সিনামিন সিরাপ এর কাজ কি - সিনামিন কোন রোগের ঔষধ

সম্মানিত পাঠক আসসালামু আলাইকুম। আপনি কি প্রতিনিয়ত নাকে প্রদাহ, চোখে প্রদাহ, শ্বাসকষ্ট এবং ঠান্ডাজনিত সমস্যায় ভুগছেন? অথবা সিনামিন সিরাপ এর কাজ কি বা সিনামিন কোন রোগের ঔষধ সেই সম্পর্কে জানতে চাচ্ছেন? তাহলে আপনি সঠিক জায়গাতেই এসেছেন। বর্তমানে সিনামিন সিরাপ বহুল ব্যবহৃত একটি সিরাপ। এজন্য বেশিরভাগ মানুষ এই সিরাপ সম্পর্কে গুগলের কাছে জানতে চায়। মূলত তাদের কথা বিবেচনা করেই এবং তাদের সুবিধার কথা ভেবেই আজকের এই পোষ্টে সিনামিন সিরাপ সম্পর্কে যত অজানা প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে সেগুলো সাজিয়েছি।
সিনামিন সিরাপ এর কাজ কি - সিনামিন কোন রোগের ঔষধ

আপনি যদি ঠান্ডাজনিত সমস্যায় ভুগেন, তাহলে সিনামিন সিরাপ সেবন করারর আগে সিনামিন এর উপকারিতা, সিনামিন সিরাপ খাওয়ার নিয়ম, সিনামিন সিরাপ এর ক্ষতিকর দিক সহ এই সিরাপের আরও বিভিন্ন দিক সম্পর্কে জেনে নেওয়াটা খুবই জরুরি। আর এ সকল তথ্য বিস্তারিতভাবে জানতে হলে আমাদের সাথে শেষ অবদি থাকতে হবে। তাহলে এই সিরাপ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন। তাই অবহেলা না করে সম্পূর্ণ পোস্টটি মনযোগ সহকারে পড়ার চেষ্টা করুন। 
পোষ্ট সূচিপত্রঃ

ভূমিকা - sinamin

বর্তমানে সিনামিন সিরাপ একটি বহুল ব্যবহৃত ওষুধ। আমরা দৈনন্দিন জীবনে অনেকেই এই সিনামিন সিরাপ ব্যবহার করে থাকি। তাই সিনামিন সিরাপ সম্পর্কে কমবেশি হয়তো সকলেই পরিচিত। সিরাপটি  সাধারনত ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেড (Ibn Sina Pharmaceuticals Limited) কোম্পানি 
বাজারজাত করে থাকে। যার জেনেটিক নাম ক্লোরফেনিরামিন মেলিয়েট (Chlorpheniramine maleate)।

আপনারা অনেকেই এই সিনামিন সিরাপ সম্পর্কে জানতে চেয়েছেন। তাই আমরা আজকের পোষ্টের সাহায্যে আপনাকে এই সিরাপ সম্পর্কে এমন কিছু তথ্য দেব যাতে আপনি উপকৃত হতে পারেন। তাহলে চলুন, আর বেশি কথা না বাড়িয়ে মূল আলোচনা শুরু করা যাক। আমরা প্রথমে সিনামিন কি বা এর পরিচিত সম্পর্কে সংক্ষেপে জেনে নিব।

সিনামিন কি - sinamin syrup

সিনামিন একটি অ্যালকাইল অ্যামাইন অ্যান্টিহিস্টামিন (Alkyl amine antihistamines)। যা মূলত একটি শক্তিশালী হিস্টামিন এইচ-১ রিসেপ্টর ব্লকার এজেন্ট রূপে ব্যবহৃত হয়। যার ফলে এটি সাধারনত প্রােমিথাজিন থেকে কম নিদ্রার উদ্রেক করে থাকে। ক্লোরফেনিরামিন এইচ-১ (Chlorpheniramine H-1) রিসেপ্টর ব্লক করার মাধ্যমে এর কার্যক্ষমতা প্রদর্শন করে।

সিনামিন প্লাস কি অ্যান্টিহিস্টামিন

সিনামিন প্লাস (Sinorin Plus Tablet) অ্যান্টিহিস্টামিন কিনা এটা নিয়ে অনেকেই বিভ্রান্তিতে থাকেন। তাই এই সম্পর্কে জেনে ক্লিয়ার হয়ে নিন। সিনামিন প্লাস ট্যাবলেটটি সর্বাধিক জনপ্রিয় অ্যান্টিহিস্টামিন ওষুধ যা মূলত আমাদের দেহের গলা বা নাকের মধ্যে চুলকানি, জলভরা চোখ, সর্দিযুক্ত নাক, অ্যালার্জিক রিনাইটিস এবং দীর্ঘমেয়াদী আমবাত রোগের চিকিৎসার জন্য ব্যবহার হয়ে থাকে। তাহলে আশা করছি আপনার প্রশ্নের উত্তরটি জেনে গেছেন। আবার চলুন সিনামিন কোন রোগের ঔষধ সেটা জেনে নেই।

সিনামিন কোন রোগের ঔষধ

আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে সিনামিন কোন রোগের ঔষধ বা এই ওষুধ কোন কোন রোগের ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে। তাই পোষ্টের এই অংশে এই সম্পর্কে তুলে ধরেছি। সিনামিন সিরাপ বা ট্যাবলেট আমাদের দেহের নাকে সর্দি ঝরা, নাকে প্রদাহ, এলার্জি, শ্বাসকষ্ট, ঠান্ডাজনিত সমস্যা, কাশি চোখে প্রদাহ প্রভৃতি সমস্যার ক্ষেত্রে খুবই কার্যকরী ওষুধ।
এছাড়াও আমাদের দেহের গোটা গোটা দাগ হলে, কীট-পতঙ্গের কামড়ে এই সিরামিন ট্যাবলেট সেবন করলে খুব ভালো ফলাফল পাওয়া যায়। সুতরাং বলা যায় এই ওষুধ
  • খড়া জ্বর এর ক্ষেত্রে
  • ঠাণ্ডা কাশি দূর করতে
  • এনজিওএডিমা
  • রাইনাইটিস দূর করতে
  • অ্যালার্জি জনিত ছত্রাক
  • কনজাংটিভাইটিস
  • হাঁপানি এবং একজিমার ক্ষেত্রে
  • নাক বন্ধ এবং অ্যালার্জির ক্ষেত্রে
  • পোকামাকড়ের কামড়
  • ভ্রমণজনিত পীড়া ইত্যাদি সমস্যা বা রোগের ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে।
তবে এছাড়াও কোন ওষুধের প্রতিক্রিয়ায় ব্যথা বা চুলকানিতে এটা বেশ কার্যকরী। খাদ্য ও রাসায়নিক ওষুধ দ্বারা প্ররোচিত অ্যালার্জির সমস্যা এইসব রোগের ঔষধ। আশা করছি সিনামিন কোন রোগের ঔষধ বা কোন কোন সমস্যার ক্ষেত্রে ব্যবহার করা হয় তা জানতে পেরেছেন। এবার চলুন সিনামিন সিরাপ এর কাজ কি সেটা বিস্তারিত জেনে নেই।

সিনামিন সিরাপ এর কাজ কি - sinamin syrup bangla

আমাদের মাঝে মন অনকেই রয়েছেন যারা প্রতিনিয়ত জানতে চায় যে সিনামিন সিরাপ এর কাজ কি তাই পোষ্টের এই অংশে এই সিরাপের কাজ সম্পর্কে তুলে ধরেছি। সিনামিন সিরাপ
(Sinamin Syrup) মূলত যেসব রোগের ক্ষেত্রে কার্যকরী ভূমিকা পালন করে কিংবা যে সব রোগের উপসর্গ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ করে তা নিম্নে তুলে ধরা হলো–
  • ছুলি (Rash)
  • এলার্জি (Allergy)
  • খড়া জ্বর (Hay fever)
  • চুলকানি (itching)
  • শ্বাসকষ্ট Shortness of breath)
  • সাধারণ ঠান্ডা (common cold)
  • রাইনাইটিস (Rhinitis)
  • স্বাদহীন চোখ (tasteless eyes)
  • Itchy গলা / ত্বক
  • Anaphylactic শক ইত্যাদি।
মূলত উপরোক্ত সমস্যা সমাধানের জন্য সিনামিন সিরাপ কার্যকরী ভূমিকা পালন করে থাকে। তবে এটি সাধারণত চিকিৎসকরা বাচ্চাদের জন্য নির্দেশিত করে থাকে। আশা করছি এতক্ষণে সিনামিন সিরাপ এর কাজ কি তা জানতে পেরেছেন। এবার চলুন সিনামিন এর উপকারিতাগুলো জেনে নেই। 

সিনামিন এর উপকারিতা

সিনামিন এর বেশ কিছু উপকারিতা রয়েছে যেগুলো হয়তো অনেকেরই জানা নেই। আসুন তাহলে আমরা সিনামিন ওষুধের উপকারিতাগুলো জেনে নেওয়ার চেষ্টা করি। সিনামিন ওষুধ সেবনে আমাদের দেহে যেগুলো কার্যকরী উপকারিতা পাওয়া যায় তা হলো--
  • কারো যদি এলার্জি যদি জনিত সমস্যা থাকে তাহলে এই সিরাপ সেবনে সেই সমস্যা দূর হয়ে যায়।
  • যাদের ঠান্ডা জনিত সমস্যা রয়েছে তারা যদি এই সিরাপ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করেন তাহলে ঠান্ডা জনিত বিভিন্ন সমস্যা দূর হয়ে যাবে।
  • আবার অনেকেই চর্মরোগ বা চুলকানি জনিত সমস্যাই ভোগেন তাদের ক্ষেত্রেও এই ওষুধটি কার্যকরী।
  • আমাদের মধ্যে অনেকেরই রায়নাইটিস জনিত সমস্যা দেখা দেয় তারা যদি এই ওষুধ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করেন তাহলে এই সমস্যা দূর হয়ে যাবে।
  • এছাড়াও বেশিরভাগ শিশুদের ক্ষেত্রে নাকে প্রদাহ ও চোখে প্রদাহ কিংবা বিভিন্ন ঠান্ডাজনিত সমস্যাহতে দেখা যায়। তাদের ক্ষেত্রে এই ওষুধটি অনেক বেশি কার্যকরী ভূমিকা পালন করে।
এই ওষুধের উপরোক্ত উপকারিতা ছাড়াও আরো নানান ধরনের কার্যকরী উপকার রয়েছে। সুতরাং উপরোক্ত সমস্যা গুলো সমাধানের ক্ষেত্রে এই ওষুধের জুড়ি নেই। আশা করছি সিনামিন এর উপকারিতা সম্পর্কে অবগত হতে পেরেছেন। এবার চলুন সিনামিন ট্যাবলেট খাওয়ার নিয়ম জেনে নেই।

সিনামিন ট্যাবলেট খাওয়ার নিয়ম - sinamin syrup uses

সিনামিন ট্যাবলেট খাওয়ার বেশ কয়েকটি নির্দিষ্ট নিয়ম রয়েছে। এই ট্যাবলেট সেবন করার আগে অবশ্যই সেই নিয়মগুলো আমাদেরকে জেনে নিতে হবে। সাধারণত সিনামিন ট্যাবলেট বয়স ও রোগের অবস্থার উপর নির্ভর করে ভিন্ন ভিন্ন মাত্রায় সেবন করতে হয়।

তাই সবচেয়ে উত্তম ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করা। আমরা নিম্নে এই ওষুধের একটি নির্দেশনা দিয়েছি আপনারা চাইলে সেই অনুযায়ী খেতে পারেন।
প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে
  • সিনামিন ট্যাবলেট দিনে ২ টা খেতে পারবেন তবে অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ।
শিশুদের ক্ষেত্রে
  • সিনামিন ট্যাবলেট যেসব শিশুদের ৬ থেকে ১২ বছর বয়স সেসব শিশুদের জন্য দিনে ১টি করে এই খেতে বলে।
  • আবার ২ থেকে ৫ বছর বয়সী শিশুদের ক্ষেত্রে সিনামিন ট্যাবলেট ৪ ভাগের ১ ভাগ করে দিনে ২ বার খাওয়ানো যায় তবে এক্ষেত্রে আপনাকে অবশ্যই আপনার নিকটতম স্বাস্থ্য কেন্দ্রে ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনার শিশুকে সেবন করাতে হবে।
  • ১ বছর কম বয়সী শিশুদের ক্ষেত্রে সিনামিন ট্যাবলেট এর ব্যাবহার নির্দেশিত নয়।
মনে রাখবেন উপরোক্ত নিয়ম আপনার শিশুর জন্য কার্যকর নাও হতে পারে। এজন্য আপনাকে অবশ্যই শিশু বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে এবং তার দেওয়া নিয়ম অনুযায়ী শিশুকে সিনামিন ট্যাবলেট করাতে হবে। আশা করছি এ বিষয়ে সতর্কতা অবলম্বন করবেন। সিনামিন ট্যাবলেট খাওয়ার নিয়ম তো জেনে নিলাম এবার চলুন সিনামিন সিরাপ খাওয়ার নিয়ম জেনে নেই।

সিনামিন সিরাপ খাওয়ার নিয়ম

সিনামিন সিরাপ এর ক্ষেত্রেও বয়স ও রোগের অবস্থার উপর নির্ভর করে ভিন্ন ভিন্ন মাত্রায় সেবন করতে হয়। তাই আপনাকে অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে। আমরা নিচে এই সিরাপ খাওয়ার নিয়ম দিয়েছি আপনি চাইলে ডাক্তারের পরামর্শ নিয়ে খেতে পারেন।
  • প্রাপ্ত বয়স্ক্দের ক্ষেত্রে -- ৪ মিলিগ্রাম দিনে ২ থেকে ৩ বার সেবন করা যায়। (দিনে সর্বোচ্চ ২৪ মিলিগ্রাম পর্যন্ত)।
  • শিশুদের ক্ষেত্রে ১ থেকে ২ বছর পর্যন্ত  ১ মিলিগ্রাম দিনে ১ বার সেবনযোগ্য।
  •  ২ থেকে ৫ বছর বয়সী শিশুদের ক্ষেত্রে ১ মিলিগ্রাম দিনে ২ বার সেবনযোগ্য (দিনে সর্বোচ্চ ৬ মিলিগ্রাম পর্যন্ত)।
  • ৬ থেকে ১২ বছর বয়সী শিশুদের ক্ষেত্রে ২ মিলিগ্রাম দিনে ২ থেকে ৩ বার সেব্য (দিনে সর্বোচ্চ ১২ মিলিগ্রাম. পর্যন্ত)। অবশ্যই চিকিৎসকের পরামর্শে ব্যবহার্য।
তবে বিভিন্ন কারনে এই সিরাপের মাত্রার তারতম্য হতে পারে। তাই ডাক্তার আপনাকে যেভাবে সেবনের পরামর্শ দিবেন আপনাকে ঠিক সেভাবে ওষুধ গ্রহন করতে হবে। আশা করছি সিনামিন সিরাপ খাওয়ার নিয়ম জানতে পেরেছেন।। এবার চলুন, সিনামিন সিরাপ বা ট্যাবলেট চিকিৎসকের পরামর্শ ব্যতীত বা অতিমাত্রায় সেবন করলে আমাদের শরীরে যেসব পার্শ্ব প্রতিক্রিয়া গুলো দেখা দেয় সেগুলো জেনে নিই।

সিনামিন সিরাপ এর পার্শ্ব প্রতিক্রিয়া

সিনামিন সিরাপ (Sinamin Syrup) অতিমাত্রায় সেবনের ফলে যেসব পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে তার তালিকা উল্লেখ করা হলো। তবে এটি সম্পূর্ণ তালিকা নয়। এই পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেওয়ার সম্ভাবনা রয়েছে তবে সবসময় না। কিছু পার্শ্ব প্রতিক্রিয়া অনেক জটিল হতে পারে কিন্তু বিরল। পার্শ্বপ্রতিক্রিয়া গুলো হচ্ছে–
  • শুষ্ক মুখ (Dry mouth)
  • চটকা (Snap)
  • পেট ব্যথা (Abdominal pain)
  • মাথা ব্যাথা (Headache)
  • ঝাপসা দৃষ্টি (Blurred vision)
  • কোষ্ঠকাঠিন্য (Constipation)
  • কানে বাজছে (Ringing in the ears)
  • বুকে নিবিড়তা (Chest tightness)
  • ক্ষুধা পরিবর্তন (Appetite change)
  • পেশীবহুল দুর্বলতা (Muscular weakness )
  • স্নায়বিক অনুভব (Nervous feeling)
  • রক্তের নিম্নচাপ (Hypotension) 
  • বেদনাদায়ক মূত্রত্যাগ (Painful urination)
  • মোটর ফাংশনে বয়স-সম্পর্কিত ঘাটতি ইত্যাদি।
আপনি যদি উল্লিখিত তালিকার বাইরে কোন পার্শ্ব প্রতিক্রিয়া লক্ষ্য করেন কিংবা উপরোক্ত সমস্যাগুলো খুব জটিলভাবে লক্ষ্য করেন তাহলে আপনার ডাক্তারের সাথে যোগাযোগ করুন। আশা করছি সিনামিন সিরাপ এর পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে অবগত হতে পেরেছেন। এবার চলুন সিনামিন ট্যাবলেট ও সিরাপ এর দাম কত তা জেনে নেই।

সিনামিন ট্যাবলেট এর দাম কত

সিনামিন ট্যাবলেটটি নাকে প্রদাহ, চোখে প্রদাহ, শ্বাসকষ্ট এবং ঠান্ডাজনিত সমস্যার জন্য কার্যকরী ঔষধ হিসেবে পরিচিত। এটি ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেড (Ibn Sina Pharmaceuticals Limited) কোম্পানি উৎপাদন করে থাকে। যার জেনেটিক নাম ক্লোরফেনিরামিন মেলিয়েট (Chlorpheniramine maleate)।। আমরা অনেকেই সিনামিন ওষুধের দাম জানি না। প্রতি পিচ সিনামিন ট্যাবলেট দাম হচ্ছে ০.৩০ টাকা। প্রতি ১০ পিস /১ পাতা সিনামিন ট্যাবলেট এর দাম ৩.০ টাকা

সিনামিন সিরাপ এর দাম কত

সিনামিন সিরাপ মূলত ১০০ মিলি বোতল আকারে পাওয়া যায়। যার যার বর্তমান বাজার মূল্য হচ্ছে ৩০ টাকা। আসলে এই ওষুধগুলোর দাম যে কোন সময় কম বেশি হয়ে থাকে। তাই সবচেয়ে ভালো হয় আপনি যদি ওষুধের প্যাকেটের গায়ে নির্দিষ্ট দাম ও মেয়াদ উত্তীর্ণের তারিখ দেখে ক্রয় করবেন। সিনামিন সিরাপ যেকোন ফার্মেসির দোকান থেকে কালেক্ট করতে পারবেন। তবে মনে রাখবেন এই ওষুধ শুধুমাত্র চিকিৎসকের নির্দেশনা অনুযায়ী সেবনযোগ্য। 

সিনামিন ট্যাবলেট বেশি খেলে কি ক্ষতি হয়

আমরা প্রথমে থেকেই বলে আসছি যে এই ওষুধ চিকিৎসকের পরামর্শ ছাড়া অতিমাত্রায় বা বেশি সেবন করলে অবশ্যই আমাদের শরীরে ক্ষতিকর প্রভাব পড়বে। শুধু সিনামিন ট্যাবলেট এর ক্ষেত্র নয় সব ধরণের ওষুধের ক্ষেত্রে বেশি সেবন করলে অবশ্যই আপনার শরীরে ক্ষতিকর প্রভাব পড়বে।

তবে আমরা এ পর্যায়ে সিনামিন ট্যাবলেট বেশি খেলে কি ক্ষতি হয় সেই সম্পর্কে বিস্তারিত জানবো। সিনামিন ট্যাবলেট বেশি সেবনের ফলে আমাদের শরীরে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে যেমন-
  • ঘুম-ঘুম ভাব (Sleepiness)
  • মুখ শুকনো হওয়া (Dry Mouth)
  • ডায়রিয়া (Diarrhoea)
  • ঝাপসা দৃষ্টি (Blurred Vision)
  • অনিয়মিত হার্টবিট (Irregular Heart Beat)
  • পাকস্থলীতে ব্যাথা (Stomach Pain)
  • বমি ভাব বা বমি (Nausea Or Vomiting) ইত্যাদি।

সিনামিন ট্যাবলেট কি কাজ করে

আমরা পরিশেষে জেনে নিব যে সিনামিন ট্যাবলেট কি কাজ করে বা এই ট্যাবলেট আমাদের শরীরে কি কি কাজে আসে সেই সম্পর্কে।
  • ছুলি জনিত সমস্যায় কাজ করে
  • কাশি হলে দূর করে 
  • সাধারণ ঠাণ্ডাজনিত সমস্যা নিরাময় করে
  • রাইনাইটিস
  • অন্যান্য এলার্জির সমস্যা দূর করে
  • নাকে প্রদাহ নিরাময় করে
  • নাকে সর্দি ঝরা
  • ভ্রমণ জনিত বমি নিরাময় করে
  • সংবেদনশীল প্রতিক্রিয়া নিরাময় করে
  • অ্যানজিওনিউরােটিক ইডেমা
  • চোখ লাল হয়ে প্রদাহ সৃষ্টি নিরাময় করে ইত্যাদি।
সিনামিন ট্যাবলেট এবং সিনামিন সিরাপ এর কাজ প্রায় একই। কিন্তু বেশিরভাগ ডাক্তাররা প্রাপ্তবয়স্কদের সিনামিন ট্যাবলেট খেতে বলে আর শিশুদের ক্ষেত্রে সেবন করতে বলে। সিরাপ ও ট্যাবলেট এর মধ্যে এতটুকুই তফাৎ রয়েছে। আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন।

লেখকের শেষকথাঃ সিনামিন কোন রোগের ঔষধ

পরিশেষে যেটা না বললেই নয় আপনি যদি কোন রোগের ক্ষেত্রে একজন নিবন্ধিত ডাক্তারের পরামর্শ অনুযায়ী তার দেওয়া নিয়ম অনুসরণ করে ওষুধ সেবন করেন তাহলে অবশ্যই ইনশাল্লাহ ভালো ফলাফল পাবেন। আমরা ইতিমধ্যে এই আর্টিকেলে সিনামিন সিরাপ এর কাজ কি, সিনামিন কোন রোগের ঔষধ সহ সিনামিন ওষুধ নিয়ে বিস্তারিত তথ্য আলোচনা করেছি।

আপনারা হয়তো এতক্ষণে এই ওষুধ সম্পর্কে ক্লিয়ার ধারণা পেয়ে গেছেন। তবে যদি সিরাপ সম্পর্কে আপনার কোন ধরণের মতামত থাকে তাহলে এই কমেন্ট বক্সে জানাতে পারেন। সিনামিন সিরাপ সম্পর্কিত আজকের এই পোস্টটি আপনার ভালো লাগলে বন্ধুদের শেয়ার করে দিবেন করবেন। বিভিন্ন ওষুধ বা মেডিসিন সম্পর্কিত অন্যেন্য প্রয়োজনীয় তথ্য পেতে আমাদের আড্ডাভিউ আইটি ওয়েবসাইট নিয়মিত ভিজিট করার অনুরোধ রইলো।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আড্ডাভিউ আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url