বেটনোভেট সি ক্রিম এর উপকারিতা | পার্শ্ব প্রতিক্রিয়া ও দাম জেনে নিন
সম্মানিত পাঠক আসসালামু আলাইকুম। আপনি কি বেটনোভেট সি ক্রিম এর
উপকারিতা সম্পর্কে জানতে চাচ্ছেন? তাহলে আপনি সঠিক জায়গাতেই এসেছেন। কেননা
আজকের আর্টিকেলে আমরা বেটনোভেট সি ক্রিম যাবতীয় প্রয়োজনীয় ও
গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছি। এই ক্রিম সম্বন্ধে আপনাকে এমন কিছু তথ্য
প্রদান করব যার মাধ্যমে আপনি উপকৃত হতে পারবেন বলে আশাবাদী।
আপনি যদি বিভিন্ন ত্বকের সমস্যা সমস্যা থেকে মুক্তি পাওয়ার
জন্য বেটনোভেট সি ক্রিম ব্যবহার করার চিন্তা করেন, তাহলে এই ক্রিম ব্যবহার করার আগে
Betnovate-C কিসের ওষুধ, বেটনোভেট সি ক্রিম এর কাজ কি, ব্যবহারের নিয়ম, এর পার্শ্ব
প্রতিক্রিয়া ও দামসহ আরও বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকগুলো জেনে নেওয়া জরুরি। তাই
অবহেলা না করে সম্পূর্ণ আর্টিকেলটি একেবারে শেষ পর্যন্ত পড়তে থাকুন।
পোষ্ট
সূচিপত্রঃ
ভূমিকা - Betnovate C
বর্তমানে এই বেটনোভেট সি ক্রিম-এ রয়েছে বেটামেথাসোন শক্তিশালী
কর্টিকোস্টেরয়েড যা দেহের প্রদাহ-বিরোধী বৈশিষ্ট্যের জন্য পরিচিত। আমরা অনেকেই
বিভিন্ন ত্বকের সমস্যার কারণে এই বেটনোভেট সি ব্যবহার করে থাকি। তাই হয়তো
বেটনোভেট সি ক্রিম কমবেশি সকলেই পরিচিত।
আপনারা অনেকেই এই Betnovate-c ক্রিম সম্পর্কে গুগলে সার্চ করে থাকেন। তাই
আজকের পোষ্টের মাধ্যমে আমরা আপনাকে এই ক্রিম সম্পর্কে এমন কিছু গুরুত্বপূর্ণ ও
প্রয়োজনীয় তথ্য প্রদান করব যেগুলো জেনে উপকৃত হতে পারবেন। তাহলে আসুন আর বেশি
কথা না বাড়িয়ে মূল আলোচনা শুরু করা যাক। আমরা প্রথমে জেনে নিব যে বেটনোভেট এন
কিসের ওষুধ সেই সম্পর্কে।
Betnovate-C কিসের ওষুধ
বেটনোভেট সি (Betnovate-C) ক্রিম কিসের ওষুধ কিংবা এই ক্রিম কোন রোগের সমস্যায়
ব্যবহার হয় সেই বিষয়ে হয়তো আমরা অনেকেই অবগত নয়। তাই আমরা পোষ্টের শুরুতেই
জেনে নিব যে আসলে Betnovate-C কিসের বা কোন রোগের ওষুধ। এই ক্রিমটি মূলত আমাদের
ত্বকের বিভিন্ন ধরণের সমস্যার সমাধানের ক্ষেত্রে ব্যবহার করা হয় যেমন-
- ত্বকের প্রদাহ
- ত্বকের ফোলাভাব
- চুলকানি নিয়ন্ত্রণে
- ত্বকের বিভিন্ন সংক্রমণের ঝুঁকি কমায়
- ত্বকে ছত্রাক এবং ব্যাকটেরিয়ার বৃদ্ধি রোধ করে
- অন্যান্য ত্বকের অবস্থার জন্য ব্যবহৃত হয় ইত্যাদি।
যারা প্রতিনিয়ত ত্বকের উল্লিখিত সমস্যায় ভোগেন, তারা যদি একজন বিশেষজ্ঞ
চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বেটনোভেট সি ক্রিম ব্যবহার করলে, ত্বকের এ ধরনের
সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব। আশা করছি Betnovate-C কিসের ওষুধ তা
জানতে পেরেছেন। এবার আসুন বেটনোভেট সি ক্রিম এর কাজ কি সেটা জেনে নেই।
বেটনোভেট সি ক্রিম এর কাজ কি
বেটনোভেট সি ক্রিম এর কাজ হচ্ছে ত্বকের বিভিন্ন জটিল অবস্থা দূর করা। কারও
চামড়ার উপরে যদি চুলঅকানি দেখা দেয় তাহলে চামড়ার উপরের চুলকানি সারাতে কাজ
করে। এছাড়াও শুকনো ও খাটা চামড়া ক্লিন করতে সহায়তা করে এর পাশাপাশি চামড়া
ভালোভাবে জোড়া লাগাতে পারে।
তাছাড়াও বেটনোভেট সি ক্রিম ক্রন রোগ ও লেউকেমিয়া মাল্টিপল চিকিৎসায় ব্যবহার
করা হয়। এই ক্রিমটি এলার্জি উপসর্গ ও সোরিয়াসিস যেমন ডার্মাটাইসিস রক্তের রোগ
অ্যানজি, এডিমা রোগেও ব্যবহার করা হয়। এছাড়াও এই ক্রিমটি আরো নানান
ধরণের সমস্যার ব্যবহার করা যায়।
যাদের প্রচূর পরিমাণে মুখে ব্রণ হয় তাদের ক্ষেত্রেও বেটনোভেট সি ক্রিমটি খুবই
আশা করি ভূমিকা পালন করে। আশা করছি বেটনোভেট সি ক্রিম এর কাজ কি তা জানতে
পেরেছেন। এবার চলুন বেটনোভেট-সি ক্রিম কীভাবে কাজ করে সেটা জেনে নেওয়া যাক।
বেটনোভেট-সি ক্রিম কীভাবে কাজ করে
আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে বেটনোভেট-সি ক্রিম কীভাবে কাজ করে তাই পোষ্টের
এই অংশে এই বিষয়ে বিস্তারিত তুলে ধরেছি। সাধারনত বেটনোভেট-সি ক্রিম মোট
দুটি প্রধান উপাদান, বেটামেথাসোন (betamethasone) এবং ক্লিওকুইনল
(clioquinol) রয়েছে। বেটামেথাসোন ক্ষতিগ্রস্ত স্থানে ইমিউন সিস্টেমের
প্রতিক্রিয়া দমন করে প্রদাহ কমায়।
আরো পড়ুনঃ gastona ট্যাবলেট কি কাজ করে জেনে নিন
এটি ত্বকের বিভিন্ন ফোলাভাব, লালভাব এবং চুলকানি কমাতে সাহায্য করে থাকে।
অন্যদিকে, ক্লিওকুইনল হচ্ছে একটি অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্ট (Antimicrobial
agents) যা আমাদের দেহের ব্যাকটেরিয়া এবং ছত্রাকের বিরুদ্ধে লড়াই করতে
সাহায্য করে তাকে।
যখন বেটনোভেট-সি ক্রিম আক্রান্ত স্থানে লাগানো হয় তখন প্রদাহ, চুলকানি এবং
ব্যাকটেরিয়া বা ছত্রাকের বৃদ্ধি কমাতে বেটামেথাসোন এবং ক্লিওকুইনল একসাথে কাজ
করে। আশা করছি বেটনোভেট-সি ক্রিম কীভাবে কাজ করে তা জানতে পেরেছেন। এবার চলুন
আমরা জেনে নিব বেটনোভেট সি মুখে মাখলে কি হয় সেই সম্পর্কে।
বেটনোভেট সি মুখে মাখলে কি হয়
ক্লিওকুইনল এনজাইমগুলিকে ব্লক করে কাজ করে যা ছত্রাকের ডিএনএ সংশ্লেষণে
সাহায্য করে। ত্বকের প্রদাহ এবং চুলকানি: ত্বকের অবস্থা এবং ফোলা যেমন
একজিমা, ডার্মাটাইটিস এবং সোরিয়াসিস আক্রান্ত স্থানে বেটনোভেট সি প্রয়োগের
মাধ্যমে প্রবণতা করা যেতে পারে। এটি ফুসকুড়ি এবং জ্বালাপোড়ার জন্য দায়ী
রাসায়নিক পদার্থ কমিয়ে দেয়।
বেটনোভেট সি ক্রিম এর উপকারিতা
আপনি যখন কোন সমস্যা নিরাময়ের জন্য ক্রিম ব্যবহার করবেন তার আগে অবশ্যই সেই
ক্রিমের উপকারিতা গুলো জেনে নিতে হবে। কারন এর উপকারিতা গুলো জানা থাকলে
পরবর্তীতে ব্যবহারে সুবিধা হবে। এই ক্রিম শুধুমাত্র বাহ্যিক ব্যবহারের
ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে।
এই ক্রিমের উপকারিতা হচ্ছে আমাদের মুখমন্ডলের ব্রণ থেকে সৃষ্টি যেকোনো ধরনের
দাগ দূর করতে কার্যকরী ভূমিকা পালন করে। আবার যাদের চেহারাতে মেছতার দাগ
রয়েছে তারা যদি এই ক্রিম নিয়মিত ব্যবহার করেন তাহলে এই দাগ আস্তে আস্তে
হালকা হয়ে যায়।
বেটনোভেট সি ক্রিম ত্বকের যেকোন ধরনের কাটা দাগ দূর করতে খুবই কার্যকরী
ভূমিকা রাখে। এই ক্রিমটি লিউকোসাইট (Leukocytes) কে রূপান্তর হতে দেয় না।
Betnovate-C ক্রিমটি আমাদের দেহের যেকোনো ধরনের ত্বকের জ্বালাপোড়া ও প্রদাহ
বিরোধী যার ফলে এটি মুখমণ্ডলের ব্রনের দাগ মেছতা দাগ দূর করতে কার্যকরী
ভূমিকা পালন করে।
এছাড়াও যাদের মুখে প্রচ্চূর পরিমাণে কালো দাগ রয়েছে এক্ষেত্রে এই ক্রিম
ব্যবহারে অনেক উপকারে আসে। তাছাড়াও যেমন ডার্মাটাইসিস রক্তের রোগ, হাঁপানি
এলার্জি ও অ্যানিমা চোখের রোগে বেশ ভালো উপকার পাওয়া যায়। তবে এই ক্রিম অনেক
সাবধানের সাথে ব্যবহার করতে হবে। কারণ বেটনোভেট সি ক্রিম ব্যবহারে উপকারিতার
পাশাপাশি অনেক ক্ষতিকর দিকও আছে।
বেটনোভেট সি ক্রিম এর ব্যবহার
বেটনোভের সি ক্রিম এমন একটি একটি ক্রিম যা শুধু ত্বকের বাইরে ব্যবহারযোগ্য।
প্রতিদিন রাত্রে ঘুমানোর পূর্বে ভালোভাবে আক্রান্ত স্থান পরিষ্কার করে নিন।
এরপর যেগুলো জায়গায় দাগ রয়েছে শুধুমাত্র সেসব জায়গায় এই ক্রিমটি লাগিয়ে
হালকাভাবে ম্যাসাজ করুন।
এছাড়া আপনি একজন নিবন্ধিত ডাক্তারের পরামর্শ নিয়ে এই ক্রিম ব্যবহার করুন।
কারণ আপনার দেহে দাগের ওপর নির্ভর করে ব্যবহার বাড়তে পারে। তাই ক্রিমটি
ব্যবহার করার আগে অবশ্যই একজন নিবন্ধিত চিকিৎসকের পরামর্শ নিবেন।
আমাদের সকলকেই এই ক্রিম সাবধানতার সাথে ব্যবহার করতে হবে। এই ক্রিমটি চোখ ও
শিশুদের নাগালের বাইরে রাখতে হবে কেননা ক্রিমের অংশ চোখে বা শিশুদের নাগালে
গেলে চোখের অনেক বাজে ভাবে প্রভাব ফেলতে পারে যার ফলে অনেক ক্ষতি করতে পারে।
বেটনোভেট সি ক্রিম কিভাবে ব্যবহার করব
Betnovate-C ক্রিম ব্যবহার করার কিংবা প্রয়োগ করার নির্দিষ্ট নিয়ম
রয়েছে।এই ক্রিম সঠিকভাবে ব্যবহার করতে নিম্নে দেওয়া এই নির্দেশাবলী অনুসরণ
করুন:
প্রস্তুতি:
আপনি আপনার হাত সঠিকভাবে ধুয়েছেন কিনা তা ক্রিম ব্যবহার করার আগে নিশ্চিত
করুন। এরপর আপনার দেহের যে ক্ষতিগ্রস্ত স্থান পরিষ্কার এবং শুষ্ক আছে কিনা
তা ক্রিম লাগানোর আগে নিশ্চিত করুন।
ব্যবহারের নিয়ম:
- আপনার ডাক্তারের প্রদানকারীর নির্দেশ অনুসারে ক্রিমটি একটি পাতলা স্তর প্রয়োগ করুন এবং আক্রান্ত স্থানটি ঢেকে রাখার জন্য যথেষ্ট পরিমাণ ব্যবহার করে আক্রান্ত স্থানে আলতো করে ম্যাসেজ করুন।
- ক্রিম লাগানো হয়ে গেলে আপনার হাত ভালো করে ধুয়ে নিন। এতে পরবর্তীতে হাত চোখে প্রবেশ করা থেকে রক্ষা পাবে।
- ময়েশ্চারাইজিং লোশনের সাথে বেটনোভেট-সি ক্রিম ব্যবহার করার সময়, সর্বোত্তম ফলাফল পেতে লোশন প্রয়োগ করার আগে ক্রিমটি সম্পূর্ণরূপে শোষিত হওয়া পর্যন্ত অপেক্ষা করুন।
- দিনে ১ বার বা ২ বার, পুরো আক্রান্ত স্থানটি ঢেকে রাখার জন্য যথেষ্ট ক্রিম লাগান।
- আপনার ত্বকের অবস্থার উন্নতি হওয়ার ক্ষেত্রে আপনাকে ক্রিমটি কম ঘন ঘন ব্যবহার করতে হতে পারে।
এই নির্দেশাবলী সাবধানে অনুসরণ করা এবং শুধুমাত্র আপনার ডাক্তারের নির্দেশ
অনুযায়ী Betnovate-C ক্রিম ব্যবহার করা খুবই গুরুত্বপূর্ণ। আশা করছি
বেটনোভেট সি ক্রিম কিভাবে ব্যবহার করবেন তা জানতে পেরেছেন। এবার চলুন
বেটনোভেট সি এর পার্শ্ব প্রতিক্রিয়াগুলো জেনে নেই।
বেটনোভেট সি এর পার্শ্ব প্রতিক্রিয়া
আমরা হয়তো জানি যে প্রত্যেক ওষুধ বা ক্রিমের পার্শ্ব প্রতিক্রিয়া থাকে।
বেটনোভেট সি ক্রিম ব্যবহার করার ফলে বেশ কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে
পারে।কিছু সাধারণ পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে তার মধ্যে ত্বকের ফুসকুড়ি, গরম
বা জ্বলন্ত সংবেদন ও চুলকানি। এছাড়াও
- ত্বক পাতলা হওয়া
- প্রসারিত চিহ্নের উপস্থিতি
- ত্বকের রঙের পরিবর্তন
- চুলের বৃদ্ধি বৃদ্ধি এবং
- ত্বকের নীচে রক্তনালীগুলির উপস্থিতি ইত্যাদি।
বেটনোভেট-সি ক্রিম দীর্ঘদিন ব্যবহারে:
- ওজন বৃদ্ধি
- মুখের গোলাকার
- স্থূলতা এবং
- ত্বক কুঁচকে যাওয়া ইত্যাদি।
আপনি যদি অস্পষ্ট দৃষ্টি অনুভব করেন তবে আপনাকে চর্মরোগ বিশেষজ্ঞ বা
স্বাস্থ্যসেবা প্রদানকারীর সাথে যোগাযোগ করেত হবে। এছাড়া মুখে ক্রিম লাগানোর
সময়, দীর্ঘদিন ব্যবহার করা থেকে সতর্ক থাকুন। কারণ দীর্ঘদিন ব্যবহারের ফলে
ত্বক পাতলা হতে পারে।
আবার আপনার যদি পায়ের আশেপাশে একজিমা থাকে তাহলে বেটনোভেট-সি ব্যবহারে
অ্যালার্জির প্রতিক্রিয়া বাড়তে পারে। তাই আপনি যদি Betnovate-C ক্রিম
ব্যবহার করার সময় কোনো জটিল পার্শ্বপ্রতিক্রিয়া অনুভব করেন, তাহলে চর্মরোগ
বিশেষজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হতে হবে।
বেটনোভেট সি ক্রিম এর দাম কত
আপনারা অনেকেই বেটনোভেট সি ক্রিম এর দাম জানতে চেয়েছেন। তাই পোষ্টের এই অংশে
আমরা এই ক্রিমের দাম কত সেটা জানানোর চেষ্টা করেছি। প্রতিটা ওষুধ বা ক্রিমেরই
একটি নির্দিষ্ট মূল্য থাকে। তাই আপনি যদি ফার্মেসি বা যেকোন সুপারশপ থেকে এই
ক্রিম ক্রয় করেন তাহলে আপনার কাছে Betnovate C প্রতি
২০ গ্রামের মূল্য ১৪০-১৫০ টাকা নিবে।
এবং Betnovate C প্রতি ৩০ গ্রামের মূল্য ১৯০-২০০ টাকা নিতে পারে।
তবে সবচেয়ে ভালো হয় আপনি ক্রিমের গায়ে লেখা মূল্য ও মেয়াদ দেখে ক্রয় করবেন। এই
ক্কারিমের দাম সময়ের সাথে ও অবস্থান ভেদে পরিবর্তন হয়ে থাকে। আশা করছি এই
ক্রিমের দাম জানতে পেরেছেন।
বেটনোভেট সি ক্রিম এর সতর্কতা
বেটনোভেট-সি ক্রিম ব্যবহার করার আগে এখানে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে:
- বেটনোভেট-সি ক্রিম ব্যবহার করার আগে, আপনার যদি অ্যালার্জিজনিত সমস্যা থাকে তাহলে চর্মরোগ বিশেষজ্ঞ কে জানাতে হবে।
- ১ বছরের কম বয়সী বাচ্চাদের উপর এই ক্রিম ব্যবহার করা এড়িয়ে চলুন।
- অন্য কোনও অবস্থার জন্য Betnovate-C ক্রিম ব্যবহার করা যাবে না যতক্ষণ না চিকিৎসক আপনাকে পরামর্শ দিচ্ছেন।
- পরিশেষে, বেটনোভেট-সি ক্রিম আপনাকে কীভাবে প্রভাবিত করে তা না জানা পর্যন্ত গাড়ি চালানো বা যন্ত্রপাতি চালানোর সময় সতর্ক থাকুন।
বেটনোভেট সি কি মুখে লাগানো ভালো?
মুখের ত্বক পাতলা, সূক্ষ্ম এবং সংবেদনশীল। তাই সরাসরি মুখের উপর ওষুধ ব্যবহার
করার আগে রোগীদের ত্বকের অবস্থা সম্পর্কে ভালভাবে সচেতন একজন চর্মরোগ
বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত। সাধারণত বেটনোভেট সি-এর স্টেরয়েড মুখে
ব্যবহার করলে ত্বক পাতলা হয়ে যায়।
বেটনোভেট সি কি মাথার ত্বকে ব্যবহার করা যায়
বেটনোভেট স্ক্যাল্প অ্যাপ্লিকেশনের জন্য, এটি সুপারিশ করা হয় যে আপনি একটি
উন্নতি না হওয়া পর্যন্ত সকালে এবং রাতে মাথার ত্বকের প্রভাবিত অংশে অল্প
পরিমাণ প্রয়োগ করুন। একবার উপসর্গগুলি স্থির হয়ে গেলে, ফ্রিকোয়েন্সি
কমিয়ে প্রতিদিন একবার বা তার চেয়েও কম করা সম্ভব হতে পারে।
লেখকের শেষকথাঃ বেটনোভেট সি ক্রিম এর উপকারিতা
আমরা ইতিমধ্যে এই আর্টিকেলে বেটনোভেট সি ক্রিম এর উপকারিতা, পার্শ্ব
প্রতিক্রিয়া ও দামসহ এই ওষুধ নিয়ে বিস্তারিত তথ্য আলোচনা করেছি। আপনারা হয়তো
এতক্ষণে বেটনোভেট সি ক্রিম সম্পর্কে ক্লিয়ার ধারণা পেয়ে গেছেন। আর যদি এই
ক্রিম বা ওষুধ সম্পর্কে আপনাদের কোন ধরণের মতামত বা প্রশ্ন থাকে তাহলে অবশ্যই
কমেন্ট করে জানাতে পারেন।
বেটনোভেট সি ক্রিম সম্পর্কিত আমাদের আজকের এই পোস্টটি ভালো লাগলে বন্ধুদের মাঝে
শেয়ার করে দিবেন। এতে তারাও এই বেটনোভেট সি ক্রিম ওষুধ সম্পর্কে বিস্তারিত
তথ্য জানতে পারবেন। প্রিয় বন্ধুরা বিভিন্ন মেডিসিন বা ওষুধ সম্পর্কিত অন্যেন্য
প্রয়োজনীয় যাবতীয় তথ্য পেতে আমাদের আড্ডাভিউ আইটি ওয়েবসাইট নিয়মিত ভিজিট করতে
পারেন।
আড্ডাভিউ আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url