zimax 500 এর কাজ কি - zimax 500 ট্যাবলেট কেন খায়
আপনি কি প্রতিনিয়ত বিভিন্ন ব্যকটেরিয়াজনিত সমস্যায় ভুগছেন? অথবা zimax 500
এর কাজ কি - zimax 500 ট্যাবলেট কেন খায়, সেই সম্পর্কে যাবতীয় তথ্য জানতে
চাচ্ছেন? বর্তমানে অধিকাংশ মানুষ এই ট্যাবলেট বা সিরাপ সম্পর্কে জানার জন্য
গুগলে সার্চ করে থাকেন। তাই মূলত তাদের সুবিধার কথা ভেবেই আজকের এই পোষ্টে
zimax 500 ট্যাবলেট সম্পর্কে যত অজানা তথ্য আছে সকল ধরণের প্রয়োজনীয় তথ্য আলোচনা
করার চেষ্টা করেছি।
আপনি যদি zimax 500 ট্যাবলেট সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে চান, তাহলে
আমাদের সাথে শেষ অবদি থাকতে হবে। তাহলে আপনি এই ওষুধ সম্পর্কে আরও বিভিন্ন
গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন। তাই অবহেলা না করে পোস্টটি মনযোগ সহকারে একেবারে
শুরু থেকে শেষ অবদি পড়তে থাকুন।
পোষ্ট সূচিপত্রঃভূমিকা - zimax 500
বর্তমানে সেডিল ট্যাবলেট একটি বহুল ব্যবহৃত ওষুধ। আমরা অনেকেই দৈনন্দিন জীবনে
এই ওষুধ ব্যবহার করে থাকি। তবে আজকের আলোচ্য বিষয়গুলো আলোচনা শুরু করার আগে
আপনাকে প্রথমেই একটি বিষয়ে সচেতন করব সেটা হচ্ছে সেডিল ট্যাবলেট সেবন করার
পূর্বে আপনাকে অবশ্যই একজন নিবন্ধিত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন
করতে হবে।
zimax 500 ট্যাবলেট সম্পর্কে কমবেশি আমরা সকলেই পরিচিত। জিম্যাক্স ওষুধটি
সাধারনত স্কয়ার ফার্মাসিউটিক্যালস কোম্পানি বাজারজাত করে থাকে। যার জেনেরিক
নাম হচ্ছে এজিথ্রোমাইসিন ডাইহাইড্রেট (Azithromycin dihydrate)। আপনারা
অনেকেই এই ট্যাবলেট সম্পর্কে জানতে চেয়েছেন।
মূলত আপনাদের কথা চিন্তা করেই এই পোষ্টের মাধ্যমে আমরা এই জিম্যাক্স ওষুধ
সম্পর্কে আপনাকে এমন কিছু তথ্য প্রদান করবো যাতে আপনি উপকৃত হতে পারেন। তাহলে
আসুন, আর বেশি কথা না বাড়িয়ে বা আপনার মূল্যবান সময়টুকু নষ্ট না করে মূল
আলোচনা শুরু করা যাক। আমরা প্রথমে zimax কিসের ঔষধ? সেই সম্পর্কে
বিস্তারিত জেনে নিব।
zimax কিসের ঔষধ - zimax 500 mg
আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে zimax কিসের ঔষধ বা এই ওষুধ কোন কোন রোগের
ক্ষেত্রে ব্যবহার করা হয়। এজন্য পোষ্টের এই অংশে zimax কিসের ঔষধ তা আলোচনা
করেছি। জিম্যাক্স ৫০০ মিগ্রা ট্যাবলেট একটি এজালাইড অ্যান্টিবায়োটিক, যা
আমাদের মানবদেহে গ্রাম-নেগেটিভ ও গ্রাম-পজেটিভ অনুজীবগুলোর বিরুদ্ধে কাজ করে
থাকে।
আরো পড়ুনঃ টাফনিল কিসের ঔষধ - টাফনিল কোন রোগের ওষুধ
এটি সংবেদনশীল রাইবোজোমের 50S নামক অংশে সংযুক্ত হওয়ার পরে জীবাণুর দেহে
প্রোটিন তৈরীতে বাধা দিয়ে থাকে। এছাড়াও প্রোটিন সংশ্লেষ ও কোষ বৃদ্ধি
তে বাধা দিয়ে থাকে। বাংলাদেশে বহুল ব্যবহৃত ওষুধের মধ্যে Zimax 500mg ঔষধটি অন্যতম।
এটি একধরণের এজালাইড অ্যান্টিবায়োটিক, যা আমাদের দেহের বিভিন্ন ব্যাকটেরিয়া
সংক্রমণজনিত রোগের চিকিৎসার ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে। তবে এছাড়াও আরও
অন্যান্য সংক্রমণের ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে। যেমন-
- শ্বাসযন্ত্রের সংক্রমণে
- ত্বকের সংক্রমণে
- ত্বক ও কোমল কোষ কলার সংক্রমণে
- ইনফেকশন জনিত জ্বর
- ইনফেকশন জনিত নিউমোনিয়া ইত্যাদি।
মূলত উপরোক্ত উল্লিখিত সংক্রমণে এর ক্ষেত্রেই এই ওষুধ ব্যবহার হয়ে থাকে। আশা
করছি zimax কিসের ঔষধ বা এটি কোন কোন সমস্যা বা সংক্রমণের ক্ষেত্রে ব্যবহার
করা হয় সে সম্পর্কে অবগত হতে পেরেছেন। এবার চলুন zimax 500 এর কাজ
কি তা জেনে নেই।
zimax 500 এর কাজ কি
Zimax 500 এর কাজ কি সেই সম্পর্কে অনেকেই জানতে চেয়েছেন। তাই পোষ্টের এই
অংশে জিম্যাক্স ৫০০ এর কাজ সম্পর্কে বিস্তারিত তথ্য সমুহ তুলে ধরেছি।
চলুন তাহলে কথা না বড়িয়ে জেনে নেওয়া যাক। মূলত zimax 500 ট্যাবলেট এর
কাজ হচ্ছে বিভিন্ন ক্ষতিকর ব্যাকটেরিয়া সংক্রমণ হতে রক্ষা করা।
যেমন এই ওষুধটি আমাদের শরীরের বিভিন্ন ইনফেকশন জনিত জ্বর দূর করতে ব্যবহার
হয়ে থাকে। আবার যাদের শরীরে ইনফেকশন জনিত নিউমোনিয়া রয়েছে তাদেরকে
চিকিৎসকরা জিম্যাক্স ট্যাবলেটটি সেবন করার নির্দেশ দিয়ে থাকে। এছাড়াও এই
ওষুধটি আরো বিভিন্ন ধরনের সংক্রমণ জাতীয় রোগগুলো থেকে মুক্তি পেতে সাহায্য
করে।
কারো কারো ক্ষেত্রে দেখা যায় স্বাসতন্ত্রের উপরের অংশে সংক্রমণ দেখা দেয়
যেমন বিভিন্ন ধরণের সাইনোসাইটিস জনিত সমস্যা দূর করতে এই ঔষুধ টি ব্যবহার করা
হয়ে থাকে। তাছাড়াও আমাদের দেহের ত্বক ও কোমল কোষ সংক্রমন দূর করতে এই ঔষুধটি
গুরুত্বপূর্ণ কার্যকরী ভূমিকা পালন করে।
সুতরাং এক কথায় বলতে গেলে জিম্যাক্স ট্যাবলেট শরীরের বিভিন্ন সংক্রমণ জনিত
সমস্যা দূর করতে ব্যবহার করা হয়। আপনি যদি এ ধরনের সমস্যায় ভোগেন তাহলে
অবশ্যই একজন নিবন্ধিত ডাক্তারের পরামর্শ অনুযায়ী এই ওষুধ সেবন করতে পারেন।
আশা করছি zimax 500 এর কাজ কি বা এই ওষুধ কি কাজ করে তা জানতে পেরেছেন। এবার
চলুন zimax syrup এর কাজ কি তা জেনে নেই।
zimax syrup এর কাজ কি
zimax syrup হচ্ছে একটি এন্টিবায়োটিক। যার মূল উপাদান হল এজিথ্রোমাইসিন। এর
সাথে পানি মিক্স করে সাসপ্রেশন প্রস্তুত করতে হয়। এই zimax syrup সম্পর্কে যদি
বিস্তারিত জানতে চান তাহলে একটু মনোযোগ সহকারে পড়বেন। জিম্যাক্স সিরাপ মতো ৫০
মিলিগ্রামের হয়ে থাকে।
আর এই সিরাপের উৎপাদনকারী প্রতিষ্ঠান হচ্ছে স্কয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড।
যার বর্তমান বাজার মূল্য ২০০ টাকা। এটি গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ দুই
ধরনের ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে। এটি মূলত শিশুদের ক্ষেত্রে ব্যবহার হয়ে
থাকে।
শিশুদের ক্ষেত্রে জিম্যাক্স সিরাপ এর ব্যবহার
প্রথমে আমরা জানবো শিশুদের কোন কোন রোগের ক্ষেত্রে এই সিরাপটি সেবন করানো হয়।
এই সিরাপ মূলত ব্রংকাইটিস, নিউমোনিয়া, সাইনোসাইটিস, ফ্যারেনজাইটিস,
টনসিলাইটিস, অটোটিস মিডিয়া, ত্বক ও নরম কলার সমূহের সংক্রমণ ইত্যাদি দেখা
দিলে এই সিরাপ সেবন করাতে হবে। আপনাদের সুবিধার ক্ষেত্রে যদি সহজ ভাষায় বলি
তাহলে
- যাদের কাশি আছে তাদের জন্য
- যেসব শিশুদের নিউমোনিয়া হয়ে গেছে
- বুকে কফ জমে গেছে সে শিশুদের জন্য
- সাইনোসাইটিস যাদের হয়েছে তাদের জন্য
- ফ্যারেনজাইটিস হয়েছে এবং গলায় যদি টনসিল হয়ে থাকলে
সেসব শিশুদের জন্য কিন্তু এ zimax syrup খুবই ভালো কাজ করে। এছাড়াও শিশুদের
নাকের ভিতর বা গলার ভিতরে যদি সংক্রমণ হয় তাহলে কিন্তু এই সিরাপ চমৎকার কাজ
করে। আপনারা আপনাদের শিশুকে ডাক্তারের এডভাইস নিয়ে সেবন করাতে পারেন।
zimax 500 ট্যাবলেট কেন খায়
আমাদের মধ্যে এমন অনেকেই রয়েছেন যারা জানতে চেয়েছেন যে zimax 500 ট্যাবলেট কেন
খায়? তাই পোষ্টের এই অংশে সম্পর্কে বিস্তারিত তুলে ধরেছি। জিম্যাক্স বা
অ্যাজিথ্রোমাইসিন ডিহাইড্রেট মূলত আমাদের দেহের ব্যাকটেরিয়া দ্বারা যে সকল
রোগের সংক্রমণ হয়, সেগুলোর এন্টিবায়োটিক হিসেবেই কাজ করে। zimax 500 ট্যাবলেট
কেন খায় তা নিম্নে বর্ণিত করা হলো-
- মধ্যকর্ণের প্রদাহ দেখা দিলে
- টাইফয়েড জ্বরে নির্দেশিত হলে
- নন-গনোকোকাল ইউরেথ্রাইটিস দেখা দিলে
- ত্বক ও কোমল কোষকলার সংক্রমণ হলে
- নিউমোনিয়া ও ব্রংকাইটিসসহ নিঃশ্বাসতন্ত্রের সংক্রমণ হলে
ক্ল্যামাইডিয়া ট্রাকোমাটিস (Chlamydia trachomatis) জনিত জননাঙ্গের অজটিল
সংক্রমণে এবং
টনসিলাইটিস, ফ্যারিনজাইটিস ও সাইনুসাইটিসসহ ঊর্ধ্বশ্বাসতন্ত্রীয় সংক্রমণেন।
জিম্যাক্স এর উপকারিতা - zimax 500 mg
আপনারা অনেকে জিম্যাক্স এর উপকারিতা কি বা জিম্যাক্স খেলে আমাদের শরীরে কি কি
উপকারিতা পাওয়া সেই সম্পর্কে জানতে চেয়েছেন। তাই পোষ্টের এই অংশে এই ওষুধের
উপকারিতাগুলো নিয়ে আলোচনা করেছি। তাহলে চলুন জিম্যাক্স এর উপকারিতা কি সেই
সম্পর্কে জেনে নেওয়া যাক।
- ইনফেকশন জনিত জ্বর দূর করে
- বিভিন্ন ধরণের সাইনোসাইটিস জনিত সমস্যা দূর করে
- দেহের ত্বক ও কোমল কোষ সংক্রমন দূর করে
- শরীরে ইনফেকশন জনিত নিউমোনিয়া দূর করে
- পুরুষ এবং মহিলা উভয় এর শারীরিক রোগ থেকে মুক্তি পাওয়া যায়
- নন গনোকোকাল ইউরেথ্রাইটিস জনিত ব্যাকটেরিয়া থেকে মুক্তি পাওয়া যায়
- সংক্রামন এবং ব্যাকটেরিয়া জনীত স্যামসা থেকে মুক্তি দেয়।
জিম্যাক্স খাওয়ার নিয়ম
যেকোন ধরণের ঔষধ খাওয়ার পূর্বে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়াটা খুবই
জরুরি। জিম্যাক্স ওষুধ সেবনের বেশ কয়েকটি নিয়ম রয়েছে। চলুন তাহলে আমরা প্রথমে
প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে জিম্যাক্স বা অ্যাজিথ্রোমাইসিন সেবনের নির্দেশনা
গুলো জেনে নেই।
প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে
- ৫০০ মিগ্রা প্রতিদিন ১ বার করে ৩ দিন পর্যন্ত কিংবা প্রথম দিন ৫০০ মিলিগ্রাম এবং পরে ২-৫ দিন পর্যন্ত দৈনিক ২৫০ মিলিগ্রাম করে ৪ দিন খাওয়াতে হবে।
- ক্ল্যামাইডিয়া ট্রাকোমাটিস (Chlamydia trachomatis) জনিত রোগে আক্রান্ত ব্যক্তিদের ক্ষেত্রে প্রথম দিন জিম্যাক্স ৫০০ মিলিগ্রাম ও পরবর্তী ২দিন ২৫০ মিলিগ্রাম করে সেবন করতে হয়।
শিশুদের ক্ষেত্রে
- ৬ বছরের বেশি বয়সের শিশুদের ক্ষেত্রে (যদি শারীরিক ওজন নুন্যতম ১৫ থেকে ২৫ কেজি হয়) দৈনিক ১০ মিলিগ্রাম /কেজি হিসেবে তিন দিন (১ চা-চামচপূর্ণ) করে সেবন করাতে হবে।
- আবার যদি ওজন ২৬ থেকে ৩৫ কেজি হয় তাহলে প্রতিদিন ৩০০ মিলিগ্রাম (১.৫ চা-চামচপূর্ণ) করে ৩ দিন সেবন করাতে হবে।
- ওজন যদি ৩৬ থেকে ৪৫ কেজি হয় তাহলে প্রতিদিন ৪০০ মিলিগ্রাম (২ চা-চামচপূর্ণ) করে ৩ দিন সেবন করাতে হবে।
- শিশুদের টাইফয়েড জ্বরের ক্ষেত্রে প্রতিদিন জিম্যাক্স ৫০০ মিলিগ্রাম (২.৫ চা-চামচপূর্ণ), ৭ থেকে ১০ দিন সেবন করাতে হবে।
উপরোক্ত যে নিয়মগুলো উল্লেখ করা হয়েছে সেগুলো নিয়ম অনুযায়ী সেবন তখনই
করবেন যখন আপনি একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিবেন। কারন আপনার রোগের
অবস্থা আলাদা হতে পারে তাই আপনার রোগের ডোজ-ও আলাদা হতে পারে। কেননা এই
ওষুধের ডোজ আপনার শরীরের কন্ডিশন, ওজন এবং বয়সভেদের ওপর নির্ভর করে নিয়ম
পরিবর্তিত হয়ে থাকে।
জিম্যাক্স 500 এর পার্শ্বপ্রতিক্রিয়া
আপনারা উপরের অংশ থেকে জিম্যাক্স ট্যাবলেট সেবনের নিয়ম সম্পর্কে অবগত হতে
পেরেছেন। তবে আপনি যদি এই ওষুধ চিকিৎসকের পরামর্শ ব্যতীত কিংবা অতিমাত্রায়
সেবন করেন তাহলে আপনার শরীরে বেশ কয়েকটি পার্শ্বপ্রতিক্রিয়া বা ক্ষতিকর
প্রভাব দেখা দিতে পারে।
আপনি যদি একটু ধৈর্য সহকারে পোষ্টের এই অংশটি পড়েন তাহলে জিম্যাক্স ৫০০ এর
পার্শ্ব প্রতিক্রিয়া গুলো জেনে নিতে পারবেন। জিম্যাক্স 500 এর
পার্শ্বপ্রতিক্রিয়া হলো-
- পেট ব্যাথা অনুভব করা
- বমি বমি ভাব
- বমি হওয়া
- ডায়রিয়া হতে পারে
- আন্ত্রিক ব্যথা
- উদরীয় অস্বস্তি
- বায়ু উদ্গিরণ
- মাথা ব্যথা
- ঘুম ঘুম ভাব ইত্যাদি।
যদি নার্ভানেস ফুসকুড়ি খুব বেশি ভয়ে থাকে তাহলে অব্যশই চিকিৎসকের পরামর্শ
নিতে হবে। তবে আপনার পেটে যদি অতিরিক্ত ব্যথা হয় কিংবা ডায়রিয়ার
প্রকোপ যদি বেশি থাকে তাহলে বেশি দেরি না করে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।
এক্ষেত্রে কখনোই অবহেলা করা উচিত হবে না।
কারণ আপনি যদি এ সময় অবহেলা করেন তাহলে আপনার সমস্যা আরো জটিলতা সৃষ্টি করতে
পারে তাই সবসময় চেষ্টা করবেন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করা। আশা
করছি জিম্যাক্স ট্যাবলেট এর পার্শ্বপ্রতিক্রিয়াগুলো জানতে সক্ষম হয়েছেন।
এবার চলুন zimax এর দাম কত জেনে নেই।
zimax 500 দাম কত - zimax 500 price
zimax ওষুধটি শ্বাসযন্ত্রের সংক্রমণে, ত্বকের সংক্রমণে, ইনফেকশন জনিত জ্বর এর
জন্য কার্যকরী ঔষধ হিসেবে পরিচিত। এটি স্কয়ার ফার্মাসিউটিক্যালস
কোম্পানি বাজারজাত করে থাকে। আমরা অনেকেই zimax 500 দাম কত তা জানি না। তাই
পোষ্টের এই অংশে এই ওষুধের দাম তুলে ধরেছি।
জিম্যাক্স ৫০০ মিলিগ্রাম
Per Unit Price: 40.00 (1 pitch) (40 x 10: ৳ 400.00)
Per Stripe Price: 240.00 (6 pitch)
জিম্যাক্স ৫০০ মিলিগ্রাম
Per Unit Price: 25.00 (1 pitch) (40 x 10: ৳ 250.00)
Per Stripe Price: 150.00 (6 pitch)
জিম্যাক্স ২০০ মি.গ্রা./৫ মি.লি.
15 ml Syrup Price: 95 Tk
30 ml Syrup Price: 140 Tk
50 ml Syrup Price: 200 Tk
ওষুধের দাম সঠিকভাবে বলা বেশ কঠিন কারণ এর দাম যে কোন সময় কম-বেশি হয়ে
থাকে। তবে আমরা যেই দাম উল্লেখ করেছি এর খুব বেশি দাম হওয়ার কথা না। আপনি
যেকোনো ফার্মেসি থেকে দাম দেখে এই ওষুধ কালেক্ট করতে পারবেন। তবে অবশ্যই
ডাক্তারের পরামর্শ অনুযায়ী এই ওষুধটি সেবন করবেন। আশা করছি zimax 500
দাম কত তা জানতে পেরেছেন।
লেখকের শেষকথা - zimax 500 এর কাজ কি
পরিশেষে যেটা না বললেই নয় নিজের রোগের চিকিৎসার ক্ষেত্রে কখনোই ডাক্তারের
পরামর্শ ব্যতীত নিজে থেকে ওষুধ সেবন করবেন না। মনে রাখাটা জরুরি যে যেকোন
ধরণের মেডিসিন সেবনের আগে আপনাকে একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে হবে,
এরপরে তার দেওয়া পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করতে হবে। তাহলেই ইনশাল্লাহ আপনার
রোগের ক্ষেত্রে ভালো ফলাফল পাবেন।
আমরা ইতিমধ্যে zimax 500 এর কাজ কি ও zimax 500 ট্যাবলেট কেন খায় এই বিষয়ে
আলোচনা করার পাশাপাশি জিম্যাক্স ওষুধ সম্পর্কে আরও অন্যেন্য বিস্তারিত
তথ্য আলোচনা করেছি। আপনারা হয়তো ক্লিয়ার ধারণা পেয়ে গেছেন। তাছাড়া আপনার যদি
ওষুধ সম্পর্কে কোন ধরণের প্রশ্ন বা মতামত থাকে তাহলে অবশ্যই এই পোষ্টের নিচে
কমেন্ট বক্সে জানাতে পারেন।
zimax 500 ট্যাবলেট সম্পর্কিত আমাদের আজকের এই পোস্টটি ভালো লাগলে
প্রিয়জন বা বন্ধুদের শেয়ার করে দিবেন করবেন। এতে তারাও এই ওষুধ সম্পর্কে
জেনে উপকৃত হতে পারবেন। বিভিন্ন ধরণের ওষুধ সম্পর্কিত অন্যেন্য
প্রয়োজনীয় তথ্য জানতে হলে আমাদের আড্ডাভিউ আইটি সাইটটি নিয়মিত ভিজিট করার
অনুরোধ রইলো।
আড্ডাভিউ আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url