tufnil এর কাজ কি - টাফনিল কিসের কাজ করে বিস্তারিত জানুন
সম্মানিত পাঠক আসসালামু আলাইকুম। আপনি কি প্রতিনিয়ত শুধু মাথা ব্যাথা, শরীর
ব্যাথা, দূর্বলতায় ভুগছেন? অথবা tufnil এর কাজ কি বা টাফনিল কিসের কাজ করে সেই
সম্পর্কে যাবতীয় তথ্য জানতে চাচ্ছেন? তাহলে আমাদের আজকের আর্টিকেলটি আপনার জন্য
উপকার হতে চলেছে। বর্তমানে বেশিরভাগ মানুষকে গুগলে এই ট্যাবলেট সম্পর্কে জানার
জন্য সার্চ করতে দেখা যায়। মূলত এজন্যই তাদের কথা ভেবেই আজকের এই পোষ্টের মধ্যে
টাফনিল ট্যাবলেট সম্পর্কে যত অজানা তথ্য রয়েছে সকল ধরণের প্রয়োজনীয় ও
গুরুত্বপূর্ণ তথ্য আলোচনা করেছি।
প্রিয় পাঠক আপনি যদি টাফনিল ট্যাবলেট সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে চান তাহলে আমাদের সাথে শেষ অবদি থাকতে হবে তাহলে আপনি tufnil এর কাজ কি বা টাফনিল কিসের কাজ করে এই বিষয়ে জেনে নেওয়ার পাশাপাশি টাফনিল কিসের ঔষধ, টাফনিল কোন রোগের ঔষধ, টাফনিল খেলে কি হয়, টাফনিল বেশি খেলে কি হয় ইত্যাদি সম্পর্কে আরও গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন। তাই অবহেলা না করে পোস্টটি মনযোগ সহকারে পড়ার অনুরোধ রইলো।
পোষ্ট সূচিপত্রঃ
tufnil - টাফনিল
টাফনিল ওষুধ সম্পর্কে আমরা কমবেশি সকলেই পরিচিত। টাফনিল ট্যাবলেটটি
সাধারনত এসকেএফ ফার্মাসিটিক্যালস লিমিটেড (SKF PHARMACEUTICALS LTD) কোম্পানি
বাজারজাত করে থাকে। এই ওষুধের জেনেরিক নাম হলো টলফেনামিক এসিড (Tolfenamic
acid)।
বর্তমানে এই ওষুধের ব্যবহার দিন দিন বেড়েই চলেছে। এটি শুধুমাত্র ট্যাবলেট
হিসেবে পাওয়া যায়, সিরাপ আকারে বাজারজাত হয় না। আপনারা অনেকেই টাফনিল
ট্যাবলেট সম্পর্কে জানতে চেয়েছেন। হয়তো এই ওষুধ এর সঠিক তথ্য খুঁজে না পেয়ে
হয়রান হয়ে গেছেন।
তাই আজকের এই পোষ্টের মাধ্যমে এই ট্যাবলেট সম্পর্কে আমরা আপনাকে এমন কিছু তথ্য
প্রদান করব বা আপনাকে ক্লিয়ার ধারণা দিয়ে দিব যাতে আপনি উপকৃত হতে
পারেন। তাহলে চলুন, আর বেশি কথা না বাড়িয়ে আপনার মূল্যবান সময়টুকু অপচয়
না করে মূল আলোচনা শুরু করা যাক। আমরা প্রথমে tufnil এর কাজ কি সেই
সম্পর্কে বিস্তারিত জেনে নিব।
tufnil এর কাজ কি - টাফনিল এর কাজ কি
Tufnil ওষুধের কাজ হচ্ছে মূলত যাদের মাইগ্রেনজনিত সমস্যা রয়েছে তাদের
মাইগ্রেনের মাথাব্যথা দূর করাই এর প্রধান কাজ। মোটকথা এই ওষুধটি বিশেষ করে
মাইগ্রেন জনিত মাথা ব্যাথা, জ্বরে বেদনা নাশক ও পোস্ট অপারেটিভ ব্যথা
বেদনানাশক কাজে নির্দেশিত। যাদের অন্যান্য সাধারণ ওষুধ সেবনে কোনভাবেই
মাথাব্যথা কমে না তাদেরকে বিশেষজ্ঞ চিকিৎসকরা tufnilওষুধটি খাওয়ার জন্য
নির্দেশ দিয়ে থাকেন।
যারা প্রতিনিয়ত মাইগ্রেনজনিত সমস্যায় ভুগছেন তারা এই ওষুধটি খেতে পারেন।
তাছাড়াও টাফনিল বিভিন্ন বেদনা নাশক হিসেবেো কাজ করে থাকে। যেমন অতিমাত্রার
জ্বরে বেদনা নাশক হিসেবেও কার্যকরী। তবে বেশিরভাগ ক্ষেত্রে টাফনিল ট্যাবলেট
মাইগ্রেন জনিত ব্যাথা নিরাময়ে একটি অন্যতম ওষুধ হিসেবে ব্যবহার হয়ে
থাকে।
তবে অবশ্যই একজন নিবন্ধিত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এই ওষুধ সেবন করতে হবে।
কারণ অনেকেই আছেন যারা খুব বেশি মাথা ব্যথায় ভোগলে অতিমাত্রায় ওষুধটি খেয়ে
ফেলেন যার ফলে শরীরে বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা দেখা দেয়। এছাড়াও এই
ওষুধটি ডাক্তারের পরামর্শ অনুযায়ী ভিন্ন ভিন্ন মাত্রই সেবন করতে হয়। সুতরাং
আপনাকে এই ওষুধটি প্রেসক্রিপশন অনুযায়ী সেবন করতে হবে।
টাফনিল কিসের ঔষধ - টাফনিল কোন রোগের ওষুধ
টাফনিল কিসের ওষুধ এটি অনেকেই জানতে চেয়েছেন তাই পোষ্টের এই অংশে এই বিষয়ে
তুলে ধরা হলো। টাফনিল ওষুধ হচ্ছে -- এটি মাইগ্রেনজনিত মাথা ব্যথায়
আক্রান্ত রোগীদের চিকিৎসায় চিকিৎসকদের প্রতিটি প্রেসক্রিপশন এর লিখিত
সর্বাধিক ব্যবহৃত একটি ওষুধ। টাফনিলও সত্যি আমাদের শরীরের সকল ধরনের বেদনাশক
এর অবসান ঘটাতে সাহায্য করে।
প্রতি ট্যাবলেটে রয়েছে টোফেনামিক এসিড ২০০ এমজি। এটি সেবনের করার ১০ - ২০
মিনিটের মধ্যে অনেক ভাল ফোলাফোল পাওয়া যায়। এমনকি ৩০ থেকে ৪০ মিনিট পরে মাথা
ব্যাথার পরিমান ৯০ শতাংশ কমিয়ে আনতে সহায়তা করে। তবে শুধু মাথা নয়, এটি
আমাদের শরীরের বিভিন্ন ব্যাথা বমি ভাব দুর্বলতা ইত্যাদি কমিয়ে আনতে সাহায্য
করে।
তবে একটা বিষয় সব সময় সচেতন থাকবেন যে এই ওষুধ কিন্তু খুবই হাই ডপজের একটি
ওষুধ তাই চিকিৎসকের পরামর্শ ব্যতীত সেবন করা উচিত না। মূলত টাফনিল
ট্যাবলেট এইসব ক্ষেত্রেই বা এসব রোগের ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে। আশা করছি
টাফনিল কিসের ঔষধ বা কোন রোগের ওষুধ সেটা জানতে পেরেছেন। এবার চলুন টাফনিল
কিসের কাজ করে সেটি জেনে নেই।
টাফনিল কিসের কাজ করে
এ পর্যায়ে প্রশ্ন হচ্ছে টাফনিল কিসের কাজ করে? এই প্রশ্নের উত্তর খুবই সহজ।
মূলত যাদের মাইগ্রেনজনিত অত্যাধিক মাথা ব্যথার সমস্যা হয়েছে তাদের ক্ষেত্রে এ
ট্যাবলেট ব্যবহার করা হয়। এমনকি আপনি যদি হাই প্রেসার জনিত সমস্যায় ভোগেন
তাহলে এই ওষুধটি সেবন করলে প্রেসার স্বাভাবিক হবে। হাই প্রেসার থেকে মুক্তি
পাবার জন্য এই ওষুধ বেশ কার্যকরী ভূমিকা পালন করে থাকে।
আবার অনেকের জ্বরের কারণে দেহের কোন অংশ ব্যথার সৃষ্টি করলে সেটি দূর করতে এই
ওষুধ টাফনিল ব্যবহার করা হয়। এছাড়াও যারা অপারেশন রোগী তাদের
ক্ষেত্রে কাটা ছেঁড়ায় ব্যথাকে নিরাময় করতে এই ওষুধটি সেবন করার নির্দেশ
দেওয়া হয়। আশা করছি টাফনিল কিসের কাজ করে তা ইতিমধ্যে জেনে
গেছেন। এবার চলুন টাফনিল খেলে কি হয় সেটি জেনে নেওয়া যাক।
টাফনিল খেলে কি হয় - টাফনিল এর উপকারিতা
টাফনিল একটি অ্যান্টি-ইনফ্লেমেটরি ও অ্যানালজেসিক জাতীয় ওষুধ যা আমাদের দেহের
ব্যথা, জ্বর ও প্রদাহ কমাতে ব্যবহার হয়ে থাকে। এটি সাধারণত মাইগ্রেন, দাঁতের
ব্যথা, ঋতুস্রাবের ব্যথা মাথাব্যথা, পেশী ব্যথা এবং জ্বরের জন্যেও ব্যবহৃত হয়।
টাফনিল ওষুধ খেলে কী হতে পারে, তার কিছু নির্দিষ্ট নিম্নে উল্লেখ করা হলো-
- মাইগ্রেন কমাতে সাহায্য করে।
- টাফনিল জ্বর কমাতে পারে বা জ্বর কমাতে সহায়তা করে।
- টাফনিল মাথাব্যথা কমাতে পারে বা মাথাব্যথার ব্যথা কমাতে সহায়তা করতে পারে।
- প্রদাহনাশক কমাতে পারে বা প্রদাহ জনিত সমস্যা দূর করতে সহায়তা করে।
- এছাড়াও এটি পেশী ব্যথা, মাজা ব্যথা, ঋতুস্রাবের ব্যথা সহ অন্যান্য প্রদাহজনিত ব্যথা কমাতে সাহায্য করতে পারে।
তবে টাফনিল ওষুধ নিয়ে একটি সতর্কতা অবলম্বন করতে হবে সেটি হচ্ছে কিডনির সমস্যা
ব্যক্তিদের, গর্ভবতী বা স্তন্যদানকারী নারীদের এবং অ্যালার্জির সমস্যা
ব্যক্তিদে ব্যবহার করা উচিত নয়। টাফনিল ওষুধ সেবনের আগে অবশ্যই একজন
নিবন্ধিত চিকিৎসকের সাথে পরামর্শ করা খুবই জরুরী। আশা করছি টাফনিল খেলে কি হয়
বা তা এর উপকারিতা গুলো জানতে পেরেছেন।
টাফনিল খাওয়ার নিয়ম - tufnil tablet
সাধারণত একজন চিকিৎসক আপনার শরীরের কন্ডিশন অনুযায়ী আপনার বয়স ও ওজনের উপর
ভিত্তি করে ওষুধের ডোজ দিয়ে থাকেন। আপনার নির্দিষ্ট রোগের ক্ষেত্রে কিভাবে
বা কি পরিমাণ ওষুধ সেবন করতে হবে সেটি একমাত্র চিকিৎসকরা ভালো বলতে পারবেন।
এছাড়া যেসব রোগীরা শিশু বা বাচ্চা তাদের ক্ষেত্রে কি পরিমাণ ওষুধ সেবন
করতে হবে সেই বিষয়টি অত্যন্ত সতর্কতার সঙ্গে যাচাই-বাছাই করতে হবে। যদিও এই
ওষুধ শিশুদের ক্ষেত্রে ব্যবহারযোগ্য নয়। চলুন তাহলে টাফনিল খাওয়ার নিয়ম
সম্পর্কে জানার চেষ্টা করি।
- যাদের অত্যাধিক মাইগ্রেনজনিত কারণে মাথাব্যথা হয় তাদের ক্ষেত্রেমাইগ্রেনের কারনে মাথাব্যথা হয় তারা এই টাফনিল ২০০ মি,গ্রা সেবন করতে হবে।
- যদি অত্যাধিক মাইগ্রেনজনিত মাথা ব্যথা হয় তাহলে ডাক্তারের পরামর্শ অনুযায়ী দিনে সর্বোচ্চ ৩ বার সেবন করতে পারবেন। এতে ১-২ ঘন্টা পর খেয়াল করবেন আপনার মাথা ব্যাথা অনেকটাই নিরাময় হয়ে গেছে।
- আবার যাদের হালকা মাথাব্যথা অনুভব হয় তারা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী দিনে ২ বার সেবন করতে পারবেন।
কিন্তু মনে রাখবেন এই ওষুধ কখনোই বাচ্চাদের সেবন করানো যাবে কারণ এই ওষুধ
বাচ্চাদের ধারণক্ষমতার বাইরে। আর যেহেতু এই ওষুধটি একটি ব্যাথা নাশক হিসেবে
কাজ করে, তাই ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করাটা উত্তম হবে। আশা করছি
টাফনিল খাওয়ার নিয়ম সম্পর্কে অবগত হতে পেরেছেন। এবার চলুন টাফনিল খেলে কি
ক্ষতি হয় বা টাফনিল এর পার্শ্ব প্রতিক্রিয়া কি তা জেনে নেই।
টাফনিল খেলে কি ক্ষতি হয়
টাফনিল হচ্ছে একটি ব্যথানাশক ওষুধ যা মাইগ্রেন, দাঁতের ব্যথা, টেনশন
হেডেক, ঋতুস্রাবের ব্যথা, মাথাব্যথা, এবং জ্বরের ক্ষেত্রে ব্যবহার হয়ে
থাকে। এটি এক ধরণের নন-স্টেরয়েডাল
অ্যান্টি-ইনফ্লেমেটরি ড্রাগ (NSAID) যা ব্যথা কমাতে সহায়তা করে। টাফনিল
বেশি খেলে আমাদের দেহে কিছু সম্ভাব্য ক্ষতির দেখা দিতে পারে, যার মধ্যে
রয়েছেঃ
- ক্লান্তি
- ক্ষুধামন্দা
- বমি বমি ভাব
- শিহরণ সমস্যা,
- পেট খারাপ
- উচ্চ রক্তচাপ
- কাঁপুনি
- ডায়রিয়া
- মাথাব্যথা
- মাথা ঘোরা
- শ্বাসপ্রণালীর সমস্যা
- অ্যালার্জির প্রতিক্রিয়া ইত্যাদি।
আপনার যদি কোন কারণবশত বা সমস্যার জন্য এই ঔষধ সেবনের প্রয়োজন পড়ে তাহলে
অবশ্যই একজন নিবন্ধিত চিকিৎসকের সাথে পরামর্শ করে নিবেন তারপরে তার দেওয়া
নিয়ম অনুযায়ী বা পরামর্শ অনুযায়ী সেবন করবেন। একজন চিকিৎসক আপনার
শরীরের অবস্থা বুঝে যখন আপনাকে এই ওষুধ খাওয়ার পরামর্শ দিবেন আপনি তখনই
খাবেন।
অন্যথায় এই ওষুধ খাওয়া থেকে অবশ্যই বিরত থাকবেন। বিশেষ করে গর্ভবতী
নারীদের ক্ষেত্রে এই ওষুধ সেবন করা টোটালি নিষিদ্ধ। কারন এ সময়ে গর্ভস্থ
বাচ্চা ও মা মায়ের উভয়েরই ক্ষতি হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এছাড়া কোন
চিকিৎসকই গর্ভকালীন সময়ে এই ওষুধ সেবন করার নির্দেশনা দেয় না। আশা করছি
টাফনিল খেলে কি ক্ষতি হয় তা জানতে পেরেছেন।
টাফনিল বেশি খেলে কি হয় - টাফনিল এর পার্শ্ব প্রতিক্রিয়া
আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে টাফনিল বেশি খেলে কি হয়?এই ওষুধের বেশ কিছু
পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। এজন্য যারা এই ওষুধ সেবন করতে চাচ্ছেন
তারা অবশ্যই একটু সাবধানতার সাথে অবলম্বন করে সেবন করবেন। এ ওষুধের কিছু
পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে।
অতএব এই ওষুধ যারা গ্রহণ করতে চাচ্ছেন অবশ্যই একটু সাবধানতা অবলম্বন করবেন।
তবে সাবধানতা অবলম্বন করতে হলে আমাদেরকে অবশ্যই এর পার্শ্ব প্রতিক্রিয়া গুলো
জেনে রাখতে হবে। এই ওষুধ বেশি খেলে যেসব ক্ষতি হতে পারে সেগুলো উল্লেখ করা
হলো-
- বমি বমি ভাব
- কোমা
- মাথা ঘোরা
- খিচুনির সমস্যা
- শিহরণ সমস্যা
- ডিসপ্যাপসিয়া
- কাঁপুনি হতে পারে
- কানে ভোঁ ভোঁ শব্দ
- ডায়রিয়া হতে পারে
- মুর্ছা যাওয়া
- ঘুম ঘুম ভাব
- হায়মাটুরিয়া
- শ্বাসপ্রণালীর সমস্যা
- পুরুষদের মধ্যে ডাইসুরিয়া
- শ্বাস প্রণালী সমস্যা হতে পারে
- ক্ষুধামন্দা হতে পাররে
- ক্লান্তি অনুভব হতে পাররে
- কাঁপুনি অনুভব হতে পারে
- সামান্য মাথা ব্যাথা হতে পারে ইত্যাদি।
তবে কিছু কিছু ক্ষেত্রে টাফনিল ওষুধের বেশ কয়েকটি গুরুতর
পার্শ্বপ্রতিক্রিয়াও দেখা দিতে পারে। যেমনঃ
- স্ট্রোক করা
- কিডনির ক্ষতি হতে পারে
- পেটের আলসার সৃষ্টি হতে পারে
- হার্ট অ্যাটাক হতে পারে
- অ্যালার্জির প্রতিক্রিয়া দেখা দিতে পারে
- গ্যাস্ট্রোইনটেস্টাইনাল রক্তপাত ইত্যাদি।
টাফনিল খেলে কি ঘুম হয়
আসলে অনেকেই মনে করেন যে টাফনিল খেলে নাকি ঘুম হয়। আবার অনেকে মনে করেন যে এই
ওষুধ ঘুমের জন্য না। চলুন তাহলে আমরা এই বিষয়ে বিভ্রান্তি সৃষ্টি না করে
একটু বিস্তারিত আলোচনা জেনে আসি। প্রথমত আমরা ঘুমের কারণ গুলো জেনে নিই।
ঘুমের কারণ বলতে এই ওষুধ আমাদের শরীরের ব্যথা উপশম করে থাকে, যার ফলে ঘুমাতে
সুবিধা হয়।অন্যান্য কারণ হিসেবে টাফনিলের বেশ কিছু পার্শ্বপ্রতিক্রিয়া
রয়েছে, যেমন ক্লান্তি বোধ, মাথা ঘোরা এবং দুর্বলতার কারণেও ঘুম হতে
পারে।
মূলত বিভিন্ন প্রকারের মেডিসিন রয়েছে যেগুলো সেবন করলে মানুষের ঘুমে ধরে।
তবে টাফলিন ঘুমের ঔষধ নয়।এই ওষুধ সেবনের ফলে অনেকের ঘুম আসতেই পারে তবে এই
ওষুধকে
ঘুমের ওষুধ
বা এই ওষুধ খেলে যে ঘুম হবে বিষয়টি এমন না।
টাফনিলের সুবিধা ও অসুবিধা
আপনারা হয়তো ইতিমধ্যে টাফনিল খেলে ঘুম হয় কিনা সেটা অবগত হওয়ার
পাশাপাশি টাফনিল ওষুধ সম্পর্কে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে উপরের অংশ
থেকে জানতে পেরেছিন। আপনি কি জানেন এই ওষুধের বেশ কয়েকটি সুবিধা অসুবিধা
রয়েছে। চলুন তাহলে এই বিষয়েও জেনে নেওয়া যাক।
সুবিধাঃ
- দ্রুত কাজ করে।
- অধিকাংশ মানুষের জন্য নিরাপদ।
- অন্যান্য যেসন ওষুধ রয়েছে সেগুলোর সাথে মিথস্ক্রিয়া করে না।
অসুবিধাঃ
- অ্যালকোহলের সাথে সেবন করা উচিত নয়।
- গর্ভবতী এবং স্তন্যদানকারী মায়েদের জন্য নিরাপদ নয়।
- এটি দীর্ঘদিন ব্যবহারে লিভারের ক্ষতি, পেটের সমস্যা এবং কিডনির ক্ষতি হতে পারে।
টাফনিল কি অ্যান্টিবায়োটিক
অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে টাফনিল
অ্যান্টিবায়োটিক
কিনা। এর উত্তর হচ্ছে না, এটি কোন অ্যান্টিবায়োটিক ওষুধ নয় বা এটি
আমাদের দেহে এন্টিবায়োটিক হিসেবে কাজ করে না। সাধারণত এটি একটি ব্যথা নাশক
ওষুধ হিসেবে কাজ করে। যেমন শরীরের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যথা, মাইগ্রেন জনিত
ব্যথা ইত্যাদি হিসেবে কাজ করে থাকে। আশা করছি আপনার প্রশ্নের উত্তরটি জানতে
পেরেছেন।
টাফনিল এর দাম কত - tufnil tablet price
টাফনিল ওষুধটি মাইগ্রেন জনিত মাথা ব্যথার জন্য কার্যকরী ঔষধ হিসেবে পরিচিত।
এটি এসকেএফ ফার্মাসিটিক্যালস লিমিটেড (Eskayef Pharmaceuticals Ltd.)
কোম্পানি বাজারজাত করে থাকে। যার জেনেরিক নাম হলো টলফেনামিক এসিড (Tolfenamic
acid)। আমাদের অনেকেরই এই ওষুধের দাম জানা নেই, চলুন তাহলে টাফনিল এর দাম
কত তা জেনে নেই।
Tufnil 200 mg
ইউনিট প্রাইজ: ৳ 10.00 (6 x 10: ৳ 600.00)
স্ট্রাইপ প্রাইজ: ৳ 100.00
আসলে এই ওষুধের দাম সঠিকভাবে বলা বেশ কঠিন কেননা ওষুধের দাম যে কোন সময় কম
বেশি হয়ে থাকে। টাফনিল ২০০ মিলিগ্রাম প্রতি পিচের দাম ১০ টাকা এবং প্রতি
পাতার মূল্য ১০০ টাকা। আপনি আপনার নিকটস্থ যেকোনো সুপারশপ বা ফার্মেসি
থেকে এই ওষুধ কালেক্ট করতে পারবেন। তবে অবশ্যই একজন নিবন্ধিত চিকিৎসকের পরামর্শ
অনুযায়ী এই ওষুধটি সেবন করবেন।
লেখকের শেষকথাঃ tufnil এর কাজ কি - টাফনিল কিসের কাজ করে
পরিশেষে আমি বারবার যে কথাটি বলে থাকি, যেকোনো ধরণের ওষুধ সেবনের আগে অবশ্যই
একজন নিবিন্ধিত চিকিৎসকের পরামর্শ নিয়ে এবং তার দেওয়া উক্ত নিয়ম অনুযায়ী
ওষুধ সেবন করতে হবে। আজকের এই আর্টিকেলে আমরা tufnil এর কাজ কি - টাফনিল
কিসের কাজ করে বিস্তারিত আলোচনা করেছি। আশা করি আপনারা ইতিমধ্যে এই ওষুধ
সম্পর্কে জেনে গেছেন।
tufnil সম্পর্কিত আজকের এই পোস্টটি আপনার ভালো লাগলে বন্ধুদের শেয়ার করে
দিবেন করবেন। বিভিন্ন ওষুধ সম্পর্কিত অন্যেন্য প্রয়োজনীয় তথ্য পেতে আমাদের
ওয়েবসাইট নিয়মিত ভিজিট করার
অন্নরধ রইলো। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।
আড্ডাভিউ আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url