প্রতিক্রিয়া লক্ষন দেখা দিতে পারে তবে সবসময় না। কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে যেগুলো অনেক জটিল হতে পারে কিন্তু বিরল। আসুন তাহলে আর কথা না বাড়িয়ে এই সিরাপের পার্শ্বপ্রতিক্রিয়া গুলো নিচের অংশে জেনে নেই।
  • বমি বমি ভাব (Nausea) হতে পারে
  • কখনও কখনও বমি (Vomiting) হতে পারে
  • ডায়রিয়া (Diarrhea) হতে পারে
  • অনিয়মিত হৃদস্পন্দন (Irregular heartbeat) হতে পারে
  • মাংসপেশির সংকোচন (Muscle contractions) হতে পারে
  • হাইকোক্যালসিমিয়া (Hypocalcemia) দেখা দিতে পারে
  • এপিগ্যাসট্রিক ব্যথা (Epigastric pain) দেখা দিতে পারে
  • অস্থিপেশির সূক্ষ্ম কাঁপুনি (Fine muscle tremors) দেখা দিতে পারে ইত্যাদি।
সাধারণত এই সিরাপ অতিমাত্রায় বা ডাক্তারের পরামর্শ ব্যতীত সেবন করলে উল্লিখিত প্রতিক্রিয়া লক্ষ্য করা যেতে পারে। কিন্তু আপনি যদি উল্লেখিত সমস্যা গুলো খুব জটিল আকারে আপনার শরীরে ধারণ করে কিংবা আরো অন্যান্য জটিল কোন ক্ষতিকর প্রভাব শরীরে লক্ষ্য করেন তাহলে যত দ্রুত সম্ভব চিকিৎসকের সাথে যোগাযোগ করুন।

আশা করছি পিউরিসাল সিরাপ এর পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে অবগত হতে পেরেছেন। আমরা অনেকেই এই সিরাপের দাম সম্পর্কে অবগত নয়। একজন চিকিৎসক যখন আপনার প্রেসক্রিপশনে এই ওষুধ উল্লেখ করে দেবে তখন আপনাকে এই ওষুধ ক্রয় করতে হবে। আর আপনি এই সিরাপ ক্রয় করতে চান তাহলে এর দাম সম্পর্কে জেনে রাখা উচিত যাতে আপনি সহজেই কোনো বিভ্রান্তি ছাড়াই এই ওষুধ ক্রয় করতে পারেন। এবার চলুন পিউরিসাল সিরাপ এর দাম কত তা জেনে নেই।

পিউরিসাল সিরাপ এর দাম কত - purisal syrup price

পিউরিসাল সিরাপটি কাশি, সর্দি ও ঠান্ডাজনিত সমস্যার জন্য কার্যকরী ঔষধ হিসেবে পরিচিত। যেটা আমরা অনেকেই শিশুদের সেবন করিয়ে থাকি। এটি ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড (Incepta Pharmaceuticals Ltd.) কোম্পানি বাজারজাত করে  থাকে। যার জেনেটিক নাম লিভোসালবিউটামল (Levosalbutamol)। আপনি যদি এই অংশটি মনযোগ সহকারে পড়েন তাহলে আশা করছি এই সিরাপ ও ট্যাবলেট উভয়েরই দাম জেনে নিতে পারবেন।
  • পিউরিসাল ৫০ মিলি বোতল সিরাপের দাম ৩০ টাকা
  • পিউরিসাল ১০০ মিলি বোতল সিরাপের দাম ৪৫ টাকা
  • পিউরিসাল ১ মিলিগ্রাম প্রতি পিচ ট্যাবলেটের দাম ১ টাকা
  • পিউরিসাল ২ মিলিগ্রাম প্রতি পিচ ট্যাবলেটের দাম ২ টাকা

পিউরিসাল সিরাপ সম্পর্কিত সাধারণ জিজ্ঞাসা (FAQs)

প্রশ্ন: পিউরিসাল সিরাপ কেন ব্যবহার করে?
উত্তর: এটি কাশি, শ্বাসকষ্ট, শ্বাসকষ্ট, হাঁপানি এবং দীর্ঘস্থায়ী পালমোনারি রোগে বুকের শক্ত হওয়া উপশম প্রদান করতে ব্যবহৃত হয়।

প্রশ্ন: পিউরিসাল সিরাপ কি অ্যান্টিবায়টিক?
উত্তর: না, এই সিরাপ অ্যান্টিবায়টিক হিসেবে ব্যবহার করা হয় না।

প্রশ্ন: প্রতি পিচ পিউরিসাল সিরাপ ১০০ মিলি এর দাম কত?
উত্তর: পিউরিসাল ৫০ মিলি বোতল সিরাপের দাম ৩০ টাকা

প্রশ্ন: পিউরিসাল সিরাপ এর জেনেরিক নাম কি?
উত্তর: লিভোসালবিউটামল (Levosalbutamol)

প্রশ্ন: পিউরিসাল সিরাপ কোন কোম্পানি বাজারজাত করে?
উত্তর: ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড (Incepta Pharmaceuticals Ltd.)

প্রশ্ন: পিউরিসাল সিরাপ থেরাপিউটিক ক্লাস কি
উত্তর: β2-adrenoceptor stimulants and Short-acting selective 

লেখকের শেষকথাঃ purisal syrup এর কাজ কি

পরিশেষে আমরা ওষুধ খাওয়া নিয়ে সবসময় বলে থাকি যে নিজের রোগের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ ছাড়া নিজে থেকে কোন মেডিসিন গ্রহন করবেন না। যেকোন ধরণের মেডিসিন গ্রহন করার আগে প্রথমে আপনাকে একজন ডাক্তারের পরামর্শ নিতে হবে তারপরে তার পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করতে হবে। তাহলেই ইনশাল্লাহ আপনার সমস্যা নিরাময় হয় যাবে।

আমরা ইতিমধ্যে এই আর্টিকেলে purisal syrup এর কাজ কি, পিউরিসাল সিরাপ খাওয়ার নিয়ম এবং পিউরিসাল সিরাপ নিয়ে বিস্তারিত তথ্য আলোচনা করেছি। আপনারা হয়তো এতক্ষণে পিউরিসাল সিরাপ সম্পর্কে ক্লিয়ার ধারণা পেয়ে গেছেন। আর যদি এই সিরাপ সম্পর্কে আপনাদের কোন ধরণের প্রশ্ন বা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন।

পিউরিসাল সিরাপ সম্পর্কিত আমাদের আজকের এই পোস্টটি ভালো লাগলে বন্ধুদের অথবা প্রিয়জন দের মাঝে শেয়ার করে দিবেন। এতে তারাও এই পিউরিসাল সিরাপ সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারবেন। প্রিয় বন্ধুরা বিভিন্ন মেডিসিন বা সিরাপ সম্পর্কিত অন্যেন্য প্রয়োজনীয় যাবতীয় তথ্য পেতে আমাদের আড্ডাভিউ আইটি ওয়েবসাইট নিয়মিত ভিজিট করতে পারেন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আড্ডাভিউ আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url