1 মিটার সমান কত ফুট | 1 মিটার সমান কত ইঞ্চি | মিটারকে রুপান্তর পদ্ধতি
সম্মানিত পাঠক আসসালামু আলাইকুম। আপনি কি1 মিটার সমান কত ফুট? 1 মিটার সমান কত
ইঞ্চি সেই সম্পর্কে জানতে চেয়ে আমাদের ওয়েবসাইট ভিজিট করেছেন? তাহলে আপনি
এখন একেবারে সঠিক স্থানেই এসেছেন। বর্তমান সময়ে অনেকেই এই বিষয়ে অবগত নয়।
তাই এই বিষয়ে সঠিক তথ্য জেনে নেওয়ার জন্য আপনারা সচরাচর গুগলে এসে সার্চ করে
থাকেন। তাই আপনাদের সুবিধার্থে আজকেই গুরুত্বপূর্ণ টপিকে আলোচনা করেছি।
এক মিটার সমান কত ফুট এটা কিছু কিছু সময়ে মনে থাকে আবার ক্ষনিকের মধ্যে ভুলে যায়। আর এটি ম্যথ বা অন্য কোন কাজে প্রায় সময় সকলের প্রয়োজন পড়ে। কিন্তু সব সময় তো আর মনে করে রাখা সম্ভব হয় না। এটা মনে রাখা সহজ হলেও সকলেই প্রায় ভুলে যায়। তাই আজকের এই আর্টিকেলের মাধ্যমে বিস্তারিতভাবে আপনাদের জানিয়ে দিব। তাই অবহেলা না করে সম্পূর্ণ পোস্টটি একেবারে শুরু থেকে শেষ অবদি পড়তে থাকুন।
পোষ্ট সূচিপত্রঃভূমিকা - 1 মিটার সমান কত ইঞ্চি
বর্তমান সময়ে আপনারা যদি এক মিটার সমান কত ফুট বা 1 মিটার সমান কত ইঞ্চি তা
বের করতে চান তাহলে আপনি আপনার হাতে থাকা মোবাইল বা ক্যালকুলেটর দিয়ে খুব সহজে 1
মিটার সমান কত ফুট কিংবা 1 মিটার সমান কত ইঞ্চি সেটা সহজেই বের করতে পারবেন।
ধরুন, আপনি একটি অ্যান্ড্রয়েড ফোন বা ক্যালকুলেটর ব্যবহার করছেন আর আপনি ম্যাথ
করতে বসেছেন, ম্যাথ সলভ করার জন্য প্রয়োজন যে এক মিটার সমান কত ফুট এটা বের
করা। কিন্তু আপনার জানা নেই যে আপনি কিভাবে এটা বের করবেন।
এক্ষেত্রে আপনি খুব অল্প সময়ের মধ্যে অনলাইনের মাধ্যমে সার্চ দিয়ে এক মিনিটের
এক মিটার সমান কত ফুট সেটা জেনে নিতে পারেন। আমরা অনেকেই মোবাইল ফোন ব্যবহার
করি কিন্তু অনেক সময় দেখা যায় আমাদের মোবাইল ফোনে ইন্টারনেট থাকেনা যার ফলে
ইন্টারনেট ব্যবহার করে সহজে 1 মিটার সমান কত ফুট সেটা জেনে নেওয়া সম্ভব হয় না।
সেই কারণে আমরা আজকের এই আর্টিকেলে এমন সহজ ভাবে কিছু উপায় বা কিভাবে মিটারকে
ফুটে রূপান্তরিত করতে হয় সেটা জানিয়ে দিব যাতে আপনারা খুব সহজেই এটি
প্র্যাক্টিকালি বের করতে পারেন। তাহলে চলুন আর বেশি কথা না বাড়িয়ে ১ মিটার সমান
কত ফুট জেনে নেওয়া যাক।
1 মিটার সমান কত ফুট
মিটার হচ্ছে মেট্রিক পদ্ধতিতে দৈর্ঘ্যের একটি একক ধরা হয়, যা মূলত সারা
বিশ্বে পরিমাপের জন্য সবচেয়ে বহুল ব্যবহৃত সিস্টেম।
১ মিটার সমান ১০০ সেন্টিমিটার বা ৩.৩৮০৮৪ ফুটের সমান। আর এটি সাধারনত
আমাদের বাংলাদেশের বাজারে প্রচলিত একটি হিসাব গননা পদ্ধতি।
এটি প্রথম ১৭৯৯ সালে নিরক্ষরেখা থেকে উত্তর মেরু পর্যন্ত দূরত্বের ১০-মিলিয়ন
ভাগ হিসাবে সংজ্ঞায়িত করা হয়েছিল। আর তখন থেকেই দূরত্ব এবং দৈর্ঘ্য পরিমাপ
করার জন্য এটি আন্তর্জাতিক মান হয়ে প্রচলিত হয়ে আসছে। আমাদের দৈনন্দিন
জীবনে, মিটার মূলত ২ টি বিন্দু বা বস্তুর মধ্যে দূরত্ব পরিমাপ করতে ব্যবহার
করা হয়।
উদাহরণস্বরূপ হিসেবে, আপনি যদি একটি প্রাচীর কত লম্বা সেটা মাপ নিতে চান,
তাহলে আপনাকে মিটার ব্যবহার করতে হবে। আশা করছি 1 মিটার সমান কত ফুট ত জানতে
পেরেছেন। এবার চলুন কিভাবে মিটারকে ফুটে রূপান্তরিত করতে হয়? সেটা জেনে নেই।
মিটার থেকে ফুট রূপান্তর পদ্ধতি
আপনাদের মধ্যে এমন অনেকেই আছেন যারা হয়তো এখন পর্যন্ত জানে না যে কিভাবে
মিটারকে ফুটে রূপান্তর করতে হয়। আপনাদের অনেক সময় এক মিটার সমান কত ফুট হয়
বিভিন্ন ক্ষেত্রে জানার প্রয়োজন পড়ে। কিন্তু সব সময় তো আর মোবাইল ফোন
ব্যবহার করে জেনে নেওয়া সম্ভব হয় না।
তাই আপনি যদি এই অংশটি মনযোগ সহকাড়ে পড়েন তাহলে খুব সহজেই মিটারকে ফুটে
রূপান্তর করার নিয়ম জেনে নিতে পারবেন। মিটার ও ফুট মূলত দৈর্ঘ্য বা দূরত্বের
পরিমাপ করার জন্য দুটি ভিন্ন একক যা বিশ্বের বিভিন্ন অংশে ব্যবহার হয়ে থাকে।
এই মিটার ইউরোপ মহাদেশসহ বিশ্বের অন্যান্য অংশে ব্যবহৃত হয়। দূরত্ব বা
দৈর্ঘ্য পরিমাপ করার ক্ষেত্রে এই দুটি ইউনিটের মাঝে রূপান্তর করতে সক্ষম
হওয়া অতি গুরুত্বপূর্ণ। যেন বিভিন্ন দেশগুলোতে এবং সংস্কৃতিতে পরিমাপ
সঠিকভাবে নিরুপন করা সম্ভব হয়।
আমরা জেনেছি ১ মিটার সমান ৩.২৮০৮ ফুট। আর এই মিটারকে ফুটে রূপান্তর করতে হলে
মিটার সংখ্যাকে ৩.২৮০৮ দ্বারা গুণ করতে হবে। উদাহরণস্বরূপ হিসেবে, আপনি যদি ৫
মিটারকে ফুটে রূপান্তর করতে চান, তাহলে আপনাকে ৫ কে ৩.২৮০৮ দ্বারা গুণ করলেই
দেখবেন একটা মান আসবে অর্থাৎ ৫মিটার সমান 16.40420 ফুট।
অন্যান্য পরিমাপ পদ্ধতিতে হিসাব করলে, যেমন ইম্পেরিয়াল সিস্টেমে হিসাব করলে,
১ মিটার সমান ৩.২৮ ফুট। এর কারণ হচ্ছে ১ ফুট সমান ১২ ইঞ্চি এবং ১ ইঞ্চি সমান
২.৫৪ সেন্টিমিটার। অতএব, 1 মিটার = 100 সেমি = 3.28 ফুট। আশা করছি বিষয়টি
বুঝতে পেরেছেন। এবার চলুন 1 মিটার সমান কত ইঞ্চি সেই বিষয়েও জেনে নেওয়া যাক।
1 মিটার সমান কত ইঞ্চি
আমাদের মাঝে এমন অনেকেই আছেন যারা এখনও জানেন না যে 1 মিটার সমান কত ইঞ্চি। তাই
আপনাদের সুবিধার কথা ভেবে আজকের পোষ্টের এই অংশে এই বিষয়ে সঠিক তথ্য তুলে ধরার
চেষ্টা করেছি। চলুন তাহলে কথা না বাড়িয়ে এই বিষয়েও ক্লিয়ার হওয়া যাক।
১ মিটার সমান ৩৯.৩৭ ইঞ্চি। এটি একটি রূপান্তর অনুপাত যা মার্কিন
যুক্তরাষ্ট্রের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশগুলোতে ব্যবহৃত হয়। মেট্রিক
সিস্টেমে মিটার ও সেন্টিমিটার ব্যবহার করে, মার্কিন যুক্তরাষ্ট্রের বাইরে
পরিমাপ করার অন্যতম সর্বাধিক ব্যবহৃত সিস্টেম।
অতএব, পরিমাপের এই দুটি ইউনিটের মধ্যে আপনি কীভাবে রূপান্তর করবেন সেটা জানা
গুরুত্বপূর্ণ। ১ মিটার সমান ৩৯.৩৭ ইঞ্চি ধরা হয়। আর সাধারনত আমাদের বাংলাদেশের
বাজারে এটি প্রচলিত একটি হিসাব গননা পদ্ধতি। আশা করছি 1 মিটার সমান কত ইঞ্চি তা
জানতে পেরেছেন। এবার আসুন
মিটার থেকে ইঞ্চি রূপান্তর পদ্ধতি জেনে নেই।
মিটার থেকে ইঞ্চি রূপান্তর পদ্ধতি
আপনাদের মধ্যে এমন অনেকেই আছেন যারা হয়তো এখন পর্যন্ত জানে না যে কিভাবে
মিটারকে ইঞ্চিতে রূপান্তর করতে হয়। আপনাদের অনেক সময় 1 মিটার সমান কত
ইঞ্চি বিভিন্ন ক্ষেত্রে জানার প্রয়োজন পড়ে। কিন্তু সব সময় তো আর মোবাইল
ফোন ব্যবহার করে জেনে নেওয়া সম্ভব হয় না।
তাই আপনি যদি এই অংশটি মনযোগ সহকাড়ে পড়েন তাহলে খুব সহজেই মিটারকে
ইঞ্চিতে রূপান্তর করার নিয়ম জেনে নিতে পারবেন। মিটার থেকে ইঞ্চিতে
রূপান্তর করতে হলে, আপনাকে মিটার সংখ্যাকে ৩৯.৩৭ দ্বারা গুণ করতে পারেন। উদাহরণ
হিসেবে, আপনি যদি ৩ মিটার থাকে, তাহলে আপনি ৩ x ৩৯.৩৭ = ১১৮.১১ ইঞ্চি গুণ
করতে হবে।
একইভাবে, ইঞ্চি থেকে মিটারে রূপান্তর করতে চাইলে, আপনি ইঞ্চির সংখ্যাকে ৩৯.৩৭
দ্বারা ভাগ করতে হবে। সুতরাং উদাহরণ হিসেবে, যদি ১১৮ ইঞ্চি থাকে, আপনি ১১৮ /
৩৯.৩৭ = ৩ মিটার ভাগ করবেন। তাহলেই কাঙ্খিত যে মান আসবে সেটাই হচ্ছে
ইঞ্চি থেকে মিটার রূপান্তর পদ্ধতি।
1 মিটার সমান কত সেন্টিমিটার
1 মিটার সমান কত ফুট এবং 1 মিটার সমান কত ইঞ্চি এই বিষয়ে জেনে নেওয়ার
পাশাপাশি আমাদের অনেক সময় 1 মিটার সমান কত সেন্টিমিটার এইটাও জেনে নেওয়া
প্রয়োজন পড়ে। তাই আপনি চাইলে আমাদের আর্টিকেলের এই অংশটুকু পড়ে এই বিষয়েও
ক্লিয়ার ধারণা নিতে পারেন।
এক মিটার সমান ১০০ সেন্টিমিটার। সেন্টিমিটার হল মেট্রিক পদ্ধতিতে দৈর্ঘ্যের একক
এবং এটি মিটারের ১০০ ভাগের সমান। এর মানে হচ্ছে 1 মিটার ১০ হাজার মিলিমিটার বা
১০০ সেন্টিমিটারের সমতুল্য। আশা করছি 1 মিটার সমান কত সেন্টিমিটার তা জানতে
পেরেছেন। এবার চলুন মিটার থেকে সেন্টিমিটারে রূপান্তর পদ্ধতি জেনে নেই।
মিটার থেকে সেন্টিমিটারে রূপান্তর পদ্ধতি
১ মিটার থেকে সেন্টিমিটারে রূপান্তর করতে হলে, আপনাকে শুধু মিটার সংখ্যাকে
১০০ দ্বারা গুণ করতে হবে। উদাহরণ হিসেবে, ২ মিটার সমান হবে ২০০ সেন্টিমিটারের
সমান (২ x ১০০ = ২০০)। ১ মিটার সমান ১০০ সেন্টিমিটার (সেমি)। এর কারণ হচ্ছে 1
মিটার মূলত মেট্রিক পদ্ধতিতে দৈর্ঘ্যের ভিত্তি একক ও এটি ১ কিলোমিটারের ১০
হাজার ভাগের সমান। এক সেমি হল মিটারের ১০০ ভাগ বা ০.০১ মিটার। অতএব, ১ মিটার
= ১০০ সেমি.
1 মিটার সমান কত গজ
আপনারা অনেকেই 1 মিটার সমান কত গজ হয় সেটা জানতে চেয়েছেন এজন্য মূলত আমরা
পোষ্টের এই অংশে এই এই সম্পর্কে সঠিক তথ্য জানিয়ে দেব। কথায় বলতে গেলে,
এক মিটার সমান প্রায় এক দশমিক শূন্য নয় গজ। আর গাণিতিক বাক্যে রূপান্তর হচ্ছে,
১ মিটার সমান ১.০৯৩৬১৩৩ গজ।
1 মিটার সমান কত মিলিমিটার
আপনারা অনেকেই 1 মিটার সমান কত মিলিমিটার হয় সেটা জানতে চেয়েছেন এজন্য
মূলত আমরা পোষ্টের এই অংশে এই এই সম্পর্কে সঠিক তথ্য জানিয়ে দেব। ১
মিটার সমান হচ্ছে ১০০০ মিলিমিটার। আশা করি 1 মিটার সমান কত মিলিমিটার তা
জানতে পারলেন। এবার চলুন মিটার থেকে মিলিমিটারে রুপান্তর পদ্ধতি জেনে নেই।
মিটার থেকে মিলিমিটারে রুপান্তর পদ্ধতি
১ মিটার থেকে মিলিমিটারে রূপান্তর করতে হলে, আপনাকে শুধু মিটার সংখ্যাকে
১০০০ দ্বারা গুণ করতে হবে। উদাহরণ হিসেবে, ৮৭ মিটার সমান হবে ৮৭০০০
সেন্টিমিটারের সমান (৮৭ x ১০০০ = ৮৭০০০)। মিটার থেকে মিলিমিটার
রূপান্তর পদ্ধতি একটি প্রয়োজনীয় দৈর্ঘ্য রূপান্তর ক্যালকুলেটর যা মিটার একক
থেকে মিলিমিটার এককে রূপান্তর করতে ব্যবহৃত হয়।
১ মিটার সমান কত স্কয়ার ফিট
১ মিটার ১০.৭৬৩৯ স্কয়ার ফিট।
কত ইঞ্চি সমান এক মিটার হয়
মিটার থেকে ইঞ্চি রূপান্তর কনভার্টার একটি প্রয়োজনীয় দৈর্ঘ্য রূপান্তর
ক্যালকুলেটর যা মিটার একক থেকে ইঞ্চি এককে রূপান্তর করতে কার্যকরভাবে ব্যবহৃত
হয়। সুতরাং, কথায়, এক মিটার সমান ঊনচল্লিশ দশমিক তিন সাত ইঞ্চি l গাণিতিক
বাক্যে রূপান্তর ৩৯.৩৭ ইঞ্চি সমান ১ মিটার।
লেখকের শেষকথাঃ 1 মিটার সমান কত ফুট
আমরা ইতিমধ্যে এক মিটার সমান কত ফুট ও মিটারকে রুপান্তর পদ্ধতি সম্পর্কে
আরও প্রয়োজনীয় বিষয়ে আলোচনা করেছি। আশা করছি আপনারা এ বিষয়ে অবগত হতে পেরেছেন।
1 মিটার সমান কত ফুট তা জানতে হলে উপরোক্ত বিষয়গুলোর উপর বেশ নজর দিতে
হবে।
এক মিটার সমান কত ফুট এবং এই সকল বিষয় সম্পর্কে আশা করছি আপনারা সকলে ভালোভাবে
বুঝতে পেরেছেন। তাহলে আজকের এই আর্টিকেল যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই
আপনি আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করবেন। বিভিন্ন তথ্যবহুল সম্পর্কিত অন্যেন্য
প্রয়োজনীয় যাবতীয় জানতে আমাদের আড্ডাভিউ আইটি ওয়েবসাইট নিয়মিত ভিজিট করতে
পারেন। সকলে ভাল এবং সুস্থ থাকবেন ধন্যবাদ।
আড্ডাভিউ আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url