sedil 5 mg এর কাজ কি - সেডিল খেলে কি হয় বিস্তারিত জানুন

সম্মানিত পাঠক আসসালামু আলাইকুম। আপনি কি প্রতিনিয়ত অতিরিক্ত চিন্তা, মাথাব্যথা, মাইগ্রেনের সমস্যায় ভুগছেন? অথবা sedil 5 mg এর কাজ কি বা সেডিল খেলে কি হয়, সেই সম্পর্কে যাবতীয় তথ্য জানতে চাচ্ছেন? তাহলে আমাদের আজকের আর্টিকেলটি আপনার জন্য। বর্তমানে সেডিল বহুল ব্যবহৃত একটি ওষুধ। এজন্য বেশিরভাগ মানুষ এই ওষুধ সম্পর্কে জানার জন্য গুগলে সার্চ করে থাকেন। মূলত তাদের কথা ভেবেই আজকের এই পোষ্টে সেডিল ট্যাবলেট সম্পর্কে যত অজানা তথ্য আছে সকল ধরণের প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ তথ্য আলোচনা করার চেষ্টা করেছি।
sedil 5 mg এর কাজ কি - সেডিল খেলে কি হয়

প্রিয় পাঠক আপনি যদি সেডিল ট্যাবলেট সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে চান, তাহলে আমাদের সাথে শেষ অবদি থাকতে হবে। তাহলে আপনি sedil 5 mg এর কাজ কি ও সেডিল খেলে কি হয় এই বিষয়ে জেনে নেওয়ার পাশাপাশি সেডিল কিসের ঔষধ, সেডিল খেলে কি হয়, সেডিল বেশি খেলে কি হয়, Sedil tablet খাওয়ার নিয়মসহ ইত্যাদি এই ওষুধ সম্পর্কে আরও গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন। তাই অবহেলা না করে পোস্টটি মনযোগ সহকারে শেষ অবদি পড়তে থাকুন।
পোষ্ট সূচিপত্রঃ

ভূমিকা - sedil tablet

বর্তমানে সেডিল ট্যাবলেট একটি বহুল ব্যবহৃত ওষুধ। আমরা অনেকেই দৈনন্দিন জীবনে এই ওষুধ ব্যবহার করে থাকি। তবে আজকের আলোচ্য বিষয়গুলো আলোচনা শুরু করার আগে আপনাকে প্রথমেই একটি বিষয়ে সচেতন করব সেটা হচ্ছে সেডিল ট্যাবলেট সেবন করার পূর্বে আপনাকে অবশ্যই একজন নিবন্ধিত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে।

আমাদের মাঝে এমন অনেকেই রয়েছেন যারা  আমাদের ওয়েবসাইট কিংবা বিভিন্ন ওয়েবসাইট থেকে ওষুধের যাবতীয় তথ্য সংগ্রহ করে সেই ওষুধ সেবন করার শুরু করে দেন। যেটা একদমই উচিত নয়। কারণ আপনাকে বুঝতে হবে ওষুধ একমাত্র চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হয়।

আর যদি আপনি চিকিৎসকের পরামর্শ ব্যতীত নিজে থেকে ওষুধ সেবন করেন তাহলে আপনার শরীরে যে কি পরিমান ক্ষতিকর প্রভাব ফেলতে পারে সেটা আপনার হয়তো চিন্তার বাইরে। তাই আমার অনুরোধ শুধু এই ওষুধের ক্ষেত্রে নয় আপনি যেকোনো ধরনের ওষুধ সেবন করার পূর্বে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিবেন।

আপনার শরীরে নানান ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে। যেগুলো পরবর্তীতে আপনার শরীরে অনেক জটিলতা সৃষ্টি করবে। তাই আশা করছি এ বিষয়ে অবশ্যই সচেতন থাকবেন। তাহলে এখন আমরা পোষ্টের মধ্যে ফিরে যাই।

সেডিল ট্যাবলেট সম্পর্কে কমবেশি সকলেই পরিচিত। সেডিল ট্যাবলেটটি সাধারনত স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি (Square Pharmaceuticals plc) কোম্পানি বাজারজাত করে থাকে।আপনারা অনেকেই এই ওষুধ সম্পর্কে জানতে চেয়েছেন। 

তাই আজকের এই পোষ্টের সাহায্যে আমরা এই ওষুধ সম্পর্কে আপনাকে এমন কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব যাতে আপনি উপকৃত হতে পারেন। তাহলে চলুন, আরঅতিরিক্ত কথা না বাড়িয়ে মূল আলোচনা শুরু করা যাক। আমরা প্রথমে সেডিল কি ঘুমের ঔষধ সেই সম্পর্কে বিস্তারিত জেনে নিব।

সেডিল কি ঘুমের ঔষধ

সিডিল ঘুমের ওষুধ কিনা এ বিষয়ে অনেকেই গুগলের কাছে জানতে চান। মূলত এজন্য পোস্টের শুরুতেই এই বিষয়ে আপনাকে একটি ক্লিয়ার ধারণা দেব। এই প্রশ্নের উত্তর হচ্ছে হ্যাঁ সেডিল ঘুমের ওষুধ। সেডিল ট্যাবলেট হচ্ছে একটি অ্যান্টিহিস্টামিন (Antihistamines) যা ঘুমের সমস্যায় ব্যবহৃত হয়।

এটি আমাদের মস্তিষ্কের নিউরনগুলোতে অ্যাসিটিলকোলিনের (acetylcholine) কার্যকারিতা বৃদ্ধি করতে সহায়তা করে যা ঘুমের জন্য কার্যকরী। তাই বলা যাই সেডিল ট্যাবলেট ঘুমের সমস্যার জন্য কার্যকর ওষুধ। এটি ঘুমের প্রাথমিক সময় কমিয়ে দিতে এবং ঘুমের সময়বৃদ্ধি করতে সহায়তা করে।

এছাড়াও এই ওষুধ এটি ঘুমের মানের উন্নতি করতেও সহায়তা করতে পারে। আশা করছি আপনার প্রশ্নের উত্তর জানতে পেরেছেন। এবার চলুন সেডিল কিসের ঔষধ বা সেডিল কোন কোন রোগের ওষুধ সেই বিষয়ে জেনে নেই।

sedil 5 mg এর কাজ কি

সেডিল ৫ মিগ্রা এর কাজ কি এই বিষয়ে আপনারা অনেকেই জানতে চেয়েছেন। তাই পোষ্টের এই অংশে এই ওষুধের কাজ সম্পর্কে তুলে ধরেছি। সেডিল মূলত যেসব রোগ নিরাময়ের কাজে ব্যবহার করা হয় তা নিম্নে বিস্তারিত তুলে ধরা হলো-
  • দুশ্চিন্তা দূর করার কাজে
  • উদ্বেগ দূর করতে
  • খিটখিটে মেজাজ দূর করতে
  • অস্থিরতা দূর করতে
  • মৃগী রোগে
  • ভীতি দূর করতে
  • বিষন্নতা দূর করার কাজে
  • খিচুনি প্রতিরোধে্র কাজে
  • ঘুমের বিভিন্ন অসুবিধার কাজে এই সেডিল ওষুধ ব্যবহৃত হয়।

সেডিল কিসের ঔষধ - সেডিল কোন রোগের ওষুধ

আপনারা অনেকেই সেডিল ট্যাবলেট কিসের ওষুধ বা এই ট্যাবলেট কোন রোগের ক্ষেত্রে ব্যবহৃত হয় সেই সম্পর্কে জানতে চেয়েছেন এজন্য পোষ্টের এই অংশে এই বিষয়ে বিস্তারিত তুলে ধরেছি। সাধারনত বেশিরভাগ ক্ষেত্রে সেডিল ট্যাবলেট ঘুমের ওষুধ হিসেবে ব্যবহৃত হয়। তবে ঘুম ছাড়াও আরো অন্যান্য সমস্যার ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে। যেমন-
  • ঋতুস্রাবের কাজে
  • প্রস্রাবের সমস্যা হলে
  • মাথা ব্যাথা হলে
  • অতিরিক্ত চিন্তা নিরাময়ে
  • মাইগ্রেনের সমস্যার ক্ষেত্রে ইত্যাদি।
মূলত উপরোক্ত উল্লেখিত সমস্যাগুলোর ক্ষেত্রে সেডিল ট্যাবলেট ব্যবহার করা হয়।  তবে বিশেষ করে বেশিরভাগ সময় সেডিল ট্যাবলেট ঘুমের ক্ষেত্রেই চিকিৎসকরা নির্দেশ দিয়ে থাকেন। আশা করছি সেডিল ট্যাবলেট কিসের ওষুধ বা কোন কোন সমস্যার ক্ষেত্রে ব্যবহার করা হয় সে সম্পর্কে অবগত হতে পেরেছেন। এবার চলুন সেডিল খেলে কি হয় তা জেনে নেই।

সেডিল খেলে কি হয়

সেডিল ট্যাবলেট মূলত বেশ কিছু কারণে ব্যবহার হয়ে থাকে। বিশেষ করে যারা প্রতিনিয়ত অত্যাধিক পরিমাণে চিন্তিত বা বিভিন্ন কারণে টেনশনে থাকেন তাদেরকে বিশেষজ্ঞ  ডাক্তাররা এই ট্যাবলেট দেওয়া হয়। এই ওষুধ খাওয়ার পরে নানান ধরনের মানসিক চাপ ও চিন্তা থেকে মুক্তি পাওয়া যায়। যাদের ঠিকভাবে ঘুম হয় না কিংবা কোন কারণে তাদের ঘুম আসে না তাদেরকে এই ওষুধটি দেওয়া হয়।

আবার যাদের এপিলেপসি বা খিচুনির অসুখ রয়েছে তাদেরকেও এই ট্যাবলেট দেওয়া হয়। এই অসুখ এটি একটি মারাত্মক জটিল অসুখ হিসেবে পরিচিত। মূলত এটি মস্তিষ্কের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে যা ব্রেন স্ট্রোক এর মত সমস্যা তৈরি হতে পারে। এক্ষেত্রে ডাক্তাররা এই রোগের চিকিৎসা হিসেবে সিডিল ওষুধ সেবনের নির্দেশ দিয়ে থাকেন। কেননা এ অবস্থায় এই ওষুধ সেবনে রোগী দ্রুত ঘুমিয়ে পড়ে। এর ফলে খিচুনি সমস্যাটি স্বাভাবিক হয়ে যায়।
যারা হঠাৎ উত্তেজিত হয়ে পড়ে তাদেরকেও সেডিল ট্যাবলেট খাওয়ানোর নির্দেশ দেওয়া হয়। এছাড়াও যাদের অতিরিক্ত বা তীব্র মাথাব্যথা রয়েছে এবং ঠিকভাবে ঘুম না হওয়ার যদি মাথাব্যথা সৃষ্টি হয় তাহলে সেক্ষেত্রেও সেডিল ট্যাবলেট খেতে পারেন। মাইগ্রেনের সমস্যার ক্ষেত্রেও এই ওষুধ বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তবে এটি চিকিৎসকের পরামর্শ ব্যতিত সেবন করবেন না।

কেননা মনে রাখবেন আপনার শরীরের রোগের অবস্থা একজন বিশেষজ্ঞ চিকিৎসকই ভালো বুঝতে পারবেন। তাই নিজে থেকে কখনোই নিজের চিকিৎসা করতে যাবেন না। এতে আপনার শরীরে বিভিন্ন রকম ক্ষতিকর প্রভাব পড়তে পারে। যেই ক্ষতিকর প্রভাবগুলো পরবর্তীতে আপনার শরীরে আরো জটিল আকার ধারণ করতে পারে।

সুতরাং আপনাকে এই ওষুধ সেবনে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যেকোনো ওষুধ আপনি যদি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করেন তাহলে অবশ্যই আপনার রোগের ভালো ফলাফল পাবেন। আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন।

সেডিল বেশি খেলে কি হয়

আমরা শুরুতেই বলে আসছি যে এই ওষুধ চিকিৎসকের পরামর্শ ব্যতীত অতিমাত্রায় বা বেশি খেয়ে ফেললে অবশ্যই আমাদের শরীরে ক্ষতিকর প্রভাব পড়বে। শুধু সিডিল ওষুধের ক্ষেত্র নয় আপনি যদি যে কোন ওষুধ বেশি সেবন করে ফেলেন তাহলে অবশ্যই আপনার শরীরে ক্ষতিকর প্রভাব পড়বে।

তবে আমরা এ পর্যায়ে সেডিল ট্যাবলেট বেশি খেলে কি হয় সেই সম্পর্কে বিস্তারিত জানবো। সেডিল ট্যাবলেট বেশি সেবনের ফলে আমাদের শরীরে নানান ধরনের সমস্যা দেখা দিতে পারে যেমন-
  • তন্দ্রা ভাব 
  • মাথাব্যথা 
  • শ্বাসকষ্ট 
  • জ্ঞান হারানো 
  • চোখে কম দেখা 
  • এলার্জি সমস্যা 
  • নিম্নের রক্তচাপ
  • হার্টের সমস্যা ইত্যাদি।
সেডিল বেশি খেলে মূলত প্রাথমিক পর্যায়ে উপরোক্ত উল্লেখিত সমস্যাগুলো দেখা দিতে পারে। তবে এছাড়াও আরো বিভিন্ন ধরনের গুরুতর সমস্যা সৃষ্টি হতে পারে। তাই এ বিষয়ে সকলেই সচেতন থাকতে হবে। এজন্যই বলবো যে সেডিল ট্যাবলেট কোনভাবেই বেশি সেবন করা যাবে না।

আপনার যদি এই ওষুধ সেবন করার প্রয়োজন পড়ে তাহলে প্রথমে আপনি একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিবেন তারপরে তার দেওয়া নির্দেশনা অনুযায়ী এই ওষুধ সেবন করবেন। আশা করছি সেডিল বেশি খেলে কি হয় তা জানতে পেরেছেন। এবার চলুন Sedil tablet খাওয়ার নিয়ম জেনে নেই।

Sedil tablet খাওয়ার নিয়ম

সেডিল সেবনের বেশ কিছু নির্ধারিত নিয়ম রয়েছে। আসুন তাহলে জেনে নিই সেই নিয়মগুলো।
  • দুশ্চিন্তার ক্ষেত্রে এই ওষুধ সর্বোচ্চ দুই মিলিগ্রাম দিনে ২বার খাওয়া যায়। 
  • অনিন্দ্রাজনিত সমস্যার ক্ষেত্রে সেডিল ট্যাবলেট ৫মিলিগ্রাম রাতে ১ বার খেতে হয়। 
  • ঘুমের ওষুধ হিসেবে সেডিল ট্যাবলেট ৫মিলিগ্রাম রাতে ঘুমানোর আগে ১ বার খেতে হয়।
  • তবে দুর্বল ব্যক্তির ক্ষেত্রে প্রতিটা ট্যাবলেট এর অর্ধেক খেতে হবে। 
মনে রাখবেন উপরোক্ত যে নিয়মগুলো দেওয়া হয়েছে সেগুলো নিয়ম অনুযায়ী আপনি সেবন করতে যাবেন না। প্রথমে আপনাকে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে তারপরে তার দেওয়া উল্লেখিত নিয়ম অনুযায়ী এই ওষুধ সেবন করতে হবে। কেননা এই ওষুধের ডোজ আপনার শরীরের অবস্থা ওজন এবং বয়স এর ওপর নির্ভর করে নিয়ম পরিবর্তিত হতে পারে।
তাই আপনাকে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। তবে যদি কোন কারণে আপনি আমাদের দেওয়া নিয়ম অনুযায়ী ওষুধ সেবন করে আপনার শরীরে কোন ক্ষতিকর প্রভাব পড়ে তাহলে আড্ডা ভিউ আইটি ওয়েবসাইটের এডমিন এক্ষেত্রে দায়ী থাকবে না। কারণ আড্ডা ভিউ ওয়েবসাইটের এডমিন শুধু তথ্য প্রদান করে কোন নির্দেশনা কখনোই দেয় না। আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন।

সেডিল ট্যাবলেট পার্শ্ব প্রতিক্রিয়া

সেডিল ওষুধ নিয়ম অনুযায়ী না খেলে বা অতিমাত্রায় খাওয়ার ফলে আমাদের শরীরের বেশ কিছু পার্শ্বপ্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে যেমন:
  • ক্লান্তি
  • মাথাব্যথা
  • পেটব্যথা
  • ঘুমঘুম ভাব
  • মাথা ঘোরা
  • শুষ্ক মুখ
  • দৃষ্টি ঝাপসা
  • প্রস্রাবের সমস্যা ইত্যাদি।
উপরের উল্লেখিত পার্শ্ব প্রতিক্রিয়া গুলো সাধারণত হালকা এবং অস্থায়ী হয়। তবে,আপনার যদি গুরুতর কোন ক্ষতিকর প্রভাব দেখা দেয় তাহলে অবিলম্বে আপনার চিকিৎসকের সাথে যোগাযোগ করুন।

সেডিল ট্যাবলেট কারা খেতে পারবে না?

সেডিল মূলত স্তন্যদানকারী বা গর্ভবতী মহিলাদের একেবারেই খাওয়া উচিত নয়। এই ওষুধ সেবনের আগে অবশ্যই একজন নিবন্ধিত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। আবার আপনার যদি প্রচুর পরিমাণে এলার্জিজনিত সমস্যা থেকে থাকে তাহলে সেডিল ট্যাবলেটটি পরিহার করতে হবে।
নাহলে খাওয়ার আগে আবারো চিকিৎসকের নিকট যেতে পারেন। এছাড়াও সেডিল সেবনের আগে আমাদেরকে বেশ কিছু বিষয়ে সতর্ক থাকতে হবে যেমন
  • প্রাপ্তবয়স্ক ব্যতিত খাওয়া উচিত নয়।
  • চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খেতে হবে।
  • শিশুদের ক্ষেত্রে ব্যবহার করা যাবে না।
  • সিডিল ট্যাবলেট নিয়ম অনুযায়ী খেতে হয়
  • গর্ভবতী মায়েদের বা স্থান দানকারী মায়েদের খাওয়ানো উচিত নয়।
  • লিভার বা কিডনি রোগ থাকলে, এই ওষুধ খাওয়ার আগে ডাক্তারের সাথে পরামর্শ করতে হবে।

Sedil এর দাম কত - sedil 5 mg price in bangladesh

Sedil ওষুধটি ঘুমের ওষুধ, মাইগ্রেন জনিত সমস্যা, মাথা ব্যথার জন্য কার্যকরী ঔষধ হিসেবে পরিচিত। এটি স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি (Square Pharmaceuticals plc) কোম্পানি বাজারজাত করে থাকে। আমরা অনেকেই এই ওষুধের দাম জানি না  চলুন তাহলে Sedil এর দাম কত তা জেনে নেই।
সেডিল ৫ মিলিগ্রাম
Per Strip Price: 20 Pc ( Tk 13 )
Per Box Price: 500 Pc ( Tk 325 )
আসলে এই ওষুধের দাম সঠিকভাবে বলা বেশ কঠিন কেননা ওষুধের দাম যে কোন সময় কম বেশি হয়ে থাকে। সেডিল 5 মিলিগ্রাম প্রতি পিচের দাম ১.৫ টাকা এবং প্রতি পাতার মূল্য ১৩ টাকা। আপনি যেকোনো ফার্মেসি থেকে এই ওষুধ কালেক্ট করতে পারবেন। তবে অবশ্যই  চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এই ওষুধটি সেবন করবেন।

লেখকের শেষকথাঃ sedil 5 mg এর কাজ কি - সেডিল খেলে কি হয়

পরিশেষে যেটা না বললেই নয় দয়া করে নিজের রোগের চিকিৎসার ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ ব্যতীত অন্য কোন পথ বা নিজে থেকে ওষুধ সেবন করবেন না। যেকোনো প্রকারের ওষুধ খাওয়ার আগে প্রথমে আপনাকে একজন নিবিন্ধিত চিকিৎসকের পরামর্শ নিতে হবে তারপরে তা দেওয়া নিয়ম বা পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করতে হবে। তাহলেই ইনশাল্লাহ ভালো ফলাফল পাবেন।

আমরা ইতিমধ্যে এই আর্টিকেলে sedil 5 mg এর কাজ কি ও সেডিল খেলে কি হয় সহ সেডিল ওষুধ নিয়ে বিস্তারিত তথ্য আলোচনা করেছি। আপনারা হয়তো এই ওষুধ সম্পর্কে ক্লিয়ার ধারণা জেনে গেছেন। যদি ওষুধ সম্পর্কে কোন ধরণের প্রশ্ন থাকে তাহলে এই পোষ্টের নিচে কমেন্ট বক্সে জানাতে পারেন।

সেডিল ট্যাবলেট সম্পর্কিত আজকের এই পোস্টটি আপনার ভালো লাগলে বন্ধুদের শেয়ার করে দিবেন করবেন। বিভিন্ন ওষুধ বা মেডিসিন সম্পর্কিত অন্যেন্য প্রয়োজনীয় তথ্য পেতে আমাদের আড্ডাভিউ আইটি ওয়েবসাইট নিয়মিত ভিজিট করার অনুরোধ রইলো।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আড্ডাভিউ আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url