sergel 20 কিসের ঔষধ | সারজেল খাওয়ার নিয়ম ও পার্শ্বপ্রতিক্রিয়া
সম্মানিত পাঠক আসসালামু আলাইকুম। আপনি কি sergel 20 কিসের ঔষধ, সারজেল
খাওয়ার নিয়ম ও পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কে জানতে চেয়ে আমাদের ওয়েবসাইট ভিজিট
করেছেন? তাহলে আপনি সঠিক স্থানেই এসেছেন। কেননা আজকের এই আর্টিকেলে আমরা sergel
20 ওষুধ সম্পর্কে যাবতীয় তথ্য সাজানোর চেষ্টা করেছি। আপনি ছাড়াও বর্তমানে অনেকেই
এই সারজেল ২০ ওষুধ নিয়ে গুগলের কাছে জানতে চায়। তাই আপনাদের সুবিধার্থে আজকে
এই গুরুত্বপূর্ণ ওষুধ সম্পর্কে আলোচনা করেছি।
প্রিয় বন্ধুরা, sergel 20 আমাদের দেহের বিভিন্ন গ্যাস্ট্রিকের সমস্যা নিরাময় করে থাকে। তো আপনার যদি বিভিন্ন গ্যাস্ট্রিকের সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য sergel 20 সেবন করতে চান, তাহলে সেবন করার sergel 20 কিসের ঔষধ, sergel 20 এর কাজ কি, সারজেল ২০ খাওয়ার নিয়ম, এর পার্শ্ব প্রতিক্রিয়া ও দাম সহ
আরও বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে জেনে নেওয়া জরুরি। তাই অবহেলা না করে
আমাদের এই পোষ্টের শেষ পর্যন্ত থেকে এই ওষুধ সম্পর্কে বিস্তারিত জেনে
নিন।
পোষ্ট সূচিপত্রঃ
ভূমিকা - sergel 20
বর্তমান সময়ে এই মেডিসিনটি গ্যাস্ট্রিকের সমস্যার জন্য বহুল ব্যবহৃত ওষুধ।
আমরা অনেকেই হয়তো বিভিন্ন গ্যাস্ট্রিকের সমস্যার কারণে এই sergel 20 mg
সেবন করে থাকি। এজন্য অনেকেই sergel 20 ট্যাবলেট সম্পর্কে কমবেশি সকলেই
পরিচিত।
sergel 20 mg মূলত হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড (Healthcare
Pharmaceuticals Limited.) কোম্পানি বাজারজাত করে থাকে। যার জেনেটিক নাম
ইসোমিপ্রাজল (Esomeprazole)। আপনারা এই ওষুধ সেবন করেন কিন্তু হয়তো অনেকেরই
এই ওষুধ খাওয়ার নিয়ম বা পার্শ্বপ্রতিক্রিয়া জানা নেই।
তাই আজকের পোষ্টের মাধ্যমে আমরা সারজেল ওষুধ সম্পর্কে এমন কিছু গুরুত্বপূর্ণ
তথ্য প্রদান করব যেগুলো জেনে আপনি অবশ্যই উপকৃত হতে পারবেন। তাহলে চলুন আপনার
মূল্যবান সময়টুকু নষ্ট না করে মূল আলোচনা শুরু করা যাক। আমরা প্রথমে জেনে নিব
sergel 20 কেন খায় সেই সম্পর্কে।
sergel 20 কেন খায়
আপনারা অনেকেই জানতে চান যে sergel 20 মানুষ কেন খায় তাই আপনাদের
সুবিধার জন্য পোষ্টের শুরুতেই sergel 20 ওষুধ কেন খায় এই বিষয়ে ক্লিয়ার
ধারণা দেব। sergel 20 কারন হচ্ছে মূলত যারা
প্রতিনিয়ত গ্যাস্ট্রিকের সমস্যায় ভুগছেন, কোনভাবেই এ সমস্যা থেকে
মুক্তি পাওয়ার পথ খুঁজে পায় না তাদেরকে বিশেষজ্ঞ চিকিৎসকরা এই ওষুধটি
নির্দেশ দিয়ে থাকেন।
সারজেল ইসোমিপ্রাজল (Esomeprazole) গোত্রের একটি মেডিসিন। এটি প্রোটন পাম্প
ইনহিবিটরের প্রথম একক অপটিক্যাল আইসোমার যা রেসিমিক প্রোটন পাম্প অপেক্ষাকৃত
অধিকতর এসিড নিয়ন্ত্রণ করে যার ফলে আমাদের দেহের বিভিন্ন গ্যাস্ট্রিকের
সমস্যা নিরাময় হয়ে যায়।
আর মূলত এই কারণেই sergel 20 ওষুধটি নির্দেশিত। আশা করছি sergel
20 কেন খায় এতক্ষণে ক্লিয়ার ধারণা পেয়ে গেছেন। এবার চলুন আমরা জেনে
নিব যে sergel 20 কিসের ঔষধ বা কোন কোন রোগের ক্ষেত্রে ব্যবহার করা হয়।
sergel 20 কিসের ঔষধ
সাধারনত এই ঔষধ আমাদের দেহের বিভিন্ন রোগের বা সমস্যার ক্ষেত্রে নির্দেশিত
হয়ে থাকে। Sergel 20 হল একটি গ্যাস্ট্রিকের ওষুধ যা অ্যাকটিভ
ইনগ্রিডিয়েন্ট (Active Ingredient) হিসেবে Omeprazole 20mg ব্যবহার করে। এই
সারজেল ওষুধ যেসব রোগের জন্য সেবন করা হয়ে থাকে নিম্নে উল্লেখ করা হলো:
- এটি অ্যাসিডিটি সমস্যা নিরাময়ে
- এসিড রিফ্লাক্স দূরীকরণে
- পেপ্টিক উল্সার এবং
- গ্যাস্ট্রো-ওসোফাগিয়াল রিফ্লাক্স রোগের চিকিৎসায় ব্যবহার হয়ে থাকে।
এছাড়াও এটি আমাদের পেটের অণুশোথের অধিক অ্যাসিডিটির পরিমাণ কমাতে সহায়ক
হতে পারে এবং এটি পেটের অস্তিত্বযোগ্য সংশ্লেষণ ক্ষমতা বাড়াতে পারে। মূলত
উপরের উল্লেখিত রোগ বা সমস্যাগুলোর ক্ষেত্রে এই ওষুধটি ব্যবহার করা হয়।
এছাড়াও আরও বিভিন্ন ধরণের জটিল রোগের ক্ষেত্রেও এটি ব্যবহার হয়ে থাকে।
তবে এক্ষেত্রে বিশেষজ্ঞ ডাক্তার ভালো বলতে পারবেন যে আপনার সমস্যার ক্ষেত্রে এই
ওষুধ নির্দেশিত হবে কিনা। আশা করছি sergel 20 কিসের ঔষধ তা জানতে পেরেছেন। এবার
চলুন sergel 20 এর কাজ কি সেই বিষয়ে জেনে নেওয়া যাক।
sergel 20 এর কাজ কি
উপরের অংশগুলো পড়ে এতক্ষণে নিশচয় এই ওষুধ আসলে কোন কোন সমস্যা বা রোগের
ক্ষেত্রে ব্যবহার করা হয় সেই সম্পর্কে অবগত হতে পেরেছেন। এখন প্রশ্ন হচ্ছে
sergel 20 এর কাজ কি বা এই ওষুধ দেহে কিভাবে কাজ করে? চলুন তাহলে কথা না
বাড়িয়ে এ বিষয়েও আমরা ক্লিয়ার হয়ে নেই।
sergel 20 একটি প্রোটন পাম্প ইনহিবিটর যা মূলত গ্যাষ্ট্রিক প্যারাইটাল কোষে
বিদ্যামান H+/K+ ATPase এনজাইম কোষের সিস্টেমের সাথে কোভালেন্ট বন্ধনের মাধ্যমে
যুক্ত এসিড নিঃসরণ বাধাগ্রস্থ করে। যার ফলে আমাদের পেটের অপেক্ষাকৃত
অধিকতর এসিড নিয়ন্ত্রণ করে। এছাড়াও sergel 20 ওষুধ নিম্নোক্ত রোগ বা সমস্যার
ক্ষেত্রে কার্যকরী ভূমিকা পালন যেমনঃ
- ইন-স্টেরয়ডাল প্রদাহরোধী
- ইসোমিপ্রাজল গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ
- ইরোসিভ ইসোফেগাইটিসের প্রশমন
- ইরোসিভ ইসোফেগাইটিস মেইনটেন্যান্স ডোজ হিসেবে
- গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লাক্স এর উপসর্গ প্রশমন
- হেলিকোব্যাকটার পাইলোরি দমন করতে কার্যকর
উপরোক্ত উল্লেখিত রোগ বা সমস্যা গুলো নিরাময়ের কাজে সারজেল খুবই কার্যকর। আশা
করছি sergel 20 10 এর কাজ কি তা জানতে পেরেছেন। এবার চলুন সারজেল ২০
খাওয়ার নিয়ম জেনে নেই।
সারজেল ২০ খাওয়ার নিয়ম
সারজেল ২০ বিভিন্ন জটিল সমস্যা বা গুরুতর সমস্যার ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ
নিয়ে ব্যবহার করাটাই সর্বোত্তম। কেননা চিকিৎসক আপনার দেহের কার্যক্ষমতা এবং
বয়স অনুযায়ী বিবেচনা করে এই ওষুধ সেবনের নিয়ম বলে দিবেন। আর এক্ষেত্রে আমরা
শুধু আপনাকে সাধারণ ধারণা দিতে পারি।
সারজেল ২০ ট্যাবলেট সেবনের ক্ষেত্রে কিছু নির্দিষ্ট নিয়ম রয়েছে। তবে এই
ওষুধ যদি আপনি যদি ভালো ফলাফল পেতে চান তাহলে অবশ্যই একজন নিবন্ধিত চিকিৎসকের
পরামর্শ নিয়ে তার দেওয়া নিয়ম অনুযায়ী সেবন করবেন। সারজেল ২০ খাওয়ার
নিয়ম হচ্ছে-
আরো পড়ুনঃ বেটনোভেট সি ক্রিম এর উপকারিতা জেনে নিন
- গ্যাস্ট্রিক আলসার এর ক্ষেত্রে সারজেল ২০/৪০ মিলিগ্রাম দৈনিক ১টি, ৪-৬ সপ্তাহ সেবন করতে হয়
- ডিওডেনাল আলসার এর ক্ষেত্রে সারজেল ২০ মিলিগ্রাম দৈনিক ১টি, ২-৮ সপ্তাহ সেবন করতে হয়
- গ্যাস্ট্রোসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ এর ক্ষেত্রে দৈনিক একবার ২০ মিলিগ্রাম ৪ সপ্তাহের পর্যন্ত। আর যদি লক্ষণগুলি থাকে তবে অতিরিক্ত আরো ৪ সপ্তাহের চিকিৎসা অব্যাহত থাকতে পারে।
- ইরোসিভ ইসোফ্যাগিটিস নিরাময়ের ক্ষেত্রে প্রতিদিন একবার ২০ অথবা ৪০ মিগ্রা ৪ থেকে ৮ সপ্তাহ চলমান থাকতে পারে।
- ইরোসিভ ইসোফ্যাগিটিস নিরাময়ের ক্ষেত্রে ২০ মিঃ গ্রাঃ প্রতিদিন একবার সর্বোচ্চ ৬ মাস।
মনে রাখবেন যাদের যকৃত বা কিডনির সমস্যা রয়েছে তারা অবশ্যই একজন বিশেষজ্ঞ
ডাক্তারের পরামর্শ নিয়ে এই ওষুধ গ্রহন করবেন। এই ওষুধ ভরা পেটে করতে হবে।। আশা
করছি সারজেল ২০ খাওয়ার নিয়ম জানতে পেরেছেন। এবার চলুন সারজেল এর
পার্শ্বপ্রতিক্রিয়া জেনে নেই।
সারজেল এর পার্শ্বপ্রতিক্রিয়া
সারজেল নিয়ম অনুযায়ী না খেলে কিংবা অতিমাত্রায় খেয়ে ফেললে আমাদের শরীরে এর
বেশ কয়েকটি ক্ষতিকর প্রভাব দেখা দিতে পারে। কারন আমরা হয়তো জানি প্রতিটা
ওষুধেরই সামান্য পরিমাণ হলেও অপকারিতা বা পার্শ্বপ্রতিক্রিয়া থাকে। আর এই ওষুধ
সেবনে বেশ কয়েকটি পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে যেমন
- মাথাব্যথা করা
- ডায়রিয়া হওয়া
- বমি বা বমি বমি ভাব
- তলপেটে ব্যথা করা
- কোষ্ট কাঠিন্য দেখা দেওয়া ইত্যাদি।
সাধারণত সারজেল ওষুধ অতিমাত্রায় সেবন করলে বা ডাক্তারে পরামর্শ ছাড়া খেলে
উপরোক্ত উল্লিখিত সমস্যাগুলো দেখা দিতে পারে। তবে সবার ক্ষেত্রে নাও দেখা দিতে
পারে। তাই আমাদের উচিত এই ধরনের ওষুধ গ্রহন করার আগে অবশ্যই একজন নির্বন্তিত
চিকিৎসকের পরামর্শ নেওয়া। আশা করছি সারজেল এর পার্শ্বপ্রতিক্রিয়া গুলো
জানতে পেরেছেন। এবার চলুন, sergel 20 দাম কত তা জেনে নেই।
sergel 20 দাম কত - sergel 20 price in bangladesh
sergel 20 বিভিন্ন গ্যাস্ট্রিকের সমস্যার জন্য কার্যকরী ঔষধ হিসেবে
পরিচিত। যেটা আমরা অনেকেই ব্যথার সেবন করিয়ে থাকি। এটি হেলথকেয়ার
ফার্মাসিউটিক্যালস লি. (Healthcare Pharmaceuticals Limited.) কোম্পানি
বাজারজাত করে থাকে। যার জেনেটিক নাম ইসোমিপ্রাজল (Esomeprazole)।
sergel 20 দাম কত তা অনেকেরই জানা নেই। আপনাদের সুবিধার কথা ভেবে পোষ্টের এই
অংশে এই ওষুধের দাম তুলে ধরেছি। আপনি যদি এই অংশটি মনযোগ সহকারে পড়েন তাহলে এই
ওষুধের দাম জেনে নিতে পারবেন।
আরো পড়ুনঃ বেটনোভেট এন ক্রিম এর দাম কত
সারজেল ২০ মিগ্রা
ইউনিট মূল্য: ৳ 7.00 (10 x 10: ৳ 700.00)
স্ট্রিপ মূল্য: ৳ 70.00
সারজেল ওরাল পাউডার
20 মিলিগ্রাম স্যাচেট: ৳ 7.00 (1 x 30: ৳ 210.00)
sergel 40 দাম কত
সারজেল৪০ মি.গ্রা.
হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড
ইউনিট মূল্য: ৳ 11.00 (5 x 10: ৳ 550.00)
স্ট্রিপ মূল্য: ৳ 110.00
সারজেল ইঞ্জেকসন
৪০ মি.গ্রা./ভায়াল
40 মিলিগ্রাম শিশি: ৳ 100.00
sergel 20 তীব্র ওভারডোজ
সারজেল তীব্র ওভারডোজ সেবন করে ফেললে বা ওভারডোজে আমাদের দেহে বেশ কয়েকটি জটিল
সমস্যা দেখা দিতে পারে যেমন
- অত্যাধিক বমি হওয়া
- সবসময় বমি বমি ভাব
- ডায়রিয়া সৃষ্টি করে
- নিউরোমাসকুলার হাইপারসেন্সিটিভিটি
- খিঁচুনি দেখা দেয় ইত্যাদি।
সারজেল ২০ বা এই জাতীয় যেকোন উপাদানে অতিসংবেদনশীল রোগীদের বা সমস্যার
ক্ষেত্রে ব্যবহার করা একেবারেই উচিত নয়। যেহেতু এটি এই রোগীদের জন্য নেতিবাচক
প্রতিক্রিয়ার কারণ হতে পারে, সেহেতু এই মেডিসিন খাওয়া শুরু করার আগে অবশ্যই
আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন।
সারজেল গর্ভবতী ও স্তন্যদানকালে
গর্ভবতী মা এর ক্ষেত্রে তেমন উল্লেখযোগ্য কোনো গবেষনা এখন অবদি করা হয়নি।
তবে জীবজন্তুর উপর পরীক্ষা করে এর কোন বিকলাঙ্গজনিত ফলাফল পাওয়া যায়নি।
সারজেল ২০ ক্যাপসুল বা ট্যাবলেট খুব বেশি দরকার হলেই গর্ভাবস্থায় ডাক্তারের
সাথে কথা বলে গ্রহন করা উচিত। যেহেতু মাতৃদুগ্ধে সারজেল ২০ মিঃ
গ্রাঃ এর নিঃসরণ ও সদ্যজাত শিশুদের উপর এর প্রভাবজনিত কোন তথ্য পাওয়া
যায়নি। তাই ইসোমিপ্রাজল সেবন কালে স্তন্যদান সাময়িক বন্ধ রাখতে হবে।
sergel 20 এর সতর্কতা
সারজেল ২০ মিঃ গ্রাঃ গ্যাস্ট্রিক আলসারে ব্যবহারের পূর্বে অবশ্যই
ম্যালিগন্যান্সির সম্ভাব্যতা যাচাই করে নিতে হবে। তা না হলে ইসোনিক্স রোগের
লক্ষণসমূহকে কমিয়ে দিয়ে রোগ নিরূপণে বিলম্ব ঘটাতে পারে।
এন্টিবায়োটিকের সঙ্গে ব্যবহারের পূর্বে এর ঔষুধ নির্দেশনা দেখে নিতে হবে।
আপনার ঘরের শুকনো জায়গায় ৩০ ডিগ্রি সে. কম তাপমাত্রায় সংরক্ষন করতে হবে।
পাশাপাশি আলো ও আর্দ্রতা থেকে নিরাপদে অবশ্যই রাখতে হবে। আর আপনার বাচ্চাদের
নাগালের বাইরে রাখুন।
sergel 20 সম্পর্কিত সাধারন জিজ্ঞাসা (FAQs)
প্রশ্ন: sergel 20 কোন কোম্পানি বাজারজাত করে?
উত্তর: হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালস লি. (Healthcare Pharmaceuticals
Limited.)।
প্রশ্ন: প্রতি পিচ sergel 20 এর দাম কত?
উত্তর: প্রতি পিচ sergel 20 mg এর দাম ১১ টাকা।
প্রশ্ন: sergel 20 mg কি অ্যান্টিবায়টিক?
উত্তর: না, এই ওষুধ অ্যান্টিবায়টিক হিসেবে ব্যবহার করা হয়।
লেখকের শেষকথাঃ sergel 20 কিসের ঔষধ
পরিশেষে আমরা ওষুধ খাওয়া নিয়ে সবসময় বলে থাকি যে নিজের রোগের ক্ষেত্রে
চিকিৎসকের পরামর্শ ছাড়া নিজে থেকে কোন ওষুধ গ্রহন করবেন না। যেকোন ধরণের ওষুধ
সেবন করার আগে প্রথমে আপনাকে একজন ডাক্তারের পরামর্শ নিতে হবে তারপরে তার
পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করতে হবে। তাহলেই ইনশাল্লাহ আপনার সমস্যাগুলো
নিরাময় হয় যাবে।
আমরা ইতিমধ্যে এই পোষ্টে sergel 20 এর কাজ কি, কেন খায় ও এর
পার্শ্বপ্রতিক্রিয়া এবং এই ওষুধ নিয়ে বিস্তারিত তথ্য আলোচনা করেছি। আপনারা
হয়তো এতক্ষণে sergel 20 সম্পর্কে ক্লিয়ার ধারণা পেয়ে গেছেন। আর যদি এই ওষুধ
সম্পর্কে আপনাদের কোন ধরণের মতামত বা প্রশ্ন থাকে তাইলে অবশ্যই কমেন্ট করে
জানাতে পারেন।
sergel 20 ওষুধ সম্পর্কিত আমাদের আজকের এই পোস্টটি ভালো লাগলে বন্ধুদের মাঝে
শেয়ার করে দিবেন। এতে তারাও sergel 20 ওষুধ সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে
পারবেন। প্রিয় বন্ধুরা বিভিন্ন মেডিসিন বা ওষুধ সম্পর্কিত অন্যেন্য প্রয়োজনীয়
যাবতীয় তথ্য পেতে আমাদের আড্ডাভিউ আইটি ওয়েবসাইট নিয়মিত ভিজিট করতে পারেন।
আড্ডাভিউ আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url