লং টেইল কী-ওয়ার্ড রিসার্চ -কী-ওয়ার্ড রিসার্চের ৫টি সহজ উপায়

কোষ্ঠকাঠিন্য দূর করার সিরাপ | এর লক্ষণ, কেন হয় ও ঘরোয়া উপায় আমরা যে প্রয়োজনীয় বিষয়ের তথ্য সংগ্রহের জন্য গুগোল বা যে কোন সার্চ ইঞ্জিনে যে সংক্ষিপ্ত শব্দ বা গুটি কয়েকটি শব্দ লিখে অনুসন্ধান করি তাই কী-ওয়ার্ড। অন্যের চাহিদা সম্পর্কে ধারনা নিতে বা মানুষ গুগোল থেকে কি ধরনের তথ্য অনুসন্ধান করছে ও জানতে চাচ্ছে কী-ওয়ার্ড এর মাধ্যমে তার পরিপূর্ণ ধারণা পাওয়া যায়।

বলা যায়, ডিজিটাল মার্কেটিং বলেন আর অনলাইন প্লাটফর্ম বলেন উভয় ক্ষেত্রে মানুষের চাহিদা সম্পর্কে ধারনা নিতে কী-ওয়ার্ড হতে পারে মূল উপাদান। কী-ওয়ার্ড কী , কি কি ধরনের হতে পারে, কী-ওয়ার্ড রিচার্স এবং লং টেইল কী-ওয়ার্ড রিসার্চ ই বা কিভাবে করব - ইত্যাদি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ।

কী-ওয়ার্ড এবং লং টেইল কী-ওয়ার্ড 

কী-ওয়ার্ড হলো সেই সংক্ষিপ্ত শব্দ বা কয়েকটি শব্দ সমষ্টি যা লিখে যে কোন সার্চ ইঞ্জিন যথা গুগোল, ইউটিউব বা অন্য কোন ব্রাউজারে সার্চ বা অনুসন্ধান করি। সহজ ভাষায় বলতে গেলে, সার্চ ইঞ্জিনে মানুষ যা লিখে সার্চ বা অনুসন্ধান করে তাই কী-ওয়ার্ড। কোন আর্টিকেল, ট্রপিক, ভিডিও বা কন্টেন্ট SEO বা অপটিমাইজেশন করতে কী-ওয়ার্ড হলো খুব গুরুত্বপূর্ণ বিষয়। এছাড়াও মানুষের চাহিদা সম্পর্কে সঠিক বা শতভাগ ধারণা পেতে কী-ওয়ার্ড অদ্বিতীয় ও একমাত্র অপশন।

আরো পড়ুনঃ লিভারের হজম শক্তি কমে গেলে কি হবে | হজম শক্তি বৃদ্ধির উপায়

শর্ট টেইল কী-ওয়ার্ড ও লং টেইল কী-ওয়ার্ড উভয় ধরনের কী ওয়ার্ড হয়ে থাকে। সাধারণত সংক্ষিপ্ত শব্দে বিশেষ করে ২/৩ শব্দে কী-ওয়ার্ড গুলোই শর্ট টেইল কী-ওয়ার্ড এবং তিন বা তত্বোধিক শব্দ বিশিষ্ট কী-ওয়ার্ড গলোই লং টেইল কী-ওয়ার্ড বলে। শর্ট টেইল কী-ওয়ার্ড এর আগে বা পরে আরও কিছু শব্দ ( শর্ট টেইল কী-ওয়ার্ড অনুযায়ী) যোগ করে লং টেইল কী-ওয়ার্ড তৈরি করা যায়। 

সাধারণত যারা নতুন ওয়েবসাইট নিয়ে আর্টিকেল লেখতে চান বা যারা নতুন ভাবে কাজ শুরু করতে চান তাদের লং টেইল কী-ওয়ার্ড নিয়ে কাজ করা উচিত। তবে, আস্তে আস্তে কাজ করার মাধ্যমে যখন সাফলতা বা ট্রাফিক আসতে শুরু করবে তখন শর্ট টেইল কী-ওয়ার্ড নিয়ে কাজ করা যেতে পারে। 

কী-ওয়ার্ড এর প্রাকারভেদ

কাজের প্রকৃতির উপর ভিত্তি করে প্রত্যেকটি বিষয়ের বেশ কিছু ধরন থাকে। তেমনই কী-ওয়ার্ড এর বেশ কয়েক ধরনের রয়েছে। আপনারা ইতিমধ্যে দুই ধরনের কী-ওয়ার্ড (শর্ট টেইল কী-ওয়ার্ড ও লং টেইল কী-ওয়ার্ড) সম্পর্কে জেনেছেন। এছাড়া আরও কয়েক ধরনের কী-ওয়ার্ড রয়েছে। 
  1. শর্ট টেইল কী-ওয়ার্ড
  2. লং টেইল কী-ওয়ার্ড
  3. লোকাল কী-ওয়ার্ড
  4. ব্যান্ড কী-ওয়ার্ড
  5. রিলেটেড কী-ওয়ার্ড
  6. নেতিবাচক কী-ওয়ার্ড
  7. কম্পিটিশন বেসড কী-ওয়ার্ড
  8. এলএসআই কী-ওয়ার্ড
  9. মার্কের্টিং বেসড কী-ওয়ার্ড

কী-ওয়ার্ড রিসার্চ করার উপায়

যে বিষয় নিয়ে আপনি আর্টিকেল বা কন্টেন্ট লিখতে চাচ্ছেন, যে বিষয়ে কোন ট্রপিক, ভিডিও ক্লিপ বা অনলাইনে কোন কিছু SEO করার উদ্দেশ্যে কী-ওয়াড লেখতে চাচ্ছেন প্রথমে সে বিষয় গুগলে লিখতে হবে। তাহলে গুগল থেকে সে সম্পর্কিত অনেকগুলো কী-ওয়ার্ড আপনি সহজেই পেয়ে যাবেন। যেমন ৮ই মার্চ সম্পর্কে লিখতে চাচ্ছেন। গুগলে ৮ই মার্চ লিখলেই ৮ই মার্চ  কি দিবস, ৮ই মার্চ বিশ্ব নারী দিবস, ৮ই মার্চ  ২০২৪, ৮ই মার্চ কি প্রভৃতি রিলেটেড কী-ওয়ার্ড দেখতে পাবেন।

এদের মধ্যে যে কোন একটি সার্চ করার পর লেখার শেষে মাউস দিয়ে ক্লিক করলে আরও অনেকগুলো কী-ওয়ার্ড পাওয়া যাবে। এখান থেকে আপনার পছন্দ মত একটি ব্যবহার করে লেখতে পারেন। এছাড়াও প্রাপ্ত কী-ওয়ার্ড গুলোর মধ্যে পছন্দ মত সার্চ করে সে সম্পর্কে কোন ওয়েসাইট সরাসরি লিখছে কি না ভালোভাবে পর্যবেক্ষণ করে বা দেখে যে সম্পর্কে লেখা নাই সে সম্পর্কে আপনে লিখতে পারেন।

আরো পড়ুনঃ  সুপ্রাভিট জি এর উপকারিতা ও অপকারিতা বিস্তারিত জানুন

আশা করি বিষয়টি পরিপূর্ণ বুঝতে পেড়েছেন, কিভাবে কোন ধরনের টুলস বা ফ্রি টুলস ব্যবহার ব্যতিত পছন্দের কী-ওয়ার্ড খুঁজে বের করবেন। এর পরবর্তীতেও যদি আপনার  সমস্যা থাকে তাহলে লং টেইল কী-ওয়ার্ড রিসার্চ ট্রপিকটি ভালোভাবে পড়েন তাহলে বিষয়টি পুরোপুরি বুঝতে পারবেন ইনশাল্লাহ। তো চলুন আর দেরি না করে পরবর্তী বিষয় নিয়ে আলোচনা করা যাক।

লং টেইল কী-ওয়ার্ড রিসার্চ এর সহজ উপায়

পূর্ববর্তী আলোচনা পড়েই আপনি এই বিষয়টি আপনি পড়তে এসেছেন। যদি না পড়ে থাকেন তাহলে আগের আলোচনা পড়েন তারপর লং টেইল কী-ওয়ার্ড রিসার্চ এর সহজ উপায় বিষয়টি পড়া শুরু করেন। অন্যথায় এই বিষয় পরিপূর্ণ বুঝতে আপনার সমস্যা হতে পারে। আপনি যদি নতুন হয়ে থাকেন বা অনলাইনে প্রথম অবস্থায় কোন ট্রপিক নিয়ে কী-ওয়ার্ড সার্চ করতে চান তাহলে আপনাকে শর্ট টেইল কী-ওয়ার্ড এর পারিবর্তে লং টেইল কী-ওয়ার্ড নিয়ে কাজ করা উত্তম হবে।  লং টেইল কী-ওয়ার্ড রিসার্চ এর সহজ ১০টি উপায় ধাপে ধাপে আলোচনা করা যাক-
  1. সর্বপ্রথম যে বিষয় বা ট্রপিক নিয়ে আপনি কী-ওয়ার্ড রিচার্স করতে চাচ্ছেন সে বিষয়ে শর্ট টেইল কী-ওয়ার্ড ইতিমধ্যেই আপনি তৈরি করতে সক্ষম হয়েছেন। শর্ট টেইল কী-ওয়ার্ড এর আগে বা পরে ইচ্ছামত শব্দ যোগ করে লং টেইল কী-ওয়ার্ড তৈরি করতে পারেন। তবে লং টেইল কী-ওয়ার্ড পাঁচ থেকে ছযটি শব্দের মধ্যে হওয়াই উত্তম। 
  2. আপনি যে বিষয় নিয়ে লেখতে চাচ্ছেন অর্থাৎ আপনি একটি নিশ তৈরি করেছেন সেটা গুগলে বা সার্চ ইঞ্জিনে সার্চ করার পাদ্ধতি ইতোমধ্যে জেনেছেন। এখন মনে প্রশ্ন জাগতে পারে যে,  একটি ছোট শব্দ কে কিভাবে লং টেইল কী-ওয়ার্ড এ পরিনত করা যায়? একটি ছোট শব্দ সার্চ ইঞ্জিনে  লিখে কী-বোর্ড থেকে মাইনাস (-) চিহ্ন  ক্লিক/ চাপলে আরও প্রাসঙ্গিক সাজেশন দেখা যায়। এভাবে একটি শর্ট টেইল কী-ওয়ার্ড কে লং টেইল কী-ওয়ার্ড পরিনত করা যায়। 
  3. বিশেষ কোন প্রজন্মকে টার্গেট করে অর্থাৎ টিনেজার বা যাদের বয়স ১৬-১৮ এই বয়সি কিশোর-কিশোরীদের টর্গেট করে কী-ওয়ার্ড সার্চ করে শর্ট কী-ওয়ার্ড কে লং টেইল কী-ওয়ার্ড এ পরিনত করে কাজ করতে পারেন। বিশেষ করে এই বয়সে কি ধরনের সমস্যা হয় সে বিষয় নিয়ে, কি ধরনের এ্যাম্বিশন/ উচ্চাকাংঙ্খা তৈরি হয় সে বিষয় নিয়ে প্রভৃতি বিষয়ে কী-ওয়ার্ড সার্চ করা যেতে পারে।
  4. গুগল বা সার্চ ইঞ্জিনের কোন বিষয়ে সার্চ করার পর ক্রল করে নিচের দিকে People Also Search বা লোকজন এগুলোও সার্চ করছে এই অংশ থেকেও আপনি লং টেইল কী-ওয়ার্ড সম্পর্কে ধারণা পেতে পারেন। এগুলো থেকে ইচ্ছামত যে একটি বিষয় নিয়ে সার্চ করে দেখবেন অন্য কোন ওয়েসাইট সে বিষয়ে সরাসরি লিখছে কিনা, যদি না লিখে থাকে তাহলে আপনি লিখলে ভালো ফলাফল পেতে পারেন।

আরো পড়ুনঃ oxat 20 এর উপকারিতা ও অপকারিতা বিস্তারিত জানুন

  1. Google Search Console (গুগল সার্চ কনসোল) ব্যবহার করে Performance অপশনের Queries থেকেও আপনি কী-ওয়ার্ড সম্পর্কে ধারণা পেতে পারেন। ডিজিটাল ইউজাররা কোন ধরনের বিষয় সার্চ করে আপনার ওয়েবসাইটে আসতেছে সরাসরি সেই কী-ওয়ার্ডে যদি আপনার আর্টিকেল না থাকে তাহলে সে বিষয়কে কী-ওয়ার্ড হিসাবে আপনি ব্যবহার করতে পারেন।
আশা করি লং টেইল কী-ওয়ার্ড রিসার্চ করার উপায় গুলো আপনি বুঝতে পেরেছেন। এখন আমরা আলোচনা করব কী-ওয়ার্ড রিসার্চ এর জন্য কি ধরনের টুলস ব্যবহার করতে পারি।

কী-ওয়ার্ড রিসার্চ এর জন্য জনপ্রিয় টুলস 

আশা করি আপনি ইতোমধ্যে কী-ওয়ার্ড রিসার্চ ও লং টেইল কী-ওয়ার্ড রিসার্চ সম্পর্কে পরিষ্কার ধারণা পেয়েছেন। আপনার কী-ওয়ার্ডকে আরও সুন্দর ও পরিপাটি করতে কি ধরনের টুলসের সহায়তা নিলে আরও উপকৃত হতে পারি  সে বিষেয়ে আলোচনা করা যাক-
  • Uber Suggest:- কী-ওয়ার্ড সার্চ করার গুরুত্বপূর্ণ কয়েকটি টুলসের মধ্যে Uber Suggest অন্যতম। এই টুলস ব্যবহার করে কী-ওয়ার্ডের সার্চ ভলিউম সহ তথ্য পাওয়া যাবে। এতে সহজেই ধারণা পাওয়া যায় কোন কী-ওয়ার্ড প্রতিমাসে কি পরিমান সার্চ করা হচ্ছে। এই টুলসে ব্যবহার করে লং টেইল কী-ওয়ার্ডও সার্চ করতে পারি। কেননা, যে কোন একটি কী-ওয়ার্ড লিখে সার্চ করলে সেই রিলেটেড আরও ‍কি কি কী-ওয়ার্ড গুগলে সার্চ করা হচ্ছে সেই তালিকাও এই টুলস প্রকাশ করে থাকে।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আড্ডাভিউ আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url