রিভোট্রিল কি কাজ করে - রিভোট্রিল কি ঘুমের ঔষধ? জানুন বিস্তারিত

সম্মানিত পাঠক আসসালামু আলাইকুম। আশা করছি, আপনারা সকলেই ভালো আছেন। আপনি কি প্যানিক ডিসঅর্ডার বা মানসিক টেনশনে ভুগছনে? কিংবা রিভোট্রিল কি ঘুমের ঔষধ কিনা সেই সম্পর্কে জানতে চাচ্ছেন? তাহলে এই সমস্যা সমাধান পেতে একদম সঠিক জায়গায়। রিভোট্রিল ট্যাবলেট এর বিষয়ে অনেক মানুষই জানতে চাই। তাই আজকের এই আর্টিকেলে আপনাদের সুবিধার কথা চিন্তা করে রিভোট্রিল 0.5 mg ট্যাবলেট সম্পর্কে প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ তথ্য আলোচনা চেষ্টা করেছি।
রিভোট্রিল কি কাজ করে - রিভোট্রিল কি ঘুমের ঔষধ

প্রিয় পাঠক আপনি যদি আমাদের পোষ্টের শেষ পর্যন্ত থাকেন তাহলে রিভোট্রিল কি কাজ করে ওএটি ঘুমের ঔষধ কিনা এবং রিভোট্রিল ট্যাবলেট সম্পর্কে আরও গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন। তাই অবহেলা না করে সম্পূর্ণ পোস্টটি গুরুত্ব সহকারে পড়তে থাকুন। আশা করছি, রিভোট্রিল ট্যাবলেট সম্পর্কে যাবতীয় তথ্য জানতে পেরে আপনাদের উপকারে আসবে।
পোষ্ট সূচিপত্রঃ

ভূমিকা - Rivotril

আমাদের মাঝে এমন অনেকেই রয়েছেন যারা রিভোট্রিল কি ঘুমের ওষুধ সেই সম্পর্কে গুগলের কাছে চার্জ করে থাকেন। আজকের এই পোষ্টের মাধ্যমে আমি আপনাকে এই বিষয়ে ক্লিয়ার ধারণা দেবো যে রিভোট্রিল আসলে কি কাজ করে বা এটি ঘুমের ওষুধ হিসেবে ব্যবহার করা যাবে কিনা।

যাদের প্যানিক ডিসঅর্ডার বা মানসিক টেনশন এর সমস্যা আছে তাদের রিভোট্রিল কি কাজ করে, এটি ঘুমের ওষুধ হিসেবে ব্যভার করা যাবে কিনা এর পাশাপাশি রিভোট্রিল ট্যাবলেট খাওয়ার নিয়ম ও রিভোট্রিল ট্যাবলেটের পার্শ্ব প্রতিক্রিয়া গুলো জেনে নেওয়াটা খুবই জরুরী। তাই যারা এই ট্যাবলেট সম্পর্কে জানতে চান, তাদেরকে আমাদের সাথে থাকতে হবে।

আবার যারা মনে করছেন যে আমাদের এ ধরণের কোন সমস্যা নেই তারাও চাইলে এই পুরো পোস্ট জুড়ে আমাদের সাথে থেকে এই রিভোট্রিল ট্যাবলেট সম্পর্কে জেনে নিন। তাহলে চলুন, আর আপনার মূল্যবান সময়টুকু নষ্ট না করে মূল আলোচনায় শুরু করা যাক। আমরা প্রথমে রিভোট্রিল কিসের ঔষধ সেই সম্পর্কে সংক্ষেপে জেনে নিব।

রিভোট্রিল কিসের ঔষধ

আপনারা সচরাচর যেটি জানতে চান যে রিভোট্রিল কিসের ওষুধ? মূলত যারা প্রতিনিয়ত প্যানিক ডিসঅর্ডার বা মানসিক টেনশন ভোগেন তাদের ক্ষেত্রে এই ওষুধটি নির্দেশিত বা বিশেষজ্ঞরা এ ধরনের সমস্যার ক্ষেত্রে রিভোট্রিল ওষুধটি সেবনের পরামর্শ দিয়ে থাকেন।

মোটকথা এই ওষুধ মানসিক টেনশন এবং রিলাক্স মুডের জন্য ব্যবহার হয়ে থাকে। যাকে আমরা সচরাচর বলে থাকি মন শান্ত রাখার ওষুধ। যারা প্রতিনিয়ত ডিসঅর্ডার বা আতঙ্কের মধ্যে থাকে তাদের চিকিৎসার ক্ষেত্রে ব্যবহার করা হয়। রিভোট্রিল ওষুধটি মূলত রেডিয়ান ফার্মাসিটিক্যাল লিমিটেড কোম্পানি উৎপাদন ও বাজারজাত করে থাকেন যার সাইন্টিফিক নাম হল ক্লোনেজিপাম।

বিশেষ করে রিভোট্রিল 0.5 মিলিগ্রাম ট্যাবলেটটি নির্দেশিত করা হয়। যখন আপনার অতিরিক্ত মানসিক চাপ কিংবা টেনশন বেশি থাকবে তখন আপনি এই রিভোট্রিল ট্যাবলেট খেতে পারবেন। আশা করছি রিভোট্রিল (Rivotril) কিসের ঔষধ সেটি জানতে পেরেছেন। এবার চলুন রিভোট্রিল কি ঘুমের ওষুধ বা এই ওষুধ কি ঘুমের ওষুধ হিসেবে ব্যবহার করা যাবে কিনা সেই সম্পর্কে জেনে নেই।

রিভোট্রিল কি ঘুমের ওষুধ

আমাদের মাঝে এমন অনেক এই রয়েছে বা অনেকে আছেন যারা ইতিমধ্যে এই ঔষধ ঘুমের ওষুধ হিসেবে সেবন করছেন যেটি মোটেও উচিত নয়। রিভোট্রিল ওষুধ পরিপূর্ণভাবে ঘুমের ওষুধের জন্য নির্দেশনা এখন পর্যন্ত দেওয়া হয়নি। তবে কিছু কিছু বিশেষজ্ঞ্রা মনে করেন, যে রিভোট্রিল একটি ঘুমের ওষুধ এবং এই ওষুধটি যাদের খুব বেশি ঘুমের সমস্যা হয় তাদের ক্ষেত্রেই খাওয়া উত্তম।

এছাড়াও যারা শারীরিক অসহ্যতার কারণে ঘুম আসে না বা প্রতিনিয়ত ঘুমের ব্যাঘাত ঘটে তারা চাইলে একজন নিবন্ধিত চিকিৎসকের পরামর্শ নিয়ে এই ওষুধ সেবন করতে পারেন। তবে যারা ঘুমের ওষুধ ভেবে সেবন করছেন তারা হয়তো জানেন না এই ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া বা ক্ষতিকর প্রভাব শরীরের কতটা দেখা দিতে পারে।

তাই রিভোট্রিল ঘুমের ওষুধ হিসেবে খাওয়ার আগে অবশ্যই আপনার একজন ডাক্তারের পরামর্শ অনুযায়ী খেতে হবে। কারণ এই ট্যাবলেটের অনেক পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। যেটি আমরা পরবর্তী অংশে আলোচনা করেছি।

পোস্টটি মনোযোগ সহকারে পড়তে থাকুন তাহলে এই ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া গুলো জানতে পারবেন। তাহলে আশা করি রিভোট্রিল কি ঘুমের ওষুধ এই সম্পর্কে সঠিক ধারণা পেয়েছেন। এবার চলুন রিভোট্রিল ট্যাবলেট কি কাজ করে সেটি জেনে নেই।

রিভোট্রিল ট্যাবলেট কি কাজ করে

আপনারা অনেকেই রিভোট্রিল কি কাজ করেএই বিষয়ে গুগলের কাছে জানতে চেয়েছেন। মূলত এই ওষুধটির সম্পর্কে ধারণা না থাকার ফলেই মানুষ সচরাচর গুগলে সার্চ করে থাকেন। আপনি যদি তাদের দলের একজন হয়ে এই ওষুধ সম্পর্কে জানতে চান, তাহলে আপনি এখন সঠিক জায়গাতেই এসেছেন।

কেননা আর্টিকেলের এই অংশে আমরা রিভোট্রিল কি কাজ করে সেই সম্পর্কে আপনাকে বিস্তারিত জানিয়ে দেব। রিভোট্রিল এর মূল কাজ হচ্ছে যাদের প্যানিক ডিসঅর্ডার বা অতিরিক্ত মানসিক টেনশনে ভোগেন তাদের এ ধরণের সমস্যা দূর করতে সহায়তা করে থাকে। এছাড়াও অনেকেই  শরীরের কন্ডিশন অনুযায়ী এই ওষুধ ঘুমের ঔষধ হিসেবে সেবন করে থাকেন।

এর পাশাপাশি রিভোট্রিল মানসিক উদ্বেগ দূর করাতে কাজ করে। এছাড়াও মৃগী বা খিচুনি রোগ দূর করার পাশাপাশি আতঙ্কগ্রস্ততা দূর করার কাজ করে থাকে। তাহলে আশা করি রিভোট্রিল কি কাজ করে সেই সম্পর্কে আপনি সঠিক তথ্যটি জানতে পেরেছেন। এবার আসুন, রিভোট্রিল ট্যাবলেট খাওয়ার সঠিক নিয়ম জেনে নেই।

রিভোট্রিল ট্যাবলেট খাওয়ার নিয়ম

যে কোনো ধরণের ওষুধ সেবনের ক্ষেত্রে আপনাকে প্রথমে সঠিক মাত্রাটা ভালোমতো জানতে হবে এরপরে সেবন করতে হবে। সাধারণত প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে এর প্রাথমিক মাত্রা হল ০.৫ মিলিগ্রাম। সাধারণত একজন চিকিৎসক খুব বেশি সিরিয়াস রোগীদের ক্ষেত্রে সর্বোচ্চ দিনে ১বার 1.5 mg খাওয়ার পরামর্শ দিতে পারেন।

খিচুনি রোগীর ক্ষেত্রে: বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী, একজন মৃগী বা খিচুনি রোগীদের ক্ষেত্রে ওষুধের মাত্রা ০.১-০.২ মিলিগ্রাম প্রতি ৩ দিন অন্তর অন্তর খেতে হবে। এরপরেও যদি পরবর্তীতে খিচুনি নিয়ন্ত্রণ না হয় তাহলে এই ওষুধের মাত্রা ০.২৫-০.৫০ মিলিগ্রামের বেশি বাড়ানো উচিতথবে না।

প্যানিক ডিসঅর্ডার এর ক্ষেত্রে: বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী, যারা প্যানিক ডিসঅর্ডার রোগী রয়েছেন তাদের ক্ষেত্রে এই ওষুধের প্রাথমিক মাত্রা হচ্ছে ০.২৫ মিলিগ্রাম ৩ দিন অন্তর অন্তর খেতে হবে। তবে চিকিৎসকরা খুব বেশি জটিল রোগীদের ক্ষেত্রে দৈনিক ১ মিলিগ্রাম পর্যন্ত বৃদ্ধি করতে পারে।

এজন্য আপনাকে অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের সাথে পরামর্শ করে নিতে হবে। মনে রাখবেন আপনার রোগের সঠিক চিকিৎসার জন্য আপনার শরীরের অবস্থার ওপর ভিত্তি করে একজন চিকিৎসক ওষুধের ডোজ দিয়ে থাকেন। আপনি যদি  চিকিৎসকের দেওয়া পরামর্শ বা নিয়ম অনুযায়ী ওষুধ সেবন করেন তাহলে অবশ্যই ভালো ফলাফল পাবেন ইনশাআল্লাহ। আশা করছি,রিভোট্রিল ট্যাবলেট খাওয়ার নিয়ম সম্পর্কে জানতে পেরেছেন।

রিভোট্রিল ট্যাবলেটের পার্শ্ব প্রতিক্রিয়া

রিভোট্রিল ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া বা আপকারিতাগুলোর মধ্যে রয়েছে অস্বাভাবিকভাবে চোখ ঘোরা, বুক ধরফর করার মত সমস্যা, বিষন্নতা বা লোভ ইত্যাদি পাওয়ার মতো সমস্যা সৃষ্টি হতে পারে। এছাড়াও  আরও সাধারণ কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে-
  • তন্দ্রা
  • ক্লান্তি ভাব
  • মাথা ঘোরা
  • স্মৃতিশক্তি কমে যাওয়া
  • শ্বাস-প্রশ্বাসে কষ্ট হওয়া
  • কথা বলতে অসুবিধা হওয়া
  • চোখে ঝাপসা দেখা
  • ফুসফুসে নিঃসরণ বেড়ে যাওয়া
  • বিভিন্ন আত্মঘাতী চিন্তা করা ইত্যাদি।
উপরোক্ত পার্শ্ব প্রতিক্রিয়া গুলো সবার ক্ষেত্রে না-ও দেখা দিতে পারে। কেননা সবার রোগ বা শারীরিক অবস্থা একই রকম হয় না  বিভিন্ন ব্যক্তির ক্ষেত্রে বিভিন্ন রকম হয়ে থাকে। তাই সবার ক্ষেত্রে সব ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় না।

উপরোক্ত পার্শ্ব প্রতিক্রিয়াগুলো দীর্ঘ সময় ধরে লক্ষ্য করলে অবশ্যই আপনার নিকটবর্তী ডাক্তারের পরামর্শ নিতে হবে। আশা করছি রিভোট্রিল ট্যাবলেটের পার্শ্ব প্রতিক্রিয়া বা অপকারিতা জানতে সক্ষম হয়েছে। এবার আসুন রিভোট্রিল ট্যাবলেট এর দাম কত সেটি নিচের অংশ হতে জেনে নেওয়া যাক।

রিভোট্রিল ট্যাবলেট এর দাম কত?

রিভোট্রিল ট্যাবলেট মাসিক চক্র নিয়ন্ত্রণ এর জন্য উপযোগী ওষুধ হিসেবে পরিচিত। এই ট্যাবলেট রেডিয়েন্ট ফার্মাসিটিক্যালস লিমিটেড (Radiant Pharmaceuticals Ltd.) কোম্পানি বাজারজাত করে থাকে। রিভোট্রিল ট্যাবলেট এর দাম কত সেটা অনেকেই জানতে চায়। তাই পোষ্টের এই অংশে এর দাম তুলে ধরেছি। রিভোট্রিল ট্যাবলেট এর দাম কত হচ্ছে-
  • রিভোট্রিল 0.4 mg প্রতি পিচ ট্যাবলেট এর বর্তমান মূল্য হচ্ছে ৯ টাকা।
  • রিভোট্রিল 2 mg প্রতি পিচ ট্যাবলেট এর বর্তমান মূল্য হচ্ছে ১৪ টাকা।
  • রিভোট্রিল 0.25 mg প্রতি পিচ ট্যাবলেট এর বর্তমান মূল্য হচ্ছে ৪ টাকা।
  • রিভোট্রিল 1 mg  প্রতি পিচ ট্যাবলেট এর বর্তমান মূল্য হচ্ছে ১১ টাকা।

লেখকের শেষকথাঃ

পরিশেষে যে কথাটি বলতেই হবে, আপনি যদি বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ অনুযায়ী যেকোন ওষুধ সেবন করেন তাহলে দিনশেষে অবশ্যই ভালো ফলাফল পাবেন। আমরা ইতিমধ্যে রিভোট্রিল কি কাজ করে ও রিভোট্রিল কি ঘুমের ঔষধ সহ রিভোট্রিল ক্যাপসুল সম্পর্কে আরো অন্যান্য বিষয় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করেছি। আশা করছি, আপনারা জেনে উপকৃত হয়েছেন।

যেকোনো মেডিসিন সেবন করার আগে অবশ্যই বিষয়টি বিশেষজ্ঞ ডাক্তারকে জানিয়ে তাদের সাথে ভালোভাবে পরামর্শ করে সেবন করতে হবে। আপনি যদি সম্পূর্ণ আর্টিকেলে কোন বিষয়ে বুঝতে না পারেন, তাহলে অবশ্যই কমেন্টে বক্সে জানাবেন।

রিভোট্রিল কি কাজ করে ও রিভোট্রিল কি ঘুমের ঔষধ এবং রিভোট্রিল সম্পর্কিত আমাদের আজকের পোষ্টটি আপনার ভালো লেগে থাকলে কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। স্বাস্থ্য ও ওষুধ সম্পর্কিত অন্যান্য প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ আর্টিকেল পড়তে আমাদের আড্ডাভিউ ওয়েবসাইট নিয়মিত ভিজিট করুন ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আড্ডাভিউ আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url