fexo 120 এর কাজ কি | কেন খায় ও এর পার্শ্বপ্রতিক্রিয়া জানুন

সম্মানিত পাঠক আসসালামু আলাইকুম। আপনি কি প্রতিনিয়ত গলা ব্যথা, বিভিন্ন ঠান্ডা জাতীয় সমস্যা কিংবা এলার্জি জনিত সমস্যাই ভুগছেন? তাহলে আজকের আর্টিকেলটি আপনার জন্য অনেক উপকার হতে চলেছে। কারণ এ জাতীয় সমস্যা থেকে পরিত্রান দিতে পারে fexo 120 ওষুধ। বর্তমানে অনেকেই fexo 120 ওষুধ সম্পর্কে বিভিন্ন তথ্য গুগলের কাছে জানতে চেয়ে থাকেন। মূলত এজন্যই আপনাদের সুবিধার্থে আজকের এই আর্টিকেলে fexo 120 এর কাজ কি, কেন খায় ও এর পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কে যাবতীয় তথ্য সাজানোর চেষ্টা করেছি।
fexo 120 এর কাজ কি | কেন খায় ও এর পার্শ্বপ্রতিক্রিয়া

প্রিয় বন্ধুরা, আপনারা যদি পিঠে ব্যথা, বিভিন্ন ঠান্ডা জাতীয় সমস্যা কিংবা এলার্জির মতো সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য fexo 120 গ্রহন করতে চান, তাহলে গ্রহন করার fexo 120 এর কাজ কি, Fexo 120, Fexo 120 খাওয়ার নিয়ম, এর পার্শ্ব প্রতিক্রিয়া ও দামসহ আরও বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে জেনে নেওয়া জরুরি। আর এই ফেক্সো এর সকল তথ্য বিস্তারিত জানতে হলে আমাদের সাথে শেষ পর্যন্ত থাকতে হবে। তাহলেই এই উপকারী ওষুধ সম্পর্কে অবগত হতে পারবেন।
পোষ্ট সূচিপত্রঃ

ভূমিকা - fexo 120 mg

বর্তমানে এই ওষুধটি ঠান্ডা বা এলার্জি সমস্যা জন্য অনেক বেশি ব্যবহৃত ওষুধ । আমরা অনেকেই হয়তো বিভিন্ন সমস্যার কারণে এই fexo 120 mg সেবন করিয়ে থাকি। এজন্য হয়তো fexo 120 ট্যাবলেট বা সিরাপ সম্পর্কে কমবেশি সকলেই পরিচিত।

fexo 120 mg মূলত স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি (Square Pharmaceuticals plc.) কোম্পানি বাজারজাত করে থাকে। যার জেনেটিক নাম ফেক্সোফেনাডিন হাইড্রোক্লোরাইড (Fexofenadine Hydrochloride)। আপনারা অনেকেই এই fexo 120 mg ওষুধ সম্পর্কে গুগলে সার্চ করে থাকেন।

এজন্য আজকের পোষ্টের মাধ্যমে আমরা  এই উপকারি ওষুধ সম্পর্কে এমন কিছু প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করব যেগুলো জেনে আপনারা উপকৃত হতে পারবেন। তাহলে চলুন আপনার মূল্যবান সময়টুকু নষ্ট না করে মূল আলোচনা শুরু করা যাক। আমরা প্রথমে জেনে নিব ফেক্সো তে কি কি উপাদান আছে সেই সম্পর্কে।

ফেক্সো এর উপাদান

প্রতিটি ফেক্সো ট্যাবলেট বা ফিল্ম কোটেড ট্যাবলেটে যে পরিমান উপাদান থাকে তা উল্লেখ করা হলো
  • ফেক্সো ৬০ ট্যাবলেট: ফেক্সোফেনাডিন হাইড্রোক্লোরাইড ইউএসপি ৬০ মি.গ্রা.।
  • ফেক্সো ১২০ ট্যাবলেট: ফেক্সোফেনাডিন হাইড্রোক্লোরাইড ইউএসপি ১২০ মি.গ্রা.।
  • ফেক্সো ১৮০ ট্যাবলেট:  ফেক্সোফেনাডিন হাইড্রোক্লোরাইড ইউএসপি ১৮০ মি.গ্রা.।
  • ফেক্সো ৫ মি.লি. সাস্পেনশন: হাইড্রোক্লোরাইড ইউএসপি ৩০ মি.গ্রা.।
মূলত মিলিগ্রাম অনুযায়ী প্রতি ফেক্সো ট্যাবলেটে উপরের উল্লিখিত উপাদানগুলো বিদ্যমান থাকে। আশা করি ফেক্সো এর উপাদান জানতে পেরেছেন। এবার চলুন fexo 120 কেন খায় সেটা জেনে নেওয়া যাক।

fexo 120 কেন খায়

আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে fexo 120 কেন খায় তাই আপনাদের সুবিধার জন্য পোষ্টের এই অংশে fexo 120 কেন খায় এই বিষয়ে ক্লিয়ার ধারণা দেব। fexo 120 কারন হচ্ছে মূলত যাদের বিভিন্ন ঠান্ডা জাতীয় সমস্যা রয়েছে কিংবা এলার্জিজনিত সমস্যা রয়েছে তাদেরকে বিশেষজ্ঞ চিকিৎসকরা এই ওষুধটি নির্দেশ দিয়ে থাকেন।
ফেক্সোফেনাডিন (Fexofenadine) গোত্রের একটি মেডিসিনের নাম হল fexo। এর একটি ট্যাবলেট এর মধ্যে 100mg হাইড্রোক্লোরাই ইউএসপি থাকে। যার ফলে এটি এলার্জির লক্ষণগুলির জন্য হিস্টামিন নামক শরীরের রাসায়নিক পদার্থগুলোকে ব্লক করে দেয় পাশাপাশি আমাদের দেহের বিভিন্ন ঠান্ডা জাতীয় সমস্যা গুলো নিরাময় করে দেয়।

মূলত এই কারণেই fexo 120 ওষুধটি নির্দেশিত। আশা করছি fexo 120 কেন খায় এতক্ষণে ক্লিয়ার ধারণা পেয়ে গেছেন। এবার চলুন আমরা জেনে নিব যে Fexo 120 কোন রোগের ঔষধ বা কোন কোন রোগের ক্ষেত্রে ব্যবহার করা হয়।

Fexo 120 কোন রোগের ঔষধ

এটি সাধারনত এলার্জি জনিত বিভিন্ন রোগের বিরুদ্ধে প্রতিরোধ করে থাকে। যেহেতু এই ওষুধটি একটি এন্টি-হিস্টামিন (Anti-histamine) জাতীয় ঔষধ দেহের এলার্জি সংক্রান্ত লক্ষণের জন্য যেসব হিস্টামাইন দায়ী সেগুলো দেহের রাসায়নিক পদার্থকে কার্যকরীভাবে ব্লক করে। এই ওষুধ বিভিন্ন রোগের ক্ষেত্রে বিশেষজ্ঞ চিকিৎসকরা নির্দেশনা দিয়ে থাকেন যেমন- 
  • সর্দি
  • হেঁচকি
  • গলা ব্যথা
  • অ্যালার্জি
  • চোখ লাল হলে
  • চোখের ভিতরে চুলকানি
  • শরীরে চুলকানি
  • ঠান্ডার মতো সমস্যা
  • অ্যালার্জিক রাইনাইটিস চিকিৎসায়
  • ইডিওপ্যাথিক ছত্রাকের চিকিৎসায় ইত্যাদি।
সাধারণত উপরের উল্লেখিত রোগ বা সমস্যাগুলোর ক্ষেত্রে এই ওষুধ ব্যবহার করা হয়। তবে এছাড়াও আরো নানান রকম জটিল রোগের ক্ষেত্রেও এ ওষুধ ব্যবহার হয়ে থাকে। তবে সেটা একমাত্র বিশেষজ্ঞ চিকিৎসকই ভালো বলতে পারবেন যে আপনার রোগের ক্ষেত্রে এই ওষুধ নির্দেশিত কিনা। আশা করছি Fexo 120 কোন রোগের ঔষধ তা জানতে পেরেছেন। এবার চলুন fexo 120 ট্যাবলেট এর কাজ কি সেই বিষয়ে জেনে নেওয়া যাক।

fexo 120 এর কাজ কি - fexo 120 bangla

আপনারা হয়তো এতক্ষণে উপরের অংশ গুলো পড়ে এই ওষুধ কেন খায় ও কোন কোন রোগের ক্ষেত্রে ব্যবহার করা হয় সেই সম্পর্কে অবগত হতে পেরেছেন। এখন প্রশ্ন হচ্ছে fexo 120 এর কাজ কি বা এ ওষুধ আমাদের দেহে কিভাবে কাজ করে? আসুন তাহলে এ বিষয়েও ক্লিয়ার হয়ে নেই। ফেক্সোফেনাডিন আইডোক্লোরাইড হচ্ছে একটি অ্যান্টিহিস্টামিন যা পেরিফেরাল H1কার্যকারিতা রোধ বা বাধা দিতে সহায়তা করে থাকে।
এই ওষুধ সেবনের ২-৩ ঘণ্টার মধ্যে সর্বোচ্চ প্লাজমা স্তরে পৌঁছাতে সক্ষম হয়। অর্থাৎ সহজ ভাষায় বললে fexo খাওয়ার দুই থেকে তিন ঘণ্টার মধ্যে আমাদের দেহের প্লাজমার ঘনত্বের স্তরে পৌঁছে তার কার্যক্রম পরিপূর্ণভাবে শুরু করে, যার ফলে আমাদের শরীরের ঠান্ডা জাতীয়, এলার্জি জাতীয়, গলা ব্যথা ইত্যাদি রোগ থেকে পরিত্রান পাওয়া যায়। আশা করছি fexo 120 এর কাজ কি বা এই ওষুধ কিভাবে কাজ করে তা জানতে পেরেছেন। এবার চলুন fexo সিরাপ এর কাজ কি সেটা জেনে নেই।

fexo সিরাপ এর কাজ কি 

fexo সিরাপ বা ফেক্সোফেনাডিন (Fexofenadine) এর কাজ হচ্ছে আমাদের শরীরের গলা বেথা , খিটখিটে চোখ,  হাইভ ফেক্সোফেনাডিন (Fexofenadine) এবং ছিঁচকে চলা বা নাকের সমস্যা তেজস্ক্রিয় ত্বক থেকে রেহায় পাওয়ার জন্য এই সিরাপ ব্যবহার করা হয়।

এই সিরাপটি হল এন্টিহিস্টামাইন - এটি শরীরের এলার্জি সংক্রান্ত লক্ষণগুলির জন্য দায়ী হিস্টামাইন নামক শরীরের রাসায়নিক পদার্থকগুলো একেবারে ব্লক করে দেয়। আশা করছি fexo ট্যাবলেট এর পাশাপাশি fexo সিরাপের কাজ-ও জানতে পেরেছেন। এবার ফেক্সো সিরাপ খাওয়ার নিয়ম জেনে নিব।

ফেক্সো সিরাপ খাওয়ার নিয়ম

Fexo বা এন্টিহিস্টামিন সিরাপ ব্যবহারের কিছু নির্দিষ্ট নিয়ম রয়েছে। এর ব্যবহার বিধি বয়স ও শরীরের কার্য ক্ষমতার ওপর নির্ভর করে। অর্থাৎ একেক বয়সের জন্য একেক ধরনের ব্যবহার বিধি। চলুন তাহলে কথা না বাড়িয়ে কোন বয়সের মানুষ কিভাবে এই এন্টিহিস্টামিন ব্যবহার করবে সেটা জেনে নেই। 

Fexo সিরাপ ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই একজন নিবন্ধিত ডাক্তারের পরামর্শ নিয়ে ব্যবহার করাটাই সর্বোত্তম। কেননা ডাক্তার আপনার রোগ বা শরীরের কার্যক্ষমতা এবং বয়স অনুযায়ী সবকিছু বিবেচনা করে ওষুধ সেবনের ব্যবহার বিধি দিবেন। আমরা শুধু আপনাদের সাধারণ ধারণা দিতে পারি।
  • ২ থেকে ১১ বছর বয়সী বাচ্চাদের জন্য দিনে ২ বার করে ৩০ মি.গ্রা. (৫ মি.লি.) সাসপেনশন বা সিরাপ সেবন করতে হবে।
  • ২ থেকে ১১ বছর বয়সী বাচ্চাদের জন্য দিনে ২ বার করে ৩০ মি.গ্রা. (৫ মি.লি.) সাসপেনশন বা সিরাপ সেবন করতে হবে।
  • ৬ মাস থেকে ২ বছরের কম বয়সী বাচ্চাদের জন্য দিনে ২ বার করে ১৫ মি.গ্রা. (২.৫ মি.লি.) সাসপেনশন বা সিরাপ সেবন করতে হবে।
fexo 120 যে কোন সময়ে খালি পেটে বা ভরা পেটে সেবন করা যায়। তবে ভরা পেটে খাওয়ায় সবচেয়ে উত্তম। ফেক্সো সাসপেনশন বা সিরাপ খাওয়ার আগে ভালো ভাবে ঝাকিয়ে নিন। আশা করছি ফেক্সো সিরাপ খাওয়ার নিয়ম জানতে পেরেছেন। এবার চলুন ফেক্সো ট্যাবলেট খাওয়ার নিয়ম জেনে জেনে।

ফেক্সো ট্যাবলেট খাওয়ার নিয়ম

Fexo বা এন্টিহিস্টামিন ট্যাবলেটেরও ব্যবহারের কিছু নির্দিষ্ট নিয়ম রয়েছে। এর ব্যবহার বিধি বয়স ও শরীরের কার্য ক্ষমতার ওপর নির্ভর করে। অর্থাৎ একেক বয়সের জন্য একেক ধরনের ব্যবহার বিধি। 

Fexo ট্যাবলেট ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই একজন নিবন্ধিত ডাক্তারের পরামর্শ নিয়ে ব্যবহার করাটাই সর্বোত্তম। কেননা ডাক্তার আপনার রোগ বা শরীরের কার্যক্ষমতা এবং বয়স অনুযায়ী সবকিছু বিবেচনা করে ওষুধ সেবনের ব্যবহার বিধি দিবেন। আমরা শুধু আপনাদের সাধারণ ধারণা দিতে পারি।
  • প্রাপ্তবয়স্ক অর্থাৎ ১২ বছরের বেশি বয়সী বাচ্চাদের জন্য দিনে ২ টা করে ৬০ মি.গ্রা. ট্যাবলেট অথবা দিনে ১টি করে ফেক্সো ১৮০ মি.গ্রা. ট্যাবলেট সেবন করতে হয়।
  • ৬ থেকে ১১ বছর বছর বয়সী বাচ্চাদের জন্য দিনে ২ বার করে ৩০ মি.গ্রা. ফেক্সোফেনাডিন অথবা দিনে ১ টি ৬০ মি.গ্রা. ট্যাবলেট সেবন করতে হয়।
এই ওষুধ অবশ্যই একজন নিবন্ধিত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করবেন। কেননা আপনি যদি চিকিৎসকের পরামর্শ ব্যতীত নিজের তৈরি করার নিয়ম অনুযায়ী এই ওষুধ সেবন করেন তাহলে আপনার দেহে বেশ কয়েকটি জটিল পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে। তাই এ বিষয়ে অবশ্যই সচেতন থাকতে হবে। আশা করছি ফেক্সো সিরাপ এবং ট্যাবলেট খাওয়ার নিয়ম জানতে পেরেছেন। 

ফেক্সো ১২০ এর পার্শ্বপ্রতিক্রিয়া

আমরা হয়তো জানি যে প্রত্যেক ওষুধ বা ক্রিমের পার্শ্ব প্রতিক্রিয়া থাকে। যদিও ফেক্সো ১২০ মি.গ্রা সাধারণত নিরাপদ ঔষধ, এরপরেও কিছু ক্ষেত্রে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে যা সাধারণত হালকা হয় যা কয়েকদিনের মধ্যেই সেরে যায়। তবে, কোনো পার্শ্বপ্রতিক্রিয়া যদি খুব বেশি জটিল বা স্থায়ী হয় তাহলে অবশ্যই জটিলতা গুরুত্ব হওয়ার পূর্বে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে। 
সাধারণ পার্শ্বপ্রতিক্রিয়া
  • বমি
  • মাথা ঘোরা
  • ক্লান্তি
  • মাথা ব্যথা
  • পিঠে ব্যথা
  • গলা ব্যথা
  • পেশী ব্যথা
  • বমি বমি ভাব ইত্যাদি।
বিরল পার্শ্বপ্রতিক্রিয়া
  • অ্যালার্জিক (যেমন, ফুলে যাওয়া, শ্বাসকষ্ট এবং চুলকানি)
  • হৃদযন্ত্রের সমস্যা ( বুক ধড়ফড় ক্রয়া)
  • ডায়রিয়া
  • ত্বকের সমস্যা (ফুসকুড়ি, চুলকানি) ইত্যাদি।
সাধারণ পার্শ্বপ্রতিক্রিয়াগুলো প্রতি ১০০ জনের মধ্যে ১ থেকে ১০ জনের ক্ষেত্রে দেখা যায় এবং বিরল পার্শ্বপ্রতিক্রিয়া গুলো প্রতি ১০ হাজার জনের মধ্যে ১ থেকে ১০ জনের ক্ষেত্রে দেখা যায়। আশা করছি বিষয়টি ক্লিয়ার হতে পেরেছেন। এবার আসুন fexo 120 এর সর্তকতা জেনে নেই।

fexo 120 এর সর্তকতা

Fexo 120mg ব্যবহারের ক্ষেত্রে বেশ কিছু বিষয়ে সতর্ক করা হয়েছে। যারা নিয়তমত এলার্জিক মেডিসিন সেবন করেন, আবার যাদের কিডনিজনিত সমস্যা রয়েছে এবং বিশেষ করে গর্ভবতী মহিলাদের এই ওষুধ ব্যবহারের পূর্বে অবশ্যই একজন নিবন্ধিত ডাক্তারের পরামর্শ নিয়ে ব্যবহার করতে হবে।

ফেক্সো 120 এর দাম কত

ফেক্সো 120 গলা ব্যথা, বিভিন্ন ঠান্ডা জাতীয় সমস্যা কিংবা এলার্জি জনিত এর জন্য কার্যকরী ঔষধ হিসেবে পরিচিত। আমরা অনেকেই হয়তো এ ধরণের সমস্যা নিরাময় করার জন্য সেবন করিয়ে থাকি। এটি মূলত স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি (Square Pharmaceuticals plc.) কোম্পানি বাজারজাত করে  থাকে। যার জেনেটিক নাম ফেক্সোফেনাডিন হাইড্রোক্লোরাইড (Fexofenadine Hydrochloride)।

আপনার নিকটস্থ ফার্মেসিতে এই ওষুধ পেয়ে যাবেন। তবে ইদানিং অনলাইনেও fexo 120mg অর্ডার করে পেয়ে যাবেন। Fexo 120mg এর প্রতিপিচ এর দাম হচ্ছে মাত্র ৮ টাকা।
ফেক্সো ১২০ মি.গ্রা.
ইউনিট মূল্য: ৳ 9.00 (5 x 10: ৳ 450.00)
স্ট্রিপ মূল্য: ৳ 90.00

ফেক্সো ৬০ মি.গ্রা.
ইউনিট মূল্য: ৳ 4.00 (5 x 10: ৳ 200.00)
স্ট্রিপের মূল্য: ৳ 40.00

ফেক্সো ১৮০ মি.গ্রা.
ইউনিট মূল্য: ৳ 10.00 (3 x 10: ৳ 300.00)
স্ট্রিপ মূল্য: ৳ 100.00

ফেক্সো ৩০ মি.গ্রা./৫ মি.লি.
50 মিলি বোতল: ৳ 55.00

Fexo 120 কার্যকারিতা সময়

ফেক্সোফেনাডিন হাইড্রোক্লোরাইড (Fexofenadine Hydrochloride) মূলত ২ ঘন্টার মধ্যেই কার্যকারিতা শুরু করে এবং এটি ২৪ ঘন্টা যাবৎ থাকতে পারে।

Fexo 120 সম্পর্কিত সাধারণ জিজ্ঞাসা (FAQs)

প্রশ্ন: Fexo 120 কি অ্যালার্জি দূর করে প্রতিরোধ করে
উত্তর: হ্যাঁ, Fexo 120 আমাদের দেহে অ্যালার্জি প্রতিরোধ করতে সাহায্য করে। 

প্রশ্ন: Fexo 120 কতক্ষণ সময় কাজ করে?
উত্তর: Fexo 120 এর কার্যকারিতা মূলত ২৪ ঘন্টা পর্যন্ত থাকে।

প্রশ্ন: Fexo 120 কি বাচ্চাদের জন্য নিরাপদ?
উত্তর: ৬ বছরের কম বয়সী বাচ্চাদের জন্য এটি নিরাপদ নয়। ৬-১২ বছর বয়সী বাচ্চাদের জন্য Fexo 60 এর মাত্রা ব্যবহার করা উচিত।

প্রশ্ন: Fexo 120 কি ঘুম ধরে?
উত্তর: হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে এই ওষুধ ঘুমের সমস্যা সৃষ্টি করতে পারে। তবে যদি আপনি খুব বেশি ঘুমের সমস্যার সম্মুখীন হন, তাহলে ডাক্তারকে জানান।

প্রশ্ন: Fexo 120 ওষুধ কি গর্ভাবস্থায় নিরাপদ?
উত্তর: গর্ভাবস্থায় এই ওষুধ সেবনের আগে আপনার ডাক্তারের সাথে পরামর্শ করতে হবে।

প্রশ্ন: Fexo 120 ওষুধ কি স্তন্যদানকালে নিরাপদ?
উত্তর: স্তন্যদানকালে এই ওষুধ সেবনের আগে আপনার ডাক্তারের সাথে পরামর্শ করতে হবে।

প্রশ্ন: ফেক্সো সিরাপ কি অ্যান্টিবায়োটিক?
উত্তর: না। Fexo 120mg ট্যাবলেট একটি অ্যান্টিবায়োটিক নয় । এটি একটি অ্যান্টি-অ্যালার্জি ওষুধ এবং অ্যালার্জির অবস্থা যেমন হাঁচি, ঠাসা বা সর্দি, আমবাত ইত্যাদির চিকিৎসা করতে সাহায্য করে।

লেখকের শেষকথাঃ fexo 120 এর কাজ কি

পরিশেষে আমরা ওষুধ খাওয়া নিয়ে সবসময় বলে থাকি যে নিজের রোগের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ ছাড়া নিজে থেকে কোন ওষুধ গ্রহন করবেন না। যেকোন ধরণের ওষুধ সেবন করার আগে প্রথমে আপনাকে একজন ডাক্তারের পরামর্শ নিতে হবে তারপরে তার পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করতে হবে। তাহলেই ইনশাল্লাহ আপনার সমস্যাগুলো নিরাময় হয় যাবে।

আমরা ইতিমধ্যে এই আর্টিকেলে fexo 120 এর কাজ কি, কেন খায় ও এর পার্শ্বপ্রতিক্রিয়া এবং এই ওষুধ নিয়ে বিস্তারিত তথ্য আলোচনা করেছি। আপনারা হয়তো এতক্ষণে fexo 120 সম্পর্কে ক্লিয়ার ধারণা পেয়ে গেছেন। আর যদি এই ওষুধ সম্পর্কে আপনাদের কোন ধরণের মতামত বা প্রশ্ন থাকে তাইলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন।

fexo 120 ওষুধ সম্পর্কিত আমাদের আজকের এই পোস্টটি ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। এতে তারাও এই fexo 120 ওষুধ সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারবেন। প্রিয় বন্ধুরা বিভিন্ন মেডিসিন বা ওষুধ সম্পর্কিত অন্যেন্য প্রয়োজনীয় যাবতীয় তথ্য পেতে আমাদের আড্ডাভিউ আইটি ওয়েবসাইট নিয়মিত ভিজিট করতে পারেন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আড্ডাভিউ আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url