betnovate n cream এর কাজ কি | এর উপকারিতা ও দাম জানুন

সম্মানিত পাঠক আসসালামু আলাইকুম। আমাদের মাঝে এমন অনেকেই রয়েছেন যারা প্রতিনিয়ত  ত্বকের বিভিন্ন সমস্যা বা চর্ম রোগের সমস্যায় ভোগেন। আপনি যদি তাদের মধ্যে একজন হয়ে থাকেন, তাহলে আজকের আর্টিকেলটি আপনার জন্য। কারণ এ ধরণের ত্বকের সমস্যা থেকে মুক্তি দিতে পারে betnovate n ক্রিম। আপনারা অনেকেই এই betnovate n ক্রিম সম্পর্কে গুগলের কাছে জানতে চেয়ে থাকেন। এজন্য মূলত আপনাদের সুবিধার কথা ভেবেই আজকের এই পোষ্টে betnovate n cream এর কাজ কি, কিভাবে ব্যবহার করে ও দাম সম্পর্কে আলোচনা করেছি।
betnovate n cream এর কাজ কি | এর উপকারিতা ও দাম

প্রিয় বন্ধুরা, আপনারা যদি ত্বকের লালভাব, চুলকানি, ফুসকুড়ি ও বিভিন্ন ত্বকের সমস্যা সমস্যা থেকে রেহাই পাওয়ার জন্য বেটনোভেট এন ক্রিম ব্যবহার করতে চান, তাহলে এই ক্রিম ব্যবহার করার আগে বেটনোভেট এন কিসের ওষুধ, betnovate n cream এর কাজ কি, ব্যবহারের নিয়ম, এর পার্শ্ব প্রতিক্রিয়া ও দামসহ আরও বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকগুলো জেনে নেওয়া জরুরি। আর এই বেটনোভেট এন ক্রিম এর সকল তথ্য বিস্তারিত জানতে হলে আমাদের সাথে শেষ পর্যন্ত থাকতে হবে। তাহলেই এই ক্রিম সম্পর্কে পরিপূর্ণ ধারণা পেয়ে যাবেন।
পোষ্ট সূচিপত্রঃ

ভূমিকা - betnovate n

বর্তমানে এই বেটনোভেট এন ক্রিম বিভিন্ন ত্বকের সমস্যা জন্য বহুল ব্যবহৃত ক্রিম হিসেবে পরিচিত। আমরা হয়তো অনেকেই বিভিন্ন চর্মরোগ বা ত্বকের সমস্যার কারণে এই বেটনোভেট এন ব্যবহার করে থাকি। তাই হয়তো বেটনোভেট এন ক্রিম সম্পর্কে কমবেশি সকলেই পরিচিত।

বেটনোভেট এন মূলত ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড (Drug International Ltd.) কোম্পানি বাজারজাত করে  থাকে। যার জেনেটিক নাম বিটামিথাসন + নিওমাইসিন সালফেট (Betamethasone + Neomycin Sulphate)। আপনারা অনেকেই এই বেটনোভেট এন ক্রিম সম্পর্কে গুগলে সার্চ করে থাকেন।

তাই আজকের পোষ্টের মাধ্যমে আমরা আপনাকে এই ক্রিম সম্পর্কে এমন কিছু গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় তথ্য প্রদান করব যেগুলো জেনে উপকৃত হতে পারবেন। তাহলে আর বেশি কথা না বাড়িয়ে মূল আলোচনা শুরু করা যাক। আমরা প্রথমে জানবো যে বেটনোভেট এন কিসের ওষুধ সেই সম্পর্কে।

বেটনোভেট এন কিসের ওষুধ

বেটনোভেট এন ক্রিম কিসের ওষুধ বা এই ক্রিম কোন কোন সমস্যার ক্ষেত্রে ব্যবহার হয় সেই বিষয়ে হয়তো আমরা অনেকেই জানি না। তাই পোষ্টের শুরুতেই আমরা জেনে নিব যে আসলে Betnovate-N কিসের বা কোন রোগের ওষুধ। এই ক্রিমটি মূলত আমাদের শরীরের চর্মরোগ বা ত্বকের বিভিন্ন সমস্যার সমাধানের ক্ষেত্রে ব্যবহৃত হয় যেমন-
  • এটি ফুসকুড়ি
  • ত্বকের লালভাব
  • প্রদাহ (ডার্মাটাইটিস)
  • লাল আঁশযুক্ত প্যাচ (সোরিয়াসিস)
  • চুলকানি, শুষ্ক ত্বক (একজিমা) এবং
  • অন্যান্য ত্বকের অবস্থার জন্য ব্যবহৃত হয়।
এছাড়াও জ্বালাপোড়া এবং ফোলাভাব উপশমে ব্যবহার করা হয়। যারা প্রতিনিয়ত উল্লিখিত সমস্যায় ভোগেন তারা যদি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এই ক্রিম ব্যবহার করেন তাহলে এ ধরনের সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব। আশা করছি বেটনোভেট এন কিসের ওষুধ তা জানতে পেরেছেন। এবার আসুন betnovate n cream এর কাজ কি সেটা জেনে নেই।

betnovate n cream এর কাজ কি

বেটনোভেট এন ক্রিম বিভিন্ন ধরনের চর্মরোগ বা ত্বকের প্রদাহজনিত সমস্যা দমন করার জন্য ব্যবহার করা হয়। এটি ত্বকের প্রতিরক্ষা ক্ষমতা বৃদ্ধি ও প্রদাহকে হ্রাস করে করার জন্য কাজ করে। অনেক সময় আমাদের মুখে বা ত্বকে প্রদাহজনিত রোগের দেখা পাওয়া যায়। যেগুলো থেকে মুক্তি পাওয়ার জন্য বিভিন্ন ফার্মেসিতে বিভিন্ন ধরনের ওষুধ বা ক্রিমের খোঁজ করে থাকি।

কিন্তু বর্তমানে বেটনোভেট এন ক্রিম খুবই জনপ্রিয় যা এ ধরনের চিকিৎসার জন্য ব্যবহৃত হয়। আপনার যদি চর্মরোগজনিত সমস্যা থাকে তক জনিত কোন ধরনের সমস্যা থাকে তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বেটনোভেট এন ক্রিম ব্যবহার করবেন। সাধারণত বিশেষজ্ঞ চিকিৎসকরা এই ক্রিমটি দুইটি সময় নির্দেশ দিয়ে থাকেন। যেমন: অ্যালার্জি, প্রদাহ ও চামড়াজনিত সম্বন্ধীয় রোগের জন্য।

আপনার ত্বকের অবস্থা অনুযায়ী এই ক্রিমটির প্রভাব একেক রকম হবে। তাই আজকের এই পোস্টে আপনাদের জন্য উল্লেখ করেছি বেটনোভেট এন ক্রিম ব্যবহার করবেন তার নিয়ম।অন্যদিকে আপনারা আরো জানতে পারবেন বেটনোভেট এন ক্রিমের উপকারিতা ও এই ক্রিম ব্যবহার করলে কি হয়। চলুন তাহলীবার আমরা জেনে নিব বেটনোভেট এন ক্রিম ব্যবহার করলে কি হয় সেই সম্পর্কে।

বেটনোভেট এন ক্রিম ব্যবহার করলে কি হয়

এই বেটনোভেট এন ক্রিমটি স্টেরয়েড এবং অ্যান্টিবায়োটিকের সংমিশ্রণে গঠিত। বেটামেথাসোন (Betamethasone) একটি স্টেরয়েড এবং নিওমাইসিন (Neomycin) একটি অ্যান্টিবায়োটিক। Neomycin মূলত ব্যাকটেরিয়া এবং ছত্রাক দ্বারা সৃষ্ট ত্বকের সংক্রমণ থেকে রেহায় পেতে বা কমাতে সাহায্য করে। এই ক্রিমটিতে উপস্থিত উপাদান ত্বকের লালভাব এবং প্রদাহ কমাতে সহায়তা করে।
অনেক সময় চিকিৎসকরা তাদের ত্বকের বিভিন্ন সমস্যার জন্য এই ক্রিম ব্যবহার করতে বলে।  যেমন আপনার যদি আপনার যদি মেছতা হয়ে থাকে তাহলে এই ক্রিম ব্যবহার করার নির্দেশ দিয়ে থাকে আবার অন্যদিকে আপনার যদি মুখে অনেক ব্রনের দেখা দেয়।

তাহলেও এই ক্রিমটি ব্যবহার করা যায়। কেননা এসব সমস্যা থেকে রেহাই পেতে এই ক্রিমটি খুবই কার্যকরী ভূমিকা পালন করে। এছাড়াও অধিকাংশ মানুষ এই ক্রিম ব্যবহার করে ভালো ফলাফল পেয়েছে।আবার যাদের মুখে এলার্জিজনিত কারণে গোটা দেখা দেয়।

তাদের ক্ষেত্রেও ডাক্তার বেটনোভেট এন ক্রিম দিনে কয়েকবার লাগানোর পরামর্শ দিয়ে থাকে। আশা করছি বেটনোভেট এন ক্রিম ব্যবহার করলে কি হয় তা জানতে পেরেছেন। এবার আসুন বেটনোভেট এন ক্রিম এর উপকারিতা জেনে নেই।

বেটনাভেট এন ক্রিম এর উপকারিতা

আমরা যখন কোন জিনিস ব্যবহার করব তার আগে অবশ্যই সেই জিনিসের উপকারিতা গুলো জেনে নিব। কেননা আপনি যদি উপকারিতা গুলো জেনে রাখেন তাহলে আপনার পরবর্তীতে ব্যবহারের সুবিধা হবে। ঠিক তেমনি আপনার যদি এই ক্রিম ব্যবহার করার প্রয়োজন পড়ে তাহলে আপনাকে জানতে হবে এর উপকারিতা কি। এই ক্রিম সাধারণত বাহ্যিক ব্যবহারের ক্ষেত্রে ব্যবহার করা হয়।

এই ক্রিমের চেয়ে কার্যকরী উপকারিতা হচ্ছে কারও যদি মুখে মেছতা ব্রনের দাগ ও এলার্জিজনিত বিভিন্ন সমস্যা থাকে তাহলে এই বেটনোভেট এন ক্রিম দারুন কাজ করে। আর আপনি যদি নিয়মিত দিনে ২-৩ বার বেটনোভেট এন ক্রিম ব্যবহার করেন তাহলে আপনি আপনার সংক্রমণজনিত বিভিন্ন ত্বকের রোগ দ্রুত সারিয়ে তুলতে পারবেন। আশা করছি বেটনাভেট এন ক্রিম এর উপকারিতা জানতে পেরেছেন। এবার চলুন Betnovate N ক্রিম ব্যবহারের নিয়ম জেনে নেই।

বেটনোভেট এন ক্রিম ব্যবহারের নিয়ম

আপনারা হয়তো এতক্ষণে বেটনোভেট এন কিসের ওষুধ, এর উপকারিতা ও এর কাজ কি সেই সম্পর্কে অবগত হয়ে গেছেন। আপনি যদি বিভিন্ন চর্মরোগ বা ত্বকের প্রদাহ জনিত সমস্যা দূর করার ক্ষেত্রে এই ক্রিমটি ব্যবহার করতে চান, তাহলে অবশ্যই এই বেটনোভেট এন ব্যবহারের সঠিক নিয়ম সম্পর্কে একজন ডাক্তারের সাথে পরামর্শ করে ভালোমতো জেনে নিতে হবে।

বেটনোভেট এন ক্রিম সাধারনত আক্রান্ত স্থানে দিনে ২ বার, পাতলা করে লাগাতে হবে। ক্রিমের অংশ ত্বকের ভেতরে প্রবেশ করার জন্য, ক্রিম লাগানোর পর হালকাভাবে ঘষা দিতে হবে। এই ক্রিম ব্যবহারের সময় কিছু বিষয় খেয়াল রাখতে হবে:
  • ক্রিমটি নাক, চোখ এবং মুখের ত্বকের উপর ব্যবহার করবেন না।
  • যদি ক্রিমটি নাক, চোখ ও মুখের ত্বকের সংস্পর্শে আসে। তাহলে যলদি পানি দিয়ে ধুয়ে ফেলুন।
  • ক্রিমটি অবশ্যই ছোট শিশু বা বাচ্চাদের নাগালের বাইরে রাখুন।
মনে রাখবেন বেটনোভেট এন ক্রিম হচ্ছে একটি শক্তিশালী স্টেরয়েড ক্রিম। যা শুধুমাত্র একজন চর্মরোগ বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করা উচিত। আশা করছি এই বিষয়গুলো সচেতন থাকবেন।

betnovate n মুখের জন্য ব্যবহার

আপনার ত্বকের স্বাস্থ্যের নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করতে আপনাকে সাহায্য করতে Betnovate-C ক্রিম। বেটনোভেট এন ক্রিম মুখের জন্য ব্যবহার যোগ্য নয়। Betnovate-N শুধুমাত্র বাহ্যিক ব্যবহারের জন্য বোঝানো হয় এবং ডাক্তার বা ফার্মাসিস্টের পরামর্শ অনুযায়ী ব্যবহার করা উচিত। আলতো করে এটি একটি পরিষ্কার জায়গায় ঘষুন এবং এটি সম্পূর্ণরূপে শোষণ করতে অনুমতি দিন।

এই ওষুধটি ব্যবহার করার আগে এবং পরে, সর্বদা আপনার হাত ধুয়ে নিন। এই ক্রিম ব্যবহার করার সময় সরাসরি সূর্যের আলো থেকে আপনার ত্বককে রক্ষা করুন। আশা করছি বিষয়টি বুঝতে সক্ষম হয়েছেন। এবার আসুন বেটনোভেট এন ক্রিম এর পার্শ্ব প্রতিক্রিয়াগুলো জেনে নেই।

বেটনোভেট এন ক্রিম এর পার্শ্ব প্রতিক্রিয়া

আমরা হয়তো জানি যে প্রত্যেক ওষুধেরই কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকে। বেটনোভেট ক্রিম ব্যবহার করার ফলে আপনি বেশ কিছু পার্শ্ব প্রতিক্রিয়া লক্ষ্য দেখতে পারেন। আবার অনেক ক্ষেত্রে নাও দেখতে পারেন। কারণ এই ক্রমটি একেক জনের শরীরে একেক রকম ভাবে ব্যবহার করে।

সাধারনত এই ক্রিম ব্যবহার বেশি করার ফলে সংক্রমনের ঝুঁকি ও গুরুতর অ্যালার্জি প্রতিক্রিয়ার লক্ষন দেখা দিতে পারে। অন্যদিকে আমাদের চামড়ার রং পরিবর্তন এমনকি ত্বকে জ্বলন হতে পারে। তাই এই ক্রিমটি অবশ্যই একজন চর্মরোগ বিশেষজ্ঞ এর পরামর্শ ছাড়া ব্যবহার করবেন না।

ক্রমাগত পার্শ্ব প্রতিক্রিয়ার ক্ষেত্রে আমাদের সকলেরই সঠিক চিকিৎসায় মনোযোগ দেওয়া উচিত। চাওয়া উচিত। Betnovate N এর সম্ভাব্য পার্শ্বপ্রতিক্রিয়ার একটি সম্পূর্ণ তালিকা নিম্নে উল্লেখ করা হলো-
  • ফুসকুড়ি
  • ত্বকের লালভাব
  • চুলকানি এবং জ্বালা
  • ত্বক পাতলা হওয়া
  • রক্তে বিলিরুবিন
  • ত্বকের প্রদাহ
  • ত্বকের সংক্রমণ
  • হাইপারট্রিকোসিস
  • ত্বকের পিগমেন্টেশন
  • ত্বকের রঙ পরিবর্তন
  • ত্বকের রঙে পরিবর্তন
  • ত্বকের জ্বলন্ত সংবেদন
  • চোখে অস্বাভাবিক সংবেদন
  • রক্তকণিকা উৎপাদনে অস্বাভাবিকতা ইত্যাদি।
এই ক্রিম ব্যবহারে স্বাভাবিক ক্ষেত্রে মূলত উপরোক্ত পার্শ্ব প্রতিক্রিয়া গুলো দেখা দিতে পারে তবে এই পার্শ্ব প্রতিক্রিয়া একটি সম্পূর্ণ তালিকা নয়। আপনি যদি এই ক্রিম ব্যবহারে কোনো প্রতিকূল প্রতিক্রিয়া অনুভব করেন, তাহলে যত দ্রুত সম্ভব অনুগ্রহ করে আপনার ডাক্তারকে জানাতে হবে। আশা করছি বেটনোভেট এন ক্রিম এর পার্শ্ব প্রতিক্রিয়া গুলো অবগত হতে পেরেছেন। এবার চলুন বেটনোভেট এন ক্রিম এর দাম কত তা জেনে নেই।

বেটনোভেট এন ক্রিম এর দাম কত

বর্তমানে এই ক্রিমের ভালো চাহিদা রয়েছে কেননা অধিকাংশ চিকিৎসক এ ক্রিমটি নির্দেশ দিয়ে থাকেন। আর যেই ওষুধ চিকিৎসকরা বেশি নির্দেশনা দিয়ে থাকেন সেই ওষুধ অবশ্যই বাজারে চাহিদা বেড়ে যায়। যার জন্য অধিকাংশ মানুষ এই ক্রিম কেনার আগে গুগলে অনুসন্ধান করে যে আজকের বাজারে বেটনোভেট এন ক্রিম এর দাম কত। প্রত্যেক ওষুধেরই একটি নির্দিষ্ট এমআরপি রয়েছে। তাই আপনি যদি ফার্মেসি থেকে এই ক্রিম ক্রয় করতে যান।
আরো পড়ুনঃ Osartil 50 tablet price in Bangladesh
তাহলে আপনার কাছ থেকে ৪০ টাকা অথবা ৫০ টাকা নিতে পারে। ক্রিমের গায়ে লেখা আছে এর দাম। কারণ সময়ের সাথে ও অবস্থান ভেদে মূল্য পরিবর্তন হয়ে থাকে। তাই এই ক্রিম কেনার পূর্বে অবশ্যই ক্রিমের গায়ে লেখা মূল্য দেখে ক্রয় করবে। আশা করছি বেটনোভেট এন ক্রিম এর দাম কত তা জানতে পেরেছেন। এবার চলুন, বেটনোভেট এন ক্রিম কিভাবে ব্যবহার করে সেটা জেনে নেই।

বেটনোভেট এন ক্রিম কিভাবে ব্যবহার করব

আমাদের মাঝে এমন অনেকেই রয়েছেন যাদের বিভিন্ন ত্বক জাতীয় সমস্যা আছে ও তার ডাক্তার ইতিমধ্যে বেটনোভেট এন ক্রিম ব্যবহার করার পরামর্শ দিয়েছেন। কিন্তু আপনি কোনোভাবেই বুঝতে পারছেন না যে ক্রিমটা আপনি কিভাবে ব্যবহার করলে ভালো ফলাফল পাওয়া যাবে।

সর্বপ্রথম আপনাকে পানি দিয়ে আপনার আক্রান্ত ত্বক ভালো করে ধুয়ে ফেলতে হবে। এরপর আপনার ত্বকের আক্রান্ত স্থানে প্রতিদিন ২-৩ বার আলতো করে বেটনোভেট এন ক্রিম লাগিয়ে দিন। তাহলে দেখবেন এভাবে প্রতিনিয়ত ব্যবহার করার ফলে খুব দ্রুতই আপনি পরিবর্তন লক্ষণ করতে পারবেন।

বেটনোভেট কি ব্রণের জন্য ভালো

ব্রণ চিকিত্সার জন্য বেটনোভেট ক্রিম ব্যবহার করার পরামর্শ দেওয়া হয় না । এই ওষুধের সক্রিয় উপাদানগুলি সম্ভাব্যভাবে ত্বকের অবস্থা আরও খারাপ করতে পারে। যদিও বেটনোভেটে অ্যান্টি-ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য রয়েছে, শুধুমাত্র ত্বকের জ্বালাপোড়ার জন্য ব্যবহার করুন যা একজন ডাক্তার বা চিকিৎসা পেশাদার দ্বারা পরিষ্কার করা হয়েছে।

Betnovate n মুখে ব্যবহার করা যাবে কি

বেটনোভেট এন এই ত্বকের সমস্যাগুলির জন্য কাজে আসে না। যেমন মুখের ত্বক খুবই সংবেদনশীল, সূক্ষ্ম এবং পাতলা হলে কার্যকর হয় না। তাই এক্ষেত্রে চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ ছাড়া বেটনোভেট এন সরাসরি মুখে ব্যবহার করা উচিত নয়।

লেখকের শেষকথাঃ betnovate n cream এর কাজ কি

আমরা ইতিমধ্যে এই আর্টিকেলে betnovate n cream এর কাজ কি, এর উপকারিতা, পার্শ্ব প্রতিক্রিয়া ও দামসহ এই ক্রিম নিয়ে বিস্তারিত তথ্য আলোচনা করেছি। আপনারা হয়তো এতক্ষণে বেটনোভেট এন ক্রিম সম্পর্কে পরিস্কার ধারণা পেয়ে গেছেন। আর যদি এই ক্রিম বা ওষুধ সম্পর্কে আপনাদের কোন ধরণের মতামত বা প্রশ্ন থাকে তাহলে এই পোষ্টের কমেন্ট বক্সে জানাতে পারেন।

betnovate n ক্রিম সম্পর্কিত আমাদের আজকের এই পোস্টটি ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। এতে তারাও এই বেটনোভেট এন ক্রিম ওষুধ সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারবেন। প্রিয় বন্ধুরা বিভিন্ন ক্রিম বা ওষুধ সম্পর্কিত অন্যেন্য প্রয়োজনীয় যাবতীয় তথ্য পেতে আমাদের আড্ডাভিউ আইটি ওয়েবসাইট নিয়মিত ভিজিট করতে পারেন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আড্ডাভিউ আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url