এক থেকে একশ বানান বাংলা ও ইংরেজী ছবিসহ সহজেই শিখুন
প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, তোমরা সবাই কেমন আছো? আশা করি পরিবার-পরিজনদের নিয়ে
তোমরা সবাই ভালো এবং সুস্থ্য আছো। তোমরা সবাই নিশ্চই শিশু শ্রেণী, প্রথম ও
দ্বিতীয় শিক্ষার্থী। তোমাদের স্কুলের শিক্ষকরা নিশ্চয়ই 'এক থেকে একশ বানান
বাংলা' তে পড়া করে আসতে বলেছেন। এজন্য হয়তো তোমাদের মা-বাবা এই বিষয়ে গুগলের কাছে
জানতে চেয়ে আমাদের পোষ্টটিতে এসেছেন।
তোমাদের সুবিধার কথা ভেবে আজকে আমি এক থেকে একশ বানান বানান বাংলা ছবিসহ সুন্দরভাবে সাজিয়েছি। আশা করছি তুমি আজকের এই পোস্ট-টি মনোযোগ সহকারে পড়ে জানতে পারবে যে সহজেই কিভাবে সঠিভাবে এক থেকে একশ বানান বাংলা লিখবে। এবং তোমার
শিক্ষকদের সাথে এই সংখ্যাগুলোর বানান সুন্দরভাবে বুঝিয়ে বলতে পারবে। এছাড়াও তোমাদের
পরিক্ষায় যদি এক থেকে একশ বানান লেখ প্রশ্ন আসে তাহলে তুমি খুব সহজেই পরিক্ষার
খাতায় লিখতে পারবে।
পোষ্ট সূচিপত্রঃভূমিকাঃ এক থেকে একশ বানান বাংলা সম্পর্কে
বর্তমানে শিক্ষার্থীদের প্রথম ও দ্বিতীয় শ্রেণির গণিত বইয়ে ১ থেকে ১০০ পর্যন্ত
কয়েকটি কথায় বাংলা বানানগুলো পরিবর্তন করা হয়েছে। আগের ১ থেকে ১০০ পর্যন্ত
কথায় বানান গুলোর মধ্যে কিছু কিছু পরিবর্তন করে নতুন ভাবে দেওয়া হয়েছে।
এর কারণ হচ্ছে বাংলা একাডেমী থেকে নতুন করে ১ থেকে ১০০ পর্যন্ত কথায় বানান
পরিবর্তন করেছে। তো যাইহোক আজকে আমরা ১ থেকে ১০০ পর্যন্ত কথায় সঠিক বানান গুলো
জেনে নিব। এর পাশাপাশি সরকারি বইয়ের ছবির মাধ্যমে এর সঠিকতাও নিশ্চত করে নিব।
তবে চলো আর বেশি কথা না বাড়িয়ে ১ থেকে ১০০ পর্যন্ত বানান বাংলা জেনে নেওয়া যাক।
এক থেকে একশ বানান - ১ থেকে ১০০ পর্যন্ত বানান বাংলা
প্রিয় সোনামণিরা, এখন আমি তোমাদের সাথে ১ থেকে ১০০ পর্যন্ত বাংলা বানানসহ
দেখাব। তুমি যদি এই অংশ মনোযোগ সহকারে পড় তবে তুমি ভালোভাবে সব কিছু বুঝতে
পারবে।
১ = এক
২ = দুই
৩ = তিন
৪ = চার
৫ = পাঁচ
৬ = ছয়
৭ = সাত
৮ = আট
৯ = নয়
১০ = দশ
১১ = এগারাে (পূর্বের বানান = এগার)
১২ = বারাে (পূর্বের বানান = বার)
১৩ = তেরাে (পূর্বের বানান = তের)
১৪ = চৌদ্দ (পূর্বের বানান = চোদ্দ)
১৫ = পনেরাে (পূর্বের বানান = পনের)
১৬ = ষােলাে (পূর্বের বানান = ষোল)
১৭ = সতেরাে (পূর্বের বানান = সতের)
১৮ = আঠারাে (পূর্বের বানান = আঠার)
১৯ = উনিশ (পূর্বের বানান= ঊনিশ)
২০ = বিশ (পূর্বের বানান= কুঁড়ি)
২১ = একুশ
২২ = বাইশ
২৩ = তেইশ
২৪ = চব্বিশ
২৫ = পঁচিশ
২৬ = ছাব্বিশ
২৭ = সাতাশ
২৮ = আটাশ
২৯ = ঊনত্রিশ
৩০ = ত্রিশ
৩১ = একত্রিশ
৩২ = বত্রিশ
৩৩ = তেত্রিশ
৩৪ = চৌত্রিশ
৩৫ = পঁয়ত্রিশ
৩৬ = ছত্রিশ
৩৭ = সাঁইত্রিশ (পূর্বের বানান = সাত্রিশ)
৩৮ = আটত্রিশ
৩৯ = ঊনচল্লিশ
৪০ = চল্লিশ
৪১ = একচল্লিশ
৪২ = বিয়াল্লিশ
৪৩ = তেতাল্লিশ
৪৪ = চুয়াল্লিশ
৪৫ = পঁয়তাল্লিশ
৪৬ = ছেচল্লিশ
৪৭ = সাতচল্লিশ
৪৮ = আটচল্লিশ
৪৯ = ঊনপঞ্চাশ
৫০ = পঞ্চাশ
৫১ = একান্ন
৫২ = বাহান্ন (পূর্বের বানান = বায়ান্ন)
৫৩ = তিপ্পান্ন
৫৪ = চুয়ান্ন
৫৫ = পঞ্চান্ন
৫৬ = ছাপ্পান্ন
৫৭ = সাতান্ন
৫৮ = আটান্ন
৫৯ = ঊনষাট
৬০ = ষাট
৬১ = একষট্টি
৬২ = বাষট্টি
৬৩ = তেষট্টি
৬৪ = চৌষট্টি
৬৫ = পঁয়ষট্টি
৬৬ = ছেষট্টি
৬৭ = সাতষট্টি
৬৮ = আটষট্টি
৬৯ = ঊনসত্তর
৭০ = সত্তর
৭১ = একাত্তর
৭২ = বাহাত্তর
৭৩ = তিয়াত্তর
৭৪ = চুয়াত্তর
৭৫ = পঁচাত্তর
৭৬ = ছিয়াত্তর
৭৭ = সাতাত্তর
৭৮ = আটাত্তর
৭৯ = ঊনআশি
৮০ = আশি
৮১ = একাশি
৮২ = বিরাশি
৮৩ = তিরাশি
৮৪ = চুরাশি
৮৫ = পঁচাশি
৮৬ = ছিয়াশি
৮৭ = সাতাশি
৮৮ = আটাশি
৮৯ = ঊননব্বই
৯০ = নব্বই
৯১ = একানব্বই
৯২ = বিরানব্বই
৯৩ = তিরানব্বই
৯৪ = চুরানব্বই
৯৫ = পঁচানব্বই
৯৬ = ছিয়ানব্বই
৯৭ = সাতানব্বই
৯৮ = আটানব্বই
৯৯ = নিরানব্বই
১০০ = একশত (পূর্বের বানান = একশ)
১ থেকে ১০০ পর্যন্ত বানান বাংলা ছবিসহ
তোমরা অনেক বাচ্চারা আছো ১ থেকে ১০০ পর্যন্ত বাংলা বানান ছবিসহ
পড়তে স্বাচ্ছন্দ বোধ কর বা পছন্দ কর। তাই সেজন্য তোমাদের সুবিধার কথা ভেবে
ছবিসহ বানান এখানে সংযুক্ত করে দিয়েছি। যাতে করে খুব সহজেই তোমরা ১ থেকে ১০০
পর্যন্ত বানান ছবিসহ পড়ে শিখে নিতে পারো।
১ থেকে ১০০ পর্যন্ত বানান বাংলা লিখার নিয়ম
১ থেকে ১০০ পর্যন্ত বানান ভালোভাবে লিখতে বা শিখতে চাইলে আগে তোমাকে ১ থেকে ১০০
পর্যন্ত বাংলা বানান ভালোভাবে পড়ে নেওয়ার পাশাপাশি লিখতে হবে। তাহলে দেখবে
সহজেই মুখস্থ করে ফেলেছো। এরপর তুমি পরিক্ষার খাতায় অনায়াসে ১ থেকে ১০০ পর্যন্ত
বানান বাংলা লিখে জমা দিতে পারবে। তোমার গণিত শিক্ষক তোমার খাতা দেখে
খুশি হয়ে অনেক ভালো নাম্বার দেবেন তোমাকে।
৫০ থেকে ১০০ পর্যন্ত বানান
এবার যারা প্রথম শ্রেনী থেকে পাশ করে দ্বিতীয় শ্রেণীতে উত্তীর্ণ হয়েছো তোমাদের
গণিত বইয়ে দেখবে প্রথম কিংবা দ্বিতীয় অধ্যায়ে ৫০ থেকে ১০০ বাংলা বানান রয়েছে।
তাই তুমি যদি এখন থেকেই বাংলা বানান গুলোর উপর চর্চা করে রাখো তাহলে তুমি
পরীক্ষার খাতায় খুব ভালোমতো ৫০ থেকে ১০০ পর্যন্ত বানান বাংলাতে লিখতে পারবে।
তাই আমরা নিচে ৫০ থেকে ১০০ পর্যন্ত বানানগুলো উল্লেখ করেছি।
- ৫১ = একান্ন
- ৫২ = বাহান্ন (বায়ান্ন = পূর্বের বানান)
- ৫৩ = তিপ্পান্ন
- ৫৪ = চুয়ান্ন
- ৫৫ = পঞ্চান্ন
- ৫৬ = ছাপ্পান্ন
- ৫৭ = সাতান্ন
- ৫৮ = আটান্ন
- ৫৯ = ঊনষাট
- ৬০ = ষাট
- ৬১ = একষট্টি
- ৬২ = বাষট্টি
- ৬৩ = তেষট্টি
- ৬৪ = চৌষট্টি
- ৬৫ = পঁয়ষট্টি
- ৬৬ = ছেষট্টি
- ৬৭ = সাতষট্টি
- ৬৮ = আটষট্টি
- ৬৯ = ঊনসত্তর
- ৭০ = সত্তর
- ৭১ = একাত্তর
- ৭২ = বাহাত্তর
- ৭৩ = তিয়াত্তর
- ৭৪ = চুয়াত্তর
- ৭৫ = পঁচাত্তর
- ৭৬ = ছিয়াত্তর
- ৭৭ = সাতাত্তর
- ৭৮ = আটাত্তর
- ৭৯ = ঊনআশি
- ৮০ = আশি
- ৮১ = একাশি
- ৮২ = বিরাশি
- ৮৩ = তিরাশি
- ৮৪ = চুরাশি
- ৮৫ = পঁচাশি
- ৮৬ = ছিয়াশি
- ৮৭ = সাতাশি
- ৮৮ = আটাশি
- ৮৯ = ঊননব্বই
- ৯০ = নব্বই
- ৯১ = একানব্বই
- ৯২ = বিরানব্বই
- ৯৩ = তিরানব্বই
- ৯৪ = চুরানব্বই
- ৯৫ = পঁচানব্বই
- ৯৬ = ছিয়ানব্বই
- ৯৭ = সাতানব্বই
- ৯৮ = আটানব্বই
- ৯৯ = নিরানব্বই
- ১০০ = একশত
৫০ থেকে ১০০ পর্যন্ত বানান ছবিসহ
তোমরা অনেক বাচ্চারা আছো ৫০ থেকে ১০০ পর্যন্ত বানান
ছবিসহ পড়তে স্বাচ্ছন্দ বোধ কর বা পছন্দ কর। তাই সেজন্য তোমাদের
সুবিধার কথা ভেবে ছবিসহ বানান এখানে সংযুক্ত করে দিয়েছি। যাতে করে খুব সহজেই
তোমরা ৫০ থেকে ১০০ পর্যন্ত বানান ছবিসহ পড়ে শিখে নিতে পারো।
1 থেকে 100 পর্যন্ত বানান ইংরেজি
১ থেকে ১০০ পর্যন্ত বানান বাংলা জেনে রাখার পাশাপাশি 1 থেকে 100 পর্যন্ত
বানান ইংরেজি জেনে রাখো এতে পরবর্তীতে তোমাদের কাজে লাগবে।
- 1 One
- 2 Two
- 3 Three
- 4 Four
- 5 Five
- 6 Six
- 7 Seven
- 8 Eight
- 9 Nine
- 10 Ten
- 11 Eleven
- 12 Twelve
- 13 Thirteen
- 14 Fourteen
- 15 Fifteen
- 16 Sixteen
- 17 Seventeen
- 18 Eighteen
- 19 Nineteen
- 20 Twenty
- 21 Twenty one
- 22 Twenty two
- 23 Twenty three
- 24 Twenty four
- 25 twenty five
- 26 twenty six
- 27 twenty seven
- 28 twenty eight
- 29 twenty nine
- 30 thirty
- 31 thirty one
- 32 thirty two
- 33 thirty three
- 34 thirty four
- 35 thirty five
- 36 thirty six
- 37 thirty seven
- 38 thirty eight
- 39 thirty nine
- 40 forty
- 41 forty one
- 42 forty two
- 43 forty three
- 44 forty four
- 45 forty five
- 46 forty six
- 47 forty seven
- 48 forty eight
- 49 forty nine
- 50 fifty
- 51 fifty one
- 52 fifty two
- 53 fifty three
- 54 fifty four
- 55 fifty five
- 56 fifty six
- 57 fifty seven
- 58 fifty eight
- 59 fifty nine
- 60 sixty
- 61 sixty one
- 62 sixty two
- 63 sixty three
- 64 sixty four
- 65 sixty five
- 66 sixty six
- 67 sixty seven
- 68 sixty eight
- 69 sixty nine
- 70 seventy
- 71 seventy one
- 72 seventy two
- 73 seventy three
- 74 seventy four
- 75 seventy five
- 76 seventy six
- 77 seventy seven
- 78 seventy eight
- 79 seventy nine
- 80 eight
- 81 eighty one
- 82 eighty two
- 83 eighty three
- 84 eighty four
- 85 eighty five
- 86 eighty six
- 87 eighty seven
- 88 eighty eight
- 89 eighty nine
- 90 ninety
- 91 ninety one
- 92 ninety two
- 93 ninety three
- 94 ninety four
- 95 ninety five
- 96 ninety six
- 97 ninety seven
- 98 = ninety eight
- 99 = ninety nine
- 100 = one hundred
1 থেকে 100 পর্যন্ত বানান ইংরেজি ছবিসহ
তোমরা অনেকেই আছো ১ থেকে ১০০ পর্যন্ত বানান ইংরেজি
ছবিসহ পড়তে স্বাচ্ছন্দ বোধ কর বা পছন্দ কর। তাই সেজন্য তোমাদের
সুবিধার কথা ভেবে ছবিসহ বানান এখানে সংযুক্ত করে দিয়েছি। যাতে করে খুব সহজেই
তোমরা ১ থেকে ১০০ পর্যন্ত বানান ইংরেজি ছবিসহ পড়ে শিখে নিতে পারো।
১ থেকে ১০০ পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি
তোমরা অনেকেই জানতে জানো না যে ১ থেকে ১০০ পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি। তাই
এই বিষয়েও জেনে রাখো পরবর্তীতে তোমাদের অবশ্যই কাজে লাগবে। ১ থেকে ১০০
পর্যন্ত মৌলিক সংখ্যা ২৫টি।
১ থেকে ১০০ পর্যন্ত মৌলিক সংখ্যা
১ থেকে ১০০ পর্যন্ত মৌলিক সংখ্যা ২৫টি এই বিষয়ে তো জেনে নিয়েছো। কিন্তু ১
থেকে ১০০ সংখ্যার মধ্যে কি কি মৌলিক সংখ্যা রয়েছে সেটাও জেনে রাখতে হবে।
- ২
- ৩
- ৫
- ৭
- ১১
- ১৩
- ১৭
- ১৯
- ২৩
- ২৯
- ৩১
- ৩৭
- ৪১
- ৪৭
- ৫৩
- ৫৯
- ৬১
- ৬৭
- ৭১
- ৭৩
- ৭৯
- ৮৩
- ৮৯
- ৯৭
১ থেকে ১০০ পর্যন্ত সংখ্যার যোগফল কত
১ থেকে ১০০ পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল = n(n + 1)/2 (সূত্র n=১০০ ধরে)
= ১০০×(১০০ + ১)/২
= ১০০×১০১/২
= ৫০×১০১
= ৫০৫০
লেখকের শেষকথাঃ এক থেকে একশ বানান বাংলা
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা তোমাদের সুবিধার কথা ভেবে আজকে তোমাদের
মাঝে ১ থেকে ১০০ পর্যন্ত বানান বাংলা ছবিসহ তুলে ধরেছি। তোমরা অবশ্যই এই
পোষ্টটি ভালভাবে পড়ে নেওয়ার পাশাপাশি হাতে কলমে লিখে রাখবে। তাহলে দেখবে খুব
তাড়াতাড়ি এই বানানগুলো শিখে নিতে পারবে।
এছাড়াও এই সম্পর্কে যদি তোমার কিছু জানার থাকে তাহলে তুমি আমাদের এই পোস্টের
নিচে কমেন্ট করে জানাতে পারো আমরা অবশ্যই তোমার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা
করব। আর এই পোস্টটি যদি তোমার কাছে উপকারী হয়ে থাকে তবে তুমি তোমার
বন্ধুদের সাথে শেয়ার করে দিবা তাহলে তারাও এই বিষয়ে জানতে পারবে।
আড্ডাভিউ আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url