১৯ টাকায় ৫০০ এসএমএস কোড আরো বিভিন্ন সিমের অফার ২০২৪
সম্মানিত পাঠক আসসালামু আলাইকুম। আজকে একটি গুরুত্বপূর্ণ টপিকে আলোচনা করব সেটা
হচ্ছে বিভিন্ন সিম কোম্পানির কম টাকায় বেশি এসএমএস কেনার উপায় বা কোড নিয়ে। আমরা
প্রতিনিয়ত অনেকেই বিভিন্ন প্রয়োজনে বিভিন্ন জনকে এসএমএস সেন্ড বা পাঠিয়ে থাকি।
কিন্তু খুব সীমিত টাকায় অনেকগুলো এসএমএস প্যাকেজ কেনা যায় এটা অনেকেরই হয়তো
আজানা। তাই আমরা আজকের পোষ্টে আপনাদের সুবিধার কথা ভেবে কিভাবে কম টাকায় অনেক sms
কিনবেন তা তুলে ধরেছি।
আপনি কি মাত্র ১৯ টাকায় ৫০০ এসএমএস কোড জানতে চাচ্ছেন? কিংবা কিভাবে এই এসএমএস
প্যাকেজটি কিনবেন সেটার সন্ধান করছেন? তাহলে আমাদের আজকের পোষ্টটি আপনার উপকার
হতে চলেছে। তাই অবহেলা না করে পুড়ো পোষ্টটি মনযোগ সহকাড়ে শেষ অবদি পড়তে থাকুন।
পোষ্ট সূচিপত্রঃভূমিকা
বর্তমান আমাদের বাংলাদেশে সবচেয়ে জনপ্রিয় এবং সর্ববৃহৎ মোবাইল সিম কোম্পানি বা
অপারেটর হল গ্রামীণফোন (Grameenphone)। গ্রামীণফোন গ্রাহকরা একে অপরের সাথে জরুরি
ভাবে যোগাযোগা করার জন্য এই এসএমএস সার্ভিসটি ব্যবহার করে থাকেন।
তাই আপনি আজকের আমাদের এই আর্টিকেলটি মাধ্যমে জানতে পারবেন কিভাবে আপনি জিপি সিম
থেকে এসএমএস ক্রয় করবেন অর্থাৎ এসএমএসের ক্রয় মূল্য এবং এর মেয়াদ এবং এসএমএসটি
নেওয়ার জন্য আপনাকে কি কোড ডায়াল করতে হবে সমস্ত কিছু নিয়ে থাকছে আজকের আমাদের
এই আর্টিকেলটি। তাই অবহেলা না করে আজকের আর্টিকেলটি শুরু থেকে শেষ অবদি পড়তে
থাকুন।
এসএমএস কেনার জন্য আপনার করণীয়
এসএমএস কেনার সবচেয়ে উপযোগী মাধ্যম হচ্ছে জিপি সিমের গ্রাহকদের ক্ষেত্রে
গ্রামীণফোন ফ্লেক্সিপ্ল্যান অথবা মাই জিপি অ্যাপ, বাংলালিংক গ্রাহকদের ক্ষেত্রে
মাই বাংলালিংক অ্যাাপ, রবি ও এয়ারটেল গ্রাহকদের ক্ষেত্রে মাই রবি বা মাই
এয়ারটেল অ্যাপ আপনাকে ব্যবহার করতে হবে।
কারন এখন অ্যাপগুলোতে এসএমএস অফার ছাড়াও এমবি ও মিনিটের অনেক ভালো ভালো প্যাকেজ
পাওয়া যায়। তবে এজন্য আপনার প্রয়োজন হবে একটি এন্ড্রয়েড ফোন। এন্ড্রয়েড
ফোনের মাধ্যমে আপনি খুব সহজেই কাঙ্খিত অফার সম্পর্কে বিস্তারিত সমস্ত কিছু জেনে
বুঝে ক্রয় করতে পারবেন।
তবে আমাদের মাঝে এমন অনেকেই রয়েছেন যারা ম্যনুয়ালি কম খরচে এসএমএস প্যাকেজ
কিনতে চায়। মূলত তাদের সুবিধার কথা ভেবেই কিভাবে ম্যনুয়ালি এসএমএস প্যাকেজ ক্রয়
করবেন সেই বিষয়ে আলোচনা করেছি। চলুন তাহলে আর বেশি কথা না বাড়িয়ে মূল
আলোচনা শুরু করা যাক। আমরা প্রথমে মাত্র ১৯ টাকায় ৫০০ এসএমএস কোড জেনে নিব।
১৯ টাকায় ৫০০ এসএমএস কোড
বর্তমানে বাংলাদেশে গ্রামীন সিম অপারেটর তাদের গ্রাহকদের জন্য বেশ কিছু অফার
দিয়েছেন তার মধ্যে ১৯ টাকায় ৫০০ এসএমএস অফারটি হচ্ছে অন্যতম জনপ্রিয় একটি
অফার। জিপি সিমে ১৯ টাকায় ৫০০ এসএমএস এর কোনো কোড নেই।
তবে, আপনি জিপি সিমের জন্য মাই জিপি অ্যাপ থেকে কিনতে পারবেন। মাই জিপি অ্যাপটি
আপনার ফোনে ইনস্টল করার পর আপনার জিপি নাম্বার দিয়ে লগইন করে টুডে এসএমএস অফার
অপশন থেকে ৫০০ এসএমএস ১৯ টাকায় ক্রয় করতে পারবেন।
জিপি সিমের বিভিন্ন এসএমএস প্যাকেজ কেনার কোড থাকলেও এই ১৯ টাকায় ৫০০ এসএমএস
কেনার কোড নেই। তবে, শুধুমাত্র মাই জিপি অ্যাপ ব্যবহার করে ১৯ টাকায় ৫০০ এসএমএস
কেনা যায়। জিপি ৫০০ এসএমএস কেনার পরে কত এসএমএস বাকী আছে সেটা জানার জন্য
ম্যনুয়ালি ডায়াল করুন *121*1*2#।
১৯ টাকায় ৫০০ এসএমএস প্যাকেজ কেনার উপায়
জিপি সিমে ১৯ টাকাতে ৫০০ এসএমএস প্যাকেজটি নিতে হলে প্রথমেই গুগল প্লে ষ্টোর
থেকে মাই জিপি অ্যাপটি ইনস্টল করে নিন। এরপর, আপনার জিপি নাম্বার দিয়ে ওটিপি
কোড ভেরিফাই করে মাই জিপি অ্যাপে প্রবেশ করুন। এরপরে, এসএমএস অফার সেকশন গিয়ে
আপনার সিমে যদি অফারটি এভাইলেবল থাকে তাহলে ১৯ টাকা দিয়ে ৫০০ এসএমএস প্যাক
কিনতে পারবেন ৩০ দিন মেয়াদে।
জিপি ২ টাকায় ২৫ এসএমএস
জিপি সিমের রিপোর্ট অনুযায়ী বর্তমানে তারা ২ টাকায় ২৫ টি এসএমএস অফারটি
গ্রহণকারী গ্রাহকদের সংখ্যা সবচেয়ে বেশি। তাই আপনি চাইলেও সার্ভিস টিতে
অংশগ্রহন করতে পারেন।এ সার্ভিসটি আপনি দুটি মাধ্যমে নিতে পারবেন প্রথমটি মাই
জিপি অ্যাপ এর সাহায্যে এবং এর নির্দিষ্ট কোড আছে সেই কোড ফোনে ডায়াল করলে আপনি
২ টাকায় ২৫ টা এসএমএস পেতে পারেন।
তবে তার জন্য আপনাকে *১১১*১০*২০# ডায়াল করতে হবে। তাহলেই দেখবেন জিপির এই
অফারটি আপনিও পেয়ে গেছেন। আশা করছি জিপি ২ টাকায় ২৫ এসএমএস কেনার মাধ্যম জানতে
পেরেছেন। এবার চলুন জিপি ৫ টাকায় ১০০ এসএমএস কোড জেনে নেই।
৭ টাকায় ১০০ এসএমএস কোড - Grameenphone
জিপি সিমের গ্রাহক সংখ্যা অনেক বেশি এজন্য জিপি সিম গ্রাহকদের অনেক সময় বেশি
এসএমএস এর প্রয়োজন হয়। তারা চাইলে মাত্র ৭ টাকায় ১০০ টি এসএমএস
প্যাকেজটি নিতে পারবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে এই সার্ভিসটি নিতে হলে কি
করতে হবে জানা যাক।
আপনি যদি জিপি সিমের এই অফারটি গ্রহণ করতে চান তাহলে আপনি মাই জিপি অ্যাপের
মাধ্যমে এই অফারটি ক্রয় করতে পারেন। বর্তমানে সমস্ত কিছু দ্রব্যের ঊর্ধ্বগতির
কারণে গ্রামীন সিমের এই অফারটি ৫ টাকায় ১০০ এসএমএস পাওয়া যেত কিন্তু ৭ টাকায়
১০০ এসএমএস মেয়াদ ৪ দিন করেছে। আর এই প্যাকেজটি ক্রয় করতে হলে আপনাকে
*১১১*১০*০৬#. ডায়াল করতে হবে।
জিপি ৫০০ এসএমএস কোড ২০২৪
জিপি ৫০০ এসএমএস কোড সেন্ড করার মাধ্যমে আপনার জিপি সিমে ৩০ দিন মেয়াদে ৫০০
এসএমএস অফার কিনতে পারবেন। জিপি সিমে সহজেই ৫০০ এসএমএস কেনার উপায় হচ্ছে এসএমএস
অপশনে গিয়ে Type S6, send to 8426।
তাহলেই দেখবেন আপনি ১৯ টাকার বিনিময়ে এই অফারটি পেয়ে গেছেন। তবে এছাড়াও ফ্লেক্সি
প্লান অ্যাপ ব্যবহার করে মাত্র ১৯ টাকায় ৫০০ এসএমএস কেনা যায়। মাই জিপি অ্যাপে
প্রবেশ করে ফ্লেক্সি প্লান অপশনে গিয়ে ৩০ দিন মেয়াদে ১৯ টাকায় ৫০০ এসএমএস কিনতে
পারবেন। আশা করছি জিপি ৫০০ এসএমএস কেনার মাধ্যম জানতে পেরেছেন।
জিপি ২০০ এসএমএস কোড
জিপি সিমে ২০০ এসএমএস কেনার কোড হচ্ছে *121*1015*2# । এই কোডটি ডায়াল করলে
আপনি ৩০ দিন মেয়াদী ১১ টাকায় ২০০ এসএমএস কিনতে পারবেন। জিপি এসএমএস অফার কেনার পর
অনেকেরই জানার প্রয়োজন হয় যে কত এসএমএস বাকী আছে সেটা জানার। এক্ষেত্রে ডায়াল
করুন *121*1*2# কোডটি। এই এসএমএস জিপি টু যেকোনো অপারেটরে সেন্ড করতে পারবেন।
জিপি ফ্লেক্সিপ্ল্যান এসএমএস বান্ডেল
জিপি এসএমএস প্যাকেজ কেনার কোড ডায়াল করার মাধ্যমে যেকোনো জিপি সিমে এসএমএস
অফার ক্রয় করতে পারবেন। এসএমএস করার ক্ষেত্রে আসল ব্যালেন্স থেকে এসএমএস
সেন্ড করা উচিত নয়। কারণ, এতে অনেক বেশি ব্যালেন্স কেটে নেয়।
আপনি চাইলে মাই জিপি অ্যাপ থেকেও এসএমএস অফার নিতে পারবেন আবার কোড ডায়াল
করেও কিনতে পারবেন। তবে, এসএমএস কেনার জন্য অনেকেই কোড ডায়াল করে এসএমএস
প্যাকেজ কিনতে পছন্দ করেন।
জিপি ফ্লেক্সিপ্ল্যান এসএমএস বান্ডেল প্যাকেজ কেনার কোড উল্লেখ করে দিয়েছি।
এখানে থেকে আপনি জিপি সিমের বিভিন্ন এসএমএস অফার নিতে পারবেন।
জিপি এসএমএস চেক কোড
জিপি সিমে কত এসএমএস বাকী আছে এটা অনেকেরই অজানা। অনেক সময় এসএমএস পাঠাতে থাকেন
কিন্তু আপনার sms যে sms শেষ হয়ে গেছে সেটা খেয়াল থাকে না। এক্ষেত্রে
ডায়াল করুন *121*1*2# । এই কোডটি ডায়াল করলে এসএমএস অফার কেনার পর কত এসএমএস
বাকি রয়েছে তা জানতে পারবেন। এছাড়াও, আপনি চাইলে MyGp অ্যাপ লগইন করে আপনার
সিমের এসএমএস চেক করতে পারবেন।
বাংলালিংক এসএমএস প্যাকেজ
বাংলালিংক সিম অপারেটর তাদের গ্রাহক বাড়ানোর জন্য প্রতিনিয়ত চমৎকার এসএমএস অফার
দিয়ে যাচ্ছে। বাংলালিংক সিম প্রতি সপ্তাহ পর পর নতুন নতুন এসএমএস প্যাক নিয়ে
এসেছে। আমাদের মাঝে এমন অনেকেই আছেন যারা জানে না বাংলালিংক সিমের নতুন এসএমএস এর
অফার। তাই আপনাদের সুবিধার কথা ভেবে নিচের অংশে বাংলালিংক এর এসএমএস প্যাকেজ
তালিকাবদ্ধভাবে তুলে ধরেছি।
৩০ টাকায় ৫০০ এসএমএস প্যাকেজ - Banglalink
আপনি যদি একজন banglalink সিমের গ্রাহক হয়ে থাকেন তাহলে খুব সহজেই এই অফারটি নিতে
করতে পারবেন। ৩০ দিন মেয়াদে ৩০ টাকায় ৫০০ এসএমএস অফারটি যদি আপনি নিতে চান
তাহলে আপনাকে *১২১*১০০# ডায়াল করতে হবে।
রবি এসএমএস প্যাকেজ
আমাদের সকলের জন্য এসএমএস খুবই প্রয়োজনীয় একটি জিনিস। কেননা বন্ধুদের জন্মদিনের
শুভেচ্ছা জানাতে হলে ও অফিসের বিভিন্ন কাজে আপনি এই এসএমএসের মাধ্যমেই তাকে
জানাতে পারবেন। এছারাও আরো বিভিন্ন প্রয়োজনে এসএমএস এর প্রয়োজন হয়।
রবি অপারেটর তাদের অফার এর মধ্যে কিছু আপডেট নিয়ে এসেছে। যেগুলো হয়তো আমরা
অনেকেই জানি না। পোষ্টের এই অংশে আমরা রবি সিমের বিভিন্ন এসএমএস প্যাকেজ তুলে
ধরেছি। আপনারা চাইলে আপনাদের পছন্দমতো অফার বেছে নিতে পারেন।
লেখকের শেষকথাঃ ১৯ টাকায় ৫০০ এসএমএস কোড
আমরা ইতিমধ্যে এই আর্টিকেলের মধ্যে দিয়ে দুই টাকায় ৫০ এসএমএস কেনার নিয়ম সহ
বিভিন্ন অপারেটর এর এসএমএস প্যাকেজ আলোচনা করলাম। আপনারা যদি এই পোষ্টটি পড়ে
থাকেন তাহলে অবশ্যই এসএমএস কেনার উপায় সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন এবং তার
সাথে আমরা ৩ দিনের ৭ দিনের এবং ৩০ দিনের এসএমএস প্যাকেজ শেয়ার করেছি।
আপনি যদি এই আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ে থাকেন তাহলে অবশ্যই এ বিষয়ে অবগত হতে
পেরেছেন। আপনার যদি এই পোষ্টের কোন অংশ বুঝতে সমস্যা হয় কিংবা কোন ধরণের মতামত
থাকলে কমেন্ট করে জানাতে পারেন। আমরা অবশ্যই আপনার সমস্যার সমাধান করার চেষ্টা
করবো। ইনশাআল্লাহ ।
আড্ডাভিউ আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url