doxicap এর কাজ কি | doxicap কেন খায় ও খাওয়ার নিয়ম

সম্মানিত পাঠক আসসালামু আলাইকুম। আমাদের মাঝে এমন অনেকেই রয়েছেন যারা প্রতিনিয়ত  গলা ব্যথা, কলেরা, ফোঁড়া, গনোরিয়া এবং বিভিন্ন ব্যাকটোরিয়া রোগের সমস্যায় ভোগেন। আপনি যদি তাদের মধ্যে একজন হয়ে থাকেন, তাহলে আমাদের আজকের আর্টিকেলটি আপনার জন্য অনেক উপকার হতে চলেছে। তার কারণ হচ্ছে এ ধরণের সমস্যা থেকে মুক্তি দিতে পারে doxicap ওষুধ।
doxicap এর কাজ কি | doxicap কেন খায় ও খাওয়ার নিয়ম

আপনারা অনেকেই doxicap এর কাজ কি বা doxicap কেন খায় এই সম্পর্কে গুগলের কাছে জানতে চেয়ে থাকেন। তাই আপনাদের সুবিধার কথা ভেবেই আজকের এই পোষ্টে doxicap এর কাজ কি, কেন  খায়, খাওয়ার নিয়ম, পার্শ্বপ্রতিক্রিয়া ও এর দামসহ এই ওষুধ সম্পর্কে যাবতীয় তথ্য তুলে ধরার চেষ্টা করেছি। তাই অবহেলা না করে এই পোষ্টটি শুরু থেকে শেষ অবদি পড়তে থাকুন।
পোষ্ট সূচিপত্রঃ

ভূমিকা - doxicap

বর্তমানে এই ওষুধটি গলার প্রদহ জনিত সমস্যার জন্য বহুল ব্যবহৃত একটি এন্টিবায়োটিক ঔষধ। এই ঔষধ আমাদের দেহের ব্যাকটেরিয়া সংক্রমন দূর করে থাকে। ডক্সিক্যাপ ওষুধ মূলত রেনেটা লিমিটেড (Reneta Limited) কোম্পানি বাজারজাত করে থাকে। এর জেনেরিক নাম হচ্ছে ডক্সিসাইক্লিন হাইড্রোক্লোরাইড (doxycycline hydrochloride)।

আপনারা অনেকেই এই doxicap ১০০ মিগ্রা ওষুধের কার্যকারিতা সম্পর্কে গুগলে সার্চ করে থাকেন। তাই আজকের পোষ্টের মাধ্যমে এই ওষুধ সম্পর্কে আমরা আপনাকে এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করব যেগুলো জেনে উপকৃত হতে পারবেন। তাহলে চলুন, আর বেশি কথা না বাড়িয়ে মূল আলোচনা শুরু করা যাক। আমরা প্রথমে জেনে নিব যে doxicap কিসের ঔষধসেই সম্পর্কে।

doxicap কিসের ঔষধ - doxicap কোন রোগের ওষুধ

ডক্সিক্যাপ মূলত এক ধরণের এন্টিবায়োটিক ঔষধ। এই ঔষধ আমাদের শরীরের ব্যাকটেরিয়া সংক্রমন নিরাময় করতে কাজ করে। একটি ঔষধ আমাদের মানবদেহের পক্ষে অনেক ধরনের এন্টিবায়োটিক হিসেবে কাজ করে যেমন:
  • গলা ব্যথা
  • টনসিল ফুলে যাওয়া
  • স্কিন ইনফেকশন
  • চোখের ইনফেকশন
  • রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন
  • ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন ইত্যাদি।
বিশেষ করে গলার প্রদাহ জনিত কারণে বিশেষজ্ঞ ডাক্তারগন এই ডক্সিক্যাপ ওষুধ সেবন করার পরামর্শ দিয়ে থাকেন। তবে সাধারনত doxicap কিসের ঔষধ বা কোন রোগের ওষুধ এটি আরও ক্লিয়ার হতে পারবেন যদি এই ওষুধের কাজ কি সম্পর্কে জেনে নেন। তাহলে চলুন doxicap এর কাজ কি বা কি কাজ করে এই সম্পর্কে বিস্তারিত জেনে একটি ক্লিয়ার ধারণা নেওয়া যাক।

doxicap এর কাজ কি

ডক্সিক্যাপ এর কাজ কি বা এই ওষুধ কি কাজ করেকিসের ওষুধ সেই বিষয়ে আমরা হয়তো অনেকেই অবগত নই। তাই পোষ্টের এই অংশে আমরা এই বিষয়ে জেনে নিব। Doxycap ক্যাপসুল বিভিন্ন রোগের বিরুদ্ধে কাজ করে থাকে। এর কার্যাবলী নিম্নে তুলে ধরা হলো:
  • গনোরিয়া (Gonorrhea)
  • চুলকানি (itching)
  • গলা ব্যথা (sore throat)
  • ডায়রিয়া হলে (diarrhea )
  • দাঁতের রোগ (dental disease)
  • ত্বক সংক্রমণ (skin infection)
  • ত্বক ব্রণ হলে (Skin acne)
  • চোখের সংক্রমণ (Eye Infections)
  • সাইনোসাইটিস (Sinusitis)
  • ম্যালেরিয়া রোধ (Prevention of Malaria)
  • নিউমোনিয়া হলে (pneumonia)
  • শ্বাসতন্ত্রের সমস্যা (Respiratory problems)
  • শ্বাসযন্ত্রের সংক্রমণ (Respiratory Infections)
  • মূত্রনালীর সংক্রমণ (Urinary Tract Infection)
  • টনসিলের সমস্যা হলে (Tonsillitis )
  • সর্দি বা কাশি বা ঠান্ডা হলে (cold, cough)
  • সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন (Secondary bacterial infection)
সাধারনত Doxycap ক্যাপসুল উপরের উল্লিখিত রোগের বিরুদ্ধে কাজ করে থাকে। আশা করি এতক্ষণে  doxicap কিসের ঔষধ ও doxicap এর কাজ কি সেই সম্পর্কে জেনে গেছেন। এবার চলুন doxicap কেন খায় সেটা জেনে নেই।

doxicap কেন খায়

আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে ডক্সিক্যাপ কেন খায় তাই পোষ্টের এই অংশে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেছি। ডক্সিক্যাপ ঔষুধ সবচেয়ে বেশি খাওয়া হয় ঠান্ডা জনিত সমস্যা নিরাময় করার জন্য। যাদের গলা ব্যথা থেকে শুরু করে দাঁত ব্যথা, ঠান্ডা, শরীরের বিভিন্ন ধরণের সংক্রমণ জনিত জনিত কোন রোগ রয়েছে তারা এই ডক্সিক্যাপ ঔষধ সেবন করলে এগুলো সমস্যা নিরাময় হয়ে যায়। যার ফলে অনেকেই এই ওষুধ খেয়ে থাকেন।
ডক্সিক্যাপ 100 শ্বাস নালী এর সংক্রমণ যেমন
  • নিউমোনিয়া এর আক্রমণ
  • ইনফ্লুয়েঞ্জা জনিত সমস্যা
  • সাইনোসাইটিস জনিত সমস্যা
  • ব্রঙ্কাইটিস জনিত সমস্যা
  • টনসিলাইটিস জনিত সমস্যা
শ্বাসনালী এর প্রদাহ এর সমস্যা জনিত লক্ষণ গুলোর কার্যকারী উপশম হিসেবে কাজ করে থাকে ৷ এছাড়াও গ্যাস্ট্রোইনটেস্টাইনাল ট্র্যাক্ট ইনফেকশন এর জন্য যেমন
  • কলেরা জনিত সমস্যা
  • ট্রাভেলার্স ডায়রিয়া জনিত সমস্যা
  • শিগেলা পেটে ব্যথা জনিত সমস্যা
  • তীব্র অন্ত্র এর অ্যামিবিয়াসিস সমস্যা ইত্যাদি।
এসব সমস্যাএ জন্য এই ওষুধ কার্যকারী উপশম হিসেবে ভূমিকা পালন করে থাকে। এই ঔষুধ মূলত শরীরে কোন জটিল রোগ দেখা দিলে সেবন করে। কারণ এন্টিবায়োটিক ওষুধ ছাড়া জটিল রোগ সহজে নিরাময় হয় না। আপনি যদি আপনার রোগ সঠিকভাবে নিরাময় করতে চাইলে অবশ্যই আপনাকে অ্যান্টিবায়োটিক ওষুধ সেবন করতে হবে। আশা করছি এতক্ষণে জানতে পেরেছেন যে doxicap কেন খায়। এবার চলুন ডক্সিক্যাপ এর উপকারিতা জেনে নেই।

ডক্সিক্যাপ এর উপকারিতা

সাধারণত সকল উপকার পাওয়ার জন্যই বিভিন্ন ধরনের ওষুধ সেবন করে থাকে। ডক্সিক্যাপ হচ্ছে ডক্সিসাইক্লিন টেট্রাসাইক্লিন (Doxycycline Tetracycline) গ্রুপের বিস্তৃত বর্ণালীর উচ্চ ক্ষমতা সম্পন্ন একটি এন্টিবায়ােটিক ঔষধ।
  • এটি গ্রাম পজেটিভ
  • গ্রাম নেগেটিভ
  • স্পাইরােচেট
  • মাইকোপ্লাজমা
  • রিকেটসিয়া এবং
  • মাইক্রোব্যাকটেরিয়ার বিরুদ্ধে খুবই কার্যকর।
গণােরিয়া ও সিফিলিস এর চিকিৎসার ক্ষেত্রেও কপেনিসিলিন এর বিকল্প হিসাবেও ব্যবহৃত হয়। কেননা এই চিকিৎসায় ডক্সিক্যাপ ওষুধ ব্যবহারে বেশ ভালো উপকার পাওয়া যায়। ডক্সিসাইক্লিন ক্রিয়ার মূল ধরণ হচ্ছে এটি ব্যাকটেরিয়ার কোষের ভিতরে প্রােটিন সিনথেসিস বন্ধ করে দিতে সাহায্য করে।

যার ফলে অতি খুব সহজেই বিভিন্ন ব্যাকটেরিয়াজনিত অসুখ বা সমস্যা থেকে রেহায় পাওয়া সম্ভব। তবে এই ওষুধ সেবনে কার্যকরী উপকারিতা পেতে হলে অবশ্যই একজন নিবন্ধিত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ও তার দেওয়া নিয়ম মেনে এই ওষুধ সেবন করতে হবে। আশা করি ডক্সিক্যাপ এর উপকারিতা কি তা জানতে পেরেছেন। এবার চলুন doxicap 100 mg খাওয়ার নিয়ম জেনে নেই।

doxicap 100 mg খাওয়ার নিয়ম

আপনারা হয়তো এতক্ষণে Doxicap কিসের ওষুধ ও এর কাজ কি সেই বিষয়ে অবগত হতে পেরেছেন। আপনি যদি আপনার সমস্যা নিরাময় করার ক্ষেত্রে এই ওষুধটি সেবন করতে চান, তাহলে অবশ্যই এই ওষুধ সেবনের নিয়ম সম্পর্কে একজন ডাক্তারের সাথে পরামর্শ করে সঠিকভাবে জেনে নিতে হবে।

আমরা নিম্নে এই ওষুধের স্বাভাবিক মাত্রা নিয়ে আলোচনা করেছি। চলুন তাহলে কথা না বাড়িয়ে এই ওষুধ খাওয়ার নিয়ম জেনে নেই। যদিও চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনোভাবেই এই ওষুধ সেবন করা উচিত না।
প্রাপ্তবয়স্কদের জন্য প্রতিদিন ডক্সিক্যাপ ১০০ মিগ্রা করে ২ টি করে ক্যাপসুল খেতে হবে অবশ্যই খাবার খাওয়ার পরে। এভাবেই ৭-১০ দিন নিয়ম অনুযায়ী ডোজ চালিয়ে যেতে হবে। আবার কখনো কখনো ডোজ এর মাত্রা বয়স ও রোগীর শারীরিক পরিস্থিতি বিবেচনা করে কমবেশি করা যেতে পারে। তবে মনে রাখবেন এটি অবশ্যই ভরা পেটে সেবন করতে হবে।

তবে একটা বিষয় সব সময় সচেতন থাকবেন যেহেতু এটি একটি অ্যান্টিবায়োটিক ওষুধ সেহেতু এই ঔষুধ সেবন এর আগে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে। তানাহলে আপনার দেহে মারাত্মক ক্ষতি বা জটিলতা দেখা দিতে পারে।

এই ঔষধ গর্ভকালীন সময়ে সেবন করা যাবে না। আর গর্ভকালীন সময় কখনও ডাক্তারের পরামর্শ ব্যতিত ফার্মেসি থেকে ক্রয় করে এই ঔষধ গুলো খাওয়া যাবে না।এতে গর্ভে বেড়ে উঠা ভ্রণ নষ্ট হয়ে যেতে পারে। আশা করছি doxicap 100 mg খাওয়ার নিয়ম জানতে পেরেছেন। এবার চলুন ডক্সিক্যাপ এর পার্শ্বপ্রতিক্রিয়াগুলো জেনে নেই।

ডক্সিক্যাপ এর পার্শ্বপ্রতিক্রিয়া

আপনি যদি ডক্সিক্যাপ নিয়ম অনুযায়ী সেবন না করেন কিংবা এই ওষুধ অতিমাত্রায় সেবন করেন তাহলে আপনার শরীরে বেশ কয়েকটি পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে। কারন আমরা হয়তো জানি প্রতিটা মেডিসিনেরই জিনিসেরই উপকারিতা থাকার পাশাপাশি অপকারিতা বা পার্শ্বপ্রতিক্রিয়া থাকে। এই ওষুধ সেবনে যেগুলো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে তা নিম্নরুপঃ
  • বমি বমি ভাব হওয়া
  • অ্যানিমিয়া
  • অন্ননালিতে আলসার
  • কখনো কখনো বমি হতে পারে
  • গ্যাসের ফলে বুক জ্বালাপোড়া 
  • ডায়রিয়া জনিত সমস্যা লক্ষণ পরিলক্ষিত করা হয়ে থাকে
  • লাল ফুসকুড়ি জনিত সমস্যা দেখা দিতে পারে 
  • ত্বক এর এলার্জি জনিত সমস্যা দেখা দিতে পারে ইত্যাদি।
মূলত এই মেডিসিন ডাক্তারে পরামর্শ ব্যতীত সেবন করলে বা অতিমাত্রায় সেবন করলে উপরোক্ত উল্লিখিত সমস্যা গুলো দেখা দিতে পারে। তবে অনেকের ক্ষেত্রে উল্লেখিত সমস্যা না-ও দেখা দিতে পারে। তাই আমাদের সকলকে এই বিষয়ে সচেতন থেকে এই ধরনের ওষুধ সেবন করার পূর্বে অবশ্যই একজন নির্বন্তিত ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করা। আশা করছি ডক্সিক্যাপ এর পার্শ্বপ্রতিক্রিয়া  গুলো জানতে পেরেছেন। এবার চলুন, Doxicap ক্যাপসুল এর দাম কত তা জেনে নেই।

Doxicap ক্যাপসুল এর দাম কত

Doxicap গনোরিয়া, চুলকানি, মূত্রনালীর সমস্যা, শ্বাসযন্ত্রের ও শ্বাসতন্ত্রের সমস্যার এর জন্য কার্যকরী ঔষধ হিসেবে পরিচিত। যেটা হয়তো আমরা অনেকেই সেবন করিয়ে থাকি। এটি ডক্সিক্যাপ ওষুধ মূলত রেনেটা লিমিটেড (Reneta Limited) কোম্পানি বাজারজাত করে থাকে। এর জেনেরিক নাম হচ্ছে ডক্সিসাইক্লিন হাইড্রোক্লোরাইড (doxycycline hydrochloride)। আপনি যদি এই অংশটি মনযোগ সহকারে পড়েন তাহলে আশা করি এই ওষুধের দাম জেনে নিতে পারবেন।
Doxicap ১০০ মি.গ্রা.
ইউনিট মূল্য: ৳ 2.20 (10 x 10: ৳ 220.00)
স্ট্রিপ মূল্য: ৳ 22.00

Doxicap ৫০ মি.গ্রা.
ইউনিট মূল্য: ৳ 1.42 (5 x 10: ৳ 71.00)
স্ট্রিপের মূল্য: ৳ 14.20

আসলে এসব ওষুধের দাম সঠিকভাবে নির্ধারণ করে বলা বেশ কঠিন কেননা ওষুধের দাম যে কোন সময় কম বেশি হয়ে থাকে। ডক্সিক্যাপ মি.গ্রা প্রতি পিচের দাম ২.২০ টাকা। আপনি যেকোনো ফার্মেসি বা সুপারশপ থেকে এই ওষুধ কালেক্ট করতে পারবেন। তবে অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ অনুযায়ী এই ওষুধটি সেবন করবেন।

doxicap ক্যাপসুল সম্পর্কিত সাধারন জিজ্ঞাসা (FAQs)

প্রশ্ন: doxicap 100 কোন কোম্পানি বাজারজাত করে?
উত্তর: রেনেটা লিমিটেড (Reneta Limited)।

প্রশ্ন: doxicap 100 থেরাপিউটিক ক্লাস কি
উত্তর: Tetracycline group of drugs

প্রশ্ন: প্রতি পিচ doxicap 100 mg এর দাম কত?
উত্তর: প্রতি পিচ beklo 10 mg এর দাম ২.২০ টাকা।

প্রশ্ন: doxicap 100 mg কি অ্যান্টিবায়টিক?
উত্তর: হ্যাঁ, এই ওষুধঅ্যান্টিবায়টিক হিসেবে ব্যবহার করা হয়। 

লেখকের শেষকথাঃ doxicap এর কাজ কি - doxicap কেন খায়

পরিশেষে আমরা ওষুধ খাওয়া নিয়ে সবসময় বলে থাকি যে নিজের রোগের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ ছাড়া নিজে থেকে কোন ওষুধ গ্রহন করবেন না। যেকোন ধরণের ওষুধ সেবন করার আগে প্রথমে আপনাকে একজন ডাক্তারের পরামর্শ নিতে হবে তারপরে তার পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করতে হবে। তাহলেই ইনশাল্লাহ আপনার সমস্যাগুলো নিরাময় হয় যাবে।

আমরা ইতিমধ্যে এই আর্টিকেলে doxicap এর কাজ কি, doxicap কেন খায় ও খাওয়ার নিয়ম এবং এই ওষুধ নিয়ে বিস্তারিত তথ্য আলোচনা করেছি। আপনারা হয়তো এতক্ষণে doxicap 100 সম্পর্কে ক্লিয়ার ধারণা পেয়ে গেছেন। আর যদি এই অ্যান্টিবায়োটিক ওষুধ সম্পর্কে আপনাদের কোন ধরণের মতামত বা প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন।

doxicap 100 সম্পর্কিত আমাদের আজকের এই পোস্টটি ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। এতে তারাও এই doxicap 100 ওষুধ সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারবেন। প্রিয় বন্ধুরা বিভিন্ন মেডিসিন বা ওষুধ সম্পর্কিত অন্যেন্য প্রয়োজনীয় যাবতীয় তথ্য পেতে আমাদের আড্ডাভিউ আইটি ওয়েবসাইট নিয়মিত ভিজিট করতে পারেন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আড্ডাভিউ আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url