atova 10 এর কাজ কি | atova 10 খাওয়ার নিয়ম ও পার্শ্বপ্রতিক্রিয়া

সম্মানিত পাঠক আসসালামু আলাইকুম। আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও কার্যকরী ওষুধ atova 10 সম্পর্কে আলোচনা করব। আপনি কি রক্তের চর্বি ও কোলেস্টেরল কমানোর কার্যকরী ওষুধের সন্ধান করছেন? তাহলে আজকের আর্টিকেলটি আপনার জন্য অনেক উপকার হতে চলেছে। এখন অধিকাংশ মানুষ গুগলের কাছে atova 10 ট্যাবলেট সম্পর্কে বিভিন্ন জরুরি তথ্য জানতে চেয়ে থাকেন। তাই মূলত তাদের সুবিধার্থে আজকের এই আর্টিকেলে fatova 10 এর কাজ কি, খাওয়ার নিয়ম ও পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কে যাবতীয় তথ্য সাজানোর চেষ্টা করেছি।
atova 10 এর কাজ কি | atova 10 খাওয়ার নিয়ম ও পার্শ্বপ্রতিক্রিয়া

প্রিয় বন্ধুরা, আপনারা যদি বিভিন্ন রক্তজনিত সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য atova 10 ট্যাবলেট গ্রহন করতে চান, তাহলে এই তার আগে atova 10 এর কাজ কি, atova 10 খাওয়ার নিয়ম ও পার্শ্বপ্রতিক্রিয়া ও দামসহ আরও বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে জেনে নেওয়া জরুরি।আর এই এ্যাটোভা ১০ ওষুধের এর সকল তথ্য বিস্তারিত জানতে হলে আমাদের সাথে শেষ পর্যন্ত থাকতে হবে। তাহলেই এই উপকারী ওষুধ সম্পর্কে যাবতীয় তথ্য জেনে নিতে পারবেন।
পোষ্ট সূচিপত্রঃ

ভূমিকা - atova 10

বর্তমানে এই ওষুধটি রক্তজনিত সমস্যা জন্য অনেক বেশি ব্যবহৃত হচ্ছে। আমরা অনেকেই হয়তো রক্তের  বিভিন্ন সমস্যার কারণে এই atova 10 mg ট্যাবলেট সেবন করিয়ে থাকি। এজন্য হয়তো atova 10 ট্যাবলেট সম্পর্কে মোটামুটি পরিচিত রয়েছে। atova 10 mg মূলত বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লি. (Beximco Pharmaceuticals Ltd.) কোম্পানি বাজারজাত করে  থাকে।

যার জেনেটিক নাম অ্যাটোরভাস্ট্যাটিন ক্যালসিয়াম (Atorvastatin calcium)। আপনারা অনেকেই এই atova 10 mg ট্যাবলেট সম্পর্কে গুগলের কাছে সার্চ করে থাকেন। এজন্য আজকের পোষ্টের মাধ্যমে আমরা এই উপকারি ট্যাবলেট সম্পর্কে এমন কিছু তথ্য প্রদান করব যেগুলো জেনে আপনারা উপকৃত হতে পারবেন। তাই অবহেলা না করে সম্পূর্ণ পোষ্টটি শেষ পর্যন্ত পড়তে থাকুন। আমরা প্রথমে জেনে নিব atova 10 কিসের ঔষধ সেই সম্পর্কে।

atova 10 কিসের ঔষধ - atova 10 কোন রোগের ওষুধ

আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে atova 10 কিসের ঔষধ বা কোন কোন রোগের ক্ষেত্রে ব্যবহার করা হয়। তাই পোষ্টের শুরুতেই এই বিষয়ে আলোচনা করেছি। সাধারনত এই ট্যাবলেট বিভিন্ন রোগের ক্ষেত্রে নির্দেশিত হয়ে থাকে। কোন কোন রোগের জন্য এই ট্যাবলেট সেবন করা হয়ে থাকে নিম্নে উল্লেখ করা হলো : 
  • রক্তের চর্বি মাত্রা কমায়
  • রক্তের কোলেস্টেরল মাত্রা কমায়
  • এলডিএল কোলেস্টেরল কমানোর ওষুধ
  • উচ্চতর কোলেস্টেরল কমানোর ওষুধ এবং
  • ট্রাইগ্লিসারাইড কমানোর ওষুধ ইত্যাদি।
মূলত উপরের উল্লেখিত সমস্যাগুলোর ক্ষেত্রে এই ট্যাবলেটটি ব্যবহার করা হয়। এছাড়াও আরও নানান রকম রোগের ক্ষেত্রেও এটি ব্যবহার হয়ে থাকে। তবে সেটা একমাত্র বিশেষজ্ঞ ডাক্তার ভালো বলতে পারবেন যে আপনার রোগের ক্ষেত্রে এই ওষুধ নির্দেশিত হবে কিনা। আশা করছি atova 10 কিসের ঔষধ তা জানতে পেরেছেন। এবার চলুন atova 10 এর কাজ কি সেই বিষয়ে জেনে নেওয়া যাক।

atova 10 এর কাজ কি

আপনি হয়তো এতক্ষণে উপরের অংশ পড়ে এই ওষুধ কোন কোন রোগের ক্ষেত্রে ব্যবহার করা হয় সেই সম্পর্কে অবগত হতে পেরেছেন। এখন প্রশ্ন হচ্ছে atova 10 এর কাজ কি বা এ ওষুধ আমাদের শরীরে কিভাবে কাজ করে? চলুন তাহলে কথা না বাড়িয়ে এ বিষয়েও ক্লিয়ার হয়ে নেই।

atova মূলত রক্তের চর্বি মাত্রা ও রক্তের কোলেস্টেরল মাত্রা কমাতে বেশ ভালো কার্যকরী ভূমিকা পালন করে থাকে। এছাড়াও অ্যাটোভা ওষুধ নিম্নোক্ত রোগের ক্ষেত্রে কার্যকরী ভূমিকা পালন যেমনঃ
  • উচ্চতর মোট কোলেস্টেরল মাত্রা বেড়ে যাওয়া রোগীদের চিকিৎসার জন্য
  • ট্রাইগ্লিসারাইড কোলেস্টেরল মাত্রা বেড়ে যাওয়া রোগীদের চিকিৎসার জন্য
  • এলডিএল কোলেস্টেরল মাত্রা বেড়ে যাওয়া রোগীদের চিকিৎসার জন্য
  • রোগীদের সিরাম ট্রাইগ্লিসারাইডের মাত্রা বেড়ে যাওয়া রোগীদের চিকিৎসার জন্য
  • ডিসবেটালিপোপ্রোটিনেমিয়া (ফ্রেডরিকসন টাইপ III) রোগীদের চিকিৎসার জন্য
  • করোনারি ধমনী রোগের রোগীদের কার্ডিয়াক ইস্কেমিক ঘটনা কমাতে
  • রোগীদের মোট এবং এলডিএল-কোলেস্টেরলের ঘনত্ব কমাতে ইত্যাদি।
উপরোক্ত উল্লেখিত সমস্যা গুলো নিরাময়ের কাজে এই ওষুধটি খুবই কার্যকর। আশা করছি atova 10 এর কাজ কি তা জানতে পেরেছেন। এবার চলুন atova 10 খাওয়ার নিয়ম জেনে নেই।

atova 10 খাওয়ার নিয়ম

atova 10 ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই নিবন্ধিত ডাক্তারের পরামর্শ নিয়ে ব্যবহার করাটাই সর্বোত্তম। কেননা ডাক্তার শরীরের কার্যক্ষমতা এবং বয়স অনুযায়ী সবকিছু বিবেচনা করে ওষুধ সেবনের নিয়ম বলে দিবেন। আমরা শুধু সাধারণ ধারণা দিতে পারি।

atova 10 ট্যাবলেট ব্যবহারের কিছু নির্দিষ্ট নিয়ম রয়েছে। তবে এই ওষুধ সেবনে ভালো ফলাফল পেতে হলে অবশ্যই একজন নিবন্ধিত চিকিৎসকের পরামর্শ নিয়ে তার দেওয়া নিয়ম অনুযায়ী সেবন করতে হবে। atova 10 খাওয়ার নিয়ম হচ্ছে-

যারা প্রাপ্তবয়স্ক রয়েছেন তারা প্রতিদিন ১ টি ট্যাবলেট করে সেবন করবেন। তবে এই ওষুধ শুধুমাত্র তারাই সেবন করতে পারবেন যাদের সংবেদনশীলতা রয়েছে।
প্রাথমিক হাইপারকোলেস্টেরোলেমিয়ার
  • প্রাপ্তবয়স্ক: সাধারণত প্রতিদিন ১বার ১০ মিলিগ্রাম ও প্রয়োজনে, কমপক্ষে ৪ সপ্তাহের ব্যবধানে সর্বোচ্চ দিনে ১বার ৮০ মিলিগ্রাম বাড়ানো যেতে পারে।
  • শিশু (১০-১৮ বছর): প্রাথমিকভাবে প্রতিদিন ১বার ১০ মিলিগ্রাম, প্রয়োজনে কমপক্ষে ৪ সপ্তাহের ব্যবধানে সর্বোচ্চ প্রতিদিন একবার ২০ মিলিগ্রাম বৃদ্ধি করা হয়।
পারিবারিক হাইপারকোলেস্টেরোলেমিয়া
  • প্রাপ্তবয়স্কদের: প্রাথমিকভাবে প্রতিদিন ১০ মিগ্রা ও ৪ সপ্তাহের ব্যবধানে প্রতিদিন ১ বার ৪০ মিগ্রা পর্যন্ত বৃদ্ধি করা হয়; প্রয়োজনে, আরও বাড়ানো সর্বোচ্চ।
  • শিশু (১০-১৮ বছর): প্রাথমিকভাবে প্রতিদিন ১ বার ১০ মিগ্রা ও প্রয়োজনে কমপক্ষে ৪ সপ্তাহের ব্যবধানে সর্বোচ্চ দিনে ১ বার ৮০ মিগ্রা থেকে বৃদ্ধি করা হয়। ।
মনে রাখবেন যাদের যকৃতে সমস্যা রয়েছে তারা এই ওষুধ খেতে পারবে না। তাই অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে এই ওষুধ সেবন করবেন। এই ওষুধ ১০-১৫ দিন খাওয়া যায় তবে এটা রোগের কন্ডিশনের উপর নির্ভর করবে। এই ওষুধ ভরা পেটে খাওয়ায় সবচেয়ে উত্তম। আশা করছি atova 10 খাওয়ার নিয়ম জানতে পেরেছেন। এবার চলুন atova 10 এর পার্শ্বপ্রতিক্রিয়া জেনে নেই।

atova 10 এর পার্শ্বপ্রতিক্রিয়া

সাধারণত প্রতিটা ওষুধেরই পার্শ্বপ্রতিক্রিয়া থাকে। atova 10 অবশ্যই তার ব্যতিক্রম নয়। এই ওষুধ সেবনে আমাদের শরীরে বেশ কয়েকটি সাধারণ ক্ষতি কর প্রভাব দেখা দিতে পারে যেমনঃ
  • মাথাব্যথা ()
  • পিঠে ব্যথা ()
  • ফুসকুড়ি ()
  • পেট ফাঁপা ()
  • পেটব্যথা ()
  • মাথা ব্যথা ()
  • কোষ্ঠকাঠিন্য ()
  • পিঠে ব্যথা ()
  • রেশ হতে দেখা ()
  • বদহজম হওয়া ()
  • হাড়ের ব্যথা দেখা দেয় ()
  • মাংসপেশীর ব্যথা () হতে পারে ইত্যাদি।
এই ওষুধ সেবনে সাধারণত উপযুক্ত উল্লেখিত পার্শ্ব প্রতিক্রিয়া স্বাভাবিক পর্যায়ে দেখা দিতে পারে। তবে উপরোক্ত ক্ষতিকর প্রভাব গুলো যদি খুব বেশি জটিল আকার ধারণ করে তবে অবশ্যই আপনাকে বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। আশা করছি এই ওষুধের ক্ষতিকর প্রভাব গুলো জানতে পেরেছেন। এবার আসুন atova 10 এর দাম কত সেটা জেনে নেই।

atova 10 এর দাম কত

atova 10 রক্তের চর্বি ও কোলেস্টেরল কমানোর কার্যকরী ঔষধ হিসেবে পরিচিত। আমরা অনেকেই হয়তো এ ধরণের সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য এই ওষুধ সেবন করিয়ে থাকি। এটি মূলত বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লি. (Beximco Pharmaceuticals Ltd.) কোম্পানি বাজারজাত করে  থাকে।যার জেনেটিক নাম অ্যাটোরভাস্ট্যাটিন ক্যালসিয়াম (Atorvastatin calcium)।

এই ওষুধটি আপনার নিকটস্থ ফার্মেসি বা সুপারশপে পেয়ে যাবেন। তবে ইদানিং অনলাইনেও atova 10 mg অর্ডার করে পেয়ে যাবেন। atova 10 mg প্রতিপিচ এর দাম হচ্ছে মাত্র ১২ টাকা।
এ্যাটোভা ১০ মি.গ্রা.
ইউনিট মূল্য: ৳ 12.00 (2 x 15: ৳ 360.00)
স্ট্রিপ মূল্য: ৳ 180.00

এ্যাটোভা ২০ মি.গ্রা.
ইউনিট মূল্য: ৳ 20.00 (2 x 15: ৳ 600.00)
স্ট্রিপ মূল্য: ৳ 300.00

এ্যাটোভা ৪০ মি.গ্রা.
ইউনিট মূল্য: ৳ 28.00 (2 x 10: ৳ 560.00)
স্ট্রিপ মূল্য: ৳ 280.00
এই ওষুধগুলো ফার্মেসি থেকে ক্রয় করার সময় অবশ্যই ওষুধের গায়ে বিদ্যমান মূল্য ও মেয়াদ উত্তীর্ণের তারিখ থেকে ক্রয় করবেন। আশা করছি atova 10 এর দাম কত সেটা জানতে পেরেছেন। এবার আমরা এই ওষুধের বেশ কয়েকটি সতর্কতা জেনে নিব।

atova 10 ব্যবহারে সতর্কতা

রোগীর চিকিৎসা শুরুর আগে এবং পরে নির্দিষ্ট সময়ের ব্যবধানে তার যকৃতের কার্যকারিতার পরীক্ষা করতে হবে। যাদের যকৃতের রোগ রয়েছেঅথবা যারা অতিরিক্ত পরিমাণে এলকোহল খায় তাদের ক্ষেত্রে সতর্কতার জন্য এটরভাসটাটিন যথাক্রমে ব্যবহার করতে হবে। CPK লেভেল অতিরিক্ত বেড়ে গেলে অথবা মায়োপ্যাথি দেখা দেওয়ার সম্ভাবনা থাকলে অবশ্যই এটরভাসটাটিন থেরাপি বন্ধ করে দিতে হবে।

atova 10 ট্যাবলেট সম্পর্কিত সাধারন জিজ্ঞাসা (FAQs)

প্রশ্ন: atova 10 ট্যাবলেট কতদিন খেতে হয়?
উত্তর: atova 10 ট্যাবলেট ১০ থেকে ১৫ চিকিৎসার পরামর্শ অনুযায়ী খেতে হয়।

প্রশ্ন: atova 10 ট্যাবলেট খেলে কি মোটা হয়?
উত্তর: Atova 10 খেলে মানুষ মোটা হয় না।

প্রশ্ন: atova 10 খেলে কি ওজন কমে?
উত্তর: এই ওষুধ খেলে ওজন কমে না।

প্রশ্ন: এ্যাটোভা ১০ ট্যাবলেট প্রতিদিন কয়টি খেতে হবে?
উত্তর: প্রতিদিন ১টি খেতে হয়।

প্রশ্ন: Atova 10 খাওয়ার আগে না পরে খেতে হয়?
উত্তর: Atova 10 ট্যাবলেট ভরা পেটে খেতে হয়।

প্রশ্ন: স্তন্যদানকারী মায়েদের Atova 10 খাওয়া যাবে?
উত্তর: স্তন্যদানকারী মায়েদের Atova 10 খাওয়া যাবে না।

প্রশ্ন: গর্ভাবস্থায় Atova 10 ট্যাবলেট খাওয়া যাবে?
উত্তর: গর্ভাবস্থায় Atova 10 ট্যাবলেট খাওয়া যাবে না।

প্রশ্ন: শিশুদের Atova 10 ট্যাবলেট খাওয়ানো যাবে?
উত্তর: শিশুদের Atova 10 ট্যাবলেট খাওয়া না।

লেখকের শেষকথাঃ atova 10 এর কাজ কি

পরিশেষে বলব যে আমাদের মাঝে অনেকেই আছেন যারা বিভিন্ন ওয়েবসাইট থেকে ওষুধের তথ্য নিয়ে ওষুধ সেবন করা শুরু করে। যেটা একেবারেই উচিত নয়। আপনি যদি নিজে ওষুধ সেবন করেন তাহলে আপনার দেহে বিভিন্ন জতিল ক্ষতিকর প্রভাব পড়ার সম্ভাবনা অনেক বেশি।

তাই আমরা এই ওষুধ সেবন করা নিয়ে সবসময় বলে থাকি, যে নিজের শরীরের বিভিন্ন রোগের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ ব্যতিত নিজে থেকে কোন ওষুধ সেবন করবেন না। যেকোন ধরণের ওষুধ সেবন করার আগে আপনাকে অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নিতে হবে তারপরে তার পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করতে হবে। তাহলেই ইনশাল্লাহ আপনার সমস্যাগুলো সমাধান হয়ে যাবে।

আমরা ইতিমধ্যে এই আর্টিকেলে atova 10 এর কাজ কি, atova 10 খাওয়ার নিয়ম ও পার্শ্বপ্রতিক্রিয়া এবং এই মেডসিন নিয়ে বিস্তারিত তথ্য আলোচনা করেছি। আপনারা হয়তো এতক্ষণে atova 10 সম্পর্কে ক্লিয়ার ধারণা পেয়ে গেছেন। আর যদি এই ওষুধ সম্পর্কে আপনাদের কোন ধরণের মতামত বা প্রশ্ন থাকে তাইলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন।

atova 10 মেডসিনের বিভিন্ন তথ্য সম্পর্কিত আমাদের আজকের এই পোস্টটি ভালো লেগে থাকলে বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। এতে তারাও এই atova 10 ওষুধ সম্পর্কে বিস্তারিত তথ্য অবগত হতে পারবেন। প্রিয় বন্ধুরা বিভিন্ন মেডিসিন বা ওষুধ সম্পর্কিত অন্যেন্য প্রয়োজনীয় যাবতীয় তথ্য পেতে আমাদের আড্ডাভিউ ওয়েবসাইট নিয়মিত ভিজিট করতে পারেন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আড্ডাভিউ আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url