ট্রাক্সিল ৫০০ এর কাজ কি | খাওয়ার নিয়ম, পার্শ্বপ্রতিক্রিয়া ও দাম

সম্মানিত পাঠক আসসালামু আলাইকুম। আপনি কি traxyl এর কাজ কি, খাওয়ার নিয়ম, পার্শ্বপ্রতিক্রিয়া ও দাম সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে চেয়ে আমাদের ওয়েবসাইটটি ভিজিট করেছেন? তাহলে আপনি ঠিক জায়গাতেই এসেছেন। কেননা আজকের এই আর্টিকেলে আমরা traxyl 500 ওষুধ সম্পর্কে যাবতীয় তথ্য আলোচনা চেষ্টা করেছি। তবে আপনি ছাড়াও অনেকেই এই ট্রাক্সিল ৫০০ ওষুধ নিয়ে গুগলের কাছে জানতে চায়। এজন্য আপনাদের সুবিধার্থে এই গুরুত্বপূর্ণ ওষুধ সম্পর্কে আলোচনা করেছি।
ট্রাক্সিল ৫০০ এর কাজ কি | খাওয়ার নিয়ম, পার্শ্বপ্রতিক্রিয়া ও দাম

ট্রাক্সিল মেডিসিন মূলত আমাদের দেহের বিভিন্ন রক্তপাত প্রতিরোধে সাহায্য করে থাকে। প্রিয় বন্ধুরা,  আপনারা যদি এ ধরণের সমস্যা থেকে নিরাময় পাওয়ার জন্য traxyl 500 সেবন করতে চান, তাহলে এই ওষুধ গ্রহণ করার আগে আপনাকে অবশ্যই সেবন করার traxyl 500 কিসের ঔষধ, traxyl 500 এর কাজ কি, কিভাবে খেতে হয়, এই ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া ও দাম সহ আরও বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে জেনে নেওয়াটা খুবই জরুরি। তাই অনুরোধক্রমে অবহেলা না করে এই পোষ্টের শেষ পর্যন্ত থেকে এই ওষুধ সম্পর্কে বিস্তারিত যান্তিয় তথ্য জেনে নিন।
পোষ্ট সূচিপত্রঃ

ভূমিকা - traxyl 500

বর্তমান সময়ে এই ক্যাপসুলটি রক্তক্ষরণ বন্ধের চিকিৎসার জন্য বহুল ব্যবহৃত ওষুধ। অনেকেই হয়তো ভারী পিরিয়ড এর সমস্যার কারণে এই traxyl 500 mg সেবন করে থাকি। এজন্য অনেকেই traxyl 50 ক্যাপসুল সম্পর্কে কমবেশি সকলেই পরিচিত।

সাধারনত traxyl 500 ক্যাপসুল নুভিস্‌তা ফার্মা লিমিটেড (Nuvista Pharma Limited) কোম্পানি উৎপাদন ও বাজারজাত করে থাকে। যার জেনেটিক নাম ট্রানেক্সামিক এসিড (Tranexamic acid)। আপনারা হয়তো অনেকেই এই ওষুধ সেবন করে থাকেন, কিন্তু এই ওষুধ খাওয়ার সঠিক নিয়ম বা ব্যবহার কিংবা পার্শ্বপ্রতিক্রিয়াগুলো জানা নেই।

তাই আজকের আর্টিকেলের মাধ্যমে আমরা ট্রাক্সিল ক্যাপসুল সম্পর্কে এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করার চেষ্টা করেছি যেগুলো জেনে আপনি অবশ্যই উপকৃত হতে পারবেন। তাহলে চলুন আর অতিরিক্ত কথা না বাড়িয়ে বা আপনার মূল্যবান সময়টুকু নষ্ট না করে মূল আলোচনা শুরু করা যাক। আমরা প্রথমে জেনে নিব traxyl 500 কিসের ওষুধ সেই সম্পর্কে।

traxyl 500 কিসের ওষুধ

আমাদের মাঝে এমন অনেকেই রয়েছেন যারা হয়তো ট্রাক্সিল কিসের ওষুধ বা কোন কোন সমস্যার ক্ষেত্রে ব্যবহার হয় বিষয়ে অবগত নন। তাই পোষ্টের শুরুতেই ট্রাক্সিল কিসের এ বিষয়ে ক্লিয়ার ধারণা দিয়ে দিব। সাধারনত এই ক্যাপসুল আমাদের শরীরের নানা রোগের ক্ষেত্রে নির্দেশিত হয়ে থাকে। এই ক্যাপসুল আসলে কোন কোন সমস্যার ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে নিম্নে উল্লেখ করা হলো:
  • বিভিন্ন রক্তক্ষরণ বন্ধের চিকিৎসায় নির্দেশিত
  • নাক দিয়া রক্ত পড়া বন্ধ করা চিকিৎসায় নির্দেশিত
  • অপারেশনের পরে রক্তক্ষরণ বন্ধের চিকিৎসায় নির্দেশিত
  • মূত্রথলি, প্রস্টেট গ্রন্থি ও কিডনীর অপারেশনের আগে নির্দেশিত
  • টনসিল কেটে ফেলা বা বিশেষ অপারেশনের আগে নির্দেশিত
  • দাঁত উঠানাের পূর্বে নিবারক হিসেবে এবং পরে রক্তক্ষরণ বন্ধের চিকিৎসায় নির্দেশিত ইত্যাদি।
এই ওষুধ বা ক্যাপসুলটি সাধারনত উপরের উল্লেখিত সমস্যাগুলোর ক্ষেত্রে নির্দেশিত। এছাড়াও আমাদের শরীরের আরও নানান ধরণের রোগের ক্ষেত্রেও ব্যবহার হয়ে থাকে। তবে আপনার সমস্যা বা রোগের ক্ষেত্রে এই ওষুধ নির্দেশিত কিনা একমাত্র ডাক্তাররা ভালো বলতে পারবেন। আশা করছি traxyl 500 কিসের ওষুধ বা আমাদের দেহের কোন কোন সমস্যা বা রোগের ক্ষেত্রে ব্যবহার করা হয় তা জানতে পেরেছেন। এবার চলুন traxyl 500 কি কাজ করে সেই বিষয়ে জেনে নেওয়া যাক।

traxyl 500 কি কাজ করে

ট্রাক্সিল, ট্রানেক্সামিক এসিড দ্বারা তৈরী যা মূলত শক্তিশালী এন্টিফিব্রিনােলাইটিক এর অ্যাকশন রয়েছে। ভিট্রো ও ভিভাে দুটি পরীক্ষাতে প্রমাণিত হয়েছে যে, এই ওষুধ রক্তক্ষরণ বন্ধকারী হিসেবে ১০ গুণ বেশি কার্যকরী।ট্রাক্সিল হচ্ছে একটি উন্নত চিকিৎসার সমাধান যা মূলত আমাদের শরীরের বিভিন্ন রক্তপাত প্রতিরোধে কার্যকরী ভূমিকা পালন করে থাকে।

ট্রাক্সিল Tranexamic 500 ওষুধ তৈরিতে ব্যবহার করা হয়। Traxyl 500 হল এমন একটি ওষুধ যাতে রয়েছে অ্যান্টি-ফাইব্রিনোলাইটিক্স (Anti-fibrinolytics) যা রক্ত জমাট বাঁধা এবং অ্যান্টি-ব্লিডিং প্রতিরোধ করে যা ঘন ঘন পিরিয়ডের রক্তপাত কমায়। সামগ্রিকভাবে এটি নির্দিষ্ট সময়ের সাথে রক্তপাত কমিয়ে কমিয়ে স্বাভাবিক করে।

অনেক সময় দাঁত তোলা, কানের অস্ত্রোপচারে রক্তপাত হয় এ ধরনের পরিস্থিতিতে রক্তপাত রোধ করতে ওষুধ ব্যবহার করা হয়। এছাড়াও এই বিভিন্ন রোগের সমস্যা নিরাময়ে কাজ করে যেমন-
  • ভারী পিরিয়ড রোধ করে
  • পরিপাকতন্ত্রের রক্তক্ষরণ দূর করতে সহায়ক
  • নাক দিয়ে রক্ত পড়া রোধ করতে সহায়ক
  • কোয়াগুলােপ্যাথী রােগীদের দাঁত তােলার চিকিৎসায়
  • অকার্যকর জরায়ু থেকে রক্তপাত রোধে
  • প্রোস্টেট বা মূত্রাশয় সার্জারি থেকে রক্তপাত রোধে ইত্যাদি।
Traxyl 500 ক্যাপসুল মূল কাজ হচ্ছে রক্তপাত প্রতিরোধ করা। আর এসব ক্ষেত্রে ডাক্তারদের দ্বারা নির্ধারিত হয়। আশা করছি traxyl 500 কি কাজ করে বা এর কাজ কি তা জানতে পেরেছেন। এবার চলুন, 
traxyl 500 খাওয়ার সঠিক নিয়ম জেনে নেই।

traxyl 500 খাওয়ার নিয়ম

ট্রাক্সিল ক্যাপসুল খেয়ে আপনি যদি আপনার দেহের কার্যকরী ফলাফল পেতে চান, তাহলে অবশ্যই এই ওষুধ সেবনের পূর্বে একজন নিবন্ধিত চিকিৎসকের পরামর্শ নিয়ে এবং তার নির্দিষ্ট নিয়ম অনুযায়ী সেবন করতে হবে। আর আপনি যদি এই ক্যাপসুল নির্দিষ্ট নিয়ম অনুযায়ী সেবন না করেন তাহলে কিন্তু এর অবিলম্বে শরীরে নানান ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে।

যেটা খুবই ক্ষতিকর একটি ব্যাপার। তাই Traxyl 500 খাওয়ার নিয়ম জেনে নিতে হবে। এই ওষুধটি বিভিন্ন রোগের কন্ডিশন অনুযায়ী বিশেষজ্ঞবা বা অভিজ্ঞ চিকিৎসকরা বিভিন্ন নিয়ম নির্দেশ দিয়ে থাকেন। এই ওষুধ বিভিন্ন রোগের ভিত্তিতে ব্যবহারের নিয়ম নিম্নে উল্লেখ করা হলোঃ
  • প্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে ট্রাক্সিল ৫০০ মি.গ্রা. ক্যাপসুল ২ থেকে ৩ টি প্রতিদিন অথবা ৫ থেকে ১০ মি.লি. ইনজেকশন ১ মি.লি. / মিনিট হারে দৈনিক ২ থেকে ৩ বার।
  • নাক দিয়ে রক্তক্ষরণের ক্ষেত্রে ট্রাক্সিল ১.৫ গ্রাম দৈনিক ৩ বার, ৪ থেকে ১০দিন সেবন করতে হয় তবে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী।
  • হিমাচুরিয়া এর ক্ষেত্রে ট্রাক্সিল ১-১.৫ গ্রাম দিনে ২ থেকে ৩ বার সেবন করতে হবে তবে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী।
  • অধিক রক্তস্রাবের ক্ষেত্রে ১ গ্রাম ২ টা ক্যাপসুল দিনে ৩ বার সেবন করতে হবে এবং এর সর্বোচ্চ মাত্রা ৪ গ্রাম হতে পারে তবে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী।
  • প্রোস্টাটেকটমী রোগের ক্ষেত্রে অস্ত্রোপচারের পর প্রথম ৩ দিন ৮ ঘন্টা অন্তর-অন্তর ৫ থেকে ১০ মি.লি. ইনট্রাভেনাস (Intravenous) ইনজেকশন। এরপর ১ থেকে ১.৫ গ্রাম দিনে ৩ থেকে ৪ বার সেবন করতে হবে তবে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী।
  • সার্ভিক্স কনিসেশন এর ক্ষেত্রে অস্ত্রোপচারের পরবর্তীতে ১.৫ গ্রাম দিনে ৩ বার ১২ থেকে ১৪ দিন সেবন করতে হয় তবে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী।
মনে রাখবেন এই ক্যাপসুল শুধুমাত্র চিকিৎসকের দেওয়া নির্দেশনা অনুযায়ী সেবনযোগ্য এবং এই ওষুধ  ভরা পেটে সেবন করতে হয়। আশা করছি traxyl 500 খাওয়ার নিয়ম জানতে পেরেছেন। এবার চলুন traxyl 500 এর পার্শ্বপ্রতিক্রিয়া জেনে নেই।

traxyl 500 এর পার্শ্বপ্রতিক্রিয়া

আমরা হয়তো সকালেই জানি যে প্রতিটা ওষুধেরই ভালো দিক থাকার পাশাপাশি খারাপ দিক বা পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে। তাই আমাদের সকলেরই উচিত ভাল খারাপ দিক এর মাথায় রেখে ওষুধ গ্রহণ করা। আমাদের আজকের আলোচনার টপিক যেহেতু Traxyl 500, তাই আসুন আপাতত এই ওষুধ সম্পর্কে কথা বলি। এই ওষুধ সেবনের ফলে আমাদের শরীরে বেশ কয়েকটি পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে যেমনঃ
ট্রাক্সিল ইঞ্জেকসন এর ক্ষেত্রে
  • কিঞ্চিত অবসাদ ভাব
  • চোখে যন্ত্রণা
  • নাক বন্ধ হয়ে যাওয়া
  • চুলকানী
  • ত্বক লাল হয়ে যাওয়া
  • ত্বকের পৃষ্ঠের রঙ পরিবর্তন
  • ত্বকে ফুসকুড়ি দেখা দিতে পারে।
ট্রাক্সিল ক্যাপসুল এর ক্ষেত্রে
  • বমি বমি ভাব
  • ডায়রিয়া হতে পারে
  • পিঠে ব্যথা হওয়া
  • মাথাব্যথা হতে পারে
  • মাথা ঘােরানাের
  • ভুল উপলব্ধি বা ভুল দেখা
  • কখনও কখনও পেশী বা জয়েন্টে ব্যথা
  • পাকস্থলীতে জ্বালা অনুভূত হতে পারে ইত্যাদি।
উপরোক্ত পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াও কখনও কখনও চোখের পাতা, জিহ্বা, মুখ, হাত-পা ফুলে যাওয়ার পাশাপাশি শ্বাস-প্রশ্বাস নিতে ব্যাহত হতে পারে। আবার শুয়ে থাকাকালীন বা বসে থেকে হঠাৎ দাঁড়ালে কিংবা শরীরের অবস্থান পরিবর্তন করলে চোখে অন্ধকার দেখা লক্ষণ দেখা দিতে পারে। ট্রাক্সিল-এর ব্যবহারে যদি খুব বেশি অতি সংবেদনশীলতা দেখা দেয় তাহলে এর ব্যবহার বন্ধ করতে হবে।

তারপর উপযুক্ত চিকিৎসার ব্যবস্থা করতে হবে। উপরের সমস্যাগুলো যদি অনেক জটিল আকার ধারণ করে তাহলে আবারও চিকিৎসকের সাথে পরামর্শ করতে হবে। আশা করছি traxyl এর পার্শ্বপ্রতিক্রিয়া গুলো জানতে পেরেছেন। এবার চলুন, ট্রাক্সিল ক্যাপসুল এর দাম জেনে নেই।

ট্রাক্সিল ক্যাপসুল এর দাম

traxyl 500 বিভিন্ন রক্তপাত প্রতিরোধের জন্য কার্যকরী ঔষধ হিসেবে পরিচিত। এটি নুভিস্‌তা ফার্মা লিমিটেড (Nuvista Pharma Limited) কোম্পানি উৎপাদন ও বাজারজাত করে থাকে। যার জেনেটিক নাম ট্রানেক্সামিক এসিড (Tranexamic acid)। আমরা অনেকেই এই ওষুধের সঠিক দাম জানি না। এই অংশটি মনযোগ সহকারে পড়ে এর সঠিক দাম জেনে নিন।
ট্রাক্সিল ৫০০ মিলিগ্রামচ
ইউনিট মূল্য: ৳ 25.00 (প্রতি পিচের মূল্য)
স্ট্রিপ মূল্য: ৳ 250.00 (প্রতি পাতার মূল্য)
ট্রাক্সিল ৫ মি.লি. ইঞ্জেকসন
5 মিলি অ্যাম্পুল: ৳ 60.00 (2 x 5: ৳ 600.00)

এই traxyl 500 ক্যাপসুলটি আপনি প্রতিটা ফার্মেসিতে থেকেই কালেক্ট করতে পারবেন। এক্ষেত্রে আপনাকে হয়রানি হতে হবে না। যেকোন ফার্মেসিতে গেলে প্রতি পিচের দাম নিবে ২৫ টাকা করে। আশা করছি ট্রাক্সিল ক্যাপসুল এর দাম জানতে পেরেছেন।

ট্রাক্সিল ইন প্রেগন্যান্সি

প্রেগন্যান্সিতে ট্রাক্সিল ঔসধ সেবন করার জন্য গর্ভস্থ বাচ্চার উপর কোন বিরূপ প্রভাব বিস্তার করতে পারে কি না তা এখন পর্যন্ত কোন সঠিক তথ্য জানা বা পরিলক্ষিত হয় নি ৷ যেহেতু এই ঔষধ খেলে এর কিছু পার্শ্ব প্রতিক্রিয়া বিদ্যমান রয়েছে তাই সেহেতু প্রেগন্যান্সি অবস্থায় ট্রাক্সিল সেবন না করাই উত্তম।

ট্রাক্সিল এর সতর্কতা

হার্ট ও লিভারের রোগীদের ক্ষেত্রে এটি সতর্কতার সাথে ব্যবহার করতে হবে। মূত্রাল্পতা বা মূত্রহীন অবস্থায় এই ওষুধ ব্যবহারযোগ্য নয় এবং কিডনীর অকার্যকারিতায় সতর্কতার সাথে গ্রহণ করতে হবে। 

হৃদরোগ ও লিভারের রোগীদের ক্ষেত্রে ট্রাক্সিল ব্যবহারে সতর্কতা অবলম্বন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়াও হার্ট এবং লিভারের সমস্যা থাকলে এর ব্যবহারে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে হবে এবং এর পাশাপাশি চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিৎ।

ট্রাক্সিল সম্পর্কিত সাধারণ জিজ্ঞাসা (FAQs)

প্রশ্ন: traxyl 500 কোন কোম্পানি বাজারজাত করে?
উত্তর: নুভিস্তা ফার্মা লিমিটেড (Nuvista Pharma Ltd.)।

প্রশ্ন: traxyl 500 থেরাপিউটিক ক্লাস কি
উত্তর: Anti-fibrinolytic drugs & Haemostatic drugs

প্রশ্ন: প্রতি পিচ traxyl 500 mg এর দাম কত?
উত্তর: প্রতি পিচ beklo 10 mg এর দাম ২৫ টাকা।

প্রশ্ন: traxyl 500 mg এর জেনেরিক নাম কি?
উত্তর: ট্রানেক্সামিক অ্যাসিড (Tranexamic Acid)

প্রশ্ন: traxyl 500 mg কি অ্যান্টিবায়টিক?
উত্তর: না, ট্রাক্সিল ৫০০ অ্যান্টিবায়টিক হিসেবে ব্যবহার করা হয় না।

লেখকের শেষকথাঃ traxyl 500 এর কাজ কি

আমরা ইতিমধ্যে এই পোষ্টে ট্রাক্সিল ৫০০ এর কাজ কি, খাওয়ার নিয়ম ও এর পার্শ্বপ্রতিক্রিয়াসহ এই ওষুধ নিয়ে বিস্তারিত তথ্য আলোচনা করেছি। আপনারা হয়তো এতক্ষণে ট্রাক্সিল ৫০০ সম্পর্কে ক্লিয়ার ধারণা পেয়ে গেছেন। আর যদি এই ওষুধ সম্পর্কে আপনাদের কোন ধরণের মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন।

ট্রাক্সিল ৫০০ ওষুধ সম্পর্কিত আজকের পোস্টটি ভালো লেগে থাকলে বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবনে না। আপনার শেয়ারের মাধ্যমে তারাও ট্রাক্সিল ৫০০ ওষুধ সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারবেন। বিভিন্ন প্রয়োজনীয় মেডিসিন সম্পর্কিত অন্যেন্য তথ্য পেতে চাইলে আমাদের আড্ডাভিউ আইটি ওয়েবসাইট নিয়মিত ভিজিট করতে পারেন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আড্ডাভিউ আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url