docopa 200 এর কাজ কি | docopa কিসের ঔষধ ও খাওয়ার নিয়ম

সম্মানিত পাঠক আসসালামু আলাইকুম। আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় মেডিসিন সম্পর্কে আলোচনা করব সেটি হচ্ছে ডোকাপা ওষুধ। আপনি কি প্রতিনিয়ত অ্যাজমা, হাঁপানি, কিংবা শ্বাসকষ্টজনিত সমস্যাই ভুগছেন? তাহলে আজকের আর্টিকেলটি আপনার জন্য। কারণ এসব সমস্যা থেকে পরিত্রান দিতে পারে docopa 200 ওষুধ। বর্তমানে অধিকাংশ মানুষ এই ওষুধ সম্পর্কে বিভিন্ন তথ্য গুগলের কাছে জানতে চেয়ে থাকেন।
docopa 200 এর কাজ কি | docopa কিসের ঔষধ ও খাওয়ার নিয়ম

মূলত তাদের কথা বিবেচনা করেই আজকের এই আর্টিকেলে আমরা docopa 200 এর কাজ কি, docopa কিসের ঔষধ ও খাওয়ার নিয়ম সম্পর্কে যাবতীয় তথ্য সাজানোর চেষ্টা করেছি। প্রিয় বন্ধুরা, আপনারা যদি অ্যাজমা, হাঁপানি, কিংবা শ্বাসকষ্টজনিত সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য docopa 200 সেবন করতে চান, তাহলে সেবনের আগে docopa 200 ওষুধ সম্পর্কে বিভিন্ন জরুরি বিষয়ে জেনে নেওয়াটা জরুরি। 
পোষ্ট সূচিপত্রঃ

ভূমিকা - docopa 200

বর্তমানে docopa 200 mg  ট্যাবলেট একটি বহুল ব্যবহৃত একটি ওষুধ। আমরা অনেকেই দৈনন্দিন এই ওষুধ ব্যবহার করে থাকি। তবে আজকে এই ওষুধ নিয়ে আলোচনা আলোচনা শুরু করার পূর্বে সকলকে একটি বিষয়ে সচেতন থাকতে হবে। সেটা হচ্ছে ডোকোপা ওষুধ কিংবা যেকোন ধরনের মেডিসিন সেবন করে পূর্বে অবশ্যই একজন নিবন্ধিত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে।

আমাদের মাঝে এমন অনেকেই রয়েছেন যারা বিভিন্ন ওয়েবসাইট থেকে বিভিন্ন ওষুধের তথ্য সংগ্রহ করার পরে সেই ওষুধ খাওয়া শুরু করে দেন। যেটা কিন্তু একেবারেই ঠিক নয়। কারণ আপনাকে বুঝতে হবে যে প্রতিটা মেডিসিন নির্দিষ্ট মাত্রায় সেবন না করলে দেহে ক্ষতিকর প্রভাব দেখা দেয়।

আপনি যদি চিকিৎসকের পরামর্শ ছাড়া নিজে থেকেই ওষুধ গ্রহণ করেন, তাহলে আপনার দেহে যে কি পরিমান পার্শ্বপ্রতিক্রিয়া বা ক্ষতিকর প্রভাব দেখা দিতে পারে সেটা হয়তো আপনার চিন্তা ধারার বাইরে। তাই আমার অনুরোধ শুধু এই ডোকোপা ওষুধের ক্ষেত্রে নয় আপনি যেকোনো ধরনের মেডিসিন সেবন করার পূর্বে একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিবেন।

তা নাহলে আপনার দেহে নানান ধরনের ক্ষতিকর প্রভাব দেখা দিতে পারে। আপনার মনে হয়তো প্রশ্ন জাগতে পারে যে আমি মূল আলোচনা না করে প্রথমে এই বিষয়ে কেন বলছি? তার কারণ হচ্ছে আমরা চাই আপনি আপনার রোগের ক্ষেত্রে ঠিক পথ অবলম্বন করেন। আশা করছি এই বিষয়ে সচেতন থাকবেন। আসুন আমরা এখন পোষ্টের মধ্যে ফিরে যাই।

docopa 200 mg মূলত এরিস্টোফার্মা লিমিটেড (Aristopharma Limited) কোম্পানি বাজারজাত করে থাকে। যার জেনেটিক নাম ডক্সোফাইলিন (Doxofylline)। আপনারা অনেকেই এই docopa 200 mg ওষুধ সম্পর্কে গুগলে সার্চ করে থাকেন।

তাই আমরা আজকের পোষ্টের মাধ্যমে এই ওষুধ সম্পর্কে এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করব যা জেনে আপনারা উপকৃত হতে পারবেন। তাহলে চলুন আর বেশি কথা না বাড়িয়ে মূল আলোচনা শুরু করা যাক। আমরা প্রথমে docopa কিসের ঔষধ সেই সম্পর্কে জেনে নিব।

docopa কিসের ঔষধ - docopa কোন রোগের ওষুধ

docopa কিসের ঔষধ বা এই ওষুধ আমাদের দেহের কোন কোন সমস্যা বা রোগের ওষুধ এই বিষয়ে আপনারা অনেকেই জানতে চেয়েছেন। তাই পোষ্টের শুরুতেই এই বিষয়ে তুলে ধরেছি। সাধারনত এই ওষুধ আমাদের দেহের বিভিন্ন রোগের ক্ষেত্রে নির্দেশিত হয়ে থাকে। কোন কোন সমস্যার ক্ষেত্রে এই ট্যাবলেট ব্যবহার করা হয়ে থাকে নিম্নে উল্লেখ করা হলো:
  • হাঁপানি
  • ব্রঙ্কিয়াল এ্যাজমা
  • ফুসফুসের রোগ
  • কাশির প্রতিষেধক
  • স্প্যাস্টিক ব্রঙ্কিয়াল উপাদান
  • ক্রনিক অবস্ট্রাক্টিভ পালমোনারী ডিজিস
  • সিওপিডির চিকিৎসার জন্য নির্দেশিত
এই ওষুধটি মূলত উপরের উল্লেখিত সমস্যাগুলোর ক্ষেত্রে ব্যবহার করা হয়। এছাড়াও আরও বিভিন্ন ধরণের রোগের ক্ষেত্রেও ব্যবহার হয়ে থাকে। তবে সেটা একমাত্র ডাক্তাররা ভালো বলতে পারবেন যে আপনার রোগের ক্ষেত্রে এই ওষুধ নির্দেশিত কিনা। আশা করছি docopa কিসের ঔষধ তা জানতে পেরেছেন। এবার চলুন docopa 200 এর কাজ কি সেই বিষয়ে জেনে নেওয়া যাক।

docopa 200 এর কাজ কি

আপনি হয়তো উপরের অংশ পড়ে এতক্ষণে এই ওষুধ কোন কোন সমস্যার ক্ষেত্রে ব্যবহার করা হয় সেই সম্পর্কে অবগত হতে পেরেছেন। তবে এখন প্রশ্ন হচ্ছে docopa 200 এর কাজ কি? চলুন তাহলে কথা না বাড়িয়ে এই বিষয়েও ক্লিয়ার হওয়া যাক। ডোকোপা ওষুধ নিম্নোক্ত রোগের ক্ষেত্রে কার্যকরী ভূমিকা পালন যেমনঃ
  • সিওপিডি
  • অ্যাজমার সমস্যা দূর করতে সহায়ক
  • হাঁপানির সমস্যা দূর করতে সহায়ক
  • বুকে কফ থাকলে দূর করে
  • ব্রঙ্কোস্পাজম নিরাময় করে
  • অতিরিক্ত কাশি হলে তা দূর করে
  • শ্বাসকষ্টের সমস্যা নিরাময় করে
  • ফুসফুসের সমস্যা নিরাময়ে কাজ করে
  • শ্বাস প্রশ্বাস জনিত সমস্যা নিরাময়ে কাজ করে ইত্যাদি।
মূলত উপরোক্ত উল্লেখিত সমস্যা গুলো নিরাময়ের কাজে এই ডোকোপা ওষুধটি খুবই কার্যকরী ভূমিকা পালন করে থাকে। আশা করছি docopa 200 এর কাজ কি তা জানতে পেরেছেন। এবার চলুনডোকোপা ১০০ সিরাপের এর কাজ কি তা জেনে নেই।

ডোকোপা ১০০ এর কাজ কি - docopa syrup

ডোকোপা ১০০ সিরাপ শক্তিশালী ব্রঙ্কোডিলিটার, ডোক্সোফাইলিন (Doxofylline) রক্ষণাবেক্ষণ চিকিৎসা হিসাবে ব্যবহৃত হয়। এছাড়াও এই সিরাপ ওষুধ নিম্নোক্ত রোগের ক্ষেত্রে কার্যকরী ভূমিকা পালন যেমনঃ
  • শ্বাস প্রশ্বাস
  • ব্রঙ্কাইটিস
  • হাঁপানি
  • এমফিসাইমা ইত্যাদি।
এটি ফসফোডিস্টেসেজ (Phosphodiestase) ক্রিয়াকলাপকে বাধা দিতে সহায়তা করে দেয় এবং ফুসফুস নেতৃস্থানীয় বায়ুচলাচল মসৃণ পেশী শিথিল করে থাকে। আশা করছি ডোকোপা ১০০ মিলিগ্রাম সিরাপের এর কাজ কি তা জানতে পেরেছেন। এবার চলুন docopa 200 খাওয়ার নিয়ম জেনে নেই।

docopa 200 খাওয়ার নিয়ম

ডোকোপা ওষুধ সেবনে আপনি যদি কার্যকরী ফলাফল পেতে চান, তাহলে আপনাকে অবশ্যই এই ওষুধ একজন নিবন্ধিত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সঠিক নিয়মে সেবন করতে হবে। আপনি যদি এই ওষুধ সঠিক নিয়মে সেবন না করেন তাহলে এর অবিলম্বে দেহে বিভিন্ন ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে। তাই docopa 200 খাওয়ার নিয়ম জেনে নেওয়া জরুরী।
  • প্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে ডোকোপা ৪০০ মিলিগ্রাম ১ টি করে ট্যাবলেট দিনে ২ থেকে ৩ বার সেবন করতে হয় অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী।
  • বয়স্ক রোগীদের ক্ষেত্রে ডোকোপা ২০০ মিলিগ্রাম ১ টি করে ট্যাবলেট দিনে ২/৩ বার সেবন করতে হয় অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী।
  • ১২ বছরের বেশি বয়সী শিশুদের ক্ষেত্রে ২০০ মিঃগ্রাঃ ট্যাবলেট অথবা ১০ মিঃলিঃ সিরাপ দৈনিক ২ থেকে ৩ বার সেবন করাতে হয়।
  • ৬ থেকে ১২ বছরের বাচ্চাদের ক্ষেত্রে ৬-৯ মিঃগ্রাঃ/কেজি দেহের ওজন হিসাবে দিনে দুই বার, যেমন- বাচ্চার ওজন যদি ১০ কেজি হয় তাহলে ৩ মিঃলিঃ করে দৈনিক ২ বার অথবা চিকিৎসকের পরার্মশ অনুযায়ী সেবন করাতে হবে।
এই ওষুধ অবশ্যই ভরা পেটে সেবন করতে হবে। পাশাপাশি অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে নিয়ম অনুযায়ী সেবন করতে হবে। আশা করছি docopa 200 খাওয়ার নিয়ম জানতে পেরেছেন। এবার চলুন docopa 200 এর পার্শ্বপ্রতিক্রিয়া জেনে নেই।

docopa 200 এর পার্শ্বপ্রতিক্রিয়া

আপনি যদি docopa 200 নিয়ম অনুযায়ী গ্রহন না করেন কিংবা অতিমাত্রায় সেবন করেন, তাহলে আপনার দেহে বেশ কয়েকটি পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে। কারন প্রতিটা ওষুধেরই অপকারিতা বা পার্শ্বপ্রতিক্রিয়া থাকে। এই এই ডোকোপা ওষুধ সেবনে যেগুলো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে তা নিম্নরুপঃ
  • অনিদ্রা ভাব
  • বমি বমি ভাব বা বমি হতে পারে 
  • তীব্র মাথা ব্যাথা হতে পারে 
  • তীব্র খিচুনি দেখা দিতে পারে
  • বুকে জ্বালাপোড়া করা করতে পারে 
  • পেটে সমস্যা হতে পারে 
  • অধিক হৃদস্পন্দন হতে পারে ইত্যাদি।
মূলত এই মেডিসিন ডাক্তারে পরামর্শ ব্যতীত সেবন করলে উপরোক্ত উল্লিখিত সমস্যা গুলো দেখা দিতে পারে। তবে সবার ক্ষেত্রে উল্লেখিত সমস্যাগুলো না-ও দেখা দিতে পারে। তবে কেউ যদি সমস্যাগুলো খুব জটিলভাবে লক্ষ্য করে তাহলে যত দ্রুত সম্ভব ডাক্তারের সাথে যোগাযোগ করতে হবে। আশা করছি docopa 200 এর পার্শ্বপ্রতিক্রিয়াগুলো জানতে পেরেছেন। এবার চলুন, docopa 200 এর দাম এর দাম কত তা জেনে নেই।

docopa 200 এর দাম

Docopa অ্যাজমা, হাঁপানি, কিংবা শ্বাসকষ্টজনিত এর জন্য কার্যকরী ঔষধ হিসেবে পরিচিত। যেটা হয়তো আমরা অনেকেই সেবন করিয়ে থাকি। এরিস্টোফার্মা লিমিটেড (Aristopharma Limited) কোম্পানি বাজারজাত করে থাকে। যার জেনেটিক নাম ডক্সোফাইলিন (Doxofylline)। docopa 200 এর দাম হচ্ছে-
ডোকোপা ২০০ মি.গ্রা.
ইউনিট মূল্য: ৳ 8.00 (10 x 10: ৳ 800.00)
স্ট্রিপ মূল্য: ৳ 80.00 (প্রতি পাতারর মূল্য)

ডোকোপা ৪০০ মি.গ্রা.
ইউনিট মূল্য: ৳ 12.00 (6 x 10: ৳ 720.00)
স্ট্রিপ মূল্য: ৳ 120.00 (প্রতি পাতারর মূল্য)

ডোকোপা সিরাপ ১০০ মি.গ্রা./৫ মি.লি.
100 মিলি বোতল: ৳ 110.00

ওষুধের দাম সঠিকভাবে নির্ধারণ করে বলাটা বেশ কঠিন । এর কারণ হচ্ছে ওষুধের দাম যে কোন সময় পরিবর্তন হয়ে থাকে। ডোকোপা মি.গ্রা প্রতি পিচের দাম ৮ টাকা। আপনি যেকোনো ফার্মেসি থেকে এই ওষুধ ক্রয় করতে পারবেন। তবে অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ অনুযায়ী খেতে হবে। 

ডোকোপা এর সর্তকতা

বর্তমানে বেশ কিছু রোগে আক্রান্ত ব্যক্তিদের এই ওষুধ সেবন করার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে যেমন-
  • মৃগী রোগ
  • উচ্চ রক্তচাপ
  • হৃদরোগ এবং
  • লিভারে অকার্যকর রয়েছে ইত্যাদি।
মূলত উপরোক্ত রোগীদের ক্ষেত্রে এই ট্যাবলেট সাবধানে সেবন করবেন। এই ওষুধ আলো ও তাপ থেকে দূরে এবং শুষ্ক স্থানে সংরক্ষন করতে হবে। এর পাশাপাশি অবশ্যই শিশুদের নাগালের বাইরে রাখতে হবে। আর মনে রাখবেন এই ওষুধ কেবলমাত্র বিশেষজ্ঞ চিকিৎসকের প্রেস্ক্রিপশন অনুযায়ী ব্যবহার্য। আশা করছি উপরোক্ত সতর্কতা গুলো অবশ্যই মেনে চলবেন।

গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে ডোকোপা এর ব্যবহার

শুধুমাত্র একান্ত প্রয়োজন হলে ডোকোপা গর্ভবতী মহিলাদের দেয়া যেতে পারে। তবে অবশ্যই একজন নিবন্ধিত ডাক্তারের দেওয়া পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে। স্তন্যদানকালীন সময়ে এই ওষুধ প্রতিনির্দেশিত।

ডোকোপা সম্পর্কিত সাধারণ জিজ্ঞাসা (FAQs)

প্রশ্ন: docopa 200 কোন কোম্পানি বাজারজাত করে?
উত্তর: এরিস্টোফার্মা লিমিটেড (Aristopharma Limited)।

প্রশ্ন: docopa 200 থেরাপিউটিক ক্লাস কি
উত্তর: মিথাইল জ্যান্থাইন ডেরিভেটিভস, ব্রঙ্কোডাইলেটর।

প্রশ্ন: প্রতি পিচ docopa 200mg এর দাম কত?
উত্তর: প্রতি পিচ docopa 200 mg এর দাম মাত্র ৮ টাকা।

প্রশ্ন: docopa 200 mg কি অ্যান্টিবায়টিক?
উত্তর: হ্যাঁ, এই docopa 200 ওষুধ অ্যান্টিবায়টিক হিসেবে ব্যবহার করা হয়। 

লেখকের শেষকথাঃ docopa 200 এর কাজ কি

পরিশেষে আমরা ওষুধ খাওয়া নিয়ে সবসময় বলে থাকি যে নিজের রোগের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ ছাড়া নিজে থেকে কোন ওষুধ গ্রহন করবেন না। যেকোন ধরণের ওষুধ সেবন করার আগে প্রথমে আপনাকে একজন ডাক্তারের পরামর্শ নিতে হবে তারপরে তার পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করতে হবে। তাহলেই ইনশাল্লাহ আপনার সমস্যাগুলো নিরাময় হয় যাবে।

আমরা ইতিমধ্যে এই আর্টিকেলে docopa 200 এর কাজ কি, docopa 200 কেন খায় ও খাওয়ার নিয়ম এবং এই ওষুধ নিয়ে বিস্তারিত তথ্য আলোচনা করেছি। আপনারা হয়তো এতক্ষণে docopa 200 সম্পর্কে ক্লিয়ার ধারণা পেয়ে গেছেন। আর যদি এই অ্যান্টিবায়োটিক ওষুধ সম্পর্কে আপনাদের কোন ধরণের মতামত বা প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন।

docopa 200 সম্পর্কিত আজকের এই পোস্টটি ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। এতে তারাও এই docopa 200 ওষুধ সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নিতে পারবেন। প্রিয় বন্ধুরা বিভিন্ন মেডিসিন বা ওষুধ সম্পর্কিত অন্যেন্য প্রয়োজনীয় যাবতীয় তথ্য পেতে আমাদের আড্ডাভিউ আইটি ওয়েবসাইট নিয়মিত ভিজিট করতে পারেন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আড্ডাভিউ আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url