কাঁচা হলুদ দিয়ে রূপচর্চা-কাঁচা হলুদ মুখে দেওয়ার নিয়ম

সালাতুল হাজত এর নিয়ম ও ফজিলতআজকে আমরা আলোচনা করতে চলেছি কাঁচা হলুদ দিয়ে রূপচর্চা-কাঁচা হলুদ মুখে দেওয়ার নিয়ম সম্পর্কে । আপনারা জারা রুপচর্চা করতে ভালোবাসেন তাদের জন্য  আজকের আর্টিকেলটি খুবই গুরুত্বপূর্ণ ।

তো চলুন দেরি না করে ধাপে ধাপে জেনে নেওয়া যাক কাঁচা হলুদ দিয়ে রূপচর্চা-কাঁচা হলুদ মুখে দেওয়ার নিয়ম  সম্পর্কে বিস্তারিত তথ্য।

কাঁচা হলুদের ক্রিম তৈরির নিয়ম

কাঁচা হলুদ দিয়ে খুব সুন্দর ক্রিম তৈরি করা যায়। তবে কাঁচা হলুদ দিয়ে ক্রিম তৈরি করার কিছু নিয়ম আছে তা কি আপনারা জানেন ? এই ধাপে আমরা আপনাদের সামনে তুলে ধরব কাঁচা হলুদের ক্রিম তৈরির নিয়ম সম্পর্কে।তো চলুন জেনে নেওয়া যাক কাঁচা হলুদের ক্রিম কিভাবে তৈরি করা যায়।

কাঁচা হলুদের ক্রিম তৈরির নিয়ম হলো - ৫ চামচ পানি, ৩ চামচ নারিকেল তেল, ১ চামচ বিসওয়্যাক্স, ৪ চামচ শিয়া বাটার, ১ চামচ হলুদের তেল, এবং ৭ থেকে ৮ ফোটা লবঙ্গেের তেল জোগার করে নিন। তারপর বিসওয়্যাক্স, শিয়া বাটার ও নারিকেল তেল লাগিয়ে নিন। তারপর এতে হলুদের তেল ও এসেনশিয়াল অয়েল মিশিয়ে দিন। মেশানো হয়ে গেলে জল মিশিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন। এভাবে  তৈরি হয়ে গেল হলুদের ক্রিম। এই ক্রিমটি  আপনারা ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন। 

আশা করি আপনারা হলুদের ক্রিম তৈরির সম্পূর্ণ নিয়ম জানতে পেরেছেন। তো আপনারা চাইলে এইভাবে ক্রিম তৈরি করে ব্যবহার করতে পারেন। 

কাঁচা হলুদ মুখে দেওয়ার নিয়ম

পুর্ববর্তী  ধাপে আমরা জেনেছি কাঁচা হলুদ দিয়ে কিভাবে ক্রিম তৈরি করা যায় সে বিষয়ে । তো এই ধাপে আমরা জানবো এবং আপনাদের সামনে তুলে ধরব কাঁচা হলুদ দিয়ে ক্রিম তৈরির পর  কিভাবে সেটা আমরা মুখে ব্যবহার করবো।তো চলুন জেনে নেওয়া যাক কাঁচা হলুদ মুখে দেওয়ার নিয়ম।

কাঁচা হলুদের সঙ্গে দুধ মিশিয়ে তা গলা ও মুখে ব্যবহার করতে পারেন। এরপর এগুলো শুকিয়ে  এলে পানি দিয়ে ধুয়ে ফেলুন। ত্বকে সংক্রমণ দেখা দিল হলুদ ও নারিকেল তেল মেশাতে হবে তারপর মিশ্রণটি ত্বকে ভালো ভাবে লাগিয়ে নিন। এভাবে আপনার কাঁচা হলুদ মুখে দিতে পারবেন। এছাড়াও আরো কিছু নিয়মে কাঁচা হলুদ মুখে ব্যবহার করা যায়।

আরো পড়ুনঃ আঈুর ফল মিষ্টি করার উপায়

যেকোনো কিছুরই একটি সঠিক নিয়ম আছে । নিয়ম মেনে কাজ করলে কাজে সর্বোচ্চ ফলাফল পাওয়া যায় । তো আপনারা যে কাজই করেন না কেন তার সঠিক নিয়ম আগে ভালো ভাবে জেনে নিয়ে তারপর নিয়ম মেনে করার চেষ্টা করবেন। আসাকরি আপনারা বিষয় টি বুঝতে পেরেছেন ।

চুলের যত্নে কাঁচা হলুদের ব্যবহার

চুলের যত্নে আমরা হাজার হাজার টাকা খরচ করি তার পরও আমরা অনেকে এর সঠিক ফলাফল পায় না। কাঁচা হলুদ দিয়ে যে এত সুন্দর ভাবে চুলের পরিচর্চা করা যায় সেট আমরা জানিয় না তো চলুন জেনে নেওয়া যাক চুলের যত্নে আমরা কিভাবে হলুদের ব্যবহার করা যায়।
 
খুশকি দূর করতে হলুদে আছে জীবানু নাশক ও পরিষ্কারক গুনাগুন। তাই খুশকি মোকাবেলায় হলুদ দারুন কাজ করে । চুলের কাঁচা হলুদ ব্যবহারের নিয়ম হলো-কাঁচা হলুদ বাটার সঙ্গে সমপরিমাণ অলিভ অয়েল মিশিয়ে নিন। তারপর তা মাথার ত্বকে ভালোভাবে মেখে নিন। ১৫ থেকে ২০ মিনিট অপেক্ষা করুন, এরপর শ্যাম্পু দিয়ে ভালোভাবে ধুয়ে ফেলুন। এই নিয়মটি ফলো  করে আপনারা খুব সহজেই আপনাদের চুলে কাঁচা হলুদ ব্যবহার করতে পারবেন। 

আশা করি আপনারা চুলে কাঁচা হলুদের ব্যবহার সম্পর্কে জানতে পেরেছেন। এভাবে আপনারা সকলেই চুলের জন্য কাঁচা হলুদ ব্যবহার করতে পারবেন খুব সহজে।

মুখে কাঁচা হলুদের উপকারিতা

মুখে কাঁচা হলুদ এর উপকারিতা অপরিসীম। এটি আপনারা সকলের কম বেশি জানেন। কিন্তু কাঁচা হলুদ মুখের কি কি উপকারে আসে এ সম্পর্কে  আপনাদের কমই ধারণা রয়েছে। তো এই ধাপটি  আপনারা  মনোযোগ সহকারে পড়ুন তাহলে কাঁচা হলুদ আমাদের মুখে কি কি উপকার করে সে সম্পর্কে সমস্ত তথ্য জানতে পারবেন।

  • যাদের মুখে দাগের সমস্যা রয়েছে তারা মুখের দাগ দূর করতে কাঁচা হলুদ ব্যবহার করতে পারেন ।কারণ কাঁচা হলুদ মুখের দাগ দূর করে ত্বককে দাগহীন রাখতে সাহায্য করে।
  •  ব্রণ এখন কোন অসাধারণ সমস্যা নয় ।সাধারণত এখন সবারই মুখে ব্রণ কম বেশি হয়েই থাকে । কাঁচা হলুদ আপনার মাখের ব্রনের সমস্যা কমাতে সাহায্য করবে।

আরো পড়ুনঃ মোবাইল হ্যাক থেকে বাঁচার উপায়

  • ফাইনলাইন এবং বলিরেখার সমস্যা যাদের মুখে রয়েছে তারা মুখে হলুদ ব্যবহার করলে ভালো ফলাফল আসা করতে পারেন । হলুদ  ফাইনলাইন এবং বলিরেখার বিরুদ্ধে কাজ করে । 
  • অনেক সময় সুর্যের ক্ষতিকর রশ্নি আমাদের ত্বকের ক্ষতি করে ফেলে । এই সুর্যের ক্ষতিকর রশ্নি থেকে আমাদের ত্বকের যে ক্ষতি হয় সেই ক্ষতি পুরণ করতে কাঁচা হলুদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।  
  • এটি ত্বকের প্রদাহের সমস্যা দূর করতে খুবই উপকারী।

আশা করি আপনারা মুখে কাঁচা হলুদ এর উপকারিতা সম্পর্কে জানতে পেরেছেন। 

মুখে কাঁচা হলুদের অপকারিতা

মুখে কাঁচা হলুদের বেশকিছু উপকারিতার পাশাপাশি কিছু অপকারিতাও রয়েছে । উপকারিতার কথা তো আমরা সবাই জানি কিন্তু অপকারিতা গুলো কি কি সেটা কি আমরা জানি । পূর্ববর্তী ধাপে আমরা হলুদের উপকারিতা সম্পর্কে জেনেছি এই ধাপে আমরা কাঁচা হলুদের অপকারিতা সম্পর্কে জানবো।

  • অ্যালার্জি বা ত্বক জ্বালাপোরা, অনেক সময় ত্বকে জ্বালাপোরার কারণ হতে পারে কাঁচা হলুদে বিদ্যমান থাকা কারকিউমিন। যাদের ত্বক বেশি সংবেদনশীল তাদের ত্বকে এটি চুরকানি ও লাল লাল দাগ সুষ্টি করতে পারে।
  • শুষ্ক ত্বকের ক্ষতি করে, কাঁচা হলুদ আমাদের ত্বকের তেল চুষে নেয় । এটি তেলুক ত্বকের জন্য উপকারি হলেও শুষ্ক ত্বকের ক্ষতি করে ফেলে । শুষ্ক ত্বকের জন্য কাঁচা হলুদ তেমন উপকারি না বরং ক্ষতিকর।
  • ত্বকে হলুত দাগ, অনেক সময় এরকম হয়ে থাকে যে ত্বকে কাঁচা হলুদ ব্যবহার করার পর ত্বকে হলুদ দাগ থেকে যেতে পারে যা সহজে উঠতে চায় না ।
  • ত্বকের প্রাকিতিক আদ্রতা নষ্ট হয়, অতিরিক্ত কাঁচা হলুত ব্যবহারের ফলে ত্বকের প্রাকৃতিক আদ্রতা নষ্ট  হওয়ার সম্ভাবনা থকে।এবং ত্বকের স্বাভাবিক ব্যালেন্স হারিয়ে যায় ।
কাঁচা হলুদের যে শুধু উপকারিতা আছে বা যে শুধু অপকারিতা আছে তা কিন্তু না । কাঁচা হলুদের যেমন উপকারিতা আছে তেমন কিছু অপকারিতা ও আছে । আপনারা যদি মুখে কাঁচা হলুদ ব্যবহার করতে চান তাহলে এর ভালো এবং খারাপ উভই দিক বিবেচনা করে তার পর ব্যবহার করবেন ধন্যবাদ।

কাঁচা হলুদ মুখে ব্যবহারে যে সকল সতর্কতা মেনে চলতে হবে

কাঁচা হলুদ মুখে ব্যবহারের বেশ উপকারিতা লক্ষ করা যায় । কিন্তু তার পরেও কাঁচা হলুদ মুখে ব্যবহারের সময় কিছু বিষয়ে সতর্কতা মেনে ব্যবহার করতে হবে। নাহলে আপনার অজানতেই কাঁচা হলুদ আপনার মুখের ক্ষতি করে ফেলতে পারে । তো চলুন জেনে নেওয়া যাক কাঁচা হলুদ মুখে ব্যবহারের সময় কি কি বিষয় সতর্ক থাকতে হবে । 

  • অ্যালার্জি আছে কি না, আপনি যদি কাঁচা হলুদ কোন দিন ব্যবহার না করে থাকেন তাহলে আপনি প্রথমে এটি আপনার হাতে বা ঘারে লাগিয়ে দেখুন । যদি আপনার হাতে বা ঘারে লাগানোর পর চুলকানি বা যায়গাটা লাল বর্ণ ধারণ করে তাহলে বুঝে নিবেন যে আপনার অ্যালার্জি আছে । এবং আপনার জন্য কাঁচা হলুদ মুখে লাগানো ক্ষতিকর ।
  • পরিমান নির্ধারণ, অনেকে মুখে ঘন ঘন কাঁচা হলুদ ব্যবহার করে ।এতে   ত্বকের উপকারের চেয়ে ক্ষতি বেশি হয় যেমন ত্বক শুষ্ক হয়ে যায় অনেক সময় ত্বকে লালচে ভাব দেখা দেয় । এজন্য ত্বকে কাঁচা হলুদ সপ্তাহে দুই থেকে তিন বারের বেশি ব্যবহার করা উচিত নয়। এবং অবশ্যয় পরিমান মতো ব্যবহার করতে হবে।
  • ভেজালমুক্ত হলুদ, আমরা সচরাচর বাজার থেকে যে সকল হলুদ কিনে থাকি সে সবগুলো ন্যচারাল বা অরিজিনাল হয় না । তখন রাসায়নিক ‍যুক্ত হলুদ ব্যবহারের ফলে আমাদের ত্বকের বিভিন্ন ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে । এজন্য আমাদের মুখে ব্যবহারের জন্য কাঁচা হলুদ সংগ্রহ করার সময় সাবধান হতে হবে।
  • ব্যবহারের আগে ত্বক পরিষ্কার করে নেওয়া, ময়লা ত্বকে যদি আপনি কাঁচা হলুদ ব্যবহার করেন তাহলে আপনার ত্বকের ক্ষতি হতে পারে । এজন্য ত্বকে কাঁচা হলুদের ব্যবহারের পুর্বে ত্বককে ভালো ভাবে পরিষ্কার করতে হবে।

যেকোনো কাজেরই একটা সঠিক নিয়ম আছে। আপনারা যদি মুখে কাঁচা হলুদ ব্যবহার করতে চান তাহলে আপনারা অবশ্যয় এর সঠিক নিয়ম এবং এর কি কি ক্ষতিকর দিক রয়েছে সে দিকে খেয়াল রেখে এর সতর্কতা গুলো মেনে তার পর মুখে কঁচা হলুদ ব্যবহার করবেন  তাহলে আপনারা েএর সর্বোচ্চ ফলাফল পাবেন।

বাচ্চাদের ত্বকে কাঁচা হলুদের উপকারিতা

প্রাপ্তবয়স্ক মানুষদের ত্বকের জন্য কাঁচা হলুদ কতটা উপকারি সেটা আমরা সবাই জানি কিন্তু এই উপকারিতা কি বাচ্চাদের জন্যও কার্যকর ? এর উত্তর হবে হ্যা  কাঁচা হলুদ বাচ্চাদের ত্বকের জন্যও অনেক উপকারি । তো চলুন বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করা যাক। 

  • সংক্রামন প্রতিরোধে, হলুদের মধ্যে প্রাকৃতিক ভাবেই অ্যান্টিসেপটিক বৈশিষ্ট্য বিদ্যমান থাকে। যা বাচ্চা দের ত্বককে ব্যাকটেরিয়া ও ছত্রাকের সংক্রমণ থেকে রক্ষা করে।এছাড়াও ত্বকের বিভিন্ন ধরনের কাঁটা বা ছোটখাটো দাগ দূর করতে কাঁচা হলুদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। 
  • এলার্জি কমাতে,  বাচ্চাদের ত্বকে অনেক সময় লাল দাগ বা ফোলা ভাব দেখা যায়। যেটা সাধারণভাবে এলার্জির কারণে হয়ে থাকে হলুদের পেস্ট লাগালে এই এলার্জিজনিত লাল দাগ বা ফোলা ভাব খুব তাড়াতাড়ি দূর হয়ে যায়। 
  • তথ্য উজ্জ্বল করতে, বাচ্চাদের ত্বক এমনিতেই কোমল ও নরম হয়ে থাকে। হলুদ বাচ্চাদের ত্বককে আরও বেশি কোমল, নরম এবং উজ্জ্বল ও মশ্রণ করে তোলে। 
  • বিভিন্ন ধরনের দাগ, বাচ্চাদের ত্বকে অনেক সময় মশা কামড় দিয়ে থাকে যা লাল দাগে পরিণত হয় উক্ত স্থানে হলুদের পেস্ট লাগালে দাগ খুব তাড়াতাড়ি মুছে যায়। এটি অন্য কোন পোকামাকড়ের কামড়ের ক্ষেত্রেও প্রযোজ্য। 

আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে হলুদ বাচ্চাদের কি কি উপকারে আসে। এছারাও বাচ্চাদের ত্বকের আদ্রতা ঠিক রাখা সহ ত্বককে রাখে মসৃণ ও উজ্জল। 

শেষকথাঃ কাঁচা হলুদ দিয়ে রূপচর্চা

কাঁচা হলুদ দিয়ে রূপচর্চা-কাঁচা হলুদ মুখে দেওয়ার নিয়ম সম্পর্কে বিস্তারিত তথ্য  নিয়ে এই গুরুত্বপূর্ণ আর্টিকেলটি  সাজানো হয়েছে । আসা করি আপনারা সকলেই এই আর্টিকেলটি মনোযোগ সহোকারে পরেছেন । এই আর্টিকেলটি যদি আপনারা মনোযোগ সহকারে পড়ে থাকেন তাহলে আপনারা কাঁচা হলুদের ক্রিম তৈরির নিয়ম, কাঁচা হলুদ মুখে দেওয়ার নিয়ম, চুলের যত্নে কাঁচা হলুদের ব্যবহার, মুখে কাঁচা হলুদের উপকারিতা এবং কাঁচা হলুদের অপকারিতা  সম্পর্কে  জানতে পেরেছেন ।

আরো পড়ুনঃ অপরাজিতা গাছের উপকারিতা

কাঁচা হলুদ দিয়ে রূপচর্চা-কাঁচা হলুদ মুখে দেওয়ার নিয়ম সম্পর্কে বিস্তারিত তথ্য নিয়ে লেখা এই গুরুত্বপূর্ণ আর্টিকেলটি আশা করি আপনাদের ভালো লেগেছে । যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর এই রকম আরো মজার মজার পোস্ট পেতে আমাদের  সাথেই থাকুন । দেখা হচ্ছে পরবর্তি কোন আর্টিকেলে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন। আল্লাহ হাফেজ !

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আড্ডাভিউ আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url