ঢাকা টু দুবাই ও দুবাই টু ঢাকা বিমান ভাড়া কত ২০২৪

সম্মানিত পাঠক আসসালামু আলাইকুম। আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করব সেটি হচ্ছে ঢাকা টু দুবাই ও দুবাই টু ঢাকা বিমান ভাড়া কত সেই সম্পর্কে। আপনার যদি দুবাই যাওয়ার ভিসা হয়ে যায় তাহলে আপনাকে ঢাকা টু দুবাই বিমানের টিকিট ক্রয় করতে হবে। ভিসা নানান ধরনের হয়ে থাকে তাই আপনি বিভিন্ন কারণে দুবাই যেতে পারবেন। যার জন্য আপনাকে দুবাই টু ঢাকা, ঢাকা টু দুবাই অথবা চট্টগ্রাম থেকে দুবাই বিমান ভাড়া কত জানতে হবে।
ঢাকা টু দুবাই ও দুবাই টু ঢাকা বিমান ভাড়া কত

আপনারা সর্বনিম্ন ১৪২ ডলার (১৬ হাজার ৬০০ টাকা) দিয়ে টিকিট ক্রয় করে ঢাকা টু দুবাই যাতায়াত করতে পারবেন। অপরদিকে আপনারা সর্বোচ্চ ৪ লক্ষ ৬৮ হাজার ২২৫ টাকা দামের বিমান টিকিট ক্রয় করে যাতায়াত পারবেন।মূলত আপনাদের সুবিধার্থে আজকের এই পোস্টে বাংলাদেশ টু দুবাই ও দুবাই টু বাংলাদেশে আসার বিভিন্ন বিমানের ভাড়া ও কখন ফ্লাইট হবে যাবতীয় তথ্য উল্লেখ করেছি। আপনারা যেন বর্তমান সময় অনুযায়ী খুব অল্প দামে টিকিট কিনতে পারেন তার বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে।
পোষ্ট সূচিপত্রঃ

ভূমিকা - Dhaka to Dubai air ticket price

ইদানিং বিভিন্ন অনুষ্ঠানকে সামনে রেখে বিমানের ভাড়া বিভিন্ন সময় পরিবর্তন হয়ে থাকে। যদি কোন বিমান কর্তৃপক্ষ কোন তারিখে তাদের টিকিটের দাম ডিসকাউন্ট দিয়ে থাকে, তাহলে আপনি অনেক কম টাকা খরচে ঢাকা থেকে দুবাই এবং দুবাই থেকে বাংলাদেশ যাতায়াত করতে পারবেন। বর্তমানে অধিকাংশ মানুষ ঢাকা থেকে দুবাই ও দুবাই থেকে ঢাকা আসতে চায়।

কিন্তু অনেকের বর্তমান বিমান ভাড়া সম্পর্কে আইডিয়া বা সঠিক দাম জানা নেই। তাই আপনাদের সুবিধার কথা ভেবে আমরা আজকের পোষ্টে বর্তমান বিমান ভাড়ার দাম বিস্তারিত আলোচনা করেছি। যাতে আপনারা আমাদের পোষ্টের মাধ্যমে সঠিক তথ্য পেয়ে উপকৃত হতে পারেন। তাই অবহেলা না করে আমাদের আজকের সম্পূর্ণ পোষ্টটি শেষ পর্যন্ত পড়তে থাকুন।

ঢাকা টু দুবাই যাওয়ার এয়ারলাইন্স কি কি

বর্তমান সময়ে আমাদের ঢাকা থেকে দুবাই ও দুবাই থেকে ঢাকা আসার জন্য বেশ কয়েকটি এয়ারলাইন্স কোম্পানি রয়েছে। যার মধ্যে উল্লেখযোগ্য এয়ারলাইন্স গুলো হচ্ছেঃ
  • ফ্লাই দুবাই
  • এমিরেটস
  • এয়ার ইন্ডিয়া
  • ইউএস-বাংলা
  • এয়ারলাইন্স ইন্ডিগো
  • জাজিরা এয়ারওয়েজ
  • ভিস্তারা গালফ এয়ার
ওমান এয়ারপোর্ট সহ আরো বেশ কয়েকটি এয়ারলাইন্স বাংলাদেশ ও দুবাইয়ের মধ্যকার ফ্লাইট পরিচালনা করে থাকে। আশা করছি ঢাকা টু দুবাই ও দুবাই টু ঢাকা যাওয়ার এয়ারলাইন্স কতটি তা জানতে পেরেছেন। এবার চলুন ২০২৪ সালে দুবাই বিমান ভাড়া কত সেটা জেনে নেই।

বাংলাদেশ থেকে দুবাই বিমান ভাড়া কত ২০২৪

ক্যালেন্ডার অনুযায়ী প্রায় প্রতিদিনই বিমানের ভাড়া পরিবর্তন হয়ে থাকে।অনেক সময় দেখা যায় বিভিন্ন এয়ারলাইন্স কর্তৃপক্ষ তাদের টিকিটের উপর ডিসকাউন্ট দিয়ে থাকে। আপনি যদি  বাংলাদেশের ঢাকা থেকে দুবাই যেতে চান, তাহলে আপনাকে প্রায় ৭২ হাজার ৩০ টাকা থেকে শুরু করে ৪ লক্ষ ৬৮ হাজার ২৩০ টাকা পর্যন্ত খরচ করে সেখানে যেতে পারবেন।

তবে আপনি হয়তো টাকার পরিমাণ এত বেশি শুনে অবাক হতে পারেন। আসলে অবাক হওয়াটাই স্বাভাবিক কেননা আপনি যদি সরাসরি ঢাকা থেকে দুবাই যেতে চান তাহলে অবশ্যই বিমান ভাড়া বেশি পড়বে। অন্যদিকে আপনার ক্রয় করাবিমানের টিকিটের যদি স্টপেজ থাকে।

তাহলে টিকিটের মূল্য কিছুটা কমবে। যেমন এয়ার ইন্ডিয়া আপনাকে ঢাকা থেকে দুবাই নিয়ে যাবে এর মাঝখানে দিল্লিতে স্টপেজ দিবে। সেক্ষেত্রে আপনাকেটিকিটের দাম ৭২ হাজার ২৫ টাকা দিতে হবে। অন্যদিকে ইন্ডিগো এয়ারলাইন্স এর মাধ্যমে দুবাই যেতে চাইলে আপনাকে ১৪২ ডলার ((১৬ হাজার ৬০০ টাকা)) দিয়ে টিকিট ক্রয় করতে হবে।

যেখানে মুম্বাই প্রায় ৭ ঘণ্টার মতো আপনাকে স্টপেজ দেওয়া হবে। আবার জাজিরা এয়ারওয়েজ এর মাধ্যমে দুবাই থেকে ঢাকা আসার ক্ষেত্রে আপনার ফ্লাইটের সময় লাগবে মোটামুটি ১৫ ঘন্টা ১০ মিনিট। এর কারণ হচ্ছে মাঝখানে কুয়েতে প্রায় ৮ ঘন্টা অপেক্ষা করতে হবে। এর সেক্ষেত্রে টিকিটের দাম পড়বে ১৪৯ ডলার (17,480.65 Taka)।

সময়ের সাথে যে টিকিটের দাম পরিবর্তন হয়ে থাকে এই বিষয়ে আপনাদের অবগত করেছি। সাধারণত আপনি যত বেশি সময় নিয়ে বিমানে সফর করবেন আপনাকে তত কম টাকা দিয়ে বিমানের টিকিট ক্রয় করতে পারবেন। অনেকেই মনে করেন বিমানের কম সফল মানেই হচ্ছে টিকিটের মূল্য তত কম।

কিন্তু এটি পুরোটাই ভুল ধারণা। কারণ আপনি যদি খুব অল্প সময় সফর করে বাংলাদেশ থেকে দুবাইয়ে যেতে চান, তাহলে অবশ্যই আপনাকে বেশি টাকা দিয়ে বিমানের টিকিট ক্রয় করতে হবে। আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন। এবার চলুন, ঢাকা টু দুবাই বিমান ভাড়া কত তা জেনে নেই।

ঢাকা টু দুবাই বিমান ভাড়া কত

আমাদের মাঝে এমন অনেকেই আছেন যারা প্রতিনিয়ত দুবাই যাতায়াত করেন। আবার অপরদিকে অনেকে প্রথমবারের মতো ভিসা পেয়ে দুবাই দেশে পাড়ি দিবেন। তারা যাতে কম খরচে বাংলাদেশ থেকে দুবাইয়ে যেতে পারে। তাদের জন্য আমরা নিম্নে ঢাকা থেকে দুবাই যাওয়ার বিমান ভাড়া উল্লেখ করেছি। 

বিমানের নামঃ Indigo Air
দামঃ ৪০,৭০৯ টাকা
স্টপেজঃ মুম্বাই

বিমানের নামঃ Emirates
দামঃ ৫২,৪৫০ টাকা
স্টপেজঃ নাই

বিমানের নামঃ Biman Bangladesh Airlines
দামঃ ৫১,১০৯ টাকা
স্টপেজঃ নাই

দুবাই টু ঢাকা বিমান ভাড়া

বাংলাদেশ, আরব আমিরাত, ভারত, ওমান সহ আরো বেশ কয়েকটি দেশের বিভিন্ন এয়ারলাইন্স দুবাই টু ঢাকা ফ্লাইট পরিচালনা করে থাকে। আপনি আপনার পছন্দের এয়ারওয়েজে দুবাই থেকে ঢাকা যাতায়াত করতে পারবেন। অপরদিকে আপনার যদি বাংলাদেশের চট্টগ্রাম এয়ারপোর্টে আসতে চান, তাহলেও আপনি আসতে পারবেন। আমরা নিচে দুবাই থেকে ঢাকা যাওয়ার বিমান ভাড়া তালিকা উল্লেখ করেছি।

বিমানের নামঃ এমিরেটস (Emirates)
দামঃ US$ 225 (26,396 Taka)
স্টপেজঃ নাই

বিমানের নামঃ ইউএস-বাংলা এয়ারলাইন্স (Us-Bangla Airlines)
দামঃ US$ 206 (24,167 Taka)
স্টপেজঃ নাই

বিমানের নামঃ ফ্লাইদুবাই  (Flydubai)
দামঃ US$ 191 (22,408 Taka)
স্টপেজঃ নাই

বিমানের নামঃ ইন্ডিগো (Indigo)
দামঃ US$ 142 (16,659 Taka)
স্টপেজঃ মুম্বাই

বিমানের নামঃ জাজিরা এয়ারওয়েজ (Jazeera Airways)
দামঃ US$ 149 (17,480 Taka)
স্টপেজঃ কুয়েত

বিমানের নামঃ ভিস্তারা (Vistara)
দামঃ US$ 164 (19,240 Taka)
স্টপেজঃ মুম্বাই

বিমানের নামঃ ইন্ডিগো (Indigo)
দামঃ US$ 162 (19,005 Taka)
স্টপেজঃ হায়দ্রাবাদ

চট্টগ্রাম টু দুবাই বিমান ভাড়া কত ২০২৪

চট্টগ্রামের অধিকাংশ মানুষ  রয়েছেন যারা চট্টগ্রাম এয়ারপোর্ট থেকে ডিরেক্ট দুবাই যেতে চান। তাদের ক্ষেত্রে বিমান ভাড়া অনেকটা একই। আজকের এই পোস্টে বিভিন্ন এয়ারলাইন্সের নাম টিকিটের মূল্য বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে। আপনি যদি চট্টগ্রাম থেকে দুবাই যেতে চান, তাহলে অবশ্যই নিচে থেকে তথ্যগুলো দেখে নিন।

বিমানের নাম: Emirates
দাম: ৫২,৪৬৩ টাকা
স্টপেজ: ঢাকা

বিমানের নাম: Flydubai
দাম: BDT ৫৭,৩৬৫ টাকা
স্টপেজ: নাই

বিমানের নাম: Emirates
দাম: ৬১,৩১৬ টাকা
স্টপেজ: ঢাকা

দুবাই টু চট্টগ্রাম টিকিটের দাম কত

বর্তমানে বিমান টিকিটের মূল্য সবার জানা অনেক প্রয়োজন। কেননা এখন অনেকেই দালালের খপ্পরে পড়ে বেশি টাকা দিয়ে টিকিট ক্রয় করছেন। তাই আপনি যদি দুবাই থেকে চট্টগ্রাম যাওয়ার বিমানের টিকিটের দাম জানতে চান, তাহলে এখানে দেখুন বিভিন্ন এয়ারলাইন্সের নাম ও টিকিটের মূল্য।

বিমানের নামঃ Flydubai
দামঃ US$ 206 (BDT 24,167)
স্টপেজঃ নাই

বিমানের নামঃ Biman Bangladesh Airlines
দামঃ US$ 266 (BDT 31,293)
স্টপেজঃ নাই

বিমানের নামঃ Oman Air
দামঃ US$ 275 (BDT 32,266)
স্টপেজঃ Muscat

বর্তমানে বিভিন্ন ওয়েবসাইট রয়েছে যেখানে আপনি আপনাকে বিমানের টিকিট ডিসকাউন্ট প্রাইজে ক্রয় করতে সাহায্য করবে। তাই আপনাদের সুবিধার্থে আমরা সেই সব অথরিটি ওয়েবসাইটের নাম দিয়ে দিয়েছি। সেখান থেকে আপনি খুব সহজেই বাংলাদেশ থেকে দুবাই ও দুবাই থেকে বাংলাদেশ যাওয়ার বিমানের টিকিট ক্রয় করতে পারবেন। তবে বিমানের টিকিট ক্রয় করার আগে অবশ্যই তাদের ক্রয়-বিক্রয় নিয়ম বা নীতিমালা সম্পর্কে জেনে নিবেন।

দুবাই বিমানের টিকিট ক্রয় করার নিয়ম

আমাদের মাঝে এমন অনেকেই আছেন যারা হয়তো অনলাইনের মাধ্যমে বিমানের টিকিট ক্রয় করতে চান কিন্তু কিভাবে বিমানের টিকিট ক্রয় করতে হয় সেই বিষয়ে জানেন না। আপনার যদি  ডুয়েল কারেন্সি কার্ড অথবা এমন কোন পেমেন্ট মেথড থাকে যা অনলাইনে বিমানের ভাড়া পেমেন্ট করতে সাহায্য করবে।

তাহলে আপনি সহজেই নিজে থেকেই বিমানের টিকিট ক্রয় করতে পারবেন। বাংলাদেশ থেকে দুবাই যাওয়ার টিকিট ক্রয় করার নিয়মের পাশাপাশি দুবাই থেকে বাংলাদেশে যাওয়ার বিমান টিকিট ক্রয় করার নিয়ম এখানে দেওয়া হলো:
  • সর্বপ্রথম ইন্টারনেট ব্যবহার করে আপনাকে গুগলে প্রবেশ করতে হবে। গুগলে প্রবেশ করার পরে “দুবাই টু ঢাকা অথবা ঢাকা টু দুবাই” লিখে সার্চ করতে হবে।
  • সেখান থেকে ফ্লাইট এক্সপার্ট ডটকম কিংবা ট্রিপ ডট কম ওয়েবসাইটের প্রবেশ করুন।
  • তারপরে আপনার পছন্দমতো সর্বনিম্ন প্রাইস এর বিমান টিকিট অথবা কম সময়ে যাওয়ার দামি টিকিট বাছাই করতে হবে।
  • ইকোনমি বা বিজনেস ক্লাস সিট বাহাই করার পর আপনার যাবতীয় তথ্য দিয়ে সাহায্য করুন।
  • এখানে তথ্য বলতে আপনার পাসপোর্ট নাম্বার, যাবতীয় কন্টাক্ট ইনফরমেশন দিতে হবে তারপরে নেক্সট বাটনে ক্লিক করতে হবে।
  • এরপরে আপনি আপনার পছন্দের পেমেন্ট মেথড ব্যবহার করে পেমেন্ট অপশনটি কমপ্লিট করতে হবে।
  • পেমেন্ট মেথড কমপ্লিট হওয়ার কিছুক্ষণের মধ্যেই আপনাকে স্মার্ট ফোনে মেইল করে বিমানের টিকিট সহ যাবতীয় ইনফরমেশন পাঠানো হবে।
বি.দ্র. আপনার যেকোনো ধরনের সমস্যা কিংবা বিমানের টিকিট বাতিল করার জন্য সাপোর্ট অপশনে গিয়ে যোগাযোগ করুন। আশা করছি উপরের উল্লিখিত নিয়ম দেখে আপনি সহজেই দুবাই বিমানের টিকিট ক্রয় করতে পারবেন।

লেখকের শেষকথাঃ ঢাকা টু দুবাই ও দুবাই টু ঢাকা বিমান ভাড়া

আমরা ইতিমধ্যে এই আর্টিকেলে ঢাকা টু দুবাই ও দুবাই টু ঢাকা বিমান ভাড়া কত ও বিমান ভাড়া নিয়ে বিস্তারিত তথ্য আলোচনা করেছি। আপনারা হয়তো এতক্ষণে বাংলাদেশ থেকে দুবাই বিমান ভাড়ার সম্পর্কে পরিস্কার ধারণা পেয়ে গেছেন। আর যদি এই বিষয় সম্পর্কে আপনাদের যে কোন ধরণের মতামত বা প্রশ্ন থাকে তাহলে এই পোষ্টের কমেন্ট বক্সে জানাতে পারেন। তাহলে আমরা দ্রুত সে বিষয়ে জানিয়ে দিয়ে সাহায্য করবো।

দুবাই টু ঢাকা বিমান ভাড়া সম্পর্কিত আমাদের আজকের এই পোস্টটি ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। এতে তারাও বিমান ভাড়া সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারবেন। প্রিয় বন্ধুরা বিভিন্ন টিকিটের দাম সম্পর্কিত অন্যেন্য প্রয়োজনীয় যাবতীয় তথ্য পেতে আমাদের আড্ডাভিউ আইটি ওয়েবসাইট নিয়মিত ভিজিট করতে পারেন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আড্ডাভিউ আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url